Md Niaz Morshed Hira

Md Niaz Morshed Hira পাঠক, ভোজনরসিক

11/11/2024

সেলিব্রেটি হয়ে যাওয়ার পর ইন্টারভিউয়ারদের যন্ত্রণায় কোথাও যেয়েও শান্তি নেই 🙂

Lincoln ভাই এটার একটা বিহিত হওয়া দরকার 😐

বেশিকিছু যাবত আপডেট নেই কোনো, কারন হাতের বইটা নষ্ট 🙂
11/11/2024

বেশিকিছু যাবত আপডেট নেই কোনো, কারন হাতের বইটা নষ্ট 🙂

31/10/2024

বাংলাবাজারে আমরা কি করি

আগের গিভএওয়ে রেজাল্ট দিবো রাতে! চলে আসছি নতুন গিভএওয়ে নিয়ে 🔥♦️ কি করতে হবে? ▪️এই পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে কমেন্...
27/10/2024

আগের গিভএওয়ে রেজাল্ট দিবো রাতে! চলে আসছি নতুন গিভএওয়ে নিয়ে 🔥

♦️ কি করতে হবে?
▪️এই পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে কমেন্টে স্ক্রিনশট দিবেন।
▪️ছবির ৫টির মধ্যে কোন বইটি উপহার পেতে চান সেটা কমেন্টে জানান।

♦️ সময়সীমা :
▪️৩ নভেম্বর পর্যন্ত

আর বইগুলো কেমন সে নিয়ে যদি কারো আগ্রহ থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন : https://www.facebook.com/share/v/JssgzLJhx6PZwHeW/

এটা কোন বইয়ের ঘটনা জানেন কি?
23/10/2024

এটা কোন বইয়ের ঘটনা জানেন কি?

22/10/2024

হুমায়ূন আহমেদের লেখা আমার অন্যতম পচ্ছন্দের বই

ভেনমের শেষ বই দেখতে যাবেন কে কে? শীঘ্রই বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে Venom - The Last Dance. এইটাই সিরিজের ...
22/10/2024

ভেনমের শেষ বই দেখতে যাবেন কে কে?

শীঘ্রই বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে Venom - The Last Dance. এইটাই সিরিজের শেষ মুভি হওয়ার কথা, বাকিটা MCU জানে 🙂
Lion Cinemas ঘোষণা দিয়েছে যে তারা সিনেমাটা আনবে, যদি সারাবিশ্বের মতো ২৫ তারিখেই রিলিজ দেয় তাহলে তো জোস!

★★ এটা PG-13 রেটিং পাওয়া মুভি, অবশ্যই বাচ্চাদের নিয়ে যাবেন না। ডেডপুলের শেষ মুভিটায় হলে যেয়ে খুবই বিরক্ত হয়েছে যে বলার মতো না, কান্ডজ্ঞানহীন বাবা মা রা ৫/৬ বছরের বাচ্চাদের নিয়েগিয়েছিল ওরকম একটা মুভি দেখতে 😐 Lincoln ভাই সাক্ষী!

* আমার আব্বা সিনেমাকে বই দেখতে যাওয়া বলতো, তাদের সময়ে নাকি এটাই প্রচলিত ছিল।

বাইক চালানো নিয়ে আমার বেশকিছু ভয়াবহ অভিজ্ঞতা আছে 😅 তবে এটুক বলতে পারি এটায় যে ফিল পাওয়া যায় সেটা আসলে ভাষায় প্রকাশ করার ...
22/10/2024

বাইক চালানো নিয়ে আমার বেশকিছু ভয়াবহ অভিজ্ঞতা আছে 😅
তবে এটুক বলতে পারি এটায় যে ফিল পাওয়া যায় সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর আমার পিলিয়নরা অনেক সোয়াব কামায় সেই সময়টায় (পুরাটা সময় দোয়াদরুদ পড়তে থাকে 😬)

যাইহোক Royal Enfield বাংলাদেশে এসেই বাইক ইন্ডাস্ট্রি তে একটা ঝড় তুলে দিয়েছে। যেখানে ভালো কোম্পানিগুলোর 150cc বাইক গুলো এতদিন ৪-৬ লাখ টাকা দামে বিক্রি হয়, সেখানে তারা 350cc বাইক দিচ্ছে মাত্র ৩ লাখ ৪০ হাজারে 😱
আর যেটা সবচেয়ে কমদামি মডেল সেটার ছবিই এটা, Royal Enfield Hunter 350cc! যেমন লুক তেমনই পারফরম্যান্স 😍
আমার মনে হয় এই বছর শেষ হতে না হতেই বাংলাদেশ ছেয়ে যাবে এই বাইকটায়, একসময় যেমন Hunk আর Plusar বাইকে দেখা যেতো সব জায়গায়।

কখনো চালানোর সুযোগ হলে একখানা রিভিউ করবো, তার আগপর্যন্ত ছবি দেখেই শান্তনা দেই নিজেকে 🙂

বইয়ের নামটা দেখলে প্রথমে কি মনে হয়? ▪️প্রিমিয়াম পাবলিকেশন হতে কিছুদিন আগে প্রকাশিত হয়েছে আমিনুল ইসলামের থ্রিলার ঘরনার বই...
22/10/2024

বইয়ের নামটা দেখলে প্রথমে কি মনে হয়?

▪️

প্রিমিয়াম পাবলিকেশন হতে কিছুদিন আগে প্রকাশিত হয়েছে আমিনুল ইসলামের থ্রিলার ঘরনার বইটি। এখানে উল্লেখ্য যে, এটি বইটির দ্বিতীয় সংস্করণ। প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল সতীর্থ প্রকাশনী থেকে।

চমৎকার ছবিটি তুলেছেন বড় আপা আফরোজা চৈতী

কি ইনোসেন্ট একটা মানুষ 🙂
21/10/2024

কি ইনোসেন্ট একটা মানুষ 🙂

Giveaway! ♦️ কি করতে হবে? ▪️এই পেজে নিজের ফ্রেন্ডলিস্টের মানুষদের লাইক করার জন্য ইনভাইটেশন পাঠাতে হবে। ▪️ইনভাইটেশন দিয়ে ...
21/10/2024

Giveaway!
♦️ কি করতে হবে?
▪️এই পেজে নিজের ফ্রেন্ডলিস্টের মানুষদের লাইক করার জন্য ইনভাইটেশন পাঠাতে হবে।
▪️ইনভাইটেশন দিয়ে সেটার স্ক্রিনশট এই পোস্টের কমেন্টে দিতে হবে।

✅ কারা পাবেন ও কি পাবেন?
▪️দৈবচয়নে ৩ জন পাবেন বই উপহার

🍁 সময়সীমা?
▪️২৯ শে অক্টোবর, ২০২৪

▫️তাহলে আর দেরী কেনো?

20/10/2024

উত্তরাপুর গ্রামে একদিন 🙂

Send a message to learn more

13/10/2024

খালি ঢাকা আইসা নেই, রাজশাহী নিয়ে এমন একটা ভিডিও বানাবো যে 😐

১ বছর আগে পেজ খুলছিলাম! কি করলাম এত দিনে!! ফলোয়ার ১৬৭ জন, প্রায় সবাই ভাইব্রাদার। তবে কন্টেন্ট রিচ খুবই ভালো, যেটা অবাক ক...
10/10/2024

১ বছর আগে পেজ খুলছিলাম! কি করলাম এত দিনে!!
ফলোয়ার ১৬৭ জন, প্রায় সবাই ভাইব্রাদার। তবে কন্টেন্ট রিচ খুবই ভালো, যেটা অবাক করার মতো ব্যাপার!
আমি ছোট বেলা থেকে সব সময় ক্যামেরা দেখলে লুকাইতাম, এর পিছনে যে কিছু মানুষের বুলিংয়ের হাত ছিল না, সেটা না বলে পারা যাচ্ছে না। এখন যদিও অনেকটাই স্বাভাবিক তবে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যবোধ করি না এখনো৷
এর পেছনে বিশাল ভূমিকা রেখেছে, বর্তমানে বইপাড়ার অন্যতম আলোচিত ব্যক্তি Lincoln Hasan ভাই!

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

07/10/2024

বিশ্ববিখ্যাত হরর বইটি যদি মাঙ্গা/গ্রাফিক্স নভেল ভার্সনে হাতে পান তাহলে কেমন লাগবে?

গতকাল রাতে আমি আর Lincoln Hasan ভাই কথা বলছিলাম উৎকর্ষ প্রকাশনা থেকে প্রকাশিতব্য মেরী শেলী "ফ্রাঙ্কেনস্টাইন" এর জুনজি ইতোর মাঙ্গা ভার্সন নিয়ে।
♦️ বিশেষ দ্রষ্টব্য : বইটি এখনো অফিশিয়ালি প্রকাশিত হয় নি 🫣

আপডেট : বিকাশ : ৬০৯০৳ব্যাংক : ১৫০০৳নগদ : ৬৫০৳মোট ৮২৪০৳আজকের বিকাল ৬:২৫ পর্যন্ত আমাদের পেজ থেকে সংগ্রহকৃত টাকা পাঠিয়ে দেও...
06/10/2024

আপডেট :
বিকাশ : ৬০৯০৳
ব্যাংক : ১৫০০৳
নগদ : ৬৫০৳
মোট ৮২৪০৳

আজকের বিকাল ৬:২৫ পর্যন্ত আমাদের পেজ থেকে সংগ্রহকৃত টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে৷ তবে এখনো অনেক টাকা প্রয়োজন, আপনার সাধ্যমতো সহায়তা করে মুসার পাশে দাড়াতে পারেন।
বিস্তারিত দেখুন : https://www.facebook.com/share/p/7vJr3qNhW6jZh9HE/

একটা আবেদন, রাখতেই হবে এমন করে চাইবো না, তবে আপনার অল্প সাহায্যেই বাচতে পারে মুসা। মুসা আমার কে হয়? কেউ না। আবার মুসা আম...
03/10/2024

একটা আবেদন, রাখতেই হবে এমন করে চাইবো না, তবে আপনার অল্প সাহায্যেই বাচতে পারে মুসা।

মুসা আমার কে হয়? কেউ না। আবার মুসা আমার ভাই লাগে, আমাদের বন্ধুর ভাই তো, আমাদেরও ভাই। মুসার বাবা গতবছর রোড এক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এতদিন ওর পরিবারের জমানো যা টাকা ছিল তা দিয়ে ওর চিকিৎসা করিয়েছে কিন্তু এখন তারা নিরুপায়!
একজন মা কতটা অসহায় হলে ফোন করে বলে, যে তোমাদের পেজে তো অনেক মানুষ আছে, আমার ছেলেটার জন্য একটু সাহায্য চাও না। টাকার জন্য কি আমার ছেলেটা বাচবে না?

২০২১ সালে প্রথম ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয় মুসা, তখন অনেক টাকা খরচ করে চিকিৎসা করানো হয়। তাতে সুস্থ হয়েই বাড়ি ফেরে মুসা। কিন্তু আপনারা তো জানেন যে ক্যান্সার এক মরণব্যাধি! বারবার ফিরে আসে।
ডাক্তাররা বলে দিয়েছেন যে ৪০ লাখ টাকা হলেই ওর আবার ট্রিটমেন্ট করানো যাবে। বোন ম্যারো প্রতিস্থাপন ও ক্যামো থ্যারাপির জন্য। (৪ নম্বর ছবি)

এত টাকার মুসার মার পক্ষে কোনো ভাবেই সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এদিকে দিনকে দিন মুসার অবস্থা খারাপ হয়ে চলছে।

আমরা সবাই মিলে যদি নিজের সাধ্যমতো সহায়তা করি, আশাকরি ওর চিকিৎসার টাকা আমরা মুসার মার হাতে তুলে দিতে পারবো।

সহায়তা পাঠাতে পারেন :

01781260222 -
Bkash/Nagad/Rocket (4)
Personal Send money

Md Niaz Morshed
0200244758811
North Brok Hall Road , IFIC Bank
120275052 Routing Number

♦️ রেফারেন্স এ Mosa লিখে দিবেন দয়া করে।
♦️ কেউ যদি বিস্তারিত আরো তথ্য চান +8801781260222 নাম্বারে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করবেন।

30/09/2024

গত কিছুদিন যাবত অসুস্থ, তার মধ্যে প্রচুর কাজের চাপ। নিজে কোনো ভিডিও করার সময় সুযোগ পাচ্ছি না।

Address

IG Gate
Dhaka
1204

Telephone

+8801781260222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Niaz Morshed Hira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Niaz Morshed Hira:

Videos

Share