Jagannath University Short Stories

Jagannath University Short Stories আপনাদের অব্যক্ত
গল্পগুলো,
এখন থেকে সবাইকে জানান
আমাদের পেজের মাধ্যমে...

 :02
10/08/2023

:02

 :01
10/08/2023

:01

24/12/2022

যিশুখ্রিস্টের পূজা করে নিজেকে আল্ট্রাধার্মিক হিসাবে উপস্থাপন করার পূর্বে আমাদের কী উচিত না যে, অন্তত নিত্য ঈশ্বরস্তুতি পাঠ করা এবং সন্ধ্যোপাসনা করা? যেখানে নিজের সংস্কৃতি পালন, নিজের আদর্শ ধারণ করতে পারেন না, সেখানে অন্যের সংস্কৃতি পালন করাটা হাস্যকর লাগে না?

ঢাকাবোর্ড HSC প্রশ্নপত্রে ‘‘সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন যারা যুক্ত করেছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক।
07/11/2022

ঢাকাবোর্ড HSC প্রশ্নপত্রে ‘‘সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন যারা যুক্ত করেছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক।

কঠিন বাস্তবতা...
03/11/2022

কঠিন বাস্তবতা...

হিন্দু হবার অপরাধে জাতীয় দলের ক্যাপটেন হতে পারেননি:

নাম - লিটন কুমার দাস
জন্ম - দিনাজপুর জেলা, বাংলাদেশ।

১.বাংলাদেশ ক্রিকেট এ কোনো হি ন্দু প্লেয়ার খেলবে না।
২. ভারতের দালাল
৩. কোন ম্যাচ খারাপ খেললে চরম হেনস্থা শিকার হতে হয়। এমনকি হিন্দু পরিবারগুলোও টার্গেট হয়ে যায়।
৪. লিটন দাসের দুর্গাপুজোর শুভেচ্ছা বার্তায় কমেন্টগুলো পড়বেন বাকিটা বুঝে যাবেন।
অথচ আজ এদের মুখ রক্ষা করল লিটন দাস,নাহলে 50 রানেই খেলা শেষ হয়ে যেত।

পাকিস্থান বাংলাদেশ এর সাথে ভারতের পার্থক্য এখানেই।ভারতের ক্রিকেট টিমের ক্যাপ্টেন তো ছাড়ুন,রাষ্ট্রপতি পর্যন্ত একজন মুসলিম হয়েছে। তথাকথিত সাম্প্রদায়িক মুসলিম বিরোধী রাজনৈতিক দল বিজেপির হাত ধরেই।

বাংলাদেশে কিছুই নেই এমনটা নয়, কট্টর মৌলবাদীদের খপ্পরে পরে এরা কখনোই ট্যালেন্ট কে কাজে লাগাতে পারেনি।

যাই হোক ভবিষ্যতের জন্য শুভকামনা রইল লিটন কুমার দাসকে। আশা করব বাংলাদেশ এবার অন্তত এই হিন্দুকেই ক্যাপ্টেন বানানোর কথা চিন্তা করবে।

02/11/2022

হর হর মহাদেব🚩🚩🚩

আপনাদের মতামত কি এই বিষয়ে? লখনউয়ের আমিনাবাদ ইন্টার কলেজের অধ্যক্ষের অনন্য উপদেশ, অ্যাপেলের জন্য A না পড়িয়ে অর্জুনের ...
02/11/2022

আপনাদের মতামত কি এই বিষয়ে?
লখনউয়ের আমিনাবাদ ইন্টার কলেজের অধ্যক্ষের অনন্য উপদেশ, অ্যাপেলের জন্য A না পড়িয়ে অর্জুনের জন্য A পড়ানো উচিত । অধ্যক্ষের মতে এই ভাবে পাঠ্যক্রম তৈরী করলে ভারতীয়দের ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশ ছোট বাচ্চাদের মাধ্যমে হবে।আমাদেরও কি এই বিষয়গুলোতে নজর দেওয়া উচিত নয় কি?
Kurukshetra Ronobhumi

❤🌿
02/11/2022

❤🌿

31/10/2022
ঝুমন এখনো জেলে।সাথে নেই তার ছেলে।স্ত্রী লড়ছে বাইরে।আমরা সবাই দেখছি, আর বলছি আহারে...আহারে পর্যন্তই যেন আমাদের অনুভূতি আট...
30/10/2022

ঝুমন এখনো জেলে।
সাথে নেই তার ছেলে।
স্ত্রী লড়ছে বাইরে।
আমরা সবাই দেখছি, আর বলছি আহারে...
আহারে পর্যন্তই যেন আমাদের অনুভূতি আটকে না থাকে।
ছেলের জন্মদিনও ঝুমন পালন করতে পারেনি। কারণ গতবারও তিনি জেলে ছিলেন। ২০২২ সালের দুর্গাপূজায়ও ঝুমন জেলেই কাটিয়েছেন। এই অবস্থা যদি আপনার আর আমার হতো তাহলে আমাদের মানসিক অবস্থা কেমন হতো একবার ভাববেন। বারবার ভাববেন। আপনি কেন চুপ করে আছেন তাও ভাববেন।
ঝুমন কেন জেলে গিয়েছে তা আমাদের জানা জরুরি। অন্যায়ের প্রতিবাদ করার জন্য। যে কথা আপনি বা আমি বলতে পারিনি সেই কথা ঝুমন বলেছেন। তাই দুর্গাপূজার আগে তাকে জেলে নেওয়া হয়েছে। অপরাধ কী? মন্দিরের বাইরের গেটে মসজিদের দানবাক্স ছিল। সেই ছবি সবাই দেখেছেন। কিন্তু কেউ কোনো কথা বলেননি। ঝুমন বলেছিলেন। ব্যস, তাকে ধরে জেলে নেওয়া হয়েছে। এখন ঝুমনের স্ত্রী মামলা লড়ছেন। বাচ্চা ছেলেকে নিয়ে একা। প্রতিবার হাজিরা দিচ্ছেন। এইসব মামলার হেনস্তা কেমন তা একমাত্র ঝুমনের স্ত্রীই জানেন। আর জানেন হৃদয় মণ্ডলের স্ত্রী।
ভয়াবহ অর্থনৈতিক সংকটে আছেন ঝুমনের স্ত্রী। সংসার সামলানো দায় হয়ে পড়েছে এরপরও কারো কাছ থেকে সাহায্য চাননি। এইটাই গাডস/আত্মসম্মান ঝুমনের যেমন আছে তেমনি তার স্ত্রীরও আছে। আমি এই গাডস/আত্মসম্মানের প্রতি সম্মান জানাই। প্রণতি জানাই।
আমাদের মনে রাখা দরকার, ঝুমন হচ্ছেন আমাদের সময়ের সবচেয়ে সাহসী সৈনিক। আজ যদি ঝুমন হেরে যায় তবে আমরা হেরে যাবো। হিন্দুদের জন্য কথা বলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য আর কেউই সামনে আসবে না। ঝুমনকে যদি পরাজিত হতে হয় তাহলে এই পরাজয় আপনার, আমার। আমাদের সন্তানদের।
দিন পেরুলেই রাত। আমাদের সন্তান বড় হচ্ছে। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক। সন্তান যেন বলতে পারে তার বাবা-মা সাহসী ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে ছিলেন। ঝুমনের মতো একজন সৈনিকের পাশে ছিলেন। আমাদের দ্রুত ঝুমনের পাশে দাঁড়ানো উচিত। তার পরিবারের পাশে দাঁড়ানো উচিত। ঝুমনের ছেলে যেন উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারে সেই নিশ্চয়তা আমাদের দেওয়া উচিত। তাহলে আমরা অসংখ্য ঝুমন পাবো।
Benoy Dutta

শ্রী অপ্রমেয়া স্বামী মন্দির, দোদ্দামল্লুর, কর্ণাটক। এই মন্দিরের প্রধান দেবতা হলেন শ্রী অপ্রমেয়া যিনি ভগবান শ্রী কৃষ্ণে...
28/10/2022

শ্রী অপ্রমেয়া স্বামী মন্দির, দোদ্দামল্লুর, কর্ণাটক।
এই মন্দিরের প্রধান দেবতা হলেন শ্রী অপ্রমেয়া যিনি ভগবান শ্রী কৃষ্ণের রূপ এবং মূর্তিটি খাঁটি শালিগ্রাম পাথর দিয়ে তৈরি। যে ভঙ্গিতে মূর্তি দাঁড়িয়ে থাকে তা অভয়হস্তম মুদ্রা নামে পরিচিত, অর্থাৎ উপরের দুই বাহুতে একটি চক্র ও শঙ্খ এবং নিচের দুটি বাহু গধ ও পদ্ম ধারণ করে। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হল হামাগুড়ি দেওয়া কৃষ্ণের মূর্তি যাকে বলা হয় অম্বেগল কৃষ্ণ। এর মন্ত্রমুগ্ধ চোখ এবং হাতে মাখন আপনার মধ্যে মাতৃ অনুভূতি প্রকাশ করে। . .
📷 কৃতিত্ব -

🔥 “কাশ্মীর ফাইলস্” নির্মাতা বিবেক অগ্নিহোত্রীর হাতে লক্ষ লক্ষ মানুষকে সনাতন ধর্মে ফিরিয়ে আনা জগদ্বিখ্যাত গ্রন্থ  ❝ সত্যা...
28/10/2022

🔥 “কাশ্মীর ফাইলস্” নির্মাতা বিবেক অগ্নিহোত্রীর হাতে লক্ষ লক্ষ মানুষকে সনাতন ধর্মে ফিরিয়ে আনা জগদ্বিখ্যাত গ্রন্থ ❝ সত্যার্থ প্রকাশ ❞ 🔥

ভগবৎপাদ মহর্ষি শ্রীমৎ দয়ানন্দ সরস্বতী বিরচিত চতুর্দশ সমুল্লাস বিভূষিত এই গ্রন্থে সনাতন ধর্ম ও বেদের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা হয়েছে ও বেদ বিরুদ্ধ সমস্ত মত খণ্ডন করা হয়েছে । বিবেক অগ্নিহোত্রীর হাতে এই গ্রন্থ তুলে দিচ্ছেন আর্যসমাজের প্রসিদ্ধভজন উপদেশিকা শ্রীমতি প্রিয়াংকা পারাশর ।

© বাংলাদেশ অগ্নিবীর

27/10/2022

সনাতন ধর্ম ❤

25/10/2022

মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা
দীপ্ত জয়শ্রীর! 🚩

11/10/2022

৬৩৮, ৯৩০, ১৬২৬ এই সাল তিনটা মাথায় রাখেন।

৬৩৮ সালে কা'বা ঘরে আগুন লাগে। পুরো স্ট্রাকচার পুননির্মাণ করতে হয়।

৯৩০ সালে বিখ্যাত কালো পাথর চুরি করা হয়। ২২ বছর পর সেটা ফেরত দেয় বিদ্রোহী গোষ্ঠী।

১৬২৬ সাথে ভয়াবহ বন্যায় কা'বার দেয়াল ধ্বসে যায়। পুরো স্ট্রাকচার আবারো নতুন করে নির্মান করা হয়।

প্রতীমা ভেঙে দেয়ার পর যারা চিল্লান, 'তোমাদের ঈশ্বর কেন প্রতিবাদ করে না? কেন নিজেকে রক্ষা করে না?' তাদের জন্য। ঈশ্বর আপনাদেরজনও প্রতিবাদ করেন না।

11/10/2022
09/10/2022

#নোয়াখালী_হিন্দু_গণহ_ত্যা
্টোবর_লক্ষ্মীপূজার_দিন

১৯৪৬ সালের ১০ অক্টোবর, কোজাগরি লক্ষ্মী পূজার দিন। পুরো বাংলা ছিল খুশির আমেজে। কিন্তু সে বছর পুজোর শঙ্খধ্বনির সাথে বাংলার আকাশ বাতাস নিনাদিত হয়েছিল মানুষের আর্ত চিৎকারে। নোয়াখালীর মানুষের জীবনে নেমে এসেছিল এক দুর্বিসহ কালো অধ্যায়।

বর্ব-র য-বনদের দ্বারা সংঘটিত এই হ-ত্যাযজ্ঞে প্রায় কমপক্ষে ৫,০০০ হিন্দু হত্যা করা হয়েছে বলে অনুমান করা হয়। এছাড়া অনেক হিন্দু নারী ধর্ষ-ণের শিকার হন এবং হাজার হাজার হিন্দু নারী-পুরুষদের জোরপূর্বক ইসলাম মতবাদে ধর্মা*ন্তরিত করা হয়। প্রায় ৫০,০০০ থেকে ৭৫,০০০ বেঁচে থাকা হতভাগ্যকে কুমিল্লা, চাঁদপুর, আগরতলা ও অন্যান্য জায়গার অস্থায়ী আশ্রয় শিবির গুলোতে আশ্রয় দেয়া হয়। এছাড়া প্রায় ৫০,০০০ হিন্দু আক্রান্ত এলাকায় মানবেতর জীবন যাপন করতে থাকে। কিছু এলাকায় হিন্দুদেরকে স্থানীয় মুসলিম নেতাদের অনুমতি নিয়ে চলা ফেরা করতে হত। জোরপূর্বক ইসলামে ধ-র্মান্তরিতদের কাছ থেকে জোর করে লিখিত রাখা হয়েছিল যেখানে লেখা ছিল তারা স্বেচ্ছায় ধর্মান্ত*রিত হয়েছে। তাদেরকে একটি নির্দিষ্ট বাড়িতে বা ঘরে আবদ্ধ করে রাখা হত এবং যখন কোন আনুষ্ঠানিক পরিদর্শক দল পরিদর্শনে আসত তখন তাদেরকে ওই নির্দিষ্ট বাড়িতে যাবার অনুমতি দেয়া হত। হিন্দুদেরকে ওই সময় মুসলিম লীগকে চাঁদা দিতে হত যাকে বলা হত জিজিয়া (যা একসময় ভারতবর্ষে প্রচলিত ছিল। মুসলিম শাসন আমলে হিন্দুরা নিজেদের নিরাপত্তার জন্য তৎকালিন শাসকদের ‍জিজিয়া নামক বাড়তি প্রদান করত।)

ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন,

"জোর করিয়া ধর্মান্তরিত করা ইসলাম ধর্ম অনুমোদন করে কিনা সে তর্কের প্রয়োজন নাই; কিন্তু যে মুসলমানদের কাছে তিনি এই কথা বলিয়াছিলেন তাহাদের পূর্বপুরুষের শতকরা অন্তত নব্বই জনকে যে জোর করিয়া মুসলমান করা হইয়াছিল-- এবং প্রায় প্রত্যেক মুসলমানই যে ইহা অনুমোদন করিয়াছে, করিতেছে এবং করিবে; গান্ধীজির উপদেশ যে তাহাদের কাছে উপহাসের মতই মনে হইবে এ সম্বন্ধে যাঁহারা প্রধানমন্ত্রী বা মহাত্মা নহেন-- সাধারণ ব্যক্তি মাত্র, তাঁহাদের কোনো সন্দেহ নাই।"
(বাংলা দেশের ইতিহাস, চতুর্থ খণ্ড, রমেশচন্দ্র মজুমদার)

নির্মল কুমার বসুর লেখা থেকে:

"এখানকার (ভাটিয়ালপুর নাথভৌমিক বাড়ী) ঠাকুরঘর নষ্ট করে সবাইকে মুসলমান করেছিল। আজ প্রার্থনার পর উঠানে ঠাকুরঘরে গান্ধীজি একটি বাঁধানো ছাপা রাধাকৃষ্ণের ছবি বসিয়ে দিলেন। অর্থাৎ নূতন করে ঠাকুর প্রতিষ্ঠা করে দিলেন। শাঁখ ঘন্টা বাজিয়ে তিনমাস পরে আবার পূজা আরম্ভ হল। (১৪ই জানুয়ারি, ১৯৪৭)"

এই হ*ত্যাকাণ্ডের ইতিহাস অনেক বড়। উইকিপিডিয়ার পেইজটি মোটামুটি সমৃদ্ধ। সকলকে পড়ার অনুরোধ রইল।
bn.wikipedia.org/wiki/নোয়াখালী_দাঙ্গা

😥😡
03/10/2022

😥😡

বছর ঘুরে আবার এলো সেই অষ্টমী তিথি।

পবিত্র হনুমানজীর প্রতিমার অব.মান.নার বিচার এখনো হলো না।
দেশব্যাপী মন্দিরগুলোতে হওয়া অব.মান.নার বিচার এখনো শুরুও হলো না।

হে দেশ মাতা, তোমাকে প্রনাম জানাই, প্রনাম জানাই।

01/10/2022

✅ শেয়ার করুন - নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন করে দুষ্কৃতকারীদের প্রতিরোধ করুন 🌸

হায়রে অভাগা সংখ্যালঘু...!!! উল্লেখ্য, আজ সকালে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলছেও ইউনিয়নের ২নং বদরপুর গ্রাম...
25/07/2022

হায়রে অভাগা সংখ্যালঘু...!!! উল্লেখ্য, আজ সকালে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলছেও ইউনিয়নের ২নং বদরপুর গ্রামে কালনি পাড়া খালেক এর বাড়ির লোকজন দলবদ্ধ হয়ে একটি হিন্দু পরিবারের জমি দখল করতে যায় এতে বাধা দিতে গেলে পিটিয়ে এই অবস্থা করে!
বাঁধা দিয়েছিল গতকাল আর আজকে সকালে পরিকল্পিত ভাবে হামলা চালায়! স্বামীকে রক্ষা করতে গিয়ে স্ত্রী গুরুতর আহত হয়, অন্যান্যরা ঘরে দৌড়ে গেলেও নিজেকে ভয়ানক হামলা থেকে সুরক্ষা দিতে পারেনি! এভাবে আর কত দিন চলবে???
বিনীত নিবেদক-
শ্রীমান গৌতম হালদার প্রান্ত
তাং ২৫-০৭-২০২২ ইং

Kurukshetra Ronobhumi

24/07/2022

গোপায়ংশ্চ ত্বা জাগৃবিশ্ব রক্ষতাম্।
অথর্ববেদ ৮.১.১৩

আত্মরক্ষা ও সাবধানতা তোমাকে সুরক্ষিত করবে ।


🚩🚩🚩

23/07/2022

Muslims in India can ask “Why no Muslim PM in India”?
Hindus in Bangladesh and Pakistan can't even ask “Why don't we have a right to be alive”?

That's the difference.

অাজ ডাকাতদল যে অাবারও অা‌সি‌বে তা সুখানপুকুর গ্রা‌মের গ‌রিব লো‌কেরা বু‌ঝি‌তে পা‌রিয়া‌ছিল । ভীত সন্ত্রস্ত লো‌কেরা কি ক‌...
20/07/2022

অাজ ডাকাতদল যে অাবারও অা‌সি‌বে তা সুখানপুকুর গ্রা‌মের গ‌রিব লো‌কেরা বু‌ঝি‌তে পা‌রিয়া‌ছিল । ভীত সন্ত্রস্ত লো‌কেরা কি ক‌রি‌বে তা বু‌ঝিয়া উ‌ঠি‌তে পা‌রি‌লো না । গ্রা‌মেরই লো‌কেরা ডাকাত সে‌জে নি‌র্দিষ্ট তা‌দেরই বা‌ড়িঘর টা‌র্গেট ক‌রে প্র‌তিবার । গোপাল পাঠা ও তার বন্ধুগণ একসা‌থে ব‌সে অা‌লোচনা কর‌ছে কীভা‌বে ডাকাত‌দের শা‌য়েস্তা করা যায় । পু‌লিশবাবু‌দেরই বা কী দোষ ! তারা এ‌সে কো‌নো পোড়া‌নো বা‌ড়ি ছাড়া কো‌নো এ‌ভি‌ডেন্স পায় না । কেউ সাক্ষ্যও দেয় না ভ‌য়ে ।
অব‌শে‌ষে গোপা‌ল এক‌টি বু‌দ্ধি অাট‌লো । বন্ধু‌দের নি‌য়ে ৭ জন ক‌রে ৪ টা গ্রুপ বানা‌লো । শুধু লা‌ঠি, দ‌ড়ি অার কে‌রো‌সিন তেল নি‌য়ে ।

হা‌রে রে রে রে রে ক‌রে সেই রা‌তে ডাকাতদল টা‌র্গেট ক‌রে ক‌রে বা‌ড়ি‌তে অাক্রমণ, লুট ও অাগুন জ্বালা‌তে লাগ‌লো । গোপালের ৪ গ্রুপ ৪ টি বা‌ড়ির পেছ‌নে লু‌কি‌য়ে ছিল । ওই বা‌ড়িগেু‌লো‌তে ১০\১২ জন ক‌রে ডাকাত যেই না অাক্রমণ ক‌রি‌তে যা‌বে, দেখ‌লো হঠাৎ বা‌ড়ি‌তে অা‌লো নি‌ভে গে‌ছে, ঘুটঘু‌টে অন্ধকার । কিছু বু‌ঝে উঠার অা‌গেই চার‌দিক থে‌কে ৭ জন মুখঢাকা যুবক ক্রমাগত তা‌দের মাথায় লা‌ঠির অাঘা‌তে ধড়াশায়ী করল । এরপর দ্রুত তা‌দের ঘ‌রের ম‌ধ্যে নি‌য়ে গা‌য়ে কে‌রো‌সিন তেল ঢে‌লে ঘরস‌মেত অাগুন ধ‌রি‌য়ে দিল ।

পর‌দিন খব‌রের কাগ‌জে খবর হ‌লো , ‌সেই রা‌তে প্রায় ৩০ ঘ‌র ডাকাতদল পু‌ড়ি‌য়েছিল । এবং প্রায় ৪০ জন ডাকাত অাগুন দি‌তে গি‌য়ে ৪ টি বা‌ড়ি‌তে অাটকা প‌ড়ে দগ্ধ হ‌য়ে মারা যায় ।

জয় শ্রী রাম 🚩🚩🚩
#কাল্প‌নিক গোপাল পাঠা

ব্যাঘ্রঃ শত্রূনভি তিষ্ঠ সর্বান্অথর্ববেদ ১৯.৪৬.৫ বাঘের মত সমস্ত শত্রুকে পরাজিত করো🚩🚩🚩
20/07/2022

ব্যাঘ্রঃ শত্রূনভি তিষ্ঠ সর্বান্
অথর্ববেদ ১৯.৪৬.৫
বাঘের মত সমস্ত শত্রুকে পরাজিত করো🚩🚩🚩


We demand safety of Bangladeshi Hindus.✊✊✊✊
20/07/2022

We demand safety of Bangladeshi Hindus.✊✊✊✊










19/07/2022

We demand safety of Bangladeshi Hindus.✊✊✊✊










ওহে হিন্দু! ভুলে গেলে নাকি? তোমার ধর্মগ্রন্থ বলছে-"গুরুই হোক বা বালকই হোক বা বৃদ্ধই হোক বা অতি বড় বেদ বিদ্যাসম্পন্ন ব্রা...
19/07/2022

ওহে হিন্দু! ভুলে গেলে নাকি? তোমার ধর্মগ্রন্থ বলছে-

"গুরুই হোক বা বালকই হোক বা বৃদ্ধই হোক বা অতি বড় বেদ বিদ্যাসম্পন্ন ব্রাহ্মণই হোক, এদের মধ্যে কেউ যদি আততায়ী হয়ে আক্রমণ করে (আততায়ী বলতে সেই রকম ব্যক্তিকেই বুঝায় যে লোক কারও শরীর, ধন-সম্পদ, স্ত্রী এবং পুত্রকে যে কোন প্রকারে বিনাশ করতে উদ্যত হয়)। তাহলে কোন রকম বিবেচনা না করে তাকে অবশ্যই বধ/হত্যা করবে।
*মনুসংহিতা ৮ম অধ্যায়ের ৩৫০ নং শ্লোক।
Oh Hindu! If you forget? Your scriptures say- "Whether it be a Guru or a boy or an old man or a Brahmin of great Vedic learning, if any of them attacks as an assailant (by assailant is meant such a person who intends to destroy one's body, wealth, wife and son in any way) ) then he must be slaughtered/killed without any consideration. * Verse 350 of the 8th chapter of Manusamhita

19/07/2022

Address

Jagannath University
Dhaka
JAGANNATHUNIVERSITY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jagannath University Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby media companies