Karimtex Fashion

Karimtex Fashion Quality product
with resonable price

Dear fashion enthusiasts we are the fast fashion manufacturer of ladies,kids and mens wear.our service include 1.Trendy ...
19/05/2024

Dear fashion enthusiasts
we are the fast fashion manufacturer of ladies,kids and mens wear.
our service include
1.Trendy design
2.Sample making
4.Pattern making
5.fabric sourcing
6.Bulk production
7.Stocklot sourcing
8.Shipping








Dear fashion enthusiasts we are the fast fashion manufacturer of ladies,kids and mens wear.our service include 1.design2...
01/05/2024

Dear fashion enthusiasts
we are the fast fashion manufacturer of ladies,kids and mens wear.
our service include
1.design
2.sketch
3.pattern
4.pattern making
5.fabric sourcing
6.sample making
7.bulk production







আমাদের বুজার সমেস্যা
25/10/2023

আমাদের বুজার সমেস্যা

Practice makes a man perfect
24/10/2023

Practice makes a man perfect

01/10/2023
26/09/2023

vocabulary
Alternative= বিকল্প।
Substitute = বিকল্প।
Option = বিকল্প।
Famous = প্রসিদ্ধ।
popular = প্রসিদ্ধ।
prominent = প্রসিদ্ধ।
famed = প্রসিদ্ধ।
Fast = দ্রুত।
quick = দ্রুত।
rapid = দ্রুত।
speedy = দ্রুত।
Excellent=চমৎকার।
superb=চমৎকার
splendid=চমৎকার।
outstanding=চমৎকার
Cute = আকর্ষণীয়।
pretty = আকর্ষণীয়।
adorable=আকর্ষণীয়।
appealing=আকর্ষণীয়।
Believe = বিশ্বাস।
trust = বিশ্বাস।
faith = বিশ্বাস।
confidence = বিশ্বাস।
পড়া শেষে Done লিখতে ভূলবেন না

26/09/2023

স্পিরুলিনা (সামুদ্রিক শৈবাল) কেন খাবেন !!
স্পিরুলিনা এর উপকারিতা 👇
👉স্পিরুলিনায় রয়েছে প্রচুর পরিমানে -
প্রোটিন, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, পটাসিয়াম, ভিটামিন A, B, C, E, K, ফাইকোসাইয়ানিন, ক্লোরোফিল, ম্যাগনেসিয়াম, ডায়েট্রি ফাইবার, ওমেগা ৩ - ৬, ফলিক এসিড, বেটা কেরোটিন, জিংক, ফসফরাস, সেলেনিয়াম, ক্রুমিয়াম, ম্যাঙ্গানিজ, বোরন, সোডিয়াম,মলিবডেনাম, বায়োটিন এবং একাধিক খণিজ পদার্থ।
👉স্পিরুলিনা একটি শক্তিবর্ধক সম্পূরক খাদ্য। প্রোটিন, ভিটামিন, মিনারেলস এবং খনিজ উপাদানে সমৃদ্ধ প্রকৃতির আশ্চর্য খাবার স্পিরুলিনা।
👉 প্রাকৃতিক সুপার ফুড - "স্পিরুলিনা" (সামুদ্রিক শৈবাল) শরীর এর সকল পূষ্টি চাহিদা পুরন করতে সক্ষম।
🍵 স্পিরুলিনা এককোষী পরিবারের নীল-সবুজ শৈবাল। এটি পানিতে জন্মায়। সামুদ্রিক শৈবাল নামেই এর বেশি পরিচিতি ।
❤️ নিয়মিত স্পিরুলিনা গ্রহন করলে - পুষ্টিহীনতা, রক্তশূন্যতা, রাতকানা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আলসার, বাত, হেপাটাইটিস বি, এজমা, যৌন শক্তি বৃদ্ধি, ক্লোরেস্টরেল নিয়ন্ত্রন এবং ক্লান্তি দূর হবে।
➡️ রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুব দ্রুত কার্যকর।
➡️ দ্রুত এনার্জি বুস্ট করে।
➡️ হজম শক্তি বাড়ায়।
➡️ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
➡️ হার্ট এবং ফুসফুস ভাল রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়:
💬এতে উচ্চমাত্রায় গামা লিনোলেয়িক অ্যাসিড
রয়েছে যা দেহের ক্ষতিকারক এলডিএলের মাত্রা
কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়।
➡️ শ্বাসকস্ট, এজমা, নিউমোনিয়া প্রতিরোধ করে।
➡️ চুল এবং স্কিন এর যত্নে অতুলনীয়
➡️ হাড় এবং মাংসপেশি গঠনে বিশেষ ভাবে কার্যকরী।
➡️ শরীর এর মেদ-চর্বি কমাতে খুবই ভাল কাজ করে।
➡️ যৌনশক্তি বৃদ্ধি ও দীর্ঘস্থায়ী করে।
➡️ রুপচর্চা য় স্পিরুলিনা অতুলনীয়।
➡️ ডায়াবেটিস এবং কোলেস্টেরল নিয়ন্ত্রনে অধিক কার্যকর।
💬এটি রক্তে Glucose মাত্রা কমিয়ে ডায়াবেটিস
নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে,এতে প্রচুর ফাইবার রয়েছে,যা রক্তে Glucose এর মাত্রা সহজে বাড়তে দেয় না
➡️ কিডনি এর সুরক্ষায় স্পিরুলিনা অতুলনীয় : 💬 স্পিরুলিনাতে উচ্চ ঘনত্ব সম্পন্ন ক্লোরোফিল থাকে যা প্রাকৃতিক detoxifiers, এটি কিডনি থেকে ভারি পদার্থ, ক্ষতিকারক রশ্মি এবং দূষণকারী পদার্থ সরিয়ে কিডনিকে সুরক্ষা দেয়।
➡️ এলার্জি, মাইগ্রেন, সর্দিকাশি, হাপানি এর মত সমস্যা গুলো নিরাময়ে বিশেষভাবে কার্যকরী ।
➡️ ডিপ্রেসন সমস্য নিরাময়ে অনেক কার্যকারী।
➡️ চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধিতে অতুলনীয়।
➡️ দাতের সার্বিক উন্নয়নে কার্যকরী।
➡️ আর্সেনিক রোগ সম্পূর্ণ নিরাময় করতে সাহায্য করে।
➡️ শরীর এর রক্তশুন্যতা রোধ এবং রক্ত বৃদ্ধিতে অতুলনীয়।
➡️ স্পিরুলিনা তে ক্লোরোফিল ও ম্যাগনেসিয়াম রয়েছে যা রক্তের দূষক পদার্থসমূহ দূর করে এবং রক্ত পরিষ্কার করতে সহায়তা করে।
➡️ ত্বকের বলিরেখা প্রতিরোধ এবং দূর করে।
➡️ ব্রন দূর করে।
➡️ এন্টি এজিং।
➡️ ত্বককে নমনীয় এবং মসৃন করে।
➡️ বার্ধক্য রোধ করে।
➡️ চুলকে শক্ত ও মজবুত করে।
এক কথায় মানব দেহের সামগ্রিক উন্নয়নে স্পিরুলিনা এক অতুলনীয় সুপার ফুড।
স্পিরুলিনা কে নিম্মলিখিত অর্গানাইজেশন গুলো ভবিষ্যৎ এর সুপার ফুড হিসাবে আখ্যায়িত করেছে ⬇️
🌍ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন
🗺️জাতিসংঘ
🛰️ নাসা - আমেরিকান স্পেস এজেন্সি
🚀 ইউরোপিয়ান স্পেস এজেন্সি
🇺🇲 আমেরিকান ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন
🇺🇸 আমেরিকান ডিপার্টমেন্ট এগ্রিকালচার
❤️ আমাদের নিকট হতে আপনি সম্পূর্ণ বিশুদ্ধ অর্গানিক স্পিরুলিনা সংগ্রহ করিতে পারবেন
🔴 মূল্য এবং বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন
For Details & Order, Please contact ; 👇
🤙💬(WhatsApp)/
https://wa.me/+8801765588899
💬 Facebook messenger
http://m.me/OrganicGreenFoody
Caution : For adults only, Consult physician if pregnant/ nursing, taking medication , or have a medical condition.
Green Foody

26/09/2023

সে সব সময় আমার বিপরীত।।।
ইংলিশ কি হবে?

Salute
24/09/2023

Salute

বয়সের দোষ
15/09/2023

বয়সের দোষ

15/09/2023

কে এই "ভিকারুন নেসা নুন" ?

"ভিকারুণ নিসা নুন স্কুল এন্ড কলেজ"

চিনিনা এমন কেউ নেই, কিন্তু এই "ভিকারুণ নিসা নুন" কে ছিলেন? কেমন ছিলেন? তা অনেকেই জানিনা। "ভিকারুণ নিসা নুন" ছিলেন ফিরোজ খান নুনের স্ত্রী।

"ফিরোজ খান নুন" ছিলেন ১৯৫৭-৫৮ এর সময় পাকিস্তানের সপ্তম প্রধানমন্ত্রী। এর আগে তিনি ১৯৫০ থেকে ১৯৫৩ বছর পর্যন্ত পূর্ব বাংলার গভর্নর ছিলেন। তারপর পরের তিন বছর (১৯৫৩-১৯৫৬) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। ফিরোজ খান নুন বিয়ে করেন ভিক্টোরিয়াকে (ভিকারুণ নিসার পূর্ব নাম)। জন্মগত দিক দিয়ে ভিক্টোরিয়া অস্ট্রিয়ান ছিলেন। বিয়ের পর ভিক্টোরিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে 'ভিকার-উন-নিসা' (ایک مسجد ہے) নাম পরিবর্তন করেন।

ফিরোজ খানের এর রাজনৈতিক জীবনেরও সক্রিয় সঙ্গী ছিলেন ভিকারুণ নিসা। ফিরোজ খানের সাথে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়েছিলেন। ইন্ডিয়ার ভাইসরয়ের মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করে স্ত্রীকে নিয়ে লাহোর চলে আসেন ফিরোজ খান নুন। তারপর ফিরোজ খানের পাশাপাশি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন ভিকারুণ নিসা। পাঞ্জাবে যখন Civil Disobedience Movement চলছিল, সে সময় লেডি নুন তিনবার গ্রেফতার হওয়ার পরেও দমে যাননি। ব্রিটিশ সমর্থিত খিজরের মন্ত্রীসভার বিরুদ্ধে পুণরায় আন্দোলনকে সংগঠিত করতে সহযোগিতা করেন।

স্বামীর মৃত্যুর পরেও ভিকারুণ নিসা বিভিন্ন সামাজিক সেবা মূলক কাজে জড়িত থাকেন। পূর্ব বাংলার মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। এই দেশ থেকে যেন মেয়েরা অক্সফোর্ড, ক্যাম্ব্রিজ এর মতো উচ্চশিক্ষা অর্জনের জন্য যেতে পারে, সেজন্য চেষ্টা করে যান ভিকারুণ নিসা নুন।

সেই ছোট পরিসরের ভিকারুণ নিসা নুন স্কুল এন্ড কলেজ আজ দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ। প্রত্যেকটা মহৎ কাজের পেছনে কারা ছিলেন সেসব জানার জন্যে আমাদের ইতিহাস পাঠ খুবই জরুরি। (ছবিতে ভিকারুণ নিসা নুন)



এই রকম একটা গিফট দিতে চাই, কেউ কি আছেন???
15/09/2023

এই রকম একটা গিফট দিতে চাই,
কেউ কি আছেন???

Address

Mirpur Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karimtex Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Karimtex Fashion:

Share