꧁বোতল সুন্দরী꧂

꧁বোতল সুন্দরী꧂ hi

24/12/2024
24/12/2024

আপনার কাছে মা র
বড় না বৌ বড়

23/12/2024

নিজের হায়াত কমিয়ে যদি কারো হায়াত বাড়ানোর সুযোগ পেতেন তাহলে কার হায়াত বাড়াতেন🤨

    আমাদের কিশোরগন্জের গর্ব
24/11/2024


আমাদের কিশোরগন্জের গর্ব

আমার স্ত্রী প্রাইমারি টিচার। রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস ওয়ানের খাতা দেখছিলো। খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ...
20/05/2024

আমার স্ত্রী প্রাইমারি টিচার।
রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস ওয়ানের খাতা দেখছিলো।
খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটো ছলছল করে করে উঠেছে।
আমি কাছেই বসে টিভি দেখছিলাম। মিসেসের দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রী চোখের জল মুছছে।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে কাঁদছো কেনো!!!
আমার মিসেস বললো.. ক্লাস ওয়ানের পরীক্ষায় এক রচনা এসেছে। "my wish"
--তো কাঁদার কি হলো!!
--সব খাতা গুলো দেখলাম। সবাই ভালো লিখেছে। --তো?
--একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। চোখ দুটো জলে ভরে উঠলো।
--আচ্ছা বলো কি লিখেছে ওই বেবি।
মিসেস রচনা পড়তে শুরু করলো.....
আমার ইচ্ছা আমি স্মার্টফোন হবো।
আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে। কিন্তু আমায় ভালোবাসে না।
যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায়। কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না।
ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে। কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না মা।
আমার বাবা স্মার্টফোনে গেম খেলে। কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি আমায় একটু কোলে নাও না বাবা। কিন্তু বাবা আমায় কোলে নেয় না। স্মার্টফোনটাই সব সময় বাবার কোলে থাকে।
মা কে গিয়ে বলি, মা মা চলো না আমার সাথে একটু খেলবে। কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি।
আমার বাবা মা রোজ স্মার্টফোন টাকে যত্ন করে মোছামুছি করে। কিন্তু আমায় একটুও আদর করে না।
আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে তখন মা স্মার্টফোনে বাবাকে চুমু দেয়। কিন্তু আমায় একদিনও চুমু দেয়নি মা।
আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়। কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায় না।
আমার মা রোজ চার পাঁচবার স্মার্টফোন টিকে চার্জ দেয়। কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে যায় মা। কিন্তু স্মার্টফোন টিকে চার্জ দিতে ভুলে না আমার মা।
তাই আমি স্মার্টফোন হবো।
আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সবসময় থাকতে চাই।
স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম..
--কে লিখেছে এই রচনাটি ?
--আমাদের সন্তান।
আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষন। অনেক কিছুই ভেবে চলেছি। আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে।
★------------★★ 🍂🍂🍂 #অরিন্দম অরিত্র

লেখাটা গল্পের শেষ লাইন

এক অদ্ভুত এই সমাজ আমাদের, অকারনে স্বামীর হাতে মার খাবেন, আর শশুর শাশুড়ি এসে বলবে তুমি কেমন মেয়ে, জানো তো ওর মাথা গরম, রা...
01/05/2024

এক অদ্ভুত এই সমাজ আমাদের, অকারনে স্বামীর হাতে মার খাবেন, আর শশুর শাশুড়ি এসে বলবে তুমি কেমন মেয়ে, জানো তো ওর মাথা গরম, রাগের সময় ওর সাথে তর্ক করো কেন ?

নিজের বাবা মাকে বলবেন ?
বলবে মানিয়ে নিয়ে চল, মারুক কাটুক ওটাই তোর ঘর, শশুর বাড়ি স্বামীর মার কে 'মার' বলেনা 'শাসন' বলে !

পাড়া পড়শি মিনিয়ে মিনিয়ে এসে বলবে মেয়েটির নিশ্চয় কোনো দোষ আছে নাহলে
এত মার খায় নাকি !

নিজের স্ত্রীকে যখন মেজাজ নিয়ে কথা বলবেন তখন আপনি পুরুষ, সিংহ পুরুষ আর যখন নরম নরম গলায় নিচু স্বরে ডাকবেন তখন আঁচল ধরা বেড়াল !

সংসারটা আপনার, বৌ টিও আপনার, যে মেয়েটিকে বা মহিলাটিকে বৌ করে ঘরে নিয়ে এসেছেন, তার দিকে একবার তাকান।
আপনি বাজার করে নিয়ে আসলে আপনিও খান আপনার পরিবার খায়, তার কষ্ট করে রান্না করা খাবার।

আপনার বাবা কে বাবা ও মাকে মা বলে ডাকে।
আপনার ও আপনার পরিবারের বিপদে আপদে কাউকে পাশে পান আর নাই পান, কেউ পাশে থাকুক আর নাই থাকুক আজীবন এই মেয়ে, মহিলাটিকেই আজীবন পাশে পাবেন আপনার পাশে আপনার পরিবারের পাশে।

তাই আপনার স্ত্রী কে সব সময় ভালো রাখার রাখার দায়িত্ব আপনার সেটা এই সমাজের নয় !!
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

"স্ত্রীকে যদি আবশ্যক জ্ঞান করি তবে স্ত্রী দাসী,
স্ত্রীকে যদি ভালোবাসি তবে সে লক্ষ্মী।"

🔹রবীন্দ্রনাথ ঠাকুর🔹
প্রবন্ধ / আবশ্যকের মধ্যে অধীনতার ভাব।

ডা. তুমি পাগল হলে কীভাবে ? পাগল: পাগল হইছি কি সাধে?আমি এক বিধবা মহিলাকে বিয়ে করে ছিলাম!!!তার এক যুবতী মেয়ে ছিল। তাকে বিয়...
29/04/2024

ডা. তুমি পাগল হলে কীভাবে ?
পাগল: পাগল হইছি কি সাধে?
আমি এক বিধবা মহিলাকে বিয়ে করে ছিলাম!!!
তার এক যুবতী মেয়ে ছিল। তাকে বিয়ে করল আমার বাবা!!!
আমার মেয়ে হয়ে গেল আমার মা!!!
আমি হয়ে গেলাম আমার বাবার শশুর!!!
তার ঘরে হল একটা মেয়ে,সে হলো আমার বোন!!!
কিন্তু আমি তার নানীর জামাই!!!
সেদিক থেকে সে আমার নাতনীও!!!
এভাবে আমার একটা পোলা হল!!!
আমার পোলা হইল আমার বাপের শালা!!!
আর আমি আমার পোলার ভাগিনা!!!
ডা. চুপ কর ভাই,তুই আমারেও পাগল বানাইয়া ফেলবি!!!

ফেসবুক থেকে """সংগৃহীত"""

27/11/2023

😲🤯😲 wow

Address

Laxmipur, Kuliarchor
Dhaka
DHAKA<<NOT-APPLICABLE>>

Alerts

Be the first to know and let us send you an email when ꧁বোতল সুন্দরী꧂ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ꧁বোতল সুন্দরী꧂:

Videos

Share