মেহেদী - 𝙈𝙚𝙝𝙚𝙙𝙞 シ︎

মেহেদী - 𝙈𝙚𝙝𝙚𝙙𝙞 シ︎ Respect who deserve respect.🤍 🌼

24/09/2024

মিডিয়ার নির্লিপ্ততার কারণে এত বড় একটা গণ-মার্চ সম্পর্কে আমাদের কোনও খবরই নেই।

ভারতের এক হি.ন্দু পুরোহিত ইসলাম ধর্ম এবং রাসুল ﷺ কে নিয়ে কটুক্তি করেছে, অতঃপর বি.জিপির এক নেতা আবার সেটাকে সমর্থন করেছে। এর পরিপ্রেক্ষিতে পুরো ইন্ডি.য়া ফুঁসে ওঠেছে।

মহারাষ্ট্রের একজন মুসলিম নেতা ইমতিয়াজ জলিলের আহ্বানে আজকে মহারাষ্ট্র থেকে হাজার হাজার গাড়িতে লক্ষাধিক মুসলমান মুম্বাইতে আগমন করেছে এবং তাদের ঈমানের পরিচয় দিয়েছে। ঐ পুরোহিতের বিচার দাবি করেছে।

ভার.তের বুকে এভাবে কালিমার পতাকা উড়িয়ে প্রতিবাদ করা দেখে মনটা ভরে গেল। ভার.ত জয়ের স্বপ্ন আরও সুদৃঢ় হলো। এই দেশ অচিরেই মুসলমানদের করতলে আসয়ে বিইজনিল্লাহ।

© Masum billah


24/09/2024

মিডিয়ার নির্লিপ্ততার কারণে এত বড় একটা গণ-মার্চ সম্পর্কে আমাদের কোনও খবরই নেই।

ভারতের এক হি.ন্দু পুরোহিত ইসলাম ধর্ম এবং রাসুল ﷺ কে নিয়ে কটুক্তি করেছে, অতঃপর বি.জিপির এক নেতা আবার সেটাকে সমর্থন করেছে। এর পরিপ্রেক্ষিতে পুরো ইন্ডি.য়া ফুঁসে ওঠেছে।

মহারাষ্ট্রের একজন মুসলিম নেতা ইমতিয়াজ জলিলের আহ্বানে আজকে মহারাষ্ট্র থেকে হাজার হাজার গাড়িতে লক্ষাধিক মুসলমান মুম্বাইতে আগমন করেছে এবং তাদের ঈমানের পরিচয় দিয়েছে। ঐ পুরোহিতের বিচার দাবি করেছে।

ভার.তের বুকে এভাবে কালিমার পতাকা উড়িয়ে প্রতিবাদ করা দেখে মনটা ভরে গেল। ভার.ত জয়ের স্বপ্ন আরও সুদৃঢ় হলো। এই দেশ অচিরেই মুসলমানদের করতলে আসয়ে বিইজনিল্লাহ।

© Masum billah
বিস্তারিত জানতে hastag এ ক্লিক করুন।


24/09/2024



বিস্তারিত জানতে হ্যাশট্যাগে ক্লিক করে স্ক্রল করুন।

দুপুরে খেতে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ওয়েটারকে জিজ্ঞাসা করলাম "কি আছে?" সে শুরু করলো কাচ্চি, তেহেরী, বিরিয়ানি দিয়ে। আমি ...
10/09/2024

দুপুরে খেতে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ওয়েটারকে জিজ্ঞাসা করলাম "কি আছে?"

সে শুরু করলো কাচ্চি, তেহেরী, বিরিয়ানি দিয়ে। আমি তাকে থামিয়ে জিজ্ঞাসা করলাম "ভাতের সাথে কি আছে বলেন?" সে এবার ২য় দফায় শুরু করলো গরু, খাসি, মুরগী দিয়ে। শেষ করলো ইলিশ, মাগুর, মলা মাছে গিয়ে। হোটেলে খেতে গেলে কখনো আমি মাছ মাংস কিছু খাই না। হোটেলের খাবার মানেই মরা ধরা পচা সব কিছুর সমাহার। একমাত্র ভর্তা ভাজিটাই মোটামুটি নিরাপদ।

আমি জিজ্ঞাসা করলাম "ভর্তা ভাজি নাই?" সাথে সাথে দেখলাম তার চেহারায় সব উৎসাহ হারিয়ে গেলো। সে বুঝে নিয়েছে, আমি গরিব কাস্টমার। তারে টিপস দিতে পারব না। সে অন্যদিকে ফিরে কোনরকম বললো "আছে"! আমি বললাম "আলুভর্তা, ডাল আর লালশাক আনেন!" অর্ডার দিয়ে ১৫ মিনিট বসে রইলাম। এরপর খাবার আসলো। গরিব কাস্টমার নিয়ে তার এতো মাথা ব্যাথা নাই। এর মধ্যে একবার আরেকটা আলুভর্তা আনার জন্য ডাকতে লাগলাম। তার খবর নাই। মনে হয় কাছে গিয়ে রিকুয়েষ্ট করতে হবে। এরপর মর্জি হলে আনবে। আমার খাওয়া শেষ হয়ে গেল। এরপর সে আলুভর্তা আনলো। ভর্তার প্লেটটা রেখেই সে চলে গেল। 'খেলে খান, না খেলে নাই' স্টাইলের ভাব। আমি হাত ধুয়ে বিল দিতে গেলাম কাউন্টারে। অন্য কাস্টমারের বেলায় সে সাথে এসে কাউন্টারে বিল বলে দিচ্ছে, আর কাষ্টমারের পেছনে দাড়িয়ে থাকছে। কাষ্টমার পেছনে ঘুরেই তাকে দেখে টিপস দিচ্ছে। আমার বেলায় সে আসলো না। দূর থেকে বিল বললো। এসব আলুভর্তা, ডালের কাস্টমার সে গুনায় ধরে না। আমি তাকে ডাকলাম৷ হাতে ১০০ টাকা দিয়ে বললাম "আলুভর্তা ডাল খেলাম বলে পাত্তা দিলেন না।" সে লজ্জায় নিয়ে একটা হাসি দিয়ে, 'না না স্যার 'বলে পারলে মাথা নুয়ে মাটিতে ঢুকিয়ে দিবে অবস্থা! এরপর আমি বললাম "১০ টাকা রেখে ৯০ টাকা দেন।" তার মুখের মানচিত্র আবার বদলে গেল।

আমারে তুই আলুভর্তা দিতে গিয়ে ঘুরাইলি, আমি তর ইমোশন নিয়ে খেললাম। হিসাব কাটাকাটি।

এই আকুতি -এই আবদার কেবল চাই ওর একটু খাবার... মনে রাখবেন ক্ষুদা সমস্ত জীবের সর্বজনীন অনুভতি। ওদেরও একটু সহানুভূতি দিন একট...
06/09/2024

এই আকুতি -এই আবদার কেবল চাই ওর একটু খাবার...

মনে রাখবেন ক্ষুদা সমস্ত জীবের সর্বজনীন অনুভতি। ওদেরও একটু সহানুভূতি দিন একটু খেতে দিন।

👉     এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, -- "বাবা, আমি মানুষের মাংস খাব! "শকুন বলল--"ঠিক আছে বেটা, সন্ধ্যার সম...
03/09/2024

👉 এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, -- "বাবা, আমি মানুষের মাংস খাব! "

শকুন বলল--"ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শুকরের মাংস নিয়ে এসে বাসায় রাখলো ।

বাচ্চা বলল--"বাবা, এটা তো শুকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই।"

বাপ বলল --অপেক্ষা কর বাবা!

শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো।

বাচ্চা বলল --"আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছ, মানুষের মাংস কোথায়?

এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল আর শুকরের মাংসটি একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো!

কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা! কয়েকশ মানুষের লাশ পড়ে গেল! তখন গাছের ডাল থেকে নেমে বাপ-বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল।

বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে-- "বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো ?"

শকুন বললো -- "এই মানুষ জাতটাই এরকম। সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে! "

বাচ্চা বললো তুমি ধর্মকে ব্যবহার করলে কেন, কতগুলো নীরিহ লোক মারা গেল , রাজনীতি করলেই পারতে!

বাবা হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো! ধর্মটা আবেগের যায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক! তুমি আজই খেতে চেয়েছিলে! রাজনীতি টা কুটিল এবং জটিল, এটি শুরু হতে সময় নেয় কিন্তু হলে আর থামেনা!

বাচ্চা বললো- "তোমার অনেক বুদ্ধি, বাবা"

শকুন -- "আরেহ, ধুর! এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি, এদের একটা অংশ যখনই কোন অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে!

18/07/2024

Boycott Somoy TV 🚫

Check comment for context.

Allhamdulillah না বলে কেউ জাইয়েন না❤️    😭
17/07/2024

Allhamdulillah না বলে কেউ জাইয়েন না❤️


😭

Respect for his dad🗿
16/07/2024

Respect for his dad🗿

16/07/2024
16/05/2024

সবকিছুই সামলাইতে পারি, খালি মুখ সামলাতে পারি না, ধুমধাম গা' লি আইসা পরে 🙂

08/05/2024

The Scene made me cry🤕

14/04/2024

পরিস্থিতি তে পেট থেকে মুজাহিদ (যোদ্ধা) তৈরি হয়❤️

12/04/2024

তোমাদের মতো সুন্দর ছবি তুলতে পারলে ঈদে আমিও প্রোফাইল পিক চেঞ্জ করতাম।

08/04/2024

সৌদি আরব তাকিয়ে আছে আকাশের দিকে, আর বাংলাদেশ তাকিয়ে আছে, সৌদি আরবের দিকে। 🌙

02/04/2024

আপনি যতোই বড় হবেন ততোই আপনার মনে হবে,
ঈদের শপিং এর চেয়ে আপনার একটা বিবাহ করা জরুরি।🙂

Address

Dhaka

Telephone

+8801312012280

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেহেদী - 𝙈𝙚𝙝𝙚𝙙𝙞 シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মেহেদী - 𝙈𝙚𝙝𝙚𝙙𝙞 シ︎:

Videos

Share