Dream Decor

Dream Decor .DM for any kind of PR/ promotion / Collaboration �

আমার খুব ইচ্ছা এরকম একটা এমব্রয়ডারি বুক বানানো।🥹🫠 কালেক্টেড ফ্রম প্রিন্টারেস্ট।
13/12/2024

আমার খুব ইচ্ছা এরকম একটা এমব্রয়ডারি বুক বানানো।🥹

🫠
কালেক্টেড ফ্রম প্রিন্টারেস্ট।

আচ্ছা ভাবতেসি একটা কোর্স করাবো। Youtube & Facebook মনিটিজেশন নিয়ে। নিজের পেইজ নিজেই চালাতে পারবেন, অন্য কারো হেল্প লাগব...
12/12/2024

আচ্ছা ভাবতেসি একটা কোর্স করাবো। Youtube & Facebook মনিটিজেশন নিয়ে।
নিজের পেইজ নিজেই চালাতে পারবেন, অন্য কারো হেল্প লাগবে না।
কোর্সে কী কী থাকবে সেটার ডিটেইলস আপডেট দেওয়া হবে পরে।

যারা নতুন ইউজার আছেন তারা একটু ফিডব্যাক দিয়ে যান।
আর এখনো যারা আমার ইউটিউব চ্যানেল টা সাবস্ক্রাইব করেন নাই , জলদি করে ফেলেন।

চ্যানেল লিংক:

Assalamualikum 🩵

12/12/2024

স্লিম হওয়ার নিঞ্জা টেকনিক🤤

জীবন থেকে টক্সিক মানুষ বাদ দিতে পারলে যে জীবনের উন্নতি হয়, তার সাক্ষাৎ উদাহরণ Blue Fairy Laila!
Prince Mamun তার লাইফ থেকে চলে যাওয়ার পরে সে তার লাইফ নিয়া সিরিয়াস হইছে! আগের চেয়ে স্লিম হয়ে গেছে! অথচ মামুন তার লাইফে থাকতে সে খালি কানতো, আর কিছুই করতো না!

এখনো সময় আছে, টক্সিক গুলারে বাদ দেন! লাইফে শান্তি আনেন! টক্সিক গুলাতে বাদ দিতে পারলে আপনি ও আগের চেয়ে স্লিম হয়ে যাবেন! 🥴

🌸❣️🌸
12/12/2024

🌸❣️🌸

পথে যখন বাগানবিলাসের দেখা পাই ❣️🌸💕
11/12/2024

পথে যখন বাগানবিলাসের দেখা পাই ❣️🌸💕

কেউ ignore করলে আমি interest হারিয়ে ফেলি, ওইসব jealousy, sadness আমার সিলেবাসে নাই 🌿
11/12/2024

কেউ ignore করলে আমি interest হারিয়ে ফেলি, ওইসব jealousy, sadness আমার সিলেবাসে নাই 🌿

অনেক দিন অপেক্ষার পর এই জিনিসটা পেলাম🙂 কি যে excited আমি🙀🎀 দেখতে হলে চোখ রাখুন পেইজে🎀🌅
10/12/2024

অনেক দিন অপেক্ষার পর এই জিনিসটা পেলাম🙂 কি যে excited আমি🙀🎀

দেখতে হলে চোখ রাখুন পেইজে🎀🌅

তোমায় নিয়ে আমার লেখা গানে,অযথা কত স্বপ্ন বোনা আছে....🌼🌿
10/12/2024

তোমায় নিয়ে আমার লেখা গানে,
অযথা কত স্বপ্ন বোনা আছে....🌼🌿

🌸🌿Awesome 🌸🌿Wall decor from:Green House.Bd
10/12/2024

🌸🌿Awesome 🌸🌿

Wall decor from:Green House.Bd

09/12/2024

🌿🌿🎀

09/12/2024

🩵🩵

09/12/2024

🌿🌿

09/12/2024

🦋🌸

🦋🦋
09/12/2024

🦋🦋

🌸🍂🌸Home sweet Home 🍂❤️
09/12/2024

🌸🍂🌸

Home sweet Home 🍂❤️

❣️
09/12/2024

❣️

কী সুন্দর🥰🌼🌸

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
Mirza Tamanna Rima আপুর রুম🌼🌸

মানুষজনের সাথে দূরত্ব বাড়ানোর প্রথম স্টেপ হিসেবে আমি ঝাড়ু দেওয়া শুরু করসিলাম। কাজ কাম নাই৷ তাইলে একটু ঝাড়ু দিই৷ কারণ ঝাড়...
07/12/2024

মানুষজনের সাথে দূরত্ব বাড়ানোর প্রথম স্টেপ হিসেবে আমি ঝাড়ু দেওয়া শুরু করসিলাম। কাজ কাম নাই৷ তাইলে একটু ঝাড়ু দিই৷ কারণ ঝাড়ু দিলে বাসায় ধুলাবালি কম হবে।
এরপর ধীরে ধীরে আসছে বাকীসব। যেমন সবকিছু গুছায়ে রাখা, নিয়ম করে গাছে পানি দেওয়া, রান্না করা৷ এইসব করতে করতে একদিন খেয়াল করে দেখলাম আমার উইকেন্ড মানেই রুমটাকে নতুন মেকওভার দেওয়া বা কয়েক পদের রান্না করা।
এইসব করতে করতে দেখলাম কাকে ভালোবাসতাম, কে ছিল বন্ধু আর কে গেল ছেড়ে ঐসব আর ভাবায় না। এর চেয়ে কোন রঙের বেডশীট দেওয়ালের সাথে মানানসই, হাতে টাকা আসলে কোন রঙের পর্দা কিনব এইসব নিয়ে আমার অস্থিরতা বেশি৷

রান্নাবান্নাকে আমি একটা সেল্ফ কেয়ার হিসেবে দেখি। খাবার ভালো তো স্বাস্থ্য ভালো, এমন ব্যাপারটা। এর সাথে যুক্ত হইলো স্কিনকেয়ার৷ কিছু ভালো লাগতেসে না, ব্যাপার নাহ; একটা ফেস প্যাক মেখে বসে থাকি। মুড অফ... তাইলে কিছু ধুমধারাক্কা গান শুনি৷ কিছু করার নাই৷ তাইলে আবার ধুলাবালি পরিষ্কার করতে থাকি৷

আমি জানি না কবে কিভাবে জেনেছিলাম মানুষের সাথে মেশার চেয়ে গাছ পোষা ভালো, চুলে তেল দেওয়া ভালো, ক্লজেটের সব জামাকাপড় একসাথে আইরন করে ফেলা ভালো; নিদেনপক্ষে মানুষ দেখতে দেখতে হাঁটাও ভালো কিন্তু মানুষের সাথে মেশা ভালো না৷ বারবার মিশে গিয়ে পিষে যাওয়া সয়ে নেয়ার ক্ষমতা সবার থাকে না।

🙂🙂

আর এইযে, টাকা জমিয়ে সুখ কিনি🙃

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream Decor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share