MD RIAZ MIA

MD RIAZ MIA Luci Fer

17/01/2025

আমার কাছে সব 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 - এর
𝐏𝐫𝐨𝐛𝐥𝐞𝐦𝐬 আছে, লাগলে বলিও।।

15/01/2025

- ফেইসবুকে কিছু কিছু পোস্ট দেখলে আসলেই খারাপ লাগে.....
আস্তাগফিরুল্লাহ !!!

পোস্টের ধরনঃ

১:- Just- সালাম দিন, রিপ্লাই আসলে
আপনি ভাগ্যবান- ইনশাআল্লাহ্!

২:- আমি পর্দা করি আলহামদুলিল্লাহ ইউ..

৩:- আজকে কে কে ফজরের নামাজ পড়েছো তাদের চাঁদ মুখ খানা দেখতে চাই।

৪:- ১ ঘন্টায় 1k আল্লাহর পাগল দেখতে চাই।

৫:- কথা দিলাম আল্লাহ নামটি লিখবো।

৬:- মহানবী (সাঃ) কে ভালোবাসলে একবার তার নামটা লিখে যান।

৭:- যে এই পোস্টটা পড়ছেন একবার হইলেও আল্লাহ নামটা লিখে যান।

৮:- কে কে নামাজ পড়ছো কোরআন পরছো হাত তুলো।

৯:- ফাস্ট তারাবী ডান,, ফাস্ট ইফতার ডান, ফাস্ট সেহরি ডান।

১০:- কেউ আমীন না লিখে যাবেন না!

১১:- যেকোনো পোস্টে আবার এটাও লিখে , কালিমার দাওয়াত দিয়ে গেলাম !

১২:-যারা ইসলাম ধর্ম পেয়ে খুশি,, শুধুমাত্র তারাই বলি আল-হামদুলিল্লাহ

আস্তাগফিরুল্লাহ!! আস্তাগফিরুল্লাহ!! আস্তাগফিরুল্লাহ!!

দ্বীনি ভাই/বোন এটা আমাদের চরম মূর্খতার পরিচয়! ইসলাম জোর করে কাউকে দিয়ে কিছু করানো শেখায়নি,।
কেন আপনারা কি পাবলিককে দেখানোর জন্য আল্লাহর ইবাদত করেন?? আর যারা কমেন্ট না করে তারা কি জীবনে নামাজ পরে না নাকি !
তারা আল্লাহ ও রাসূলকে ভালোবাসে না?
আল্লাহর ইবাদত যত গোপনে করবেন আল্লাহ তত খুশি হবে। ইসলাম আমাদের বলে তুমি এমনভাবে দান করো যাতে ডান হাতে দান করলে বাম হাতও টের না পায়...
আর বর্তমানে মানুষ এমনভাবে দান করে মনে হয় বিশ্বজয় করে মাইকিং করছে!
বিরত থাকুন এসব পোস্ট করা থেকে।

লোক দেখানো এবং রিচ বাড়ানো এমন এটেনশন সিকিং পোস্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন!! (আমিন)
©

14/01/2025

"দ্যা পাওয়ার অফ "সূরাহ মূলক্"

"মনে করুন,আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনার জা'নাজার নামাজ শেষ।আপনাকে ক' বরে রাখা হলো। আপনি অপেক্ষা করতেছেন মু'নকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু,তাঁরা আসছে না কেন! অথচ, জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।
একটু পরেই—
ক' বরের সাথে জান্নাতের একটি সু'ড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। আপনি ভাবলেন,!!
'এ কেমন কথা! প্রশ্ন-উত্তর কই?
তখন আপনার মনে পড়ল- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই। কবর আজাবেরও কোনো চান্স নাই।'
অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'। ❤️

[] তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে।

14/01/2025

সিনিয়র-জুনিয়র বলে কিছু নেই মিশতে জানলে সবাইকেই সমবয়সী লাগে! 🤍

13/01/2025

পড়ালেখার চাপে কোথাও যাই না, অথচ এক অক্ষরও পড়ি না!

12/01/2025

Tomar 𝗵𝗮𝗽𝗽𝗶𝗻𝗲𝘀𝘀 𝗸🥹❤️‍🩹-♡🥹

হারাবে?ঠিকানাহীন কোন ঠিকানায়!যার নেই কোন প্লট, ব্লক, রোড বা সেক্টরনেই কোন ডাকঘর বা টেলিফোন নম্বর..©Riaz Ahammad
11/01/2025

হারাবে?
ঠিকানাহীন কোন ঠিকানায়!
যার নেই কোন প্লট, ব্লক, রোড বা সেক্টর
নেই কোন ডাকঘর বা টেলিফোন নম্বর..
©Riaz Ahammad

ছবি কথা বলে,হিসেব হবে চোখে চোখ রেখে, সমানে সমান। এক চুলও ছাড় দিয়ে নয়। We are one, We are Bangladesh 🇧🇩
10/01/2025

ছবি কথা বলে,
হিসেব হবে চোখে চোখ রেখে,
সমানে সমান।
এক চুলও ছাড় দিয়ে নয়।

We are one,
We are Bangladesh 🇧🇩

10/01/2025

নগ্ন দেহ দেইখা মুগ্ধ হইলেন? আমি যে তাহাজ্জুদ এ আপনারে চাইলাম, তার কি হইবো? আল্লাহ বলছে, আইজ আমারে ওযু কইরা অত্যাধিক সন্দর লাগতাছিল।☺️❤️‍🩹

18/10/2024

যহন ৩০০ টাকায় পিয়াজ, ১২০০ টাকায় কাচা মরিচ খাইছি তহন আপনি স্ট্যাটাস দেননি, শুধু দল কিংবা চাকরি হারানোর ভয়ে। আর এহন আপনি স্ট্যাটাস দিয়া কি বুঝাইতে চান? আপনি বাজার মুল্যের ঊর্ধ্বগামীতে হিমসিম খাইতাছেন কারণ আপনার ঘুষ খাওয়া বন্ধ?

দেশে এই প্রথম সব কিছুর দাম বাড়েনি,আগেও ছিলো।
১ ডলার=৬৭টাকা ছিলো
১ডলার =১২০ টাকা।
এগুলা কেন হয় বুঝেন কিছু?
বুঝবেন কেমনে পড়াশোনা করার বয়সে তো নেতার পা চে**টে দিছেন।

©Rayhan

05/10/2024

ছাত্রীকে পাত্রী বানিয়ে ফেলা শিক্ষকদের
জানাই Happy Teacher's day.🤲

Address

Kishoreganj

Telephone

+8801905984695

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD RIAZ MIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share