Virtual Hadi

Virtual Hadi Helping people to grow their businesses with SMM & Virtual (Admin, Creative & Marketing) Assistance.

15/01/2024

বর্তমান যুগ, ফেসবুক কমার্স এবং ফেসবুক মার্কেটিং (পর্ব-২)ঃ

আমরা গতকাল একটা খেলনার ব্যবসা নিয়ে কথা বলছিলাম। সেখানে প্রথম পর্বে আমরা বোঝানোর চেষ্টা করেছি আসলে কিভাবে আপনি ঠিক করবেন যে, কাদের আসলে আপনার ব্যবসার Ads দেখাবেন। আমাদের "কাল্পনিক ব্যবসায়িক উদাহরণ" এর ক্ষেত্রে আমাদের প্রতি পিস খেলনার দাম ছিলো ৫০-৭০ টাকা, আর আমাদের টার্গেট এরিয়া ছিলো আমাদের দেশের রাজধানী "ঢাকা"। তো, গতকাল আমাদের ফাইন্ডিং ছিলো হচ্ছে, ২৫-৪৫ বছর বয়স্ক মানুষ (পুরুষ এবং মহিলা উভয়ই) হচ্ছে আমাদের ব্যবসার Ads দেখার জন্য পারফেক্ট ম্যাচ, কারণ এই বয়সে সাধারণত মানুষের ছোট বাচ্চা থাকে। তাহলে উনারা ই হলেন আমাদের এই ব্যবসার প্রাইম কাস্টোমার। ✅

আজকে আমরা কথা বলবো Targeted Area নিয়ে। মানে আসলে আপনার এই কাস্টোমার রা কোথায় থাকতে পারে এবং কোথায় কোথায় যেতে পারে, সেগুলো নিয়ে।
এই পয়েন্টটা নিয়ে আলোচনার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা মাথায় রাখতে হচ্ছে, সেটা হলো আপনার প্রোডাক্ট এর কোয়ালিটি এবং দাম। আচ্ছা, আসেন একটু চিন্তা করি ঠান্ডা মাথায়। ধরে নেন, একজন মানুষ যিনি ঢাকায় থাকেন এবং যার মাসিক বেতন ৮০ হাজার টাকার উপরে। উনার পরিবারের বাসা ভাড়া ২৫ হাজার টাকা, খাবার খরচ ১৭ হাজার টাকা, যাতায়াত খরচ ৫ হাজার টাকা, ঔষধ খরচ ৫ হাজার টাকা এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচ আরো ১০ হাজার টাকা। তাহলে উনার মান্থলি খরচ হচ্ছে ৬২ হাজার টাকা। তার মানে উনার প্রতি মাসে সেভিং ১৮ হাজার টাকার বেশি। আপনার কি মনে হয়, যেই মানুষের হাতে প্রতি মাসে ১৮ হাজার টাকার বেশি "সেভিংস" হিসেবে আসতেছে, সেই মানুষটা তার বাচ্চার জন্য ৫০-৭০ টাকা দামের খেলনা সাধারণ ভাবে কিনবে? নাকি উনি উনার বাচ্চার জন্য একটু দাম দিয়ে ৫০০-১০০০ টাকা দিয়ে পশ টাইপের কিছু খেলনা কিনবে যাতে কিনা বাচ্চাও খুশি, উনার ফ্যামিলিও খুশি আর সাথে উনার স্ট্যাটাসও মেইনটেইন করা হয়ে গেল? আমার ধারণা উনি "দামী" অপশন এই যাবেন এই ক্ষেত্রে, কারণ সব কিছুর পরে স্ট্যাটাস মেইন্টেইন কিন্তু এখন একটা বড় ব্যাপার। তাহলে উনি আপনার আদর্শ কাস্টোমার না, উনাকে আপনি যতই ৫০-৭০ টাকার খেলনা দেন বা মাঝে মধ্যে ২০% ডিস্কাউন্ট দিয়ে ৪০-৫৫ টাকায় খেলনা অফার করেন না কেন, কোন লাভ নাই! এই মানুষকে ফেসবুকে আপনি এড দেখাইলেই এই লোক বিরক্ত হয়ে আপনাকে এভয়েড করবে। ❎⛔️

তাহলে এবার আসেন, চিন্তা করে দেখি, যেই মানুষের মাসিক আয় ৪০ হাজার টাকা উনার অবস্থা টা কি। উনার বাসা ভাড়া হতে পারে ১২ হাজার টাকা, খাবার খরচ হতে পারে ১২ হাজার টাকা, ঔষধ ৫ হাজার টাকা, যাতায়াত ৩ হাজার টাকা, আর আনুষাঙ্গিক খরচ ৩ হাজার টাকা। দেখেন, উনার কিন্তু ৩৫ হাজার টাকা অলরেডি শেষ, রইলো বাকী ৫ হাজার। আপনার কি মনে হয়, উনি উনার বাচ্চার জন্য ইচ্ছা থাকলেও ৫০০-১০০০ টাকা পশ খেলনা কিনবেন? নাকি কম দামি খেলনা যেগুলো ৫০-৭০ টাকা দামের, সেগুলো খুজে বের করার চেষ্টা করবেন? আমার মনে হয় উনি কম দামি খেলনা ই খুজে বের করবেন! দ্যাট মিনস, এই ধরণের লোক হলো আপনার আদর্শ কাস্টোমার! ✅

তো কেন আমরা হুদাই এতোক্ষণ এই টাকা পয়সা নিয়ে প্যাচাল পারলাম বলেন তো? এইটা থেকে আমরা বুঝতে পারলাম, যাদের ইনকাম ৪০ হাজার টাকার চেয়ে কম, তারা আমাদের আইডিয়াল কাস্টোমার। এইটা বুঝে আমাদের কি লাভ হল? লাভ হলো এটা যে, এখন আমরা খুঁজে বের করবো এই যে মানুষ গুলা যাদের ইনকাম মাসে ৪০ হাজার টাকার চেয়ে কম, এরা আসলে ঢাকা শহরের কোথায় কোথায় থাকে। আর সেই এলাকাগুলো তে আমরা Meta Ads চালাইলেই আমরা আমাদের প্রাইম কাস্টমারদের কাছে পৌছতে পারবো!

ঠান্ডা মাথায় ঢাকার ডেমোগ্রাফি নিয়ে চিন্তা করলে আপনি আবিষ্কার করবেন, ধানমন্ডি, গুলশান, বনানী, বসুন্ধরা আবাসিক এলাকা, উত্তরা, মতিঝিল, এই ধরণের এলাকা গুলোতে আপনার টার্গেটেড কাস্টোমাররা থাকে না। কারণ এই এলাকা গুলোতে বাসা ভাড়া ২৫ হাজার টাকার বেশি। যারা বাসা ২৫ হাজার টাকার বেশি দিচ্ছে, তার মাসিক আয় অবশ্যই ৭৫-৮০ হাজার টাকা হবেই। আর আমরা আগেই বের করেছি, এই বেতনের মানুষ আমাদের আইডিয়াল কাস্টোমার না। ❎

তাহলে আমাদের আইডিয়াল কাস্টমাররা কই থাকে? আবারো ঠান্ডা মাথায় চিন্তা করলে পেয়ে যাবেন, রামপুরা, বাড্ডা, গোড়ান, বাসাবো, মুগদা, মান্ডা, সবুজবাগ, মাদারটেক, ডেমরা, শনির আখড়া, ভাটারা, এই এলাকা গুলোতে বাসা ভাড়া খানিকটা কম। অতএব, এই এলাকা গুলোতেই আমাদের আইডিয়াল কাস্টোমাররা বসবাস করেন! ব্যস, এবার তো তাহলে হয়েই গেলো! ✅

আপনি জানেন, আপনার কাস্টোমারদের বয়স কত, তারা কোথায় থাকে, তাদের জেন্ডার কি, তাদের বেতন কত। এখান থেকে আপনি এটাও বের করতে পারবেন, তারা কোথায় ঘুরতে যায়, কোথায় শপিং করতে যায়, কোন ডিভাইস ইউজ করে ইত্যাদি ইত্যাদি... এই সব কিছু মিলায়ে আপনার কাস্টোমার প্রোফাইল টা কিন্তু দাড়ায়ে গেলো। ✅

এবার আপনি নিজেই চাইলে Meta Ads সেটাপ করতে পারবেন অথবা চাইলে এসব কাজে অভিজ্ঞ কারো সাথে যোগাযোগ করে তার মাধ্যমে আপনার কাজ টা করায়ে নিতে পারবেন।

আর আপনি যদি খুব টিপিক্যাল Boost করতে পারে, এমন মানুষ দিয়ে পেইজ বুস্ট করান, তাহলে কি হবে জানেন? আপনার পেইজ এর Ads ভুল মানুষের সামনে যাবে, যাদের এই প্রোডাক্ট দেখার দরকার নাই। তারা আপনার পেইজ এভয়েড করবে, তারা এভয়েড করতে থাকলে আপনার Impression প্রথমে বাড়লেও Engagement বাড়বে না। ফেসবুক এলগরিদম দেখবে আপনার Engagement Ratio ভালো না, তখন ওরা আপনার সাথে মজা নেওয়া শুরু করবে আপনার এড কে আস্তে আস্তে সরায়ে দেওয়ার মাধ্যমে! এতে আপনার টাকাও খরচ হবে আর কাজের কাজ কিছুই হবে না। এখন ভেবে দেখেন আপনি আসলে কি চান। আফটার অল, বিজনেস আপনার! সিদ্ধান্তও আপনার!

এই যে আমি এতো কিছু লিখলাম, এইগুলো কেন লিখলাম জানেন? Boosting আর Meta Ads, এই দুইটা জিনিসের পার্থক্য বুঝানোর জন্য আর আপনাকে সচেতন করার জন্য! জানিনা বুঝাইতে পারছি কিনা, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।

আমার ব্যক্তিগত পরামর্শ হলো কোন নির্দিষ্ট চিন্তা ছাড়া হুট করেই Boosting করে "সেলস" বাড়ায়ে ফেলার আশা করবেন না। বরং আসলে নিজে চিন্তা করতে চেষ্টা করুন ব্যাপারটা নিয়ে নইলে অভিজ্ঞ কারো কাছে যান এই কাজ করে দেওয়ার জন্য!

আমার লেখায় ভুল থাকতে পারে, আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে। কোন ভুল চোখে পড়লে আমাকে ধরায়ে দিয়ে বাধিত করবেন।

[[ লেখা টা পড়ে আপনার ভালো বা খারাপ যেমনই লাগুক, আমাকে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে কখনো কিছু লিখলে সেভাবে প্রেজেন্ট করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর লেখা টা উপকারী মনে হলে আপনার আশেপাশের উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। হয়তো এভাবে আপনার কারণে তাদেরও কিছু উপকার হতে পারে। আমার আন্তরিক ধন্যবাদ জানবেন, এতো কষ্ট করে এই পর্যন্ত পড়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।]]

14/01/2024

বর্তমান যুগ, ফেসবুক কমার্স এবং ফেসবুক মার্কেটিং (পর্ব-১)ঃ

এখনকার সময়ে আমাদের আশেপাশের প্রচুর মানুষের মধ্যে প্রচলিত একটা স্বপ্ন বা ইচ্ছা আমরা খেয়াল করতে পারি, সেটা হলো উদ্যোক্তা হওয়া এবং ফেসবুক ও ইন্সটাগ্রাম এর মতো সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পাওয়া। 🤓
চাকরি না করে বা চাকরি করার পাশাপাশি আমাদের এই যে ব্যবসা করার ইচ্ছা, এটা এক দিক থেকে স্বাগত জানানোর মত একটা ব্যাপারই বটে। কিন্তু আমাদের এই চিন্তাটা অনেকটাই মুখ থুবড়ে পড়ে যখন আমরা এফ-কমার্স মার্কেটিং করতে যাই বা অন্য কাউকে দিয়ে করাইতে যাই। গতকালই আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধুর সাথে কথা হচ্ছিলো যে আমাকে জানালো আমাদের এক ঘনিষ্ঠ বড় ভাই, এফ কমার্স মার্কেটিং (আসলে পেইজ/পোস্ট বুস্টিং) চালায়ে প্রথমে কিছুদিন বেশ "সেলস" এর মুখ দেখলেও এখন মোটামুটি ভাল একটা এমাউন্ট লস এ আছেন এবং হিসাব করে তিনি বের করেছেন, এখন পর্যন্ত যেই দেড় লাখ টাকা উনি ফেসবুক মার্কেটিং এ খরচ করেছেন, সেই টাকার এমাউন্ট টা মোটামুটি এরকম ই! 🙄

এই কথা শোনার পর মনে হলো, ক্লায়েন্টদের সাথে কাজ করে এবং এই ব্যাপার নিয়ে অতি অল্প খানিকটা লেখাপড়া করে অর্জিত ব্যক্তিগত জ্ঞান থেকে আমার আশেপাশের উদ্যোক্তাদের জ্ঞান বৃদ্ধির চেষ্টা করা যাক। সেই চিন্তা থেকেই এই লেখার সূত্রপাত।

আমি কোন মার্কেটিং স্পেশালিস্ট না, আমি কোন কোর্স বিক্রেতা না, আমার বিশেষ কোন জ্ঞানও নাই, আমি কোন ইনফ্লুয়েন্সারও না। আমি খুব সাধারণ একজন শ্রমজীবি মানুষ। যা লিখবো সম্পূর্ণই নিজের অভিজ্ঞতার আলোকে লিখবো। আমার এই লেখায় তাই ভুল থাকতেই পারে, আপনার চোখে ধরা পড়লে আমাকে ধরায়ে দিয়ে উপকৃত করবেন।

আমার এই লেখায় আমি মূলত ফেসবুক মার্কেটিং নিয়ে লিখবো। "Boosting, Ad Campaign এবং Digital Marketing" এর বেসিক এবং পার্থক্যগত বিষয় নিয়ে খুবই ছোট করে আলোচনা করার চেষ্টা করবো। এতে আমার লাভ হবে ৩ টা।
১। আপনি বা আপনার আশেপাশের মানুষ যারা ফেসবুকে মার্কেটিং করতে চান নিজেরা, নিজেদের পেইজ এর জন্য, তারা কিছু কিছু বেসিক ব্যাপার সম্পর্কে ধারণা পাবেন এবং আমাকে মনে মনে একটা ধন্যবাদ দিবেন। আর মানুষের দোয়া যে কখন কাজে লেগে যায়, সেটা বলা ভাই বেশ মুস্কিল! 😇

২। আপনি যাদের দিয়ে সামনে আপনার পেইজ এর মার্কেটিং করাবেন, তাদের কে আপনি খুব পরিষ্কারভাবে মার্কেটিং সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবেন এবং কেউ আপনাকে আর দেসবুক মার্কেটিং এর নামে "রকেট সাইন্স" দেখাইতে পারবে না। এর জন্যেও আপনি আমাকে একটা ধন্যবাদ দিবেন মনে মনে। আর আগেই তো বলেছি, মানুষের দোয়া কখন কাজে লেগে যায়, বলা খুব মুস্কিল রে ভাই! 😅

৩। আপনাদের মধ্যে অনেকেরই এই লেখাগুলো পড়ার পরে মনে হবে আমি Meta ( Facebook & Instagram) Marketing সম্পর্কে একটা ভালো জ্ঞান রাখি। তাই আপনারা আমার কাছে আসবেন আপনাদের বিজনেস এর Ad Campaign নিয়ে কাজ করে দেওয়ার জন্য। তখন আমি আপনাদের থেকে অতি অবশ্যই কিছুটা চার্জ রাখবো যা আমার জীবিকা নির্বাহের কাজে খানিকটা সাহায্য করবে। 😃

অনেক লম্বা ইন্ট্রো দিছি, এবার চলেন আস্তে আস্তে টপিকে ঢুকে পড়ি। আমরা একটা উদাহরণ বা "কাল্পনিক কেইস স্টাডি" দিয়ে সম্পূর্ণ ব্যাপারটা বুঝার চেষ্টা করবো, তাহলে আশা করি সবারই বুঝতে সুবিধা হবে। 😌

ধরেন, আপনি বাচ্চাদের খেলনা বিক্রি করবেন। আপনার কাছে ভালো সোর্স আছে এই খেলনার। প্রতিটা খেলনার দাম আপনি রাখবেন ৫০-৭০ টাকা। ফিজিক্যাল কোন দোকান আপনার নেই অথবা থাকতেও পারে, সেটা খুব বড় ব্যাপার আপাতত না। বড় ব্যাপার হলো, আপনি অনলাইনে, বিশেষ করে ফেসবুক এবং ইন্সটাগ্রামে আপনার এই ব্যবসার প্রসার টা করতে চান। এখন আপনি তাহলে কিভাবে এটার জন্য ফেসবুক মার্কেটিং করবেন চিন্তা করেন তো! 😎

প্রথম যে চিন্তা টা আপনার মাথায় আসতে পারে তা হলো, আপনি একটা পেইজ খুলবেন, এরপর আপনার বন্ধু বান্ধবদের ইনভাইট করবেন, তাদের দিয়ে শেয়ার দেওয়াবেন আর এরপর সমানে পেইজ বা পেইজ এর কোন পোস্ট Boosting করা শুরু করবেন, তাই না?

তো ধরেন, আপনি এই কাজ করলেন। আপনার এই পোস্ট ১৮-৬৫ বছর বয়স্ক সকল মানুষ যারা আপনার টার্গেটেড এরিয়ার মধ্যে ছিলো, সবাই দেখলো। এতে আপনার পেইজ এ প্রচুর নক আসা শুরু করলো, আপনার বিক্রি বাট্টাও কিছু বাড়লো, আপনি কিছু টাকা ইনকাম করে ফেললেন। আপনি ভাবলেন, হয়ে গেছে, কেল্লা ফতে! সিস্টেম পেয়ে গেছি, এবার চলতে থাকি! 🤩

আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে আমি জানাতে চাই, জনাব, আপনি সিস্টেম একটা পেয়ে গেছেন সেটা ঠিক আছে; কিন্তু সেই সিস্টেমে খানিকটা গলদ আছে। কেন এই কথা বললাম? আসেন, বোঝার চেষ্টা করি।

এই যে, আপনি বাচ্চাদের খেলনা বিক্রি করতেছেন, বলেন তো আপনার আইডিয়াল কাস্টোমার কারা? তাদের বয়স কত? তারা কোন কোন জায়গায় থাকতে পারে? তারা কোথায় যায়, কি ধরণের খাবার খায়, কি ধরণের কাপড় পড়ে?

যেহেতু খেলনা বিক্রি করতেছেন, আপনি খুব সাধারণভাবে একবার চিন্তা করেন তো, আপনার বয়স যখন ১৫-২০ বছর ছিলো তখন কি আপনি কারো জন্য খেলনা কিনতেন? আপনার কি তখন বাচ্চা কাচ্চা ছিলো? ছিল না সম্ভবত এবং আপনি এই খেলনা তখন কিনতেনও না। তাহলে এই খেলনা যারা কিনবে, তারা কারা? যারা নতুন নতুন বাচ্চার বাবা-মা, তারা! তাদের বয়স কত? আনুমানিক ২৫-৪৫ বছর (এক্ষেত্রে কমবেশি হতে পারে, আমি উদাহরণ স্বরূপ বলেছি শুধু)? আপনি বাচ্চার নানা, নানী, দাদা, দাদী দের কথা বলতে পারেন অবশ্যই কিন্তু আমি তাদের বাদ দিচ্ছি এই কারণে যে, আমাদের দেশে ৬০+ বয়সের মানুষ ফেসবুক থেকে তার নাতি নাতনীর জন্য খেলনা কিনবে, এইটা আসলে এখনো অতটা বাস্তব হিসেবে প্রতীয়মান হয় নাই।

এর মানে কি দাড়ালো? ২৫-৪৫ বছর রেঞ্জ এর বাইরে যাদের আপনি আপনার এই খেলনার বিজ্ঞাপন দেখাবেন ফেসবুকে, তাদের কে আপনি এইটা শুধু শুধুই দেখালেন? আপনার সামনে এরকম প্রতিদিন কতশত এড আসে ফেসবুক আর ইন্সটাগ্রামে; আপনি কি তখন খুশি হন নাকি বিরক্ত হন? খুব স্বাভাবিকভাবেই আপনি বিরক্ত হন! তার মানে, আপনি যাকে এই এড টা দেখাবেন, তার যদি এটার দরকার না থাকে, সে এইটা দেখে বিরক্ত হবে এবং ভবিষ্যতে আপনার কোন এড দেখলেই সে এভয়েড করে যাবে। চোখ বন্ধ করে শুধু একবার চিন্তা করেন ভাই, আপনি নিজের গাটের টাকা খরচ করে এড দেখায়ে আপনি মানুষকে বিরক্ত করতেছেন এবং আপনার পেইজ থেকে দূরে সরায়ে দিচ্ছেন। আপনার এড দেখানোর বা বুস্ট করার উদ্দেশ্য কি এইটা ছিলো? এই এড মার্কেটিং বা বুস্টিং কি আপনি চাইছিলেন?? 😐

তাহলে এই যে আপনি Boosting করলেন, এখান থেকে কি আদতে দীর্ঘমেয়াদী কোন লাভ হলো আপনার? 😞

[[ লেখা টা অনেক বড় হয়ে যাচ্ছে আমার নিজের জন্যই। এরপরের পর্বগুলোতে এই একই উদাহরণ দিয়ে আমি আরো ডিটেইল কাস্টোমার প্রোফাইল/ পারসোনা, বেসিক Paid Meta Marketing ( Ad Campaign) আর বেসিক Digital Marketing নিয়ে লেখার চেষ্টা করবো। লেখা টা পড়ে আপনার ভালো বা খারাপ যেমনই লাগেক, আমাকে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে সেভাবে প্রেজেন্ট করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর লেখা টা উপকারী মনে হলে আপনার আশেপাশের উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। হয়তো এভাবে আপনার কারণে তাদেরও কিছু উপকার হতে পারে। আমার আন্তরিক ধন্যবাদ জানবেন, এতো কষ্ট করে এই পর্যন্ত পড়ার জন্য। ]]

If you're an entrepreneur or a business owner, there are probably some difficulties you regularly go through. So, here's...
15/05/2023

If you're an entrepreneur or a business owner, there are probably some difficulties you regularly go through. So, here's a way how you can reduce your workload and increase your productivity. It's a bit long but I think it'll help you guys.

and small often have to wear many hats, from managing finances to creating marketing campaigns to handling customer service. While this can be an effective way to keep costs down, it can also lead to burnout and an inability to focus on the areas of the business that are most important. And, that's where virtual assistants come in - by delegating tasks and responsibilities to a virtual assistant, entrepreneurs can focus on what they do best, which ultimately leads to a more successful business.

One of the biggest benefits of hiring a virtual assistant is the ability to delegate tasks and responsibilities. As an entrepreneur, you likely have a lot on your plate, and it can be challenging to balance everything effectively. By hiring a , you can offload tasks that are time-consuming, complex, or simply not in your wheelhouse. This frees up your time and mental energy, allowing you to focus on the areas of the business that are most important to you.

For example, let's say you're a who runs your own business. You're great at creating stunning designs that your love, but you're not as strong when it comes to bookkeeping and invoicing. Rather than spending hours each week trying to reconcile your accounts and create invoices, you could hire a virtual assistant to handle those tasks for you. This would allow you to focus on what you do best - designing - while still ensuring that your finances are in order.

Another benefit of hiring a virtual assistant is the ability to scale your business. As your grows, so too will the number of tasks and responsibilities that need to be managed. By delegating these tasks to a virtual assistant, you can avoid hiring a full-time employee, which can be costly and time-consuming. Instead, you can bring on a virtual assistant as needed, whether that's for a few hours a week or full-time support.

In addition to freeing up your time and allowing you to focus on what you do best, hiring a virtual assistant can also improve the overall efficiency of your business. Virtual assistants are often highly skilled and experienced who can complete tasks quickly and accurately. This means that you can get more done in less time, which can help you meet deadlines and achieve your goals more effectively.

Perhaps one of the most significant benefits of hiring a virtual assistant is the ability to reduce stress and improve - . By offloading tasks and responsibilities to a virtual assistant, you can take some of the pressure off yourself and enjoy a better quality of life. This can lead to improved , , and overall happiness.

If you're an   or a   and/or, you're looking to delegate some of your tasks to a Virtual Assistant, then it's very impor...
13/05/2023

If you're an or a and/or, you're looking to delegate some of your tasks to a Virtual Assistant, then it's very important that you find a proper one!

So, how can you hire a ? In this post, I will try to provide some tips on how to find and hire the right virtual assistant for your business needs. Let's proceed 👉

1. Determine your needs: Before you start looking for a virtual assistant, it's important to determine exactly what you need help with. Make a list of the tasks you want to delegate, as well as any specific or experience you're looking for in a virtual assistant.

2. Look for reputable virtual assistant personnel or agencies: There are many personnel & also agencies that specialize in connecting businesses with virtual assistants. You can look for some of them with a good reputation and positive reviews from other businesses.

3. Use online Platforms or Job boards: Online Platforms like LinkedIn & Facebook can be a very good way to find Assistants. The same goes for job boards such as Upwork, Fiverr, and Freelancer. These platforms allow you to search for the right candidate and also to post job listings and review proposals/responses from qualified candidates.

4. Ask for referrals: You may reach out to some colleagues or business associates or your friends to see if they have any recommendations for virtual assistants. Personal referrals can be a great way to find high-quality candidates.

5. Conduct interviews: Once you've identified a few potential candidates, schedule interviews to get a better sense of their skills and experience. Ask about their previous work experience and how they handle specific tasks or situations.

6. Check references: Before making a final decision, be sure to check the candidate's references to ensure they have a good track record of delivering high-quality work.

7. Consider communication skills: Communication is key when working with a virtual assistant. You should look for candidates who are responsive, professional, and communicate clearly.

8. Start with a trial period: To ensure the virtual is a good fit for your business, consider starting with a trial period before committing to a long-term contract.

By following these , you can find and hire a virtual assistant who is the right fit for your needs. Please, remember that and clear expectations are key to building a working relationship with your virtual assistant.

10/05/2023

👩‍💻👩‍💻 Are you an ? Or are you a business ? Are you trying to your business?

Then it's very much known to you that, a business not only requires "Subject related Knowledge" but also there are so many things (i.e. , , , , & , , , ) which need to be taken care of. You might work hard all day long and might still find yourself wishing there were more hours in a day! 😂

👉 Have you ever thought of a proper solution for this? You'll find out that, some employees will do for you. But then suddenly you might also find that Hiring fixed-term employees could be costly for you and also you only need maybe 15 hours a week?

👉 That's the moment you a for your tasks and delegate him. Virtual Assistants can you on a contract basis and they only charge as per a package or just for the hours they work.

Do you think you need a Virtual Assistant to make you more so that you can think of your more? Let's talk!

08/05/2023

👩‍💻👩‍💻 Are you an ? Or are you a business owner?

Have you ever considered hiring a Virtual Assistant? Here are just a few benefits: increased productivity, reduced overhead costs, flexible hours, and less stress.

Plus, with advancements in , it's easier than ever to work with someone remotely. Need help with Admin, management, social media, scheduling appointments, or Content creation? A Virtual Assistant can take care of those tasks so you can focus on the big picture.

Don't let the administrative side of your bog you down, delegate to someone who can help. If you're looking to streamline your business operations and increase your productivity, consider hiring a virtual assistant today!

Address

Motijhel
Dhaka
1000

Opening Hours

Monday 00:00 - 02:00
15:30 - 23:30
Tuesday 00:00 - 02:00
15:00 - 23:30
Wednesday 00:00 - 02:00
15:00 - 23:30
Thursday 00:00 - 02:00
15:00 - 23:30
Friday 00:00 - 02:00
Sunday 22:00 - 23:45

Telephone

+8801671487733

Website

Alerts

Be the first to know and let us send you an email when Virtual Hadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Virtual Hadi:

Videos

Share