গল্পগ্রন্থ "একালের দাদীর গল্প"
পাঠকের অনুভূতি----
পাঠককে আমি চিনি না। তাকে জানলাম ভিডিওর মাধ্যমে চমৎকার বুক রিভিউ পাঠানোর মধ্যে দিয়ে। ঝুমঝুমি প্রকাশন থেকে প্রকাশিত কথাসাহিত্যিক ও কবি ঝর্না রহমান এর "একালের দাদীর গল্প" - গ্রন্থটি প্রকাশিত হওয়ার পর তিনি সর্বপ্রথম রকমারি থেকে সংগ্রহ করেন। অতি মনোযোগে, ধৈর্য, নিষ্ঠা এবং যত্নের সাথে, চিন্তা আর মনের গভীর বোধের মিশেলে বই পাঠ না করলে এমন একটি রিভিউ করা সম্ভব নয়। এ পাঠকের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। তাঁর নাম ডা. রাবেয়া ফেরদৌসী। রেডিওলজিস্ট, ময়মনসিংহ মেডিকেল কলেজ।
Zhumzhumi - ঝুমঝুমি প্রকাশন
উপন্যান- নদী পেরোলেই সাততারা
লেখক -শফিকুর রহমান শান্তনু
প্রকাশক - ঝুমঝুমি প্রকাশন
পাঁচ মহাদেশের কবিতা
লেখক-কবি, গল্পকার মো. আনিসুর রহমান
প্রকাশক - ঝুমঝুমি প্রকাশন
"একালের দাদির গল্প"
লেখক- কথাসাহিত্যিক ও কবি ঝর্না রহমান
প্রচ্ছদ- সুহাস নাহিয়ান
প্রকাশক- ঝুমঝুমি প্রকাশন
গ্রন্থ সম্পর্কে বলছেন - পাশা মোস্তফা কামাল
বইটিতে রয়েছে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যের কথা, চল্লিশ বছর আগের আমাদের গ্রামীণ সমাজের বন্ধনের কথা, আমাদের দুরন্ত শৈশবের কথা।
আজকের প্রজন্ম জানবে গৌরবময় অতীত, আমাদের প্রজন্ম খুঁজে পাবে হারিয়ে যাওয়া ছেলেবেলা।
অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এর নতুন রোমান্টিক উপন্যাস
"নদী পেরোলেই সাততারা"।
লেখক- শফিকুর রহমান শান্তনু
প্রকাশক - ঝুমঝুমি প্রকাশন
বইটি অর্ডার ঝুমঝুমি প্রকাশনের ফেসবুক পেজে ইনবক্স করুন
অথবা কল করুন 01845105363,01720255197 নাম্বারে।
বই পৌঁছে যাবে আপনার দুয়ারে।
ঝুমঝুমি প্রকাশন থেকে প্রকাশিত বিশিষ্ট প্রাবন্ধিক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর প্রবন্ধগ্রন্থ -
"বাংলাদেশের ৫০ : সাফল্য ও সম্ভাবনা"।
প্রচ্ছদ করেছেন - শিল্পী ধ্রুব এষ
গ্রন্থটি পাওয়া যাবে -রকমারি.কম, বেঙ্গল বই,
পাঠক সমাবেশ এবং বাতিঘরের সকল শাখায়।
পাঠকগণ ঝুমঝুমি প্রকাশন এর অফিস থেকেও সংগ্রহ করতে পারেন।
যোগাযোগ-01845105363
গ্রন্থটির বিষয়বস্তু চমৎকার, সুলিখিত। আমরা সকলেই জানি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একজন সফল কূটনীতিক। তাঁর অনবদ্য লেখনি বইটিকে সমৃদ্ধ করেছে।
শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক গ্রন্থ "বিদ্যালয় স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা"।
লেখক- সাবেক সচিব ড. মিহির কান্তি মজুমদার
প্রচ্ছদ করেছেন- শিল্পী ধ্রুব এষ
প্রকাশক - ঝুমঝুমি প্রকাশন
গ্রন্থটি পাওয়া যাবে -রকমারি.কম-
https://www.rokomari.com/book/307677/school-health-and-nutrition-education
পাঠক সমাবেশ এবং বাতিঘরের
ঢাকা ( 01973 304344) ও
চট্টগ্রাম (01733 067005) শাখায়।
আগ্রহী পাঠকগণ ঝুমঝুমি প্রকাশন এর অফিস থেকেও সংগ্রহ করতে পারেন।
যোগাযোগ-01845105363