Hanif Mahabir Noor

Hanif Mahabir Noor Former Vice President:
Dhaka Polytechnic Institute (DPI)
CEO: UNITECH BANGLADESH

""আমি বেজি ""আমাকে কেউ মারবেন না আমি আপনাদের উপকারে আসি বিষধর রাসেল ভাইপার সাপ আমি ভক্ষণ করি অন্যান্য বিষধর সাপ আমি ভক্ষ...
18/06/2024

""আমি বেজি ""আমাকে কেউ মারবেন না আমি আপনাদের উপকারে আসি বিষধর রাসেল ভাইপার সাপ আমি ভক্ষণ করি অন্যান্য বিষধর সাপ আমি ভক্ষণ করি কৃষকদের মাঠে আমি থাকি ফসলি জমিতে, বিষধর রাসেল ভাইপার ও অন্যান্য বিষধর সাপগুলো ফসলি জমিতে থাকে তাদেরকে আমি ধরি ও ভক্ষণ করি,তাই আপনারা আমাকে রক্ষা করুন আমি আপনাদেরকে রক্ষা করব, জনস্বার্থে প্রচার করুন,

আমরা কোকাকোলা খাই না।
16/06/2024

আমরা কোকাকোলা খাই না।

15/06/2024

#প্রফেশনাল_অটোক্যাড_মাস্টারকোর্স।
সিভিল & আর্কিটেকচার ইঞ্জিনিয়ারদের জন্য।🏗️🏛️

ভর্তির জন্য যোগাযোগ করুন: &
📲 01705100763
📞 01705100763 (হোয়াটসঅ্যাপ)
📞 01993912128

যারা একটি গোছানো গাইড-লাইন নিয়ে কনসাল্টেন্ড ফার্ম করতে চাচ্ছেন এবং সিভিল কিংবা আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন তাদের জন্য “প্রফেশনাল অটোক্যাডে ২ডি কোর্স।“ যেখানে চারটি ট্রেডের ড্রয়িং এর উপর ট্রেইনিং দেওয়া হবে। এবং একটি প্রজেক্ট এর সমস্ত কিছু রাজউক কর্তৃক এপ্রোভাল শিটের আলোকে শেখানো হবে।

১। অটোক্যাড বেসিক
২। আর্কিটেকচারাল ড্রয়িং
৩। স্ট্রাকচারাল ড্রয়িং
৪। প্লাম্বিং ড্রয়িং
৫। ইলেকট্রিক্যাল ড্রয়িং
৬। BNBC গেজেট অনুযায়ী জমি ক্যালকুলেশন
৭। অটোক্যাড উইথ ফ্রিল্যান্সিং।

অটোক্যাড ২০২১ ভার্সন সফটওয়ার ব্যবহার করে কাজ শেখানো হবে এবং যাদের লেপটপ বা কম্পিউটারে অটোক্যাড সফটওয়ার নেই তাদের ডিভাইসে সফটওয়্যার দিয়ে দেওয়া হবে।

আমাদের বৈশিষ্ঠ সমূহঃ
👉 প্রতিটি ক্লাস শেষে রেকর্ড ভিডিও দিয়ে দেওয়া হবে।
👉 কারো কম্পিউটারে সমস্যা হলে Anydisk এর মাধ্যমে
ঠিক করে দেওয়া হবে।
👉কোর্স চলাকালিন সময় Whatsapp & messanger
গ্রুপে ২৪ ঘন্টা সাপর্ট দেওয়া হবে।
👉সপ্তাহে 3 দিন ক্লাস হবে।
👉 সফটওয়্যার গুলো আমরা ফ্রি দিয়ে থাকি।
👉 আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে চাকরির সুযোগ দিয়ে থাকি।

#অফিসের_ঠিকানাঃ-
Unitech Bangladesh
Website: unitechbangladesh.com
মাহবুব প্লাজা (৭ম তলা) রুম নং-৭০৭,
ফার্মগেট,ঢাকা-১২১৫,(তেজগাও কলেজ সংলগ্ন)
মোবাইল: ⁨01705-100763⁩

30/05/2024

SSC তে কম পয়েন্ট নিয়েও। পলিটেকনিকে ভালো সাবজেক্ট পাওয়ার নিঞ্জা টেকনিক।

ঘূর্ণিঝড় "রেমাল' ও আমাদের সুন্দরবন.🥲🥲
28/05/2024

ঘূর্ণিঝড় "রেমাল' ও আমাদের সুন্দরবন.🥲🥲

প্লিজ 🙏🙏
27/05/2024

প্লিজ 🙏🙏

25/05/2024

সিকিমের রাজধানী গ্যাংটক শহরের এম জি মার্কেট।

23/05/2024

#বৃষ্টি_ভেজা_শহর।❤️‍🩹
Do U know the place, Guys?

বাংলাদেশ বিমানের ফ্লাইটে এক মহিলা তার পাঁচ বছরের বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন, তুমি টয়লেট করো, আমি পাঁচ মিনিট পর আসছি।বাচ...
22/05/2024

বাংলাদেশ বিমানের ফ্লাইটে এক মহিলা তার পাঁচ বছরের বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন, তুমি টয়লেট করো, আমি পাঁচ মিনিট পর আসছি।

বাচ্চাটা ২ মিনিট পরই টয়লেট থেকে বের হয়ে ওর মায়ের কাছে না গিয়ে ভুল করে উল্টা দিকে চলে গেল।

এদিকে প্রথমবার প্লেনে চড়ে আমাদের রতন বাহরাইন যাচ্ছিল, হঠাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে সে টয়লেটে ঢুকলো।

পাঁচ মিনিট পর বাচ্চার মা এসে দরজায় টক টক আওয়াজ করছেন আর বলছেন, হয়ে গেছে নাকি? তাহলে দরজা খোল, আমি তোমাকে ধুইয়ে দিয়ে প্যান্ট পরিয়ে দেব।

টয়লেটের ভিতর থেকে বিস্মিত রতন ভাবছে, উফ! একেই বলে সার্ভিস! কে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সার্ভিস খারাপ?🤧।।।

22/05/2024

ও বাতাস তুমি বলে দিও তারে।
সে যেন আমারি থাকে ভুল না আমারে।

18/05/2024

ঢাকা পলিটেকনিক VS ঢাকা মহিলা পলিটেকনিক।

17/05/2024

#ঢাকা_থেকে_কলকাতা_নিউ_মার্কেট।
মাত্র ১২শত টাকায় কিভাবে যাবেন।

15/05/2024
14/05/2024

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।

09/05/2024

চন্দ্রিমা উদ্যান।

08/05/2024

সিকিম এর রাজধানী গ্যাংটক থেকে ছাঙ্গুলেক।।

13/08/2023

নর্থ সিকিম ইন্ডিয়া,স্বপ্নের মতো সুন্দর রাজ্য।


#ভারত

#বাংলাদেশ
#সিকিম

Bangladesh
বাংলাদেশ

12/08/2023

#পলিটেকনিক_ভর্তি_তথ্য_2023
পলিটেকনিকে কোন ডিপার্টমেন্ট এ যাবেন? কারো কথায় নয়। নিজ সিদ্ধান্তেই ডিপার্টমেন্ট চয়েজ দিন।

10/08/2023

কানাডায় ৮বছরের মাল্টিপল ভিজিট ভিসা পাওয়ার Journey টা কেমন ছিলো সোহেল ভাইয়ের কাছ থেকে জেনে নেই।

ভিজিট ভিসা সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য
আপনারা যোগাযোগ করতে পারেন।
ইন্দিরা রোড, ফার্মগেট, মাহবুব প্লাজা,
লেভেল 6, রুম নং #701
মোবাইল: 01742-086932

ছাঙ্গুলেক সিকিম রাজ্য ইন্ডিয়া। 💙
05/08/2023

ছাঙ্গুলেক সিকিম রাজ্য ইন্ডিয়া। 💙

02/08/2023

নর্থ সিকিম ভারত " ভূমি থেকে ১৬ হাজার ফিট ওপরের রাস্তা।

SSC পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তা!এস এস সি পরীক্ষার পর আমাদের সকলেরই একটি আলাদা প্রত্যাশা থাকে SSC রেজাল্ট নিয়ে। কারণ...
02/08/2023

SSC পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তা!
এস এস সি পরীক্ষার পর আমাদের সকলেরই একটি আলাদা প্রত্যাশা থাকে SSC রেজাল্ট নিয়ে। কারণ SSC রেজাল্ট এর উপরে আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার অনেকাংশে নির্ভর করে। কিন্তু করোনার এই মহামারীর জন্য আমাদের পড়ালেখার গতি অনেকাংশে কমে আসায় SSC রেজাল্ট আশানুরূপ হয়না। ফলে আমরা অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ি। এছাড়া বিভিন্ন মানুষের বিভিন্ন কথার ধরুন আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। যার ফলে আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার শঙ্কার মুখে পড়ে যায়। কিন্তু এই সময়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, একজন শিক্ষার্থীর জন্য হয়ে উঠতে পারে আশার আলো। কারণ ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একজন শিক্ষার্থী স্বল্প সময়ে নিজের পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি নিয়ে ক্যারিয়ার গড়তে পারে। এমন অনেক উদাহরণ আছে যাদের রেজাল্ট খারাপ কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করার ফলে তারা এখন ভালো ক্যারিয়ার গড়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে।
তাই রেজাল্ট খারাপ হয়েছে এই দুশ্চিন্তা না করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে খুব সহজেই ভালো একটি ক্যারিয়ার গড়া সম্ভব।।

Engr. Hanif Mahabir Noor
CEO: Unitech Bangladesh
Mobile : 01705100763

31/07/2023

SSC তে কম GPA পেয়েও পলিটেকনিকে ভালো ডিপার্টমেন্টে চান্স পাওয়ার নিঞ্জা টেকনিক। #পলিটেকনিক_ভর্তি_তথ্য।

30/07/2023

#আপনি_কি_পলিটেকনিকে_ভর্তি_হতে_চাচ্ছেন।
তাহলে এই কথা গুলো আপনার জন্য এডভাইস স্বরূপ।

29/07/2023

#ভূপৃষ্ঠ_থেকে_১৬_হাজার_ফিট_উপরের_সৌন্দর্য।
নর্থ সিকিম জিরো পয়েন্ট ইন্ডিয়া।

ইলিশ ঘাস খায় না, খড় খায় না,খৈল, ভুষি বা ফিডও খায় না! ইলিশের জন্য চিকিৎসা খরচও নাই, ইলিশ পালতে দিনমজুরও রাখা লাগে না! ইলি...
26/07/2023

ইলিশ ঘাস খায় না, খড় খায় না,
খৈল, ভুষি বা ফিডও খায় না!
ইলিশের জন্য চিকিৎসা খরচও নাই, ইলিশ পালতে দিনমজুরও রাখা লাগে না! ইলিশ ইউক্রেন-রাশিয়া থেকেও আসে না কিংবা ইলিশ পুকুরেও চাষাবাদ করা হয় না!
নদী বা সমুদ্র থেকে জাল টেনে ধরে আনা ইলিশের দাম
গরু, ছাগলের মাংস থেকেও অনেক বেশী।
এর জন্য সরকার কে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।।

ইলিশ আমাদের জাতীয় মাছ!
সাধারণ মানুষ যদি সিজনের সময়ও ছয় মাসে একবার ইলিশ মাছ খেতে না পারে তাহলে এমন জাতীয় মাছ দিয়ে আমরা কি করবো???
ও ইলিশ তোকে ভালোবাসি কিন্তু খেতে পারি না।।

 #আলহামদুলিল্লাহ।আজ মুন্সিগঞ্জ জেলায় আব্দুর রহমান স্যারের দুইতলা বাড়ির ডিজাইন হ্যান্ড ওভার করলাম। আব্দুর রহমান স্যার প...
25/07/2023

#আলহামদুলিল্লাহ।
আজ মুন্সিগঞ্জ জেলায় আব্দুর রহমান স্যারের দুইতলা বাড়ির ডিজাইন হ্যান্ড ওভার করলাম। আব্দুর রহমান স্যার পেশায় একজন স্কুল শিক্ষক। সে স্কুল শিক্ষক বলেই হয়তো দোতলা বাড়ির ডিজাইন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করেছি।

আসলে গ্রামে যারা দোতলা তিনতলা বাড়ি করে ম্যাক্সিমাম বাড়িওয়ালাই কোন ডিজাইনার কিংবা ইঞ্জিনিয়ার ছাড়াই শুধু রাজমিস্ত্রির পরামর্শ নিয়ে বাড়ি তৈরি করে। কারণ বাড়িওয়ালা মনে করে ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করিয়ে ২০/৩০ হাজার টাকা খরচ না করে, এই ২০/৩০ হাজার টাকা দিয়ে রাজমিস্ত্রির মজুরি দেওয়া উত্তম ও বুদ্ধিমানের কাজ হবে।

কিন্তু বাড়িওয়ালা বোঝেনা যে রাজমিস্ত্রির পরামর্শে একটি তিনতলা বাড়ি করলে তার তিনতলা বাড়িতে মিনিমাম (৭/৮) লক্ষ টাকা বেশি খরচ হয়।

তাই গ্রামে প্রায় সময় দেখা যায় রাজমিস্ত্রি বাড়ির কাজ ধরার আগে যদি ৩০ লক্ষ টাকা খরচ হবে বলে,
সেখানে ৪০ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। এতে বাড়ির মালিক এবং রাজমিস্ত্রির মাঝে ভুল বুঝাবুঝির তৈরি হয়। ছোটবেলা দেখেছি, এই ব্যাপারগুলো নিয়ে কোনো কোনো সময় রাজমিস্ত্রি এবং বাড়ির মালিকের মধ্যে বিশাল ঝগড়ারও সৃষ্টি হয়।

কিন্তু আপনি বাড়িওয়ালা একবার চিন্তা করে দেখেন।
ঐ যে রাজমিস্ত্রির পরামর্শ নিয়ে বাড়ির ডিজাইন না করে 20 হাজার টাকা বাঁচাতে গিয়ে আপনি নিজেই এই সমস্যাটা তৈরি করেছেন। তাই অন্যের দোষ দিয়ে লাভ নেই।

আপনি বাড়ির মালিক তাই আপনার বোঝা উচিত যদি রাজমিস্ত্রিরা ডিজাইন ছাড়াই বাড়ি তৈরি করতে পারতো, তাহলে আর ১০/১২ লক্ষ টাকা খরচ করে কেউ ইঞ্জিনিয়ার হতো না।

রাজমিস্ত্রিররা ক্যালকুলেশন না করেই আপনার বাড়িতে কলাম সংখ্যা, রড, ইট, বালি, সিমেন্ট প্রয়োজন ছাড়াই বেশি বেশি ব্যবহার করে,
আপনার বাড়িতে (৭/৮) লক্ষ টাকা বেশি খরচ করান।
ওই যে ডিজাইন না করে 20 হাজার টাকা বাঁচিয়েছেন, তারই ফলশ্রুতিতে আপনাকে (৭/৮) লক্ষ টাকা বেশি খরচ করা লাগলো।

এবার তো বুঝছেন কেন একটি বিল্ডিং তৈরির সময় ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কতটা প্রয়োজন।

৮০ থেকে ১০০ বছরের জন্য একটি বাড়ি তৈরি করবেন লক্ষ কোটি টাকা খরচ করে। তাই দয়া করে দোতলা হোক কিংবা তিনতলা হোক ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই বাড়ি তৈরি কইরেন। অন্যথায় আপনি নিজেই পস্তাবেন।।✌️✌️

-------
Unitech Bangladesh
Unitech Architectural & Civil Construction
মাহবুব প্লাজা (৭ম তলা) রুম নং-৭০৭,
ফার্মগেট, ঢাকা-১২০১৫,(তেজগাও কলেজ সংলগ্ন)
ইঞ্জিনিয়ার হানিফ মহাবীর নূর।
ফোন: 01705100763

24/07/2023

#কক্সবাজারের_চেয়েও_কম_খরচে_ঘুরে_আসুন।
এশিয়ার সুইজারল্যান্ড খ্যাত বাংলাদেশের পার্শ্ববর্তী ইন্ডিয়ার সিকিম প্রদেশের ইয়ামথাং ভ্যালী।

23/07/2023

Friday's Bangladesh❤️‍🔥❤️‍🔥

20/07/2023

ছাঙ্গুলেক ইন্ডিয়া, ভূপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফিট উপরে" বাংলাদেশের নিকটস্থ বরফে বেষ্টিত সিকিম প্রদেশ।

Address

4/A Indira Road, Mahabub Plaza (6th Floor), Office #707 Farmgate, Dhaka
Tejkunipara
1215

Telephone

+8801705100763

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hanif Mahabir Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hanif Mahabir Noor:

Videos

Share