DigiNeed

DigiNeed Stay with us, Stay digitalized! রিয়েল ডলার, স্ট্রং এডস্ ম্যানেজার এবং সঠিক অডিয়েন্স টার্গেটিং করে এড প্রোমোট বা বুস্টিং করা হয়।

15/12/2024

এ সময়ে ল্যান্ডিং পেইজের বিকল্প নেই। বুস্টিং+সাপোর্ট টিম কস্টিং কমাতে এটি হতে পারে সেরা ডিসিশন!

আরো একটি কাজ লিস্টে যুক্ত হলো।

লিনক👇
https://aliyadates.com/sukkari-super-premium/

03/12/2024

আলহামদুলিল্লাহ, প্রায় কমপ্লিট!

টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার কনটেন্ট পৌঁছলে সেল হবে, বাজেট কমবে।
24/11/2024

টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার কনটেন্ট পৌঁছলে সেল হবে, বাজেট কমবে।

এই পোস্টটি তাদের জন্য, যারা ফেসবুকের উপর ভিত্তি করে ব্যবসা করছেন এবং ফেসবুক বিজ্ঞাপন নিয়ে কাজ করছেন।লেখাটি অনেক লম্বা কি...
22/11/2024

এই পোস্টটি তাদের জন্য, যারা ফেসবুকের উপর ভিত্তি করে ব্যবসা করছেন এবং ফেসবুক বিজ্ঞাপন নিয়ে কাজ করছেন।

লেখাটি অনেক লম্বা কিন্তু অবশ্যই, অবশ্যই পড়বেন।

আপনার ব্যবসা বা পেজের জন্য বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, তা হয়তো আপনি চিন্তাও করতে পারেন না।

আমরা সবাই জানি, বাংলাদেশের ফেসবুক পেমেন্ট নিয়ে অনেক সমস্যা চলছে। তার ওপর রয়েছে একদল প্রতারক, যারা কার্ড জালিয়াতির মাধ্যমে নিজেদের পকেটে লাখ লাখ টাকা ঢুকিয়ে নিচ্ছে এবং আপনার পেজের সর্বনাশ করে দিচ্ছে।

যারা ফেসবুক পেমেন্ট সমস্যায় ভুগছেন, তারা অনেকেই খোঁজেন, কে আপনার ডিউ পেমেন্ট করে দিতে পারে। তারপর না বুঝে, একজনের মাধ্যমে ডিউ পেমেন্ট করিয়ে নেন। কিন্তু সেই ব্যক্তি পরে কার্ডটি সরিয়ে নেয়। আপনি কি জানেন, সেই কার্ডের তথ্য বা মালিক কে? বেশিরভাগ ক্ষেত্রেই আপনি তা জানেন না।

এ ধরনের ঘটনা ঘটে এবং হচ্ছে , এটা হয় কার্ড জালিয়াতির মাধ্যমে। প্রতারকেরা অন্যদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে পেমেন্ট করে। একে বলা হয় কার্ড বিন জালিয়াতি। তারা এভাবে লাখ লাখ টাকা স্পেন্ড করে।

এরপর কার্ড মালিকদের বলে টাকা রিফান্ড করতে নিতে অথবা বলে না । ফেসবুক কার্ড মালিককে রিফান্ড করে দিলেও, আপনার পেমেন্ট কিন্তু ঠিকই হয়ে যায়। কিন্তু এতে আপনার পেজ বা অ্যাকাউন্টে বড় ধরনের সমস্যার সম্ভাবনা থেকে যায়। অন্যদিকে কার্ড মালিকের বারোট বেজে যায় ।

এই চক্র ১,০০০ টাকার পেমেন্ট করতে হয়তো ২০০-৩০০ টাকা খরচ করে, আর বাকি টাকা নিজেদের পকেটে ঢুকায়। এতে ব্যবসায় ক্ষতি হয়, আর তারা ইন্ডাস্ট্রির ভাবমূর্তি নষ্ট করছে।

আর অন্যদিকে facebook ads threshold method এর মাধ্যমে এড রান করে পেমেন্ট না করার প্রচলন তো আছেই ।

আপনি কিভাবে বুঝবেন যে জালিয়াতির ফাঁদে পড়েছেন?

১. তাদের ডলারের রেট তুলনামূলক কম হবে।
২. তারা কার্ড দিয়ে পেমেন্ট করে দ্রুত কার্ড সরিয়ে নেবে।
৩. বিভিন্ন সময়ে বিভিন্ন কার্ড ব্যবহার করবে। কারণ, কার্ডের মালিক বুঝতে পারলে, সেই কার্ড ব্লক করে দিতে পারে।

কিভাবে নিরাপদে পেমেন্ট করবেন?

• লিগ্যাল ও বিশ্বস্ত সোর্স ছাড়া পেমেন্ট করবেন না।
• কম রেট দেখে সেই সুযোগের পেছনে ছুটবেন না।

যারা এ ধরনের কাজ করছেন, তাদের উদ্দেশ্যে:

প্লিজ, এসব কাজ আজ থেকেই বন্ধ করুন। বাজার নষ্ট করবেন না। ফেসবুক এসব বিষয়ে সচেতন, তাই মাঝেমধ্যে গণহারে বিজ্ঞাপন অ্যাকাউন্ট ডিজেবল করে দেয় যখন আপনি অ্যাকাউন্ট থাকা কার্ড ভেরিফাই করতে পারেন না, অথবা সন্দেহজনক হয় ।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে:

আপনার ব্যবসা শুরু করার অন্তত ২-৩ মাস আগে থেকে ফেসবুক অ্যাড এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শিখুন। অন্যের উপর ভরসা না করে নিজে বিষয়টি বুঝুন।

নিজে জানুন, অন্যকেও জানাতে সাহায্য করুন।

চমৎকার একটি ল্যান্ডিং পেইজ 👇https://natturocare.alkhidmahnaturalcare.com/মনের মতো এট্রাক্টিভ পেইজ ডিজাইন করাতে যোগাযোগ ক...
03/11/2024

চমৎকার একটি ল্যান্ডিং পেইজ 👇
https://natturocare.alkhidmahnaturalcare.com/

মনের মতো এট্রাক্টিভ পেইজ ডিজাইন করাতে যোগাযোগ করুন।

হোয়াটসঅ্যাপ: 01772-193873

আলহামদুলিল্লাহ, অলমোস্ট কমপ্লিট। শীঘ্রই ডেলিভারী, ইন শা আল্লাহ!
01/11/2024

আলহামদুলিল্লাহ, অলমোস্ট কমপ্লিট। শীঘ্রই ডেলিভারী, ইন শা আল্লাহ!

Kafeeyah-কাফিয়াহ্ কাফিয়াহ্ য় চলছে “শীত ধামাকা অফার!” যেহেতু শীত চলেই এসেছে, তাই কাফিয়াহ্ পেইজ নিয়ে এসেছে “শীত ধামাকা অফ....

সেপ্টেম্বরের সেরা কাজ!
01/11/2024

সেপ্টেম্বরের সেরা কাজ!

‘কোনো ধরনের প্রিজারভেটিভ বা কেমিক্যাল ব্যবহার করা হয় না বলেই প্রতিটি খেজুর পাবেন সম্পূর্ণ ফ্রেশ এবং আসল স্বাদে। ...

গতানুগতিক ছবি বা ভিডিও পোস্ট দিয়ে তেমন একটা ভালো রিসপন্স এখন আর আশা করা যায় না। আবার প্রতিনিয়ত নতুন কাস্টমার এরেঞ্জ করা ...
04/06/2024

গতানুগতিক ছবি বা ভিডিও পোস্ট দিয়ে তেমন একটা ভালো রিসপন্স এখন আর আশা করা যায় না। আবার প্রতিনিয়ত নতুন কাস্টমার এরেঞ্জ করা ডলার কস্টিং বাড়িয়েই তুলে।

এরকম চলতে থাকলে ১ বছর ব্যবসা করার পরও দেখা যাবে খুবই অল্প সংখ্যক পার্মানেন্ট কাস্টমার হবে, যেটা মোটেও কাম্য নয়।

যে কারণে ডলার খরচ করতে করতে আপনার হবে বেহাল দশা।

তাই আপনার উচিত নিয়মতান্ত্রিকভাবে সাজনো গুছানো ব্যবাসায়িক পলিসি মেনে ব্যবসা পরিচালনা করা। যেমন- সেলস ফানেল তৈরি করে অল্প কিছুদিনের মধ্যে ডলার কস্টিং কমিয়ে ফেলা যায়। এর অংশ হিসেবে ল্যান্ডিং পেইজ তৈরি করা। আট্রাক্টিভ কনটেন্ট, ছবি বা ভিডিও তৈরি করা।

আমরা নিম্নোক্ত সেবাগুলো দিয়ে থাকি:
১। এড ক্যাম্পেইন রান করা (বুস্টিং)
২। ওয়েবসাইট
৩। ল্যান্ডিং পেইজ ডিজাইন
৪। এট্রাক্টিভ ছবি, মোশন গ্রাফিক্স ও ভিডিও কনটেন্ট তৈরি করা
৫। পেইজে অর্গানিক লাইক ও ফলোয়ার যুক্ত করা।
৬। আর ফ্রি পরামর্শতো থাকছেই।

Alhamdulillah. Tremendous!
02/02/2024

Alhamdulillah.
Tremendous!

চমকে যান!০ কস্টিংএ ২ মেসেজ।
02/02/2024

চমকে যান!

০ কস্টিংএ ২ মেসেজ।

🛑 পেমেন্টে 'বিকাশ' সুবিধা বন্ধ ঘোষণা করা হলো।⬜ পেমেন্টের পূর্বে অবশ্যই যোগাযোগ করুন।ধন্যবাদ।
24/01/2024

🛑 পেমেন্টে 'বিকাশ' সুবিধা বন্ধ ঘোষণা করা হলো।
⬜ পেমেন্টের পূর্বে অবশ্যই যোগাযোগ করুন।

ধন্যবাদ।

কৃতজ্ঞ হওয়া শিখি!
04/12/2023

কৃতজ্ঞ হওয়া শিখি!

সিদ্ধান্ত নেই কার সাথে থাকতে চাই!
29/11/2023

সিদ্ধান্ত নেই কার সাথে থাকতে চাই!

23/11/2023

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when DigiNeed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DigiNeed:

Videos

Share