Abu Noman

Abu Noman অন্যের সমালোচনা নয় নিজের অর্জন কি তা নিয়ে আত্মঃসমালোচনা করাই বুদ্বিমানের কাজ।

জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয় বরং নিজ নিজ তাগিদে দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।-আবু সাদিক কায়েম
22/05/2025

জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয় বরং নিজ নিজ তাগিদে দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।
-আবু সাদিক কায়েম

18/05/2025

এই দেশ একটা জাদুর দেশ,
চাকা ছাড়া বিমান উড়ে যায়, ট্রেন রেখে বগি চলে যায়, জনগণকে রেখে সরকার চলে যায়!

08/05/2025

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমূখে জুলাই ঐক্য..

08/05/2025

জীবন দেবো, তবুও জুলাই দেবো না,
আমরা সবাই জুলাইয়ের খাদেম

আল্লাহর ঘরের ডাক আসে বারবার, কিন্তু আমার সামর্থ্য থেমে যায় দরজার আগেই। বুক ভরে আহাজারি করি—হে প্রভু, টাকা যদি বাঁধা না হ...
05/05/2025

আল্লাহর ঘরের ডাক আসে বারবার, কিন্তু আমার সামর্থ্য থেমে যায় দরজার আগেই। বুক ভরে আহাজারি করি—হে প্রভু, টাকা যদি বাঁধা না হতো, আজ আমি তোমার দরজায় সেজদা দিতাম।
প্রতিদিন যখন সোশ্যাল মিডিয়ায় দেখি কেউ ওমরাহ করছে, কেউ হজ্জে যাচ্ছে, কেউ কাবার সামনে দাঁড়িয়ে কাঁদছে—তখন বুকের ভেতর হু হু করে উঠে। আশা রাখি একদিন, একদিন আমি সেই পবিত্র মাটি স্পর্শ করব, আমি সেই সেজদায় নিজেকে নিবেদিত করব।

03/05/2025

মানুষ যখন কৃতজ্ঞতা শেখে, তখন অভিযোগ করা ভুলে যায়।

01/05/2025

১মে দিবসের শুভেচ্ছা...
" দয়া করে অধীনস্তদের প্রতি একটু সদয় হই "

30/04/2025

তিতুমীর থেকে মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, জনতার তোড়ে পালিয়ে গেলো ফ্যাসিবাদ, ঘরে ঘরে উঠে ইনকিলাব জিন্দাবাদ।

"সাবাশ"বর্ডার গার্ড বাংলাদেশ।দিন আর আগের মত নাই, অনেক পরিবর্তন হয়েছ,,
29/04/2025

"সাবাশ"
বর্ডার গার্ড বাংলাদেশ।
দিন আর আগের মত নাই, অনেক পরিবর্তন হয়েছ,,

আল জাজিরার হেডকোয়ার্টারে  কে বসা দেখেন তো!একজনকে আলজাজিরা সম্মান দিয়ে বসায়। আরেক জনের আলজাজিরা তাহাজ্জুতের নামাজের আমল...
29/04/2025

আল জাজিরার হেডকোয়ার্টারে কে বসা দেখেন তো!
একজনকে আলজাজিরা সম্মান দিয়ে বসায়। আরেক জনের আলজাজিরা তাহাজ্জুতের নামাজের আমলনামা প্রকাশ করে দেশ একটাই বিভিন্ন ব্যক্তি এটা তফাৎ !

এরাতো দেখছি জাহান্নামেও মাস্তানী করবে, শৃঙ্খলা বজায় রাখতে জরুরী ভিত্তিতে ডান্ডা বেড়ী পড়ানো হোক।
27/04/2025

এরাতো দেখছি জাহান্নামেও মাস্তানী করবে, শৃঙ্খলা বজায় রাখতে জরুরী ভিত্তিতে ডান্ডা বেড়ী পড়ানো হোক।

আপনাদেরকে বলে রাখি বাংলাদেশের মানচিত্র যতবড় শরীফ ওসমান হাদি ভাই দেশপ্রেম তার চেয়ে বড়। শরীফ ওসমান হাদি ভাই এই স্বাধীন বাং...
26/04/2025

আপনাদেরকে বলে রাখি বাংলাদেশের মানচিত্র যতবড় শরীফ ওসমান হাদি ভাই দেশপ্রেম তার চেয়ে বড়। শরীফ ওসমান হাদি ভাই এই স্বাধীন বাংলাদেশের এক অতন্দ্র প্রহরী। জুলাই আগস্টের রক্তের প্রহরী। ওসমান হাদি ভাইয়ের দেশ প্রেম সারাদুনিয়ার কাছে দেশপ্রেমের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী কয়েক শতাব্দী। ইনকিলাব জিন্দাবাদ

Address

Joynal Market, Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Noman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abu Noman:

Share