Mohammod Arafat

অনেকে বলে কানাডা, আমেরিকা, ইউরোপ নাকি ছবিতেই সুন্দর। বাস্তবতা অনেক কঠিন। আবার এক পক্ষ দাবি করে কানাডা আমেরিকা ইউরোপ যেমন...
11/08/2024

অনেকে বলে কানাডা, আমেরিকা, ইউরোপ নাকি ছবিতেই সুন্দর। বাস্তবতা অনেক কঠিন। আবার এক পক্ষ দাবি করে কানাডা আমেরিকা ইউরোপ যেমন সুন্দর, জীবন ও একিই রকম সুন্দর। কোনটা সঠিক আসলে?

কানাডা আমেরিকা ইউরোপ আসলে এক জনের জন্য এক রকম। তবে প্রথমদিকে এসে আপনার কাছে সব এলোমেলো লাগবে, অনেকে ডিপ্রেশনে পড়ে যায়, একাকিত্ব ঘিরে ধরে, অনেকে জব পায় না। জব পেলেও ঠিকমতো সেভিংস হচ্ছে না ইত্যাদি। এমতবস্থায় কানাডা আমেরিকা ইউরোপ আপনার কাছে ছবির মতো সুন্দর কখনোই হবে না। আপনি যখন কানাডা আমেরিকা ইউরোপে আসবেন, আপনার ১/২ বছর স্ট্রাগলিং পিরিয়ডে থাকবেন। আপনি ভাষা জানেন না, পার্মানেন্ট কোন চাকরি নাই, অনেকের ফ্যামেলি নাই। আপনার কাছে সবকিছু ফিকে লাগবে। কিন্তু এটা টেম্পরাল।

আপনি একবার কানাডা আমেরিকা ইউরোপ চলে আসলে একটা সময় আপনার ফুল টাইম জব হবে। গাড়ি হবে,বাড়ি হবে, সিটিজেনশিপ হবে। সবারিই হয়। আপনারো ও হবে। তখন কানাডা আমেরিকা ইউরোপ ছবির মত সুন্দর। তখন আপনার পরিবার হবে, স্ত্রী,সন্তান, বাড়ি,গাড়ি, বিদেশী সিটিজেনশিপ। আর কি লাগে আপনার?

আপনি কানাডা আমেরিকা ইউরোপ আসা মাত্র এই সবকিছু হুট করে পেয়ে যাবেন না। কাড়ি কাড়ি টাকা হুট করে এসে আয় করতে পারবেন না। আসা মাত্র আপনার পাশে আপনার পরিবারকে পাবেন না। অপেক্ষা করেন। দেখবেন আপনার পরিবার হয়ে গেছে এখানে।

কানাডা আমেরিকা ইউরোপে পরিবার পাশে থাকলে ইউরোপ ছবির মতোই সুন্দর।

আর টাকা? কানাডা আমেরিকা ইউরোপে সবাই টাকা কামায়। রিল্যাক্স! এখানে কারো থেকে কেউ কম না।

পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘের সাথে আলিঙ্গনের অনুভূতি, প্রকৃতির অপার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার এক অপরূপ মুহূর্তে আমি। ...
11/08/2024

পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘের সাথে আলিঙ্গনের অনুভূতি, প্রকৃতির অপার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার এক অপরূপ মুহূর্তে আমি। 🇨🇦

 This is Canada 🇨🇦
10/15/2024

 This is Canada 🇨🇦

10/07/2024
10/04/2024

ভালো মানুষ মানেই নির্ভুল মানুষ নয়। ভালো মানুষ হলেন সে-ই ব্যক্তি যে ভুল করলে অনুশোচনায় ভোগে ও ক্ষমা চেয়ে নিজেকে শুধরে নেয়।

10/01/2024

শ্রমিক বিক্ষোভ আশুলিয়ায়, কিন্তু গুলি করতে হইলো কেন? প্রিয় দেশটার কবে মনের মত সুন্দর স্বাভাবিক শৃংখলায় ফিরবে.?

উত্তর আমেরিকার দেশ কানাডার কুইভেকের ছোট্ট একটি শহর Gaspé তার পাস গেসা অসংখ্য উঁচু উঁচু পর্বতমালা। এতো সুন্দর ল্যান্ডস্কে...
09/24/2024

উত্তর আমেরিকার দেশ কানাডার কুইভেকের ছোট্ট একটি শহর Gaspé তার পাস গেসা অসংখ্য উঁচু উঁচু পর্বতমালা। এতো সুন্দর ল্যান্ডস্কেপ, ঠিক যেনো পোস্টকার্ডের ছবির মতো।

প্রতিশোধে প্রতিশোধে দেশ টা যেনো লাশ হয়ে না যায় । যাদের উপর আমাদের ভরসা তাদের আক্রমণ করলে আমাদের কে তাকিয়ে দেখলে চলবে না।...
09/24/2024

প্রতিশোধে প্রতিশোধে দেশ টা যেনো লাশ হয়ে না যায় । যাদের উপর আমাদের ভরসা তাদের আক্রমণ করলে আমাদের কে তাকিয়ে দেখলে চলবে না। প্রতিরোধ করতে হবে ।
মন কাঁদছে কখন যে এগুলোর শেষ হবে?
আল্লাহ যেনো সবাই কে হেফাজত করেন।

09/23/2024

You will face many defeats in life, but never let yourself be defeated.

ফজলুল হক বাসী, উনি চোর ছিলো না!!বরগুনা, পাথরঘাটার স'ন্তা'ন, মেধাবী স'ন্তান তোফাজ্জেল ভাই! ভালো রেজাল্ট  নিয়ে পাথরঘাটা  ক...
09/19/2024

ফজলুল হক বাসী, উনি চোর ছিলো না!!
বরগুনা, পাথরঘাটার স'ন্তা'ন, মেধাবী স'ন্তান তোফাজ্জেল ভাই! ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন, ঠিক ঐ সময় তার ভা'গ্য তার সাথে নি'ষ্ঠু-রতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়, তা কপালে সয় নাই ঐ মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়! বিধাতা ও তার মা- বাবা কে মাসের আগা মাথায় পৃথি-বী থেকে তু'লে নিয়ে যায়!

এই অবস্থা আপনি আমি ও পা'গ-ল হয়ে যেতাম !
শো-কে ক-ষ্ট সে পা-গল হয়ে বেড়ায়, বড় ভাই ছিলেন পু-লি-শের এসআই! তিনি তার শেষ অভিভাবক, তাকে চিকিৎসা করায়! ম-r-ণ এসে তাকে তু-লে নেয়। কেবল পরে থাকে কপাল পো-/ড়া পাগলা টা! এরমধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের ও অনার্সে ভর্তি হয়! ভাগ্য তাকে ছাড়ে নাই!

পাগল হয়ে আমাদের স্কুলগুলোতে, বাজারে ঘুরে বেড়াতো!
কে খোঁজ নিবে, হয়তো খাবারের খোজে আসছিলো, আর চো-র বানাইলেন!
ওরে ভাত খাওয়াইয়া মা-r-লে-ন!
পাগলের উপর শরী'য়ত নাই!
এই নি'ষ্পা'-প পা'গল টারে এতো এতো ক-ষ্ট দিয়া মা-ra হলো! ও আল্লাহ তুমি ও কেমনে স-হ্য করলা!
ভাইটার তা-জা প্রা'-n ছি'নিয়ে নিলো!

©লেখাটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ থেকে কপি করা।😭 অভাগা যেদিকে যায় সেই খানে ই নদী সুখায়, বাবা মা যার নাই দুনিয়া তার জন্য বড়ই কঠিন 😭

কারও অতীত জানতে যেও না, কারণ অতীতে অনেকের অনেক ভুল ভ্রান্তিই হয়ে থাকে, তাই বর্তমানকে দেখো, কারণ বর্তমানে সে কোন অবস্থায...
09/11/2024

কারও অতীত জানতে যেও না, কারণ অতীতে অনেকের অনেক ভুল ভ্রান্তিই হয়ে থাকে, তাই বর্তমানকে দেখো, কারণ বর্তমানে সে কোন অবস্থায় আছে, কি করছে সেটাই জরুরী বন্ধু।

Canada weather be like Beautiful and very difference weather..    🇨🇦
09/10/2024

Canada weather be like Beautiful and very difference weather.. 🇨🇦

09/09/2024

Different weathers country Canada🇨🇦

09/08/2024

আমি বাংলাদেশকে আমার সমস্ত হৃদয় এবং প্রাণ দিয়ে ভালবাসি, এটি সেই জায়গা যেখানে আমাদের শিকড়। প্রিয় রাজনীতিবিদ ভাই ও বোনেরা শুধুমাত্র রাজনীতি হবে দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য।

জীবনের পাতায় লিখেছি হাজার গল্প, কখনো সুখের, কখনো বেদনার। কিন্তু প্রতিটি গল্পই আমাকে শিখিয়েছে, জীবন হলো এক অবিচল নদী, যে ...
09/08/2024

জীবনের পাতায় লিখেছি হাজার গল্প, কখনো সুখের, কখনো বেদনার। কিন্তু প্রতিটি গল্পই আমাকে শিখিয়েছে, জীবন হলো এক অবিচল নদী, যে থামবে না, শুধু বয়ে নিয়ে যাবে নতুন অভিজ্ঞতার দিকে। তেমনেই আজ এসেছি উত্তর অ্যাটলান্টিক মহাসাগরের বুকে ঠিক টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার স্থানে। ঠিক এই জায়গায় (১৪ এপ্রিল ১৯১২ সালে) তখনকার সময়ের সবচেয়ে বড় এবং বিলাসবহুল টাইটানিক জাহাজটি আনুমানিক ২,২২৪ জন যাত্রী নিয়ে ডুবে গিয়েছিল। ঠিক এই স্থানে জাহাজটি ডুবে যাওয়ার ঘটনার ফলে ১,৫০০ বেশি মানুষের মৃত্যু ঘটে, যা ইতিহাসে শান্তিকালীন সময়ে সবচেয়ে বড় প্রানঘাতী সামুদ্রিক বির্যয়ে পরিণত হয়েছে।
আর এর পাশেই কয়েক কিলোমিটার পরে রয়েছে প্রচুর তিমিদের বসবাস।
Ocean 🇨🇦

এয়ারপোর্টে নতুন ভাবে ফ্রী যে সকল সুযোগ সুবিধা পাবেন- ১. ফ্রি টেলিফোন। ২. ফ্রি ওয়াইফাই।৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস।...
08/30/2024

এয়ারপোর্টে নতুন ভাবে ফ্রী যে সকল সুযোগ সুবিধা পাবেন-

১. ফ্রি টেলিফোন।
২. ফ্রি ওয়াইফাই।
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস।
৪. দ্রুত ল্যাগেজ প্রদান।
৫. ভালো ব্যবহার।
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোনো কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।

স্যালুট জানাই ডক্টর মুহম্মদ ইউনুস সাহেকে।

08/30/2024

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজের এই বক্তব্য শুনলে অনেক কিছুই মাথার উপর দিয়ে যাবে।

একবার শুনে পুরো বক্তব্য বুঝবে, এমন মানুষ হাতে গুণা।

তবে শুনলে অনেক কিছু জানা যাবে। নিজেরই লাভ। দৃষ্টিভঙ্গিতে উদারতা আসবে।

ছেলেটার প্রশংসা করতেই হয়। ওর মেধা, প্রজ্ঞা অসাধারণ। জ্ঞানের গভীরতা অনেক বেশী।

দূরদৃষ্টি সম্পন্ন একটি ছেলে।

সময়ের চেয়ে এগিয়ে। বয়সের তুলনায় ম্যাচুরড।

অবশ্য পেয়েছে ও গুরুদায়িত্ব।

শুভকামনা রইলো।

Address

Montreal, QC

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammod Arafat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammod Arafat:

Videos

Share