রঙতুলি - Rongtuli

রঙতুলি - Rongtuli Mother is the best warrior in the world! ’🌸

30/01/2025

সেটা কেমন গোশত?
যা বেচাও হয়না,
কেনাও যায়না। কিন্তু ব্যাপকহারে মানুষ তা খায়! অথচ সেটা খাওয়া হারাম?

A caring heart will always outshine a handsome face. Kindness makes a man truly beautiful. ❤️✨
17/12/2024

A caring heart will always outshine a handsome face. Kindness makes a man truly beautiful. ❤️✨

বাবা মায়ের মানসিক অবস্থা সন্তানের উপর প্রভাব সৃষ্টি করে 😔😔😔
13/12/2024

বাবা মায়ের মানসিক অবস্থা সন্তানের উপর প্রভাব সৃষ্টি করে 😔😔😔

11/12/2024

টাকা পয়সা নয়, শরীর সুস্থ থাকাই আল্লাহর বড় নেয়ামত 😊

10/12/2024

বাবার পেশা যা হোক না কেনো,,
প্রতিটা সন্তানের কাছে তার বাবা !!
পৃথিবীর সেরা একজন মানুষ।
❤️❤️❤️

😟
09/12/2024

😟

মায়ের ভালোবাসা: যেখানে স্বপ্ন আর বাস্তবতা মিলেমিশে একাকার ❤️❤️
08/12/2024

মায়ের ভালোবাসা: যেখানে স্বপ্ন আর বাস্তবতা মিলেমিশে একাকার ❤️❤️

একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছেন?? ,,🙏🙏বাচ্চারা যে কোন এক বিশেষ কারনে তার দাদা দাদীর থেকে নানা নানীর সাথে ইমোশনালি বেশী এট...
07/12/2024

একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছেন?? ,,🙏🙏

বাচ্চারা যে কোন এক বিশেষ কারনে তার দাদা দাদীর থেকে নানা নানীর সাথে ইমোশনালি বেশী এটাচড হয় ??

অবশ্যই এর এক্সেপশন ও আছে!!কিন্তু তার সংখ্যা খুব কম!!এমনকি শুধু নানা নানী না,মামা,খালার সাথেও তাদের সম্পর্ক ফুফু চাচা দের থেকে তুলনামুলক ভাবে গভীর!!

অথচ হওয়ার কথা কিন্তু উল্টাটা!!কারন আমাদের সমাজব্যাবস্থা পিতৃতান্ত্রীক!!জন্মের পরেই আমাদের পরিচয় হয় বাবার নামে,বার্থ সারটিফিকেট থেকে শুরু করে সমস্ত ডক্যুমেন্টস এ নেটিভ ডিস্ট্রিক এ দাদা বাড়ির জেলার নাম লেখা হয়!!শুধু তাই না,ম্যাক্সিমাম ক্ষেত্রেই পুত্র সন্তানরা যেহেতু বিয়ের পর বাবা মায়ের ভিটায় বসবাস করে তাই তাদের সন্তানরাও দাদাদাদী,চাচা,ফুফুর সাহচর্য,সান্নিধ্যেই বড় হয়!!

তবুও বাচ্চারা বাবা মায়ের পরে নানীকেই সবচেয়ে ভালবাসে,তারপর নানাভাই কে,এবং তারপর দাদী এবং তারপর দাদা কে!!

আমি সমাজবিজ্ঞানী,মনোবিজ্ঞানী কোনটাই না,তবুও সাধারন পর্যবেক্ষন থেকে এর কয়েকটা কারন বের করেছি!!

নানীর সাথে,নানাবাড়ির সাথে এটাচমেন্ট তৈরীর মেকানিজম শুরু হয় বাচ্চার জন্মেরও আগে,যখন সে মায়ের গর্ভে থাকে তখন!!

এটা তো সায়েন্টিফিকেলি প্রুভড যে বাচ্চারা গর্ভে থাকা অবস্থায়ও তার মায়ের মানসিক অবস্থা ফিল করতে পারে,এই জন্যেই ডাক্তাররা বলেন- টু বি মম কে যেন সবসময় হাসি খুশি রাখা হয়!!

স্বাভাবিক ভাবেই প্রেগ্নেন্সী তে যে কোন মেয়ে মেন্টালি সবচেয়ে রিল্যাক্স থাকে তার মায়ের কাছে!!সেই থেকে নানীর সাথে তার বন্ডিং শুরু!!সে জন্মের আগেই দেখে তার মাকে সবচেয়ে কেয়ার করে তার নানী!!তার মামা খালারা তার মাকে সারাক্ষন আগলে রাখে!!তাই জন্মের আগেই সে সিগ্নাল পায়,এরা তার এবং তার মায়ের জন্য সবচেয়ে সেইফ!!

তারপর ধরেন আমাদের দেশে প্রেগনেন্সীতে বউ কে মায়ের বাড়ি পাঠিয়ে দেয়ার একটা কালচার আছে!!বেশীর ভাগ বাচ্চার জন্ম হয় নানীনাড়িতে অথবা জন্মের পর প্রথম হস্পিটাল থেকে বাচ্চারা নানীবাড়িতে যায়!!নানী রাত জেগে নাতি কে কোলে নিয়ে বসে থাকেন,হাগু মুতুর কাথা ধুয়ে দেন!!সেইখান থেকে যে হার্ট টু হার্ট এবং হাগু টু হার্ট সবচেয়ে নিস্বার্থ একটা সম্পর্ক তৈরী হয় সেটা আজীবন থাকে!!

তারপর আসা যাক বড় হওয়ার সময়ে!!বাচ্চারা তার মাকে তার শশুরবাড়িতে নানা রকম স্ট্রাগল করতে দেখে!!দেখে তার মা সারাদিন কাজ করে,সবার জন্য এতকিছু করে তবুও মা কোন এপ্রিসিয়েশন পায় না,কেও স্যাটিসফাইড হয় না!!চাচা ফুফুরা সারাক্ষন মায়ের ভুল ধরে!!অথচ এই সিনারিও পুরা উল্টা নানীর বাড়িতে!!নানীর বাড়ীতে মা যেন একটা রাজকন্যা!!তার নানা নানী খালা মামারা তার মাকে রাজকন্যার মত প্যাম্পার করে!!দেখে তার মন ভরে যায়!!সে বোঝে তার মায়ের গুরুত্ব এই মানুষ গুলোর কাছেই সবচেয়ে বেশী!!

অতএব কনক্লুশন টা এইভাবে টানা উচিত যে- সন্তানের কাছে পৃথিবীতে মা এর চেয়ে আপন আর কেউ নাই তাই মা কে যে বা যারা সবচেয়ে বেশী ভালবাসে বাচ্চারা তাকেই বেশী ভালবাসে!!

অতএব,কোন বাচ্চার মন পেতে হলে অবশ্যই তার মাকে ভালবাসতে হবে......

প্রথমে তারা তোমার হৃদয় চুরি করে নেয়। 🩷এবং তারপর তারা আপনার বিছানাও চুরি করে নেয়। 😫🤣
07/12/2024

প্রথমে তারা তোমার হৃদয় চুরি করে নেয়। 🩷এবং তারপর তারা আপনার বিছানাও চুরি করে নেয়। 😫🤣

06/12/2024

আজকে রাতের খাবারে আপনার বাবুকে কি দিয়েছেন? ❣️

কমেন্ট করুন ♥️

৫ বছর বয়সী এই ফুটফুটে বাচ্চাটিকে মা*র তে ৩৫৫ টা বু* লেট খরচ করেছে ই*জর।ইল 😦😦😦
26/11/2024

৫ বছর বয়সী এই ফুটফুটে বাচ্চাটিকে মা*র তে ৩৫৫ টা বু* লেট খরচ করেছে ই*জর।ইল 😦😦😦

শীত থেকে বাঁচাতে শিশুকে আরামদায়ক ও উষ্ণ পোশাক পরাতে হবে।
18/11/2024

শীত থেকে বাঁচাতে শিশুকে আরামদায়ক ও উষ্ণ পোশাক পরাতে হবে।

10 Pieces Baby Care Kit set 🇧🇩১০ পিসের বেবি কেয়ার সেটনিজের বেবির জন্য অথবা কোন বেবিকে গিফট করার জন্য অসাধারন একটি সেট।এক...
18/11/2024

10 Pieces Baby Care Kit set 🇧🇩

১০ পিসের বেবি কেয়ার সেট

নিজের বেবির জন্য অথবা কোন বেবিকে গিফট করার জন্য অসাধারন একটি সেট।

একদম সাধ্যের মধ্যে দরকারি সব জিনিস।

একের ভিতর সব পাবেন এই সেটে।

✅সেটে যা যা পাবেন

👶জ্বর মাপার জন্য ডিজিটাল থার্মোমিটার,
👶বেবির নাক ক্লিন করার জন্য নোজ ক্লিনার
👶নখ কাটার জন্য নেইল ক্লিপার
👶বেবিকে ঔষধ খাওয়ানোর জন্য ড্রপার
👶চুল আঁচড়ানোর জন্য চিরুনি
👶শ্যাম্পু করার জন্য হেয়ার ব্রাশ
👶বেবির নাকের ময়লা বের করার জন্য শোন
👶চুল কাটার জন্য কাঁচি
👶বেবিদের জিহ্বা ও দাঁত ক্লিন করার জন্য টাং ক্লিনার বা ফিঙ্গার টুথব্রাশ।

আপনি কি একজন নবজাতকের মা!🥰আপনি কি আপনার নবজাতকের আরামদায়ক ব্রেষ্টফিডিং নিয়ে চিন্তিত! এই চিন্তার অবশানের জন্য আমাদের নার্...
18/11/2024

আপনি কি একজন নবজাতকের মা!🥰আপনি কি আপনার নবজাতকের আরামদায়ক ব্রেষ্টফিডিং নিয়ে চিন্তিত!
এই চিন্তার অবশানের জন্য আমাদের নার্সিং পিলোটি আপনার জন্যই..
ব্রেস্টফিডিং বালিশ বা নার্সিং বালিশ ব্যবহারের সুবিধাঃ
১। বালিশটি ব্যবহারে মা ছোট শিশুকে আরামদায়ক উচ্চতায় ধরে রাখতে পারে ফলে শিশুর অবস্থান ও সংস্থাপন ঠিক রাখা সম্ভব হয়।
২। শিশুকে হাতের উপরে নিয়ে মা একটানা বেশি সময় ধরে দুধ খাওয়াতে পারে না মায়ের কষ্ট হয়, কিন্তু এই বালিশ ব্যবহারে অনায়াসে মা একসাথে ১-২ ঘন্টা কোন ক্লান্তি বা কষ্ট ছাড়া মায়ের দুধ খাওয়াতে পারে।
৩। সিজারের (অস্ত্রোপচার) মাধ্যমে প্রসবের ক্ষেত্রে মায়ের পুরোপুরি নিরাময়ে কয়েক সপ্তাহ সময় লাগে। শিশুকে দুধ খাওয়ানোর সময় এই বালিশের ব্যবহার মায়ের সেলাইগুলির উপর চাপ রোধ করতে সহায়তা করে।
৪। জমজ শিশুদের ক্ষেত্রে ব্রেস্টফিডিং বালিশ বা নার্সিং বালিশ ব্যবহার করে একই সাথে দুইজন শিশুকেই মায়ের দুধ খাওয়ানো যায়।
৫। কিছু কিছু শিশুর দুধ খাওয়ার পরে অ্যাসিড রিফ্লাক্স হয়। এই বালিশে বিশেষ অবস্থানে শিশুকে নিয়ে খাওয়ালে তা শিশুর অ্যাসিড রিফ্লাক্স প্রতিরোধে সহায়তা করতে পারে। এছাড়া এই বালিশ বারপিং বালিশ হিসাবেও ব্যবহার করা যায়।
Nursing Pillow For Mother & Baby - Multicolor গর্ভাবস্থায়ও ভাল ব্যাক সাপোর্ট কুশন হিসাবে ব্যবহার করা যেতে পারে।।
#পারিবারিক

Baby Blanket এই শীতে শিশুর যত্ন নিতে নিয়ে আসলামFree Size (০--18মাস বয়সী শিশুদের জন্য)কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ ১০...
17/11/2024

Baby Blanket এই শীতে শিশুর যত্ন নিতে নিয়ে আসলাম

Free Size (০--18মাস বয়সী শিশুদের জন্য)
কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ ১০০% গ্যারান্টি

বাচ্চারা গায়ে কম্বল জাতীয় কিছু দিতে চায় না৷ ফলে ঠান্ডা লাগতে পারে। এটা ব্যবহারে ঠান্ডা লাগার সম্ভাবনা একদমই নেই।
বাচ্চারা অনেকবেশি নড়াচড়া করে। যে কারনে কম্বল ব্যবহার যথেষ্ট রিস্কি। এটি সম্পূর্ণ এলার্জি ফ্রি ও শ্বাসযোগ্য।
এতোটাই সফ্ট আপনার সন্তান খুব আরামে ঘুমাবে।
বাচ্চারা হাত-পা ছোটাছুটি করলে হাতে ঠান্ডা লাগার সম্ভাবনা নাই। বাসার ভেতরে এবং বাইরে সব জায়গায় ব্যাবহার উপযোগী।

⭕𝐁𝐚𝐛𝐲 𝐍𝐚𝐢𝐥 𝐓𝐫𝐢𝐦𝐦𝐞𝐫⭕ছোটদের নখ কাটা নিয়ে বাবা- মায়েরা সবসময়ই দুঃশ্চিন্তায় ভোগে। এবার Baby Nali Trimmer এ হবে সহজ সমাধান। ✅...
17/11/2024

⭕𝐁𝐚𝐛𝐲 𝐍𝐚𝐢𝐥 𝐓𝐫𝐢𝐦𝐦𝐞𝐫⭕ছোটদের নখ কাটা নিয়ে বাবা- মায়েরা সবসময়ই দুঃশ্চিন্তায় ভোগে। এবার Baby Nali Trimmer এ হবে সহজ সমাধান।
✅এই সকল সমস্যার সমাধানের জন্যই Nail Trimmer. এর ব্যবহার শিশুর ত্বককে সুরক্ষা দিবে এবং নখ কাটা নিয়ে দুঃশ্চিন্তা থেকেও মুক্তি দিবে। Nail Trimmer টি AA সাইজের ব্যাটারি চালিত। বয়সের ভিত্তিতে নখকে মসৃন করার জন্য 5 টি ভিন্ন ভিন্ন Grinding Head থাকবে।😲
Electric Baby Nail Trimmer Set with LED Light

🔻 Product Details

⭕ Grinder Pads - 6 Pieces;
⭕ Main Unit - A long main trimmer;
⭕ Light - LED;
⭕ Usage - Finger, Toe;
⭕ Portable - Easy to Carry and Keep;
⭕ Power - 2 AA Batteries;
⭕ Size - 8.6x5.2x15.5cm;

আপনার ছোট সোনামনি থাকুক পরম যত্নে 🥰
শিশুদের নখ নরম হওয়ায় তারা নিজেরাই নিজেদের শরীরে দাগ ফেলে বা স্ক্র্যাচ করে ব্যাথা পায়, এক্ষেত্রে নখ সমান ও মসৃন করার জন্য Nail Trimmer সহায়ক ভূমিকা পালন করবে





Address

Mirpur 11
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when রঙতুলি - Rongtuli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রঙতুলি - Rongtuli:

Videos

Share

Category