22/11/2024
এই পোস্টটি তাদের জন্য, যারা ফেসবুকের উপর ভিত্তি করে ব্যবসা করছেন এবং ফেসবুক বিজ্ঞাপন নিয়ে কাজ করছেন।
লেখাটি অনেক লম্বা কিন্তু অবশ্যই, অবশ্যই পড়বেন।
আপনার ব্যবসা বা পেজের জন্য বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, তা হয়তো আপনি চিন্তাও করতে পারেন না।
আমরা সবাই জানি, বাংলাদেশের ফেসবুক পেমেন্ট নিয়ে অনেক সমস্যা চলছে। তার ওপর রয়েছে একদল প্রতারক, যারা কার্ড জালিয়াতির মাধ্যমে নিজেদের পকেটে লাখ লাখ টাকা ঢুকিয়ে নিচ্ছে এবং আপনার পেজের সর্বনাশ করে দিচ্ছে।
যারা ফেসবুক পেমেন্ট সমস্যায় ভুগছেন, তারা অনেকেই খোঁজেন, কে আপনার ডিউ পেমেন্ট করে দিতে পারে। তারপর না বুঝে, একজনের মাধ্যমে ডিউ পেমেন্ট করিয়ে নেন। কিন্তু সেই ব্যক্তি পরে কার্ডটি সরিয়ে নেয়। আপনি কি জানেন, সেই কার্ডের তথ্য বা মালিক কে? বেশিরভাগ ক্ষেত্রেই আপনি তা জানেন না।
এ ধরনের ঘটনা ঘটে এবং হচ্ছে , এটা হয় কার্ড জালিয়াতির মাধ্যমে। প্রতারকেরা অন্যদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে পেমেন্ট করে। একে বলা হয় কার্ড বিন জালিয়াতি। তারা এভাবে লাখ লাখ টাকা স্পেন্ড করে।
এরপর কার্ড মালিকদের বলে টাকা রিফান্ড করতে নিতে অথবা বলে না । ফেসবুক কার্ড মালিককে রিফান্ড করে দিলেও, আপনার পেমেন্ট কিন্তু ঠিকই হয়ে যায়। কিন্তু এতে আপনার পেজ বা অ্যাকাউন্টে বড় ধরনের সমস্যার সম্ভাবনা থেকে যায়। অন্যদিকে কার্ড মালিকের বারোট বেজে যায় ।
এই চক্র ১,০০০ টাকার পেমেন্ট করতে হয়তো ২০০-৩০০ টাকা খরচ করে, আর বাকি টাকা নিজেদের পকেটে ঢুকায়। এতে ব্যবসায় ক্ষতি হয়, আর তারা ইন্ডাস্ট্রির ভাবমূর্তি নষ্ট করছে।
আর অন্যদিকে facebook ads threshold method এর মাধ্যমে এড রান করে পেমেন্ট না করার প্রচলন তো আছেই ।
আপনি কিভাবে বুঝবেন যে জালিয়াতির ফাঁদে পড়েছেন?
১. তাদের ডলারের রেট তুলনামূলক কম হবে।
২. তারা কার্ড দিয়ে পেমেন্ট করে দ্রুত কার্ড সরিয়ে নেবে।
৩. বিভিন্ন সময়ে বিভিন্ন কার্ড ব্যবহার করবে। কারণ, কার্ডের মালিক বুঝতে পারলে, সেই কার্ড ব্লক করে দিতে পারে।
কিভাবে নিরাপদে পেমেন্ট করবেন?
• লিগ্যাল ও বিশ্বস্ত সোর্স ছাড়া পেমেন্ট করবেন না।
• কম রেট দেখে সেই সুযোগের পেছনে ছুটবেন না।
যারা এ ধরনের কাজ করছেন, তাদের উদ্দেশ্যে:
প্লিজ, এসব কাজ আজ থেকেই বন্ধ করুন। বাজার নষ্ট করবেন না। ফেসবুক এসব বিষয়ে সচেতন, তাই মাঝেমধ্যে গণহারে বিজ্ঞাপন অ্যাকাউন্ট ডিজেবল করে দেয় যখন আপনি অ্যাকাউন্ট থাকা কার্ড ভেরিফাই করতে পারেন না, অথবা সন্দেহজনক হয় ।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে:
আপনার ব্যবসা শুরু করার অন্তত ২-৩ মাস আগে থেকে ফেসবুক অ্যাড এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শিখুন। অন্যের উপর ভরসা না করে নিজে বিষয়টি বুঝুন।
নিজে জানুন, অন্যকেও জানাতে সাহায্য করুন।