Dream Decor

Dream Decor .DM for any kind of PR/ promotion / Collaboration �

কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর দের ভ্লগ সামনে এলে একটা অস্বস্তিতে পড়ে যাই আমরা। তাদের বাসা সাদা ধবধবে। পর্দা সাদা। খাট সাদা...
05/01/2025

কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর দের ভ্লগ সামনে এলে একটা অস্বস্তিতে পড়ে যাই আমরা। তাদের বাসা সাদা ধবধবে। পর্দা সাদা। খাট সাদা। বিছানার চাদর আরো সাদা। খাটের পাশের আলমিরা, ড্রেসিং টেবিল, ফুলদানি সব সব সাদা। তাদের বিছানায় ফুলতোলা কুশন। দেখলে মনে হয় এসব ছোঁয়া বারণ। তাদের বারান্দায় অজানা ফুল, দেখলে মনে হয় নিশ্চয় বিদেশি ফুল। তাদের কফির পেয়ালার কারুকাজ যেন কোনো শিল্পীর মাস্টারপিস। তাদের রান্নাঘর আমাদের বেডরূমের চেয়েও ঝকমকে। সকালে মাখনে ডিম পোচ করে। ওটস আর চিয়া সিড পুডিং। একটা সবুজ ড্রিঙ্ক। দেখে গেস করতে লাগি, এটা কি করোলার জুস!
সকাল, দুপুর, রাত তাদের বিছানা একইরকম। একটা ভাঁজ নেই। ফ্লোর একইরকম তকতকে, একটাও খেলনা পড়ে নেই। ফুলদানির ফুল একই তাজা, কোথাও হলদে মনমরা নেই। দেখে হয়রান হই। মন খারাপ হয়। ফোন থেকে চোখ তুলে মেয়ে খেলতে থাকা রূমের দিকে তাকাই। এখানে সেখানে ওখানে খেলনা ছিটিয়ে মেয়ে খিলখিল করে হাসছে। দেয়ালে এঁকে রেখেছে কাকের ঠ্যাং, বকের ঠ্যাং। সকালে না গুছিয়ে রাখলাম, আবার যেই সেই করে ফেলেছে। আবার গুছাব? কিন্তু কেন? মেয়েকে খেলতে না করব? কিন্তু কেন?

আবার মন দিই ফোনে। স্ক্রল করি। রিপন মিয়া ভেসে উঠে। জাম্বুরার ভর্তা বানাচ্ছে পুকুর পাড়ে দাঁড়িয়ে। এক গাল হাসি। পড়ার টেবিলে বসে উল্টাপাল্টা বকছে। মুখে এক গাল হাসি। মনগড়া কবিতা বলছে। এক গাল হাসি। মুখটা চকচক করে রিপন মিয়ার। সর্ষের তেল মেখেছে বোধয়। পরনের জামা ফিটফাট না। উঠানের দড়ি থেকেই বোধয় পরে নিয়েছে। রিপন মিয়া পান খায় খুব। কালচে দাঁত। হাসি দিলে সব বেরিয়ে পড়ে। আমি হলে মুখ টিপে হাসতাম। যাতে কেউ না দেখে। রিপন মিয়ার ওসবের বালাই নাই। রিপন মিয়া কানে ফুল গুঁজে নেই। সাদা পর্দা নেই। বেতের ঝুড়িতে বাহারি কাপে কফি নেই। কুকিজ নেই। রিপন মিয়া তার মত। দুনিয়াকে দেখানোর হাউস নেই। রিপন মিয়া তার মত। সর্ষের তেল মাখানো। মাটি মাখানো। জাম্বুরা খেতে গেলে চামচ লাগে না রিপন মিয়ার।

লোকে হা হা দিতে দিতে একসময় রিপন মিয়াকে ভালবেসে ফেলে।
কেন জানেন? সরলতা। দুনিয়াকে দেখানোর তাড়া নেই ওঁর। প্রতিযোগিতা নেই পাশের বাসার ভাবীর সাথে। আরো উঁচু, আরো উঁচুতে উঠার লোভ নেই। আমি যা, আমি তাই। প্রলেপ নেই। কাভার নেই। কৃত্রিমতা নেই। যা, তাই। যেটুকু, সেটুকুই।
হা হা দিতে দিতে আমাদের অলক্ষ্যে আমরা ভাবি, কেন পারি না রিপন মিয়ার হতে? কেন লজ্জায় মরে যাই একটা খুঁতের শাড়ি নেই বলে? কেন ভিডিয়োতে এলোমেলো ঘর দেখা গেলে ডিপ্রেশনে পড়ে যাই?
হা হা দিতে দিতে আমরা ভেতর থেকে দীর্ঘশ্বাস ছাড়ি, মনে মনে বলি, কেন হতে পারি না রিপন মিয়ার মত এমন সত্য?
ভাবতে ভাবতে একদিন আমরা এই সত্য লোকটাকে ভালবেসে ফেলি।

আসলেই তো🍂
02/01/2025

আসলেই তো🍂

02/01/2025

স্ক্যা-মারদের করা ফে-ইক রিপোর্টে নিজের ফেসবুক বা ইন্সটাগ্রাম একাউন্ট বা পেইজ হারাতে না চাইলে :
১. প্রোফাইল বা পেইজ বা ইন্সটাগ্রাম মেটা সাবস্ক্রিপশন বা নোটেবল ভেরিফাই করে নিন।
২. ভেরিফাই না করলে, পেইজ বা প্রোফাইলের প্রোফাইল ফটো & কভার ফটো ডিলেট করে দিন।
৩. পেইজের কোনো এডমিন একাউন্টে ভায়োলেন্স থাকলে, সেই একাউন্টকে এডমিন থেকে রিমুভ করুন।
আর পারলে প্রতিদিন সার্চ করে দেখে নিয়েন, যে আপনার নামে কোনো ফেইক একাউন্ট বা পেইজ আছে কিনা, থাকলে রি-পোর্ট দিন অথবা অভিজ্ঞ কারো সহায়তা নিন।

তোমার হাতে কফি-ভর্তি কাপ, হঠাৎ কেউ এসে ধাক্কা খেলো, তোমার হাতের কাপ থেকে ছলকে চারদিকে পড়ে গেলো কফি।— কফি কেন পড়লো?— কারণ...
31/12/2024

তোমার হাতে কফি-ভর্তি কাপ, হঠাৎ কেউ এসে ধাক্কা খেলো, তোমার হাতের কাপ থেকে ছলকে চারদিকে পড়ে গেলো কফি।

— কফি কেন পড়লো?
— কারণ, কেউ একজন ধাক্কা দিয়েছে আমাকে।
— ভুল উত্তর। তোমার কাপ থেকে কফি পড়েছে, কারণঃ তোমার কাপে কফি ছিল। কাপে চা থাকলে, চা-ই পড়তো।

কাপে যা থাকবে, তা-ই পড়বে। যখন জীবন এসে তোমাকে ধাক্কা মারবে (এবং অবশ্যই মারবে), তোমার ভিতরে যা আছে, বেরিয়ে আসবে। শিক্ষা থাকলে, আলো; অশিক্ষিতের ভিতর থেকে ছলকে পড়বে অসভ্যতা। সারাদিনে আমাদের সাথে কতোশত মানুষের দেখা হয়!— সুন্দর আচরণের, বাজে ভাষার, অসভ্য অঙ্গভঙ্গির, কৃতজ্ঞ মানুষের, কতো রকম মানুষ! তাদের প্রত্যেকের ভেতরটি ওই-সবেই পূর্ণঃ স্রেফ ছড়িয়ে দিচ্ছে। জীবনটি কাপ, আমারই সিদ্ধান্ত— এই কাপ আমি কী দিয়ে ভরিয়ে তুলবো

নতুন বছর সবার অনেক ভালো কাটুক 🌸💕

  2025 🌿🍀💕🌸Beautiful wall decor from:Green House.Bd
31/12/2024

2025 🌿🍀💕🌸

Beautiful wall decor from:Green House.Bd

28/12/2024
এতো সুন্দর বাগানবিলাসের সাথে লাইভ হলে কেমন হয়?? পেইজে যে হারে নোটিফিকেশন আসছে একটা লাইভ তো করতেই হবে।সবকিছু ঠিক থাকলে আগ...
27/12/2024

এতো সুন্দর বাগানবিলাসের সাথে লাইভ হলে কেমন হয়??
পেইজে যে হারে নোটিফিকেশন আসছে একটা লাইভ তো করতেই হবে।

সবকিছু ঠিক থাকলে আগামী দিন বিকেল ৪ টায় লাইভ করবো একটু।
সবাই থাকবে কিন্তু & অনেক অনেক গল্প হবে সবার সাথে ।💕🌸🌿

ভালো ঘরের চেয়েও ঘরের মানুষগুলো ভালো হওয়াটা অনেক বেশি জরুরী, ওটাই অনেক বেশি শান্তির!❤️
27/12/2024

ভালো ঘরের চেয়েও ঘরের মানুষগুলো ভালো হওয়াটা অনেক বেশি জরুরী, ওটাই অনেক বেশি শান্তির!❤️

আমার কিচেনের নতুন অতিথি 🙂🙂📦
26/12/2024

আমার কিচেনের নতুন অতিথি 🙂🙂📦

Bohomeian Home Decor Ideas 🦋🪴Pic: cp
26/12/2024

Bohomeian Home Decor Ideas 🦋🪴

Pic: cp

কেন জানি না,বাংলাদেশের বেশিরভাগ মানুষই কোথাও সুখী না, না দেশে না বিদেশে। দেশে থাকলে মনে করে বিদেশে সুখ। মিডলইস্টে গেলে ভ...
26/12/2024

কেন জানি না,বাংলাদেশের বেশিরভাগ মানুষই কোথাও সুখী না, না দেশে না বিদেশে। দেশে থাকলে মনে করে বিদেশে সুখ। মিডলইস্টে গেলে ভাবে ইউরোপে সুখ। ইউরোপে থাকলে ভাবে, আমেরিকা-ক্যানাডায় সুখ।সেখানে গেলে ভাবে, ধুর ছাই, দেশই ভালো ছিলো।
এভাবে ‘সুখ’ নামের মরীচিকার পেছনে ছুটতে ছুটতে জীবনকেই একসময় ছুটি দিয়ে দেয়।
অথচ সুখটা হওয়ার কথা ছিলো কেবল অনুধাবনের বিষয়।সুখটা নিজের চিন্তা ভাবনার মাঝে খুঁজে নিতে হয়!!

Clam & cozy
24/12/2024

Clam & cozy

24/12/2024

আমার কপাল টাই খারাপ ॥ কেন বারবার এমন হয়। ゚

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
21/12/2024

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

Congratulations Luna: The Lunatic আপু❣️❤️Faizan বাবার জন্য অনেক অনেক দোয়া🥰
21/12/2024

Congratulations Luna: The Lunatic আপু❣️❤️

Faizan বাবার জন্য অনেক অনেক দোয়া🥰

ঘর পরিপাটি রাখা ঘরের পরিবেশকে সুন্দর ও সুশৃঙ্খল করার পাশাপাশি মানসিক প্রশান্তি আনে। নিচে কিছু কার্যকর টিপস দেওয়া হলো:  ১...
21/12/2024

ঘর পরিপাটি রাখা ঘরের পরিবেশকে সুন্দর ও সুশৃঙ্খল করার পাশাপাশি মানসিক প্রশান্তি আনে। নিচে কিছু কার্যকর টিপস দেওয়া হলো:

১. **জিনিসপত্রের সঠিক স্থান নির্ধারণ করুন**
প্রতিটি জিনিসের জন্য একটি নির্দিষ্ট স্থান ঠিক করুন এবং ব্যবহারের পরে তা ঠিক জায়গায় রাখুন। এতে ঘর অগোছালো দেখাবে না।

২. **প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় জিনিস আলাদা করুন**
যেসব জিনিস ব্যবহার করছেন না, সেগুলো দান করুন বা ফেলে দিন। কম জিনিস থাকলে ঘর পরিপাটি রাখা সহজ হবে।

৩. **ডেইলি ক্লিনিং রুটিন তৈরি করুন**
- প্রতিদিন সকালে বিছানা গুছিয়ে নিন।
- ধুলো ঝাড়ার জন্য দিনে অন্তত একবার সময় রাখুন।
- রান্নাঘর এবং বাথরুম প্রতিদিন পরিষ্কার করুন।

৪. **আলমারি ও শেলফ গুছিয়ে রাখুন**
কাপড়, বই, এবং অন্যান্য জিনিস আলমারি ও শেলফে সুন্দরভাবে সাজিয়ে রাখুন। প্রয়োজন অনুযায়ী ভাগ করে রাখলে জিনিস খুঁজে পেতে সুবিধা হবে।

৫. **স্টোরেজ বক্স ব্যবহার করুন**
খুব ছোট ছোট জিনিস যেমন চাবি, স্টেশনারি বা মেকআপ আইটেম রাখার জন্য স্টোরেজ বক্স বা অর্গানাইজার ব্যবহার করুন।

৬. **একবারে বেশি জিনিস ছড়াবেন না**
কোনো কাজ করলে একবারে বেশি জিনিসপত্র বাইরে আনবেন না। কাজ শেষ হলে সবকিছু জায়গামতো রাখুন।

৭. **পরিকল্পিত সাজসজ্জা**
- ঘরে অতিরিক্ত আসবাবপত্র বা সাজসজ্জার সামগ্রী রাখবেন না।
- হালকা রঙের পর্দা এবং বিছানার চাদর ব্যবহার করুন।

৮. **পরিবারের সবার দায়িত্ব ভাগ করুন**
সবাই মিলে ঘর গুছানোর দায়িত্ব নিলে কাজ সহজ ও দ্রুত হবে।

৯. **উইকএন্ডে বড় পরিষ্কার-পরিচ্ছন্নতা দিন**
প্রতি সপ্তাহের ছুটির দিনে ঘরের কোণকাছ পরিষ্কার করুন এবং অপ্রয়োজনীয় জিনিস পর্যালোচনা করুন।

১০. **গাছপালা রাখুন**
ঘরে ছোট গাছ রাখলে পরিবেশ সুন্দর ও প্রশান্তিময় দেখাবে।

১১. **ডিজিটাল অর্গানাইজেশন**
চার্জার, তার এবং অন্যান্য গ্যাজেট সুন্দরভাবে গুছিয়ে রাখুন।

এই টিপসগুলো নিয়মিত অনুসরণ করলে আপনার ঘর সবসময় পরিপাটি এবং সুন্দর থাকবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream Decor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share