Mehedi Academy 02

Mehedi Academy 02 Mehedi Academy 02 পেইজে এখন থেকে টেক রিলেটেড ভিডিওর পাশাপাশি বিভিন্ন দেশের তথ্য দেয়া হবে ইনশাল্লাহ।
(4)

09/12/2023

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি নিয়মিত সুরা মুলক তেলাওয়াতের আমল করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে।’ (তিরমিজি, মুসতাদরাকে হাকেম)

সূরা মুলক কুরআনে কারীমের ঊনত্রিশ নম্বর পারার প্রথম সূরা। সূরার ক্রম অনুসারে এটি কুরআনের সাতষট্টি নম্বর সূরা। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা এটি। আল্লাহ তাআলার রাজত্ব-কতৃর্ত্ব ও মহত্ত্বের বর্ণনার মাধ্যমে শুরু হয়েছে এ সূরা। আসমান ও গ্রহ-নক্ষত্রের সৃষ্টি-কুশলতা ও নিপুণতা উল্লেখের মাধ্যমে তাঁর কুদরতের কথা আলোচনা করা হয়েছে।

জন্ম-মৃত্যু সৃষ্টির উদ্দেশ্য বর্ণনার মাধ্যমে মানুষের জীবনের লক্ষ্য তুলে ধরা হয়েছে। আল্লাহকে ভয় করে যে বান্দা সিরাতে মুসতাকীমের উপর অটল-অবিচল থাকবে এবং জীবন-পরীক্ষায় কৃতকার্য হবে তার জন্য ঘোষণা করা হয়েছে মহা পুরস্কারের। সাথে সাথে জীবন চলার পথে মানুষ যদি লক্ষচ্যুত হয়; আল্লাহর নাফরমানীর পথ অবলম্বন করে তাহলে তার জন্য কী ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে তা বিবৃত হয়েছে। আর পথভ্রষ্ট বান্দা তার পরিণাম প্রত্যক্ষ করে আখেরাতে কী ভাষা ও বাক্যে আফসোস-আক্ষেপ করবে তা-ও তুলে ধরা হয়েছে মর্মস্পর্শী উপস্থাপনায়।

স্মরণ করিয়ে দেয়া হয়েছে দুনিয়াতে আল্লাহর দেয়া সুযোগ ও ছাড়ের কথা। পরিশেষে তাঁর বিভিন্ন নিআমতের কথা উল্লেখ করে মানুষের আল্লাহ-মুখাপেক্ষিতা ও অসহায়ত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে আল্লাহর শোকর আদায় ও আখেরাতের প্রস্তুতির প্রতি। এসব কারণে সূরা মুলক মুমিনের জীবনে গুরুত্বপূর্ণ এক পাথেয়।

সাথে সাথে সূরা মুলকের অনেক ফযীলতও বর্ণিত হয়েছে হাদীস শরীফে। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে এ সূরা তিলাওয়াত করতেন। এমনকি এ সূরা তিলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না। এ সূরা তার আমলকারীর জন্য সুপারিশ করবে। কবরের আযাব থেকে প্রতিবন্ধক হবে। আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভের মাধ্যম হবে।

এ সূরা আমলকারীর জন্য সুপারিশ করবে

আল্লাহ তাআলার নিজ কালাম যদি তাঁর কাছে কারো মাগফিরাতের জন্য সুপারিশ করে তাহলে আশা করা যায়, আল্লাহ সে সুপারিশ গ্রহণ করবেন এবং বান্দাকে ক্ষমা করবেন। সূরা মুলক এমনই একটি সূরা, যা আমলকারীর জন্য মাগফিরাতের সুপারিশ করবে। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

إِنّ سُورَةً مِنَ القُرْآنِ ثَلَاثُونَ آيَةً شَفَعَتْ لِرَجُلٍ حَتّى غُفِرَ لَهُ، وَهِيَ سُورَةُ تَبَارَكَ الّذِي بِيَدِهِ المُلْكُ.

قال الترمذي: هَذَا حَدِيثٌ حَسَنٌ.

কুরআনে ত্রিশ আয়াতবিশিষ্ট একটি সূরা রয়েছে, যা এক ব্যক্তির জন্য মাগফিরাতের সুপারিশ করেছে ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তা হল, সূরা তাবারাকাল্লাযী... অর্থাৎ সূরা মুল্ক। -জামে তিরমিযী, হাদীস ২৮৯১; সুনানে আবু দাউদ, হাদীস ১৪০০; সুনানে ইবনে মাজাহ, হাদীস ৩৭৮৬; মুসনাদে আহমাদ, হাদীস ৭৯৭৫

বর্ণনাটি মুসতাদরাকে হাকেমে এসেছে এ ভাষায়-

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنّ رَسُولَ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ، قَالَ: إِنّ سُورَةً مِنْ كِتَابِ اللهِ عَزّ وَجَلّ مَا هِيَ إِلّا ثَلَاثُونَ آيَةً شَفَعَتْ لِرَجُلٍ فَأَخْرَجَتْهُ مِنَ النّارِ وَأَدْخَلَتْهُ الْجَنّةَ.

قال الحاكم: هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ، وَقَدْ سَقَطَ لِي فِي سَمَاعِي هَذَا الْحَرْفُ وَهِيَ سُورَةُ الْمُلْكِ.

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কিতাবে ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে (অর্থাৎ সূরা মুলক), যা এক ব্যক্তির জন্য সুপারিশ করে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দাখেল করেছে। -মুসতাদরাকে হাকেম, হাদীস ৩৮৩৮; আলমুন্তাখাব মিন মুসনাদি আব্দ ইবনু হুমাইদ, হাদীস ১৪৪৫

এ সূরা আমলকারীর পক্ষে ওকালতি করে জান্নাতে প্রবেশ করাবে

কেবল সাধারণ সুপারিশ নয়; বরং এ সূরা তার আমলকারীর পক্ষে ওকালতি করবে। আমলকারীকে জান্নাতে না নেয়া পর্যন্ত তার পক্ষে লড়তে থাকবে। আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

سُورَةٌ مِنَ الْقُرْآنِ مَا هِيَ إِلّا ثَلَاثُونَ آيَةً، خَاصَمَتْ عَنْ صَاحِبِهَا حَتّى أَدْخَلَتْهُ الْجَنّةَ، وَهِيَ سُورَةُ تَبَارَكَ.

قال الضياء المقدسي في الأحاديث المختارة: إسناده حسن.

وقال الهيثمي في مجمع الزوائد: رَوَاهُ الطّبَرَانِيّ فِي الصّغِيرِ وَالْأَوْسَطِ، وَرِجَالُهُ رِجَالُ الصّحِيحِ.

কুরআনে ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, যা তার আমলকারীকে জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত তার পক্ষে ওকালতি করেছে, তার পক্ষে লড়েছে। তা হল, সূরা তাবারাকা (সূরামুলক)। -আলমুজামুল আওসাত, তবারানী, হাদীস ৩৬৫৪; আলমুজামুস সগীর, তবারানী, হাদীস ৪৯০; আলআহাদীসুল মুখতারাহ, যিয়া আলমাকদীসী, হাদীস ১৭৩৮; মাজমাউয যাওয়ায়েদ, হাদীস ১১৪৩০

সুতরাং যে ব্যক্তি এ সূরা তিলাওয়াত করবে, এর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করবে আশা করা যায় সে এর সুপারিশ লাভ করবে এবং ক্ষমা ও জান্নাত লাভে ধন্য হবে।

এ সূরা তিলাওয়াতকারীর জন্য কবরের আযাব থেকে প্রতিবন্ধক হবে

কবরের আযাব থেকে আল্লাহর পানাহ। কবরের আযাব অত্যন্ত ভয়াবহ। মানুষ ছাড়া অন্যান্য প্রাণী কবরের আযাব বুঝতে পারে, শুনতে পারে। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দাফন করতে ভয় পাবে; নইলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম, তিনি যেন তোমাদের কবরের আযাব শোনান। নবীজী আমাদেরকে কবরের আযাব থেকে পানাহ চাইতে বলেছেন। যায়েদ ইবনে ছাবেত রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

تَعَوّذُوا بِاللهِ مِنْ عَذَابِ الْقَبْرِ.

তোমরা কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা কর। -সহীহ মুসলিম, হাদীস ২৮৬৭

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আয়েশা রা. বলেন, একবার এক ইহুদী নারী তার কাছে এল। সে কবরের আযাব প্রসঙ্গে আলোচনা করল এবং বলল, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। নবীজী এলে আয়েশা রা. তাঁকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞেস করলেন। নবীজী উত্তরে বললেন, হাঁ, কবরের আযাব (সত্য)।

আয়েশা রা. বলেন-

فَمَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ بَعْدُ صَلّى صَلاَةً إِلّا تَعَوّذَ مِنْ عَذَابِ القَبْرِ.

এর পর থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, প্রতি নামাযের পরই তিনি কবরের আযাব থেকে পানাহ চাইতেন। -সহীহ বুখারী, হাদীস ১৩৭২

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ভাষায় কবরের আযাব থেকে পানাহ চাইতেন তাও বর্ণিত হয়েছে হাদীস শরীফে। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআয় বলতেন-

اللّهُمّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ، وَمِنْ عَذَابِ النّارِ، وَمِنْ فِتْنَةِ المَحْيَا وَالمَمَاتِ، وَمِنْ فِتْنَةِ المَسِيحِ الدّجّالِ.

হে আল্লাহ! আমি কবরের আযাব থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি। আরো আশ্রয় প্রার্থনা করছি, জীবন-মৃত্যু ও দাজ্জালের ফিতনা থেকে। -সহীহ বুখারী, হাদীস ১৩৭৭

কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার সাথে সাথে একটি আমলও আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা পেতে সাহায্য করবে। তা হল, সূরা মুলকের আমল। এ সূরা তার আমলকারীর জন্য কবরের আযাবের সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন-

يُؤْتَى الرَّجُلُ فِي قَبْرِهِ فَتُؤْتَى رِجْلَاهُ فَتَقُولُ رِجْلَاهُ: لَيْسَ لَكُمْ عَلَى مَا قِبَلِي سَبِيلٌ كَانَ يَقُومُ يَقْرَأُ بِي سُورَةَ الْمُلْكِ، ثُمّ يُؤْتَى مِنْ قِبَلِ صَدْرِهِ أَوْ قَالَ بَطْنِهِ، فَيَقُولُ: لَيْسَ لَكُمْ عَلَى مَا قِبَلِي سَبِيلٌ كَانَ يَقْرَأُ بِي سُورَةَ الْمُلْكِ، ثُمّ يُؤْتَى رَأْسُهُ فَيَقُولُ: لَيْسَ لَكُمْ عَلَى مَا قِبَلِي سَبِيلٌ كَانَ يَقْرَأُ بِي سُورَةَ الْمُلْكِ، قَالَ: فَهِيَ الْمَانِعَةُ تَمْنَعُ مِنْ عَذَابِ الْقَبْرِ ...، وَمَنْ قَرَأَهَا فِي لَيْلَةٍ فَقَدْ أَكْثَرَ وَأَطْنَبَ.

(সূরা মুলকের আমলকারী) ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, (আযাবের) ফিরিশতারা তার পায়ের দিক থেকে আসবে; তখন পা বলবে, এদিক দিয়ে তোমরা তার পর্যন্ত পৌঁছতে পারবে না। সে (আমার উপর ভর করে) নামাযে দাঁড়িয়ে সূরা মুলক তিলাওয়াত করত। এরপর বুক অথবা পেটের দিক থেকে এলে তা বলবে, এদিক থেকেও তোমরা তাকে কিছু করতে পারবে না; সে তো সূরা মুলক তিলাওয়াত করত (আমার মাঝে সূরা মুলক ধারণ করত)। মাথার দিক থেকে এলে বলবে, আমার দিক থেকেও তোমাদের তার পর্যন্ত পৌঁছা সম্ভব নয়; সে তো সূরা মুলক তিলাওয়াত করত (আমার মাঝে সূরা মুলক সংরক্ষণ করত)।

ইবনে মাসউদ রা. বলেন, এ সূরা ‘মানিআহ’-বাধা দানকারী; ব্যক্তি থেকে কবরের আযাব রুখে দেয়।... যে ব্যক্তি রাতে এটি তিলাওয়াত করল সে অনেক ভালো ও বড় কাজ করল। -মুসতাদরাকে হাকেম, হাদীস ৩৮৩৯; শুআবুল ঈমান বায়হাকী, হাদীস ২২৭৯

এ বর্ণনাটি তবারানী ও আব্দুর রাযযাকে এ শব্দ-বাক্যে এসেছে-

مَاتَ رَجُلٌ فَجَاءَتْهُ مَلَائِكَةُ الْعَذَابِ فَجَلَسُوا عِنْدَ رَأْسِهِ فَقَالَ: لَا سَبِيلَ لَكُمْ إِلَيْهِ، قَدْ كَانَ يَقْرَأُ سُورَةَ الْمُلْكِ، فَجَلَسُوا عِنْدَ رِجْلَيْهِ، فَقَالَ: لَا سَبِيلَ لَكُمْ إِلَيْهِ قَدْ كَانَ يَقُومُ عَلَيْنَا بِسُورَةِ الْمُلْكِ، فَجَلَسُوا عِنْدَ بَطْنِهِ فَقَالَ: لَا سَبِيلَ لَكُمْ إِنّهُ قَدْ وَعَى فِيّ سُورَةَ الْمُلْكِ، فَسُمِّيَتِ الْمَانِعَةَ.

قال الهيثمي في مجمع الزوائد: رَوَاهُ الطَّبَرَانِيُّ، وَفِيهِ عَاصِمُ بْنُ بَهْدَلَةَ، وَهُوَ ثِقَةٌ وَفِيهِ ضَعْفٌ، وَبَقِيَّةُ رِجَالِهِ رِجَالُ الصَّحِيحِ.

এক ব্যক্তি ইন্তেকাল করল। (কবরে) আযাবের ফিরিশতা মাথার কাছে এসে বসলে তা বলল, এদিক দিয়ে তোমরা তার পর্যন্ত পৌঁছতে পারবে না; কারণ সে সূরা মুলক তিলাওয়াত করত। তারা পায়ের কাছে গিয়ে বসলে তা বলল, আমার দিক থেকেও তোমরা তার কিছু করতে পারবে না; সে আমার উপর ভর করে দাঁড়িয়ে সূরা মুলক তিলাওয়াত করত। এরপর তারা পেটের কাছে গিয়ে বসলে তা বলল, সে আমার মাঝে (বক্ষে) সূরা মুলক ধারণ করেছে; সুতরাং তোমরা আমার দিক থেকেও তার কিছু করতে পারবে না।

একারণেই সূরা মুলকের নাম হয়েছে, ‘আলমানিআহ’- বাধা দানকারী, প্রতিহতকারী। -আলমুজামুল কাবীর, তবারানী, হাদীস ৮৬৫০; মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদীস ৬০২৪; মাজমাউয যাওয়ায়েদ, হাদীস ১১৪৩৩

নবীজী রাতে সূরা মুলক তিলাওয়াত না করে ঘুমাতেন না

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে সূরা মুলক তিলাওয়াত করতেন। এমনকি রাতে সূরা মুলক এবং সূরা সাজদাহ তিলাওয়াত না করা পর্যন্ত ঘুমাতেন না। জাবের রা. বলেন-

كَانَ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ لَا يَنَامُ حَتّى يَقْرَأَ بِتَنْزِيلُ السّجْدَةِ، وَبِتَبَارَكَ.

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদাহ ও সূরা মুলক তিলাওয়াত না করা পর্যন্ত ঘুমাতেন না। -জামে তিরমিযী, হাদীস ৩৪০৪; মুসতাদরাকে হাকেম, হাদীস ৩৫৪৫; মুসনাদে আহমাদ, হাদীস ১৪৬৫৯; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদীস ২৯৮১৬; আলআদাবুল মুফরাদ, বুখারী, হাদীস ১২০৭; সুনানে দারিমী, হাদীস ১০৪০

আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তাওফীক দান করুন- আমীন।

রাইয়ান আজ কাতার যাচ্ছে। সবাই দোয়া করবেন।
08/12/2023

রাইয়ান আজ কাতার যাচ্ছে। সবাই দোয়া করবেন।

এক গবেষণায় দেখা গিয়েছে, ৫০% মানুষ জানেই না যে আজ বাংলাদেশের টেস্ট ম্যাচ খেলা ছিলো। 🤣🤣Bd vs Nz Test match 2023
06/12/2023

এক গবেষণায় দেখা গিয়েছে, ৫০% মানুষ জানেই না যে আজ বাংলাদেশের টেস্ট ম্যাচ খেলা ছিলো। 🤣🤣
Bd vs Nz Test match 2023

Tamim Iqbal
06/12/2023

Tamim Iqbal

03/12/2023

Alhamdulillah

গরুর মাংস ৬০০ টাকা কেজি বিক্রি। ঢাকার কোন এলাকা গুলোতে বিক্রি হচ্ছে এমন ন্যায্য দামে। জেনে থাকলে কমেন্ট করে কেনার সুযোগ ...
02/12/2023

গরুর মাংস ৬০০ টাকা কেজি বিক্রি। ঢাকার কোন এলাকা গুলোতে বিক্রি হচ্ছে এমন ন্যায্য দামে। জেনে থাকলে কমেন্ট করে কেনার সুযোগ করে দিন সবাইকে।

Green 💚
01/12/2023

Green 💚

আমি ভাবসিলাম কি আর হইলোরে কি... 🤣🤣কাদো ভারত কাদো...  🤣🤣  vs   world cup final match 2023
19/11/2023

আমি ভাবসিলাম কি আর হইলোরে কি... 🤣🤣
কাদো ভারত কাদো... 🤣🤣
vs world cup final match 2023

কালা যা দু লাগসে মনে হয় 214/8 (44.5)  vs   world cup final match 2023
19/11/2023

কালা যা দু লাগসে মনে হয়
214/8 (44.5)
vs world cup final match 2023

ইন্ডিয়া কি পারবে আজ ৩২০ রান টপকাতে? জানিয়ে দিন আপনার প্রেডিকশন।  আর জিতে বুক ভরা ভালোবাসা।   vs   world cup final match ...
19/11/2023

ইন্ডিয়া কি পারবে আজ ৩২০ রান টপকাতে? জানিয়ে দিন আপনার প্রেডিকশন। আর জিতে বুক ভরা ভালোবাসা।
vs world cup final match 2023

Welcome Shakib Al Hasan brother 😁😁
18/11/2023

Welcome Shakib Al Hasan brother 😁😁

আর হবেনা মানব জনমে।  ভালো থেকো "দিস ইজ মাই আফ্রিকা" শাকিরার এই গান বুকে ধরে 😁😁
16/11/2023

আর হবেনা মানব জনমে। ভালো থেকো "দিস ইজ মাই আফ্রিকা" শাকিরার এই গান বুকে ধরে 😁😁

সবাইকে সাবধান থাকার অনুরোধ রইলো। পোস্ট টি শেয়ার করে সবাইকে সচেতন করে দিন।ধন্যবাদ।
12/11/2023

সবাইকে সাবধান থাকার অনুরোধ রইলো। পোস্ট টি শেয়ার করে সবাইকে সচেতন করে দিন।
ধন্যবাদ।

ইনশাআল্লাহ ,  বাংলাদেশ জিতবে আজ।  vs
11/11/2023

ইনশাআল্লাহ , বাংলাদেশ জিতবে আজ।
vs

Thanks
10/11/2023

Thanks

জয়ের জন্যে লাগে ১০৬ রান। পারবে কি অস্ট্রেলিয়া?
07/11/2023

জয়ের জন্যে লাগে ১০৬ রান। পারবে কি অস্ট্রেলিয়া?

আজ বাংলাদেশের খেলা চলছে। কিন্তু খেলা ছাপিয়ে এই ছবিটা চোখে পড়েছে ভীষণ।
06/11/2023

আজ বাংলাদেশের খেলা চলছে। কিন্তু খেলা ছাপিয়ে এই ছবিটা চোখে পড়েছে ভীষণ।

আমার লাভ লস নাই, আমার জীবন টাই লস 😭  - 326/5 (50)   - 83 (27.1)India won by 243 runsবিশ্বাস করেন সাকিব্বাই, আপনারা অনেক ...
05/11/2023

আমার লাভ লস নাই, আমার জীবন টাই লস 😭
- 326/5 (50) - 83 (27.1)
India won by 243 runs
বিশ্বাস করেন সাকিব্বাই, আপনারা অনেক ভালো খেলসেন এই ২০২৩ বিশ্বকাপ 🇧🇩
vs

ভাই, আজকের খেলা টা কি রিয়েল নাকি ভিডিও গেমস? আইডিয়া আছে কারো? নিউজিল্যান্ড দল পাকিস্তানের সাথে ৪০০ রান নিয়ে ও হেরে গিয়েছ...
04/11/2023

ভাই, আজকের খেলা টা কি রিয়েল নাকি ভিডিও গেমস? আইডিয়া আছে কারো? নিউজিল্যান্ড দল পাকিস্তানের সাথে ৪০০ রান নিয়ে ও হেরে গিয়েছে পাকিস্তানের কাছে।
জাস্ট অবিশ্বাস্য 😎😎
কংগ্রাচুলেশনস পাকিস্তান টিম।
vs

ভারতের সাথে শ্রীলঙ্কার ৫৫ রানে অল আউট হয়ে যাওয়ার বিষয়টি পর্যালোচনা করলে বলা যায় যে, বাংলাদেশ এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ...
02/11/2023

ভারতের সাথে শ্রীলঙ্কার ৫৫ রানে অল আউট হয়ে যাওয়ার বিষয়টি পর্যালোচনা করলে বলা যায় যে, বাংলাদেশ এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে 😁😁

Dua ❤️Good Morning 🌄
02/11/2023

Dua ❤️
Good Morning 🌄

29/10/2023

কাতারে কর্মী নিয়োগ। বেতন ২লক্ষ টাকা। জেতে লাগবেনা ১ টাকা ও।
Mehedi Academy 02

ও মিয়ারা টেনশন কইরেন না। বাংলাদেশ আজকে নাও হারতে পারে। আর মাত্র ১৪৫ রান লাগবো। অপেক্ষায় থাকেন। দেখেন কি হয়।
28/10/2023

ও মিয়ারা টেনশন কইরেন না। বাংলাদেশ আজকে নাও হারতে পারে। আর মাত্র ১৪৫ রান লাগবো। অপেক্ষায় থাকেন। দেখেন কি হয়।

২০৮ টাকায় এ-র চেয়ে ভালো এবং সুস্বাদু খাবার মনে হয়না ঢাকায় কোথাও পাবেন। এর সাথে হাফ লিটার পানিও ছিলো আলহামদুলিল্লাহ। এগ চ...
27/10/2023

২০৮ টাকায় এ-র চেয়ে ভালো এবং সুস্বাদু খাবার মনে হয়না ঢাকায় কোথাও পাবেন। এর সাথে হাফ লিটার পানিও ছিলো আলহামদুলিল্লাহ।
এগ চাও-মিন ও থাই স্যুপ।

জুম্মা মোবারক ♥️
27/10/2023

জুম্মা মোবারক ♥️

I've received 10,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
24/10/2023

I've received 10,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

আল্লাহর সৃষ্টি, কতোইনা সুন্দর। মাশাল্লাহ ❤️
21/10/2023

আল্লাহর সৃষ্টি, কতোইনা সুন্দর। মাশাল্লাহ ❤️

21/10/2023

প্রতি টি শিশুকে শেখানো উচিত, কিভাবে তাদের বাবা-মা কে সম্মান দেখাতে হয়। ভিডিওটা শেয়ার করে প্রত্যেক বাবা-মা কে দেখার সুযোগ করে দিন।

ICC Men's Cricket World Cup 2023Bangladesh 🆚 IndiaBangladesh Playing XI 🫶 🇧🇩 Best of luck BangladeshPhoto Credit: ICC/Ge...
19/10/2023

ICC Men's Cricket World Cup 2023
Bangladesh 🆚 India

Bangladesh Playing XI 🫶 🇧🇩

Best of luck Bangladesh

Photo Credit: ICC/Getty

|

আমার এই পেইজ টা কে বা কারা যেনো হ্যা*ক করার চেষ্টা চালাচ্ছে। পর পর ২ বার কিছু ফিশিং লিংক দিয়েছে আমাকে। যেনো, অই লিংকে ক্...
18/10/2023

আমার এই পেইজ টা কে বা কারা যেনো হ্যা*ক করার চেষ্টা চালাচ্ছে। পর পর ২ বার কিছু ফিশিং লিংক দিয়েছে আমাকে। যেনো, অই লিংকে ক্লিক করলেই আমার পেইজের সব এক্সেস তাদের কাছে চলে যায়।
যেমন, আজকে এমন ভাবে একটা মেসেজ এসেছে। মনেই হচ্ছিলো ফেসবুক থেকে দিয়েছে। ছবিতে মার্ক করে দিয়েছি। কিন্তু, না! এইটা হ্যাকার দের ফাঁদ। যাইহোক, সবাই সাবধানে থাকবেন। ভুল করে, না বুঝে অপ্রয়োজনীয় লিংকে ক্লিক করা থেকে বিড়ত থাকুন।
ধন্যবাদ ❤️

এমন নিউজ দেখলে মুসলিম উম্মাহ-দের কেমন লাগ আপনারাই বলেন? হে আল্লাহ,  আপনি ফিলিস্তিনি সহ সকল মুসলিম জাতিকে রক্ষা করুন-আমীন...
18/10/2023

এমন নিউজ দেখলে মুসলিম উম্মাহ-দের কেমন লাগ আপনারাই বলেন? হে আল্লাহ, আপনি ফিলিস্তিনি সহ সকল মুসলিম জাতিকে রক্ষা করুন-আমীন।

সরকারি খরচে রাশিয়া। এমন সুযোগ খুব কমই আসে।
18/10/2023

সরকারি খরচে রাশিয়া। এমন সুযোগ খুব কমই আসে।

18/10/2023

সরকারি খরচে রাশিয়া। বেতন ৬৫,০০০ টাকা। পেইন্টার, ইলেক্ট্রেশিয়ান সহ মোট ১০ টি ক্যাটাগরির ভিসা রয়েছে এবারের সার্কুলারে।

শুভ সকাল। আজ বুধবার১৮ অক্টোবর ২০২৩ ইং, ০২ কার্তিক ১৪৩০ বাংলা ০২ রবিউস সানি ১৪৪৫ হিজরি সূর্যোদয়ঃ ০৬:০১ মিনিট সূর্যাস্তঃ ০...
18/10/2023

শুভ সকাল। আজ বুধবার
১৮ অক্টোবর ২০২৩ ইং, ০২ কার্তিক ১৪৩০ বাংলা
০২ রবিউস সানি ১৪৪৫ হিজরি
সূর্যোদয়ঃ ০৬:০১ মিনিট
সূর্যাস্তঃ ০৫:৩৩ মিনিট
আজকের সারাদিন সবার জন্য শুভময় হোক।

Bangladesh  2-1  Maldivesবাংলাদেশ ফুটবল দলের জন্য আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল!! আজ মালদ্বীপকে হারাতে না পারলে...
17/10/2023

Bangladesh 2-1 Maldives
বাংলাদেশ ফুটবল দলের জন্য আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল!! আজ মালদ্বীপকে হারাতে না পারলে ফুটবল থেকে এক বছরের জন্য নির্বাসনে যেতে বাংলাদেশ ফুটবল টিমকে! কিন্তু বাংলার দামাল ছেলেরা তা হতে দেয়নি! এখন তারা খেলবে বিশ্বকাপের মূল বাছাই পর্ব এ! অভিনন্দন এদেশের কোটি ফুটবলপ্রেমীদের! 🇧🇩❤️

Notice ⚠️‼️⚠️
16/10/2023

Notice ⚠️‼️⚠️

ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে উৎসবে মাতলো আফগানিস্তান। এইটা কে অঘটন বলা যাবেনা। কারণ,  বিশ্বকাপের মত আসরে সব দলই সেরা দল। অ...
15/10/2023

ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে উৎসবে মাতলো আফগানিস্তান। এইটা কে অঘটন বলা যাবেনা। কারণ, বিশ্বকাপের মত আসরে সব দলই সেরা দল। অভিনন্দন আফগানিস্তান ক্রিকেট দল কে।
AFG - 284/10 vs ENG - 215/10

Best picture of 2023 ❣️❣️
15/10/2023

Best picture of 2023 ❣️❣️

৫৬,০০০ টাকায় লেবানন যেতে চান? তাহলে এই সার্কুলার আপনার জন্যে। কোন দালা*লের  ফা*দে পা দিবেন না দয়া করে। বিস্তারিত কমেন্ট ...
14/10/2023

৫৬,০০০ টাকায় লেবানন যেতে চান? তাহলে এই সার্কুলার আপনার জন্যে। কোন দালা*লের ফা*দে পা দিবেন না দয়া করে। বিস্তারিত কমেন্ট বক্সে।

Address

Dhaka

Telephone

+8801684157243

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Academy 02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi Academy 02:

Videos

Share

Category

Nearby media companies



You may also like