Bangladeshi Raju

Bangladeshi Raju I love to travel and want to see the world . ভ্রমন করতে ভালবাসি।দেখতে চাই বিশ্বটাকে🇧🇩

14/12/2024

🍁Weekend এ ice Lake এর ধারে 🇨🇦

08/12/2024

সকাল বেলা ঘুম ভাঙার পর, প্রথম সংবাদ পাই,
সিরিয়ার একনায়ক শাসক আসাদ এর পতন।
এবং তিনি পালিয়ে গিয়েছেন।
শেষ হলো প্রায় ৫৩ বছর এর,
একনায়কতান্ত্রিক বাবা ও ছেলের স্বৈর শাষণ।
গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র।
ক্ষমতাকে নিজ স্বার্থে আকরে ধরে রাখা।
পৃথিবীর বিভিন্ন সেরা পরাশক্তি গুলো সাহায্য করার পরও টিকতে পারলো না, আসাদ সরকার।
তার মানে, জনগণ না চাইলে বাহিরের কোনো শক্তিও
কোনো স্বৈরশাসককে টিকিয়ে রাখতে পারে না।
এর থেকে কি আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ের নীতিনির্ধারকগণ ও রাজনীতিবিদগণ,
কোনো শিক্ষা নিবেন ?
তবে বাস্তবতা হচ্ছে।
ইতিহাস এর সবচেয়ে বড় শিক্ষা !!
মানুষ, বিশেষ করে ক্ষমতাবান বা ক্ষমতাসীনরা,
ইতিহাস থেকে কোনো শিক্ষাই নেন না !!

জন্মের পর মৃত্যু।রাতের পরে দিন।সুখের পর দুঃখ!আশায় বুকবেধে অপক্ষায় থাকা,আবার হয়তো সুখ আসবে !এভাবেই কেটে যায় মানুষের,স...
06/12/2024

জন্মের পর মৃত্যু।
রাতের পরে দিন।
সুখের পর দুঃখ!
আশায় বুকবেধে অপক্ষায় থাকা,
আবার হয়তো সুখ আসবে !
এভাবেই কেটে যায় মানুষের,
সারাটি জীবন।
যেন নদীর ঢেউয়ের মতো।
একবার তীরে আসছে।
আবার মাঝ নদীতে ফিরে যাচ্ছে।
এটিই হয়তো মানব জীবন।
না মানতে চাইলেও মেনে নিতে হয়।
ভাঙা গড়ার এই দুনিয়ায়,
স্বার্থের বেড়াজালে।
কত রঙের খেলা হয়রে।
আপন যারে ভাবা হয়।
আসলে সেতো আপন নয়!
এই দুনিয়ায় আপন বলতে,
কেউতো নাইরে।

05/12/2024
কানাডার Ontario এর Brantford শহরকে,The Telephone City.বা টেলিফোন এর আবিষ্কারের শহর বলা হয়।১৮৭০ সালে, আলেকজান্ডার গ্রাহাম...
28/11/2024

কানাডার Ontario এর Brantford শহরকে,
The Telephone City.
বা টেলিফোন এর আবিষ্কারের শহর বলা হয়।
১৮৭০ সালে, আলেকজান্ডার গ্রাহাম বেল
তার পরিবারের সঙ্গে, স্কটল্যান্ড থেকে,
এই Brantford শহরে চলে আসেন।
তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলি এখানেই পার করেন।
১৮৭৪ সালে তিনি এই শহরেই টেলিফোন
আবিষ্কার করেন।
এবং ১৮৭৬ সালের ১০ মার্চ তিনি লং ডিস্টেন্সে আনুষ্ঠানিক ভাবে প্রথম কথা বলেন।
টেলিফোনে তার প্রথম কথা ছিল।
“ Mr. Watson come here.
I want to see you. “
তার পরিবার এই শহরেই বসবাস করতেন।
তিনি এই শহরের নৈসর্গিক ও প্রকৃতিকে,
খুবই উপভোগ করতেন।
মানুষের জীবন বদলে দেয়া,
জগৎ বিখ্যাত এই প্রকৌশলী ও উদ্ভাবক,
জন্মগ্রহণ করেন ৩ মার্চ ১৮৪৭ সালে,
স্কটল্যান্ডের এডিনবরায়।
তিনি পৃথিবী থেকে বিদায় নেন ২ আগস্ট ১৯২২ সালে, কানাডার নভাস্কোষিয়ায়।
এই পার্কটি তার স্মৃতি স্মরণে নির্মিত।
জেটি Bell Park. নামে পরিচিত।

কবি গুরুর প্রথম প্রেম।————————————/////রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রেম ছিল তার বড় ভাই, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী ...
21/11/2024

কবি গুরুর প্রথম প্রেম।
————————————/////
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রেম ছিল তার বড় ভাই, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বিনী দেবীর সাথে।
কাদম্বিনী দেবী রবীন্দ্রনাথের চেয়ে বয়সে বেশ বড় ছিলেন,
কিন্তু তার প্রতি কবির একরকম,
গভীর ভালোবাসা ও ভালোলাগা গড়ে উঠেছিল।
যা কবি কখনোই প্রকাশ করেননি।

কাদম্বিনী দেবী খুবই রূপবতী,
এবং সাংস্কৃতিক মনোভাবাপন্ন ছিলেন।
যার ফলে রবীন্দ্রনাথ তার প্রতি আকৃষ্ট হন।
কবির এই সম্পর্কটি, ছিল মূলত একতরফা প্রেমের।
কাদম্বিনী দেবী কিন্তু তাকে সেই চোখে কখনোই দেখেননি।
কবিকে অনেকটা ছোট ভাইয়ের মতো দেখতেন।
তবে কবির এই প্রথম প্রেম,
তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল।
এবং সেটি তার কবিতায় ও সাহিত্যকর্মে,
এর বেশ প্রতিফলন দেখা যায়।

18/11/2024

ভ্রমণ করতে ভালোবাসি।দেখতে চাই বিশ্বটাকে🇧🇩

আজকের বিষয়“ সুখ “!!😎😎একান্তই নিজস্ব ভাবনা থেকে লিখা।----------------------------------সুখ কি দেখা যায় ? না বুঝা যায় ?...
15/11/2024

আজকের বিষয়“ সুখ “!!😎😎
একান্তই নিজস্ব ভাবনা থেকে লিখা।
----------------------------------
সুখ কি দেখা যায় ?
না বুঝা যায় ?
নাকি অনুভবে থাকে ?
বাহ্যিক দৃষ্টিতে মনে হয় সবাই সুখী।
সে নিজে ছাড়া।
আসলে নিজের কোনো অপূর্ণতা,
অন্যের মাঝে দেখতে পেলে, মনে করে ও সুখি।
সে নিজে নয়।
একে অন্যকে, সুখী মনে করে। সে নিজে নয় !
অন্যের মাঝে সুখ খুঁজে বেড়ায়।
আসলে সুখী কেউ নয়।
কেউ মনে করে অনেক সম্পদ অর্জনে সে সুখী।
কারো কাছে সন্তান এর ভালো ভবিষ্যৎ এর,
আশায় থাকার নামই সুখ।
কেউ ভালোবাসার মানুষকে না পেলে,
মনে করে, তাকে পেলে সে সুখী হতো।
কেউ একাকিত্বে থাকাকে মনে করে আমি সুখী !
আবার কেউ অবৈধ বা অনৈতিক ভাবে
অনেক টাকা উপার্জনের সুযোগ পেলেও
মনে করে, সে সুখী।
আবার অনেকে সেই সুযোগ না পেলে,
মনেকরে নিজেকে অসুখী।
অনেকের কাছে দাদাগিরি করার ক্ষমতাটা পেলে,
মনে করে সে সুখী হবে।
যে পারছেনা, সে নিজেকে মনে করে অসুখী।
অনেকে ধর্ম কর্মের মাঝেও সুখ খুঁজে।
আসলে "সুখটা" কোথায় ??
মানুষের লোভ, পরশ্রীকাতরতা,
স্বপ্ন ও আকাঙ্ক্ষার শেষ নেই !
শুধু চাই, আরো চাই, আরো বেশি .....চাই।
এতো চাওয়ার ও পাওয়ার মাঝে কি আশা করা যায়,
কোনো ভাবে সুখ আসবে ??

13/11/2024

গল্প টা দারুণ !!
দার্শনিক সক্রেটিস এর বিখ্যাত উক্তি।
যদি তুমি ভালো বউ পাও, তাহলে তুমি সুখী হবে।
আর সেটা যদি না পাও তুমি হবে দার্শনিক।
———————————————————
সক্রেটিস করেছিলেন দুই বিয়ে।
প্রথম বৌ খুবই সুন্দরী ছিলেন।
কিন্তু মুখে ছিলো বিষ, আর চোখে আগুন।
সক্রেটিসের ঘরে ঝগড়া লেগেই থাকতো।
সারাদিন তিনি জ্ঞান বিলিয়ে বেড়াতেন।
বিনিময়ে একটি কানা কড়িও নিতেন না।
কোনো আয় উপার্জন নেই। ছিলোও না।
ঘরে তিন সন্তান, এক স্ত্রী। এর উপর দ্বিতীয় আরেকটি
বিয়ে করেছেন, তার নাম মির্টো।
সক্রেটিসের বাপের কিছু সম্পদ আছে।
একে বাড়াবে তো দূরে থাক !
গরিবদের দিয়েই শেষ করে চলছেন।
কতো আর সহ্য করবেন তার বৌ জ্যানথিপি !
একদিন রাতে ঘরে খাবার নেই ছেলে, মেয়েরা কেঁদেকেটে ঘুমিয়েছে। সক্রেটিস ঘরে বসে ধ্যান করছেন।
জ্যানথিপির আর সহ্য হলো না।
শুরু করলেন বকাঝকা। যেই সেই বকা নয়,ভয়াবহ কিছু।
সক্রেটিস নিরবে ঘর থেকে বেরিয়ে গেলেন।
বাইরে এসে চাঁদের আলোয় শুরু করলেন বইপড়া।
জ্যানথিপি এটা দেখে তো আরো আগুন।
সে কি করলেন, ঘরে সারা দিনের জমানো ময়লাপানি একটি গামলায় রাখা ছিলো।
সেই গামলার পানি ঢেলে দিলেন সক্রেটিসের শরীরে।
সক্রেটিস রাগ করলেন না। বরং হেসে বললেন।
এতো গুরুগম্ভীর মেঘের গর্জনের পরে।
এক পশলা বৃষ্টি না হলে কি আর শোভা পায়।
গ্রীষ্ম হোক আর শীত হোক, সক্রেটিসের গায়ে থাকতো একটাই কোট। সব ঋতুতে এটাই পরতেন।
অন্য কোনো পোশাক ছিলনা তার।
পায়ে ছিলনা কোনো জুতা।
তাকে জিজ্ঞেস করা হল।
সুখের সুযোগ ত্যাগ করে,
এতো কষ্টের জীবন কেন বেছে নিলেন তিনি ?
সক্রেটিস বললেন, এটা বেছে নিলাম !
যাতে লোভ নামক কুকুরগুলো বুঝে,
সত্য, জ্ঞান ও স্বাধীনতা এমন এক সুখ,
যাকে ক্রয় করতে হয় কষ্টের বিনময়ে।
ও কৃচ্ছ্রতার বিনিময়ে।
সেখান তার একটি বিখ্যাত উক্তি ছিলো !!
“যদি তুমি ভালো বউ পাও তাহলে তুমি সুখি হবে।
আর সেটা যদি না পাও তুমি হবে দার্শনিক !!
সূত্র: Google. ChatGpt

একজন ভ্রমণকারির মন, প্রাণ কিভাবে নেশার মতো বুদ হয়ে থাকে, ভ্রমণ করার জন্য।সেটি ভ্রমণ পিপাসু মানুষ ছারা বুঝার কথা নয়।একজ...
11/11/2024

একজন ভ্রমণকারির মন, প্রাণ কিভাবে নেশার মতো বুদ হয়ে থাকে, ভ্রমণ করার জন্য।
সেটি ভ্রমণ পিপাসু মানুষ ছারা বুঝার কথা নয়।
একজন ভ্রমণকারির পরিচয়,
তিনি ভ্রমণকারি।
অনেক টাকা থাকলেই ভ্রমণ করা যায় না।
তার জন্য চাই সুন্দর একটি মন।
ভালবাসা অবিরাম।❤️❤️

08/11/2024

🍁Ontario Paris এর Penman’s DAM 🇨🇦

01/11/2024

🌧️ সুপ্রভাত বসুন্ধরা 🌤️

27/10/2024

🌧️🌧️💨🇨🇦

03/10/2024

USA 🇺🇸 VISA

যদি চায়ের কাপে জমে নিরবতা।বলে ফেলো মনের কথা।আমি হেসে বলি,থাক না ! ❤️❤️
28/09/2024

যদি চায়ের কাপে জমে নিরবতা।
বলে ফেলো মনের কথা।
আমি হেসে বলি,থাক না ! ❤️❤️

19/09/2024

QATAR DOHA Airport এর মধ্যে।
যেন এক টুকরো স্বর্গ। 😱😱❤️❤️

30/08/2024

Flower Dome.
Garden By The Bay🇸🇬

28/08/2024

Garden By The Bay 🇸🇬

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi Raju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category