08/11/2022
👉কন্টেন্ট✍️ এমন একটি জিনিস যা ছাড়া যেকোনো ইন্টারনেট🌐 অচল।
👉 কন্টেন্ট হলো ওয়েবসাইটের রাজা।👑
👉একটি ওয়েবসাইটে যদি পর্যাপ্ত পরিমাণে ভালো কন্টেন্ট না থাকে তাহলে সেই সাইট দিয়ে কিছুই আশা করা সম্ভব নয়।
✅ভাল মানের কন্টেন্ট এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটিকে যেমন গুগলে রেংক📈 করা সম্ভব, তেমনি আপনার সার্ভিস অথবা ই-কমার্স প্রতিষ্ঠানের সেল💰 বাড়ানোও সম্ভব ।
✅ইমেইল মার্কেটিং থেকে শুরু করে ওয়েবসাইটে ব্যবসা সংক্রান্ত তথ্যাদি, এমনকি সোশ্যাল মিডিয়ার প্রোমোশন পোস্ট সব ক্ষেত্রে কনটেন্ট রাইটিং এর প্রয়োজন হয়।
✅আমরা দিচ্ছি আপনার জন্য ১০ রকম এর কন্টেন্ট রাইটিং সার্ভিস। ✌️
আমাদের রয়েছে প্রতিটি আলাদা আলাদা কন্টেন্ট রাইটিং এর বিভাগ এর জন্য আলাদা আলাদা এক্সপার্ট কন্টেন্ট রাইটার
আমাদের কন্টেন্ট রাইটিং ✍️সার্ভিস গুলো ঃ
১। এসইও📈 কনটেন্ট রাইটিংঃ
এসইও এর সম্পুর্ন রুপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও কন্টেন্ট হলো কোনো একটা নির্দিষ্ট টপিকের কনটেন্ট কে গুগলের রুলস ফলো করে কোনো রকম টাকা খরচ করা ছাড়া প্রথম পেজে নিয়ে আসার যে পদ্ধতি।
এর কারন হলো মুলত যখন ভিজিটর এসে গুগলে নির্দিষ্ট কোনো রিওয়ার্ড লিখে সার্চ করবে তখন প্রথম যে রেজাল্ট আসবে ঐ রেজাল্ট এ আমরা বেশির ভাগ মানুষ ক্লিক করি।
এসইও এর মেইন পয়েন্ট গুলো হলো টাইটেল, ডেস্ক্রিপশন, হেডিং টেগ, ইউআরএল, ইমেজ, ইন্টারনাল, এক্সটার্নাল লিংক ইত্যাদি।
✍️কনটেন্টে এসইও করা থাকলে ইউজার এনগেজড বেশি হয়।
২। ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিংঃ
ক্রিয়েটিভ মানে তো আমরা সবাই বুঝি নিজের মেধা ও মনন খাটিয়ে কোনো কিছু আবিষ্কার করা, নানা রকমের তথ্য বের করা।
যারা কবি, সাহিত্যিক রা আছেন তারা মুলত এই বিষয়ে এক্সপার্ট। নিজের মতো করে কোনো গল্প, কবিতা, উপন্যাস, সৃজনশীলতার যে বহিঃপ্রকাশ সেগুলোই হলো মুলত ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং।
৩। লং ফর্ম কনটেন্ট রাইটিংঃ
বিভিন্ন রকমের বড় বড় আর্টিকেল, ব্লগ, প্রেজেন্টেশন যারা লিখে তারাই হলো হলো মুলত লং ফর্ম কন্টেন্ট রাইটার এর অন্তর্ভুক্ত।
এক্ষেত্রে ৫০০- ৫০০০ শব্দের ও কন্টেন্ট হতে পারে। মার্কেটে মুলত লং ফর্ম কন্টেন্ট রাইটিং এর প্রচুর চাহিদা রয়েছে।
এতে করে মানুষ ঐ টপিক এর উপর একটা সম্পুর্ন আইডিয়া পেয়ে যায়৷
৪। টেকনিক্যাল কনটেন্ট রাইটিংঃ
টেকনিক্যাল সম্পর্কে আপনি তো বুঝতেই পারছেন, কোনো একটা প্রোডাক্ট এর ডেসক্রিপশন লিখা, রিভিউ, কাজের প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ গাইড, প্রযুক্তি সম্পর্কে নিজের আইডিয়া শেয়ার করা ইত্যাদি।
৫। গোস্ট রাইটিংঃ
এই বিষয়টা বলতে আমরা যা বুঝি সেটা হলো অন্যের জ্ঞান কে কিনে নিয়ে বা কন্টেন্ট রাইটার ভাড়া করে কোনো একটা বই বা লেখার যে পদ্ধতি, তারপর ঐ লেখাটা প্রকাশ হবে যিনি রাইটার কে ভাড়া করছে তার নামে।
মানে অন্যের লেখা বা জ্ঞান কে নিজের নামে প্রকাশ করা।
৬। ওয়েব বা এড কপি রাইটিংঃ
ওয়েবসাইট এর জন্য আমরা যে কন্টেন্ট গুলো লিখি যেমন হোম পেইজ, কন্টাক্ট পেইজ, এফএ কিউ, এভাউট ইত্যাদি পেইজ এর জন্য যে ধরনের কন্টেন্ট আমরা লিখি সেগুলো হচ্ছে ওয়েব রাইটিং।
আর এড কপি রাইটিং হলো অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার জন্য যে লেখা গুলোর দরকার পড়ে সেগুলো হলো এড কপি রাইটিং এর আওতায়।
৭। ইমেইল কপি রাইটিংঃ
আমরা যখন কাউকে কোনো কিছু লিখে ইমেইল করি তখন একটা নিউজলেটার এর মতো করে লেখাগুলো কে সাজাতে হয়।
এইখানে সবকিছু ইনফরমেশন এড করা থাকে। যেমন টেক্সট, লেন্ডিং পেইজ লিংক, কল টু একশন, বিভিন্ন সোর্স ইত্যাদি।
৮। স্ক্রিপ্ট রাইটিংঃ
রাজনৈতিক বিষয়ে আর্টিকেল, আলোচনা ও সমালোচনা, মুভি রিভিউ, বুক রিভিউ, ভিডিও ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন ইত্যাদি হলো স্ক্রিপ্ট রাইটিং এর মধ্যে পড়ে।
এক্ষেত্রে ভালোভাবে রিসার্চ করতে হবে এবং বিভিন্ন রকমের সোর্স লিংক সহ, নানা রকমের প্রামান্যিক।
৯। সোস্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিংঃ
বর্তমান দুনিয়ায় সোস্যাল মিডিয়াতে এক্টিভটি নেই এমন মানুষ খুবই কম। বাংলাদেশ ফেসবুক টা কে তো সকাল বিকালের বন্ধু মনে করে।
বড় ছোট, মা বাবা, ভাই বোন, ছাত্র, শিক্ষক সবারই মোটামোটি ফেসবুক একাউন্ট আছে। সোস্যাল মিডিয়াতে ফোকাস করে অনেকে অনলাইন বিজনেস, কোর্স, শিক্ষা নিচ্ছে।
স্যোসাল মিডিয়া কে ফেকাস করে, জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্য যে কন্টেন্ট লেখা হয় সেগুলো মুলত সোস্যাল কন্টেন্ট। এক কথায় স্যোসাল পোস্ট কে স্যোসাল কন্টেন্ট বলে।
১০। প্রোডাক্ট রিভিউ রাইটিংঃ
যারা অনলাইনে বিজনেস করে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রোডাক্ট সম্পর্কে যদি মানুষ না জানে, সেটা কিভাবে ব্যবহার করবে, উপকারিতা, কেন প্রোডাক্ট টা কিনবে সেটার সবকিছু একটা ডেসক্রিপশন আকারে লেখা।
প্রোডাক্ট টা ব্যবহার করার পর কেমন লাগল, ভালো নাকি খারাপ, প্রোডাক্ট সম্পর্কে ফিডব্যাক দেয়া হচ্ছে মুলত প্রোডাক্ট রিভিউর কাজ।
👉এই দশটি ক্যাটাগরির প্রতিটির জন্য আমাদের রয়েছে অভিজ্ঞ কন্টেন্ট রাইটার।👉✍️
বিস্তারিত আলোচনার জন্য আজই যোগাযোগ করুন, আমাদের অভিজ্ঞ এক্সপার্ট এর সাথে । আমরা ২৪ ঘন্টা সার্ভিস দিয়ে থাকি।
সুতরাং যেকোনো ধরনের সার্ভিস এবং পরামর্শ এর জন্য এখনই যোগাযোগ করুনঃ
Call Now - +8801644411322
Visit us - www.infinitbuzz.com
Email - [email protected]