04/08/2024
ইতিহাসের কুখ্যাত সাত ডাইনি
১) Wu Zetian (624–705 AD) - তাং রাজবংশের সম্রাজ্ঞী উ জেতিয়েন, চীনের একমাত্র নারী সম্রাজ্ঞী, ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য নৃশংসতার জন্য সুবিদিত।
২) Ranavalona I of Madagascar (1778–1861) - মাদাগাস্কারের সম্রাজ্ঞী রানাভালোনা দা ফার্স্ট, উরফে "ম্যাড কুইন", প্রজাদের প্রতি কঠোর নীতি, দমন পীড়ন ও নির্মম আচরণের জন্য কুখ্যাত ছিলেন।
৩) Catherine de' Medici (1519–1589) - ফ্রান্সের রাণী ক্যাথরিন ডি' মেডিসি, সেন্ট বার্থলোমিউ'স দিবসের গণহত্যার নেপথ্য নায়িকা
৪) Mary I of England (1516–1558) - ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রাণী মেরি দা ফার্স্ট, ইংল্যান্ডে ক্যাথলিক ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টায় প্রোটেস্ট্যান্টদের উপর নিপীড়নের জন্য "ব্লাডি মেরি" নামে যিনি অধিক পরিচিত।
৫) Cleopatra VII (69–30 BC) - সপ্তম ক্লিওপেট্রা, তিনি ঐতিহ্যগত অর্থে অত্যাচারী ছিলেন না, তবে তার রাজনৈতিক কৌশল এবং জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনির সাথে মিত্রতাকে রোমান প্রতিপক্ষরা নির্মম হিসাবে দেখেছিল।
৬) Elizabeth Bathory (1560–1614) - এলিজাবেথ ব্যাথরি উরফে "ব্লাড কাউন্টেস", অল্পবয়সী মেয়েদের নির্যাতন ও হত্যার অভিযোগে অভিযুক্ত সম্ভ্রান্ত হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত এক রক্তপিপাসু নারী।
৭) Sheikh Hasina (1947 - unknown) - শেখ হাসিনা, বাংলাদেশের রাজনীতিতে লগি-বইঠার সহিংসতা প্রবর্তনকারী উরফে "নব্য ঘষেটি বেগম" উরফে "সর্বশ্রেষ্ঠ বিশ্ব-বেহায়া" উরফে "কাডাল-রাণী"।
পিলখানায় দেশের মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যাকান্ড থেকে শুরু করে, মতিঝিলের শাপলা চত্তরে মাদ্রাসার ছাত্রদের হত্যাকান্ড, ক্ষমতার মসনদ কুক্ষিগত রাখার জন্য নিশিরাতের ভোট, অসংখ্য বিচার বহির্ভূত ঘুম, ক্রসফায়ার, নারকীয় হত্যাকাণ্ড সহ, সর্বশেষ ২০২৪-এ, প্রায় সহস্রাধিক মেধাবী ছাত্রকে প্রকাশ্যে নির্বিচারে নির্মমভাবে হত্যা করার জন্য বিশ্ব-ব্যাপী সুবিদিত, এবং এই তালিকা ক্রমবর্ধমান।