Copenhagen Chronicles with Love

Copenhagen Chronicles with Love ✨ A little family, big dreams, and a heart full of adventures! Sharing our journey of love, parenting, and life in Copenhagen.🌸
Three Adventure Buddies‌!!

Safayat Ahmed (Baba)😸
Sinthia Jhuma (Ma)😻
Ahmed Rushdan Mahbeer (Little Explorer)😽

"রুশদানের বাবা"কোপেনহেগেন আসার আগেও যার সাথে ছেলের বন্ডিং এতোটা ছিলোনা। কারণ, তার বাবা সারাদিন অফিস বা বিভিন্ন কাজে ব্যস...
02/02/2025

"রুশদানের বাবা"
কোপেনহেগেন আসার আগেও যার সাথে ছেলের বন্ডিং এতোটা ছিলোনা। কারণ, তার বাবা সারাদিন অফিস বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো। আমরা কোপেনহেগেন এসেছি প্রায় ৬ মাস হয়ে গেলো। এখন বাবা- ছেলের বন্ডিং দেখে আমারই জেলাস ফিল হয় মাঝেমধ্যে। মাশাল্লাহ!
তার বাবা জবে যাওয়ার আগে বাবাকে জড়িয়ে ধরে, চুমু খেয়ে বিদায় দেয় ছেলে, আর বারবার বলে সে বাবাকে কতোটা মিস করবে। তাই, বাবাও এখন সুযোগ খুঁজে কিভাবে ছেলের সাথে একটু বেশি সময় কাটাবে।
ছেলেকে বাবার কাছে রেখে ২০ দিনের জন্য ফিল্ড ট্রিপে যেতে হবে কিছুদিন পর। এতোবেশি চিন্তা করেছি এই সময়টার কথা ভেবে। এখন আল্লাহ মনে হয় অনেক সহজ করে দিয়েছেন সবকিছু। ছেলেকে বাবার কাছে ঘুম পাড়ানোর ট্রায়াল দিচ্ছিলাম ১ সপ্তাহ ধরে। এটাও সম্ভব হয়েছে। আল্লাহ তোমাকে আরো ধৈর্য্য দিক। সবকিছু সহজ করুক। ইনশাআল্লাহ
অনেক ধন্যবাদ আর ভালোবাসা।

"আমাদের বাসায়সবকিছু থাকে ঠিকই জায়গা মতোন,এলোমেলো বলে কিছু নেই।চাইলেই সবকিছু খুঁজে পাওয়া যায়,হারানোর কোনো ভয় নেই।বলবো কি ...
30/12/2024

"আমাদের বাসায়
সবকিছু থাকে ঠিকই জায়গা মতোন,
এলোমেলো বলে কিছু নেই।
চাইলেই সবকিছু খুঁজে পাওয়া যায়,
হারানোর কোনো ভয় নেই।
বলবো কি আর তোমাদের
নিজ চোখে দেখো আমাদের
পরিপাটি সংসার............."

My little artist creating leaf art at daycare! 🍁
24/10/2024

My little artist creating leaf art at daycare! 🍁

A simple cake, a big smile, and all the happiness we need. Seeing his excitement filled our hearts. ❤️
06/10/2024

A simple cake, a big smile, and all the happiness we need. Seeing his excitement filled our hearts. ❤️

First day of daycare adventures! 🎒 Ready to learn, play, and make new friends! Please pray for our lil Rushdan 🤍
17/09/2024

First day of daycare adventures! 🎒
Ready to learn, play, and make new friends!
Please pray for our lil Rushdan 🤍

রুশদানের প্রথম ইন্টারন্যাশনাল প্লেন জার্নি। দুই বছরের একটা সুপার এক্টিভ বেবিকে নিয়ে কিভাবে প্রায় ১৫ ঘন্টা প্লেন জার্নি ক...
13/08/2024

রুশদানের প্রথম ইন্টারন্যাশনাল প্লেন জার্নি। দুই বছরের একটা সুপার এক্টিভ বেবিকে নিয়ে কিভাবে প্রায় ১৫ ঘন্টা প্লেন জার্নি করলাম এটাই বলবো আজকে।
আমার যখনই মনে হতো ওকে নিয়ে আমার এতো লং জার্নি তাও আবার প্লেনে করা লাগবে, তখনই সবচেয়ে বেশি চিন্তা হতো। তাই আরো এক মাস আগে থেকেই জল্পনা-কল্পনা শুরু করলাম যে কিভাবে এই স্টেজ পার হবো।
১. প্রথমেই আমি ঠিক করলাম যেহেতু লং জার্নি কিভাবে ওকে বিজি রাখা যায়। তাই, সীটে বসে একটিভিটি করার মতো কিছু Toys সাথে নিয়েছি। Toys গুলো একদম নতুন ছিলো যেগুলো দিয়ে আগে কখনো খেলেনি। তাই ইন্টারেস্ট নিয়ে খেলেছে। সাথে একটা ছোট খাতা আর দুইটা কালার পেন নিয়েছি, যাতে সে কিছু আঁকতে পারে।

২. ইম্পোরটেন্ট পয়েন্ট। ওর সব পছন্দের খাবার, যেমন: চিপস, চকলেট, জুস, ললিপপ সাথে রেখেছি। যখনই দেখি মেজাজ গেলো বিগড়ে, তখন এইগুলোই ছিলো ভরসা। আমি জানি এগুলো হেলদি ফুড না। তবে, এইরকম সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য একদিন দেওয়াই যায়। যদিও সবসময় খায়নি। প্লেনে বিভিন্ন ফ্রুটস আর ভেজিটেবল পিউরি দিয়েছে অইগুলোও খেয়েছে ও।

৩. আরাম করে ঘুমাতে দেওয়া। প্রত্যেকটা বেবিরই কিছু কিছু লক্ষণ আছে যখন দেখলেই বুঝা যায় সে ঘুমাবে। তখনই সাথেসাথে ঘুম পাড়িয়ে দিয়েছি। রুশদান পায়ে দোল খেয়ে ঘুমায়, তাই আমি একটা ছোট বালিশ রেখেছি যাতে আরাম করে ঘুম পাড়াতে পারি। ভালোভাবে ঘুমানোর পর বেসিনেটে শুইয়ে দিয়েছি।

৪. কার্টুন, এনিমেশন দেখানো। প্লেনে সীটের পাশে যে মনিটর থাকে সেখানে ওর পছন্দমতো কার্টুন বা শো দেখতে দিয়েছি। এটা ভালো এনজয় করেছে। তাই উনার মেজাজ ঠিক ছিলো।

৫. আকাশ দেখা। যখনই মনে হচ্ছে কোনো টোটকা কাজ করছেনা তখন আকাশ দেখিয়েছি। আকাশ দেখে সে অবাক হয়েছে। সে বুঝতে পারেছে আমরা আকাশে উড়ছি😄

আর, এই অসম্ভব কাজ সম্ভব করতে অবশ্যই যেটা সবচেয়ে দরকার সেটা হলো মা-বাবার ধৈর্য্য।

তারপরও, ও কান্না করেছে মাঝেমধ্যে। ওর বিরক্ত লেগেছে। সবকিছু মিলালে দেখা যাবে ও এনজয় করেছে বেশি আর আমাদেরও এতো কস্ট হয়নি।

আমাদের দুস্টু রুশদানের পক্ষ থেকে সবাইকে হাম্বা মোবারক 🐄আল্লাহুম্মা বারিক লাহু 🤍
18/06/2024

আমাদের দুস্টু রুশদানের পক্ষ থেকে সবাইকে হাম্বা মোবারক 🐄
আল্লাহুম্মা বারিক লাহু 🤍

চিয়া সিডস বড়- ছোট সবার জন্যই খুব উপকারী আর ক্যালসিয়াম এর উৎস। তাই, যেকোনো ডিজার্ট, দই বা খাওয়ার পানির সাথেও অল্প একটু মি...
28/04/2024

চিয়া সিডস বড়- ছোট সবার জন্যই খুব উপকারী আর ক্যালসিয়াম এর উৎস। তাই, যেকোনো ডিজার্ট, দই বা খাওয়ার পানির সাথেও অল্প একটু মিশিয়ে দিতে পারেন বাচ্চার খাবারে।

Green Banana Chips 🤍Easy Snacks Idea for Toddler: 1
25/04/2024

Green Banana Chips 🤍
Easy Snacks Idea for Toddler: 1

Easy Breakfast Idea: 1
24/04/2024

Easy Breakfast Idea: 1

রঙিলা বৈশাখ 🧡শুভ নববর্ষ 🌼
14/04/2024

রঙিলা বৈশাখ 🧡
শুভ নববর্ষ 🌼

Eid Mubarak from us ❤️Allahumma Barik 🌼
11/04/2024

Eid Mubarak from us ❤️
Allahumma Barik 🌼

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম🌻
26/03/2024

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম🌻

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Copenhagen Chronicles with Love posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Copenhagen Chronicles with Love:

Videos

Share