10/07/2023
#অফার #অফার #অফার 😍
মুসলিম সভ্যতার গৌরবগাথা ইতিহাস!
মুসলিম সোনালি যুগের স্মৃতিচারণ করে তৃপ্তির ঢেকুর তুললেও যখন বলা হয় সভ্যতা বিনির্মাণে মুসলিমদের উল্লেখযোগ্য কি; তখন আমরা ইবনে সীনা, আল-ফারাবিসহ ঘুরে ফিরে দু’ চারজনের নাম বলে মুখ লুকাতে চেষ্টা করি। কিন্তু এই বইটি আপনাকে দিবে এক ভিন্ন অভিজ্ঞতা।
গৃহ, বিদ্যালয়, বাজার, হাসপাতাল, নগর, বিশ্ব ও মহাবিশ্বসহ ৯ বিভাগে বিভক্ত এই বইতে রয়েছে ৮৯-টি অধ্যায়। কিছু অধ্যায়ের নাম- কফি, ঘড়ি, ট্রিক ডিভাইস, ক্যামেরা, বিশ্ববিদ্যালয়, গণিত, ত্রিকোণমিতি, রসায়ন, জ্যামিতি, কৃষি বিপ্লব, মুদ্রা, সার্জারি, রক্ত সঞ্চালন, ভ্যাকসিন, ফার্মাসি, মানচিত্র, নৌচালন-বিদ্যা, সমাজ বিজ্ঞান, চাঁদের কলঙ্ক, আকাশে উড্ডয়ন ইত্যাদি।
কখনো কি ভেবেছেন, এসব ক্ষেত্রেও মুসলিমরা রেখেছে যুগান্তকারী অবদান? যদি ভেবে না থাকেন, তাহলে এবার নিজের চোখে দেখুন এবং হারিয়ে যান বিস্ময়কর ১০০১ মুসলিম আবিষ্কারের জগতে।
বইটির বৈশিষ্ট্য সমূহঃ -
★ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একদল গবেষকের গবেষণার ফসল এ বই এবং বইটির প্রতিটি তথ্য যাচাইকৃত।
★ ৩০০-এর অধিক চোখধাঁধানো চিত্র।
★ মুসলিম মনীষীদের যুগান্তকারী অবদানের সমন্বয়ে বানানো চমৎকার মানচিত্র।
★ ৭ম থেকে ১৮শ শতাব্দি পর্যন্ত মুসলিম সভ্যতার উল্লেখযোগ্য অবদানের সচিত্র সময়ক্রম।
★ চমৎকার অলল্করণ ও প্রাঞ্জল অনুবাদ আপনাকে নিয়ে যাবে সৃজনশীলতার এক জগতে, যা আপনার মনোরাজ্য নিয়ে আসবে নয়া আলো—ইনশাআল্লাহ।
আজই সংগ্রহ করুন বইটি।
বইঃ ১০০১ মুসলিম আবিষ্কার (মুসলিম সভ্যতার গৌরবগাথা ইতিহাস)
সম্পাদকঃ প্রফেসর সেলিম টি এস আল-হাসসানী
অনুবাদঃ ইমদাদ হোসেন
পৃষ্ঠা সংখ্যাঃ ৩৫২
মুদ্রিত মূল্যঃ ৭৮০ টাকা
অফার মূল্যঃ ৫৫০ টাকা
বইটি অর্ডার করতে ইনবক্সে আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার দিন 📩
প্রয়োজনে : ০১৭১১১৭৮৩১৪