Transport Lover BD

Transport Lover BD স্বাগতম!
এখানে আপনি ট্রেন বিষয়ক বিভিন্ন ভিডিও পাবেন।
ইউটিউব:https://youtube.com/
(2)

👉 পশ্চিমাঞ্চলের দীর্ঘতম রুট ঢাকা পঞ্চগড় এর মধ্যে চলাচলকারী জনপ্রিয় একতা/দ্রুতযান/পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সিটের অবস্থা 😃...
17/01/2025

👉 পশ্চিমাঞ্চলের দীর্ঘতম রুট ঢাকা পঞ্চগড় এর মধ্যে চলাচলকারী জনপ্রিয় একতা/দ্রুতযান/পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সিটের অবস্থা 😃 বাথরুমের কথা তো বাদ।
রাজশাহীর দেওয়ার ভাঙ্গাচুরা এলএইচবি রেক এগুলো। উত্তরের মানুষের হাতে বরাবর মূলা ধরায় দিয়ে গাজর টানে এই বিশেষ অঞ্চল।

একতা/দ্রুতযান/পঞ্চগড় এক্সপ্রেসের রেক চেঞ্জ করা এখন সময়ের দাবি।

ছবি সংগৃহীত

যাত্রী চাহিদা না থাকায় আগামী ১৯/০১/২৫ থেকে ৭৫৭/৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস এর কিসমত স্টেশনের এবং ৭৫৫/৭৫৬ মধুমতি এক্সপ্রেস এর ...
17/01/2025

যাত্রী চাহিদা না থাকায় আগামী ১৯/০১/২৫ থেকে ৭৫৭/৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস এর কিসমত স্টেশনের এবং ৭৫৫/৭৫৬ মধুমতি এক্সপ্রেস এর পুখুরিয়া স্টেশনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। 🤗👍

ফরিদপুরের গেরদা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীসহ মাইক্রোবাস  পুকুরে পড়ে  একই পরিবারের ৫ জন নিহত।
14/01/2025

ফরিদপুরের গেরদা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীসহ মাইক্রোবাস পুকুরে পড়ে একই পরিবারের ৫ জন নিহত।

নতুন দুইজোড়া আন্তঃনগর ৮২১/৮২৪ সৈকত এক্সপ্রেস এবং ৮২২/৮২৩ প্রবাল এক্সপ্রেস এর অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ❤️🟠রুটঃ চট...
11/01/2025

নতুন দুইজোড়া আন্তঃনগর ৮২১/৮২৪ সৈকত এক্সপ্রেস এবং ৮২২/৮২৩ প্রবাল এক্সপ্রেস এর অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ❤️

🟠রুটঃ চট্টগ্রাম- কক্সবাজার- চট্টগ্রাম।🔴

সময়সূচিঃ
🟠√ ৮২১ প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম ছাড়বে ৬.১৫, কক্সবাজার পৌঁছাবে ৯.৫৫

🔴√ ৮২২ সৈকত এক্সপ্রেস কক্সবাজার ছাড়বে ১০.৩৫, চট্টগ্রাম পৌছাবে ১৪.৩৫।

🔴√ ৮২৩ সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম ছাড়বে ১৫.১০, কক্সবাজার পৌছাবে ১৯.০০।

🟠√ ৮২৪ প্রবাল এক্সপ্রেস কক্সবাজার ছাড়বে ২০.৩৫, চট্টগ্রাম পৌঁছাবে ২৩.৫০।

স্টপেজঃ
🔴৮২১/৮২৪ প্রবাল এক্সপ্রেসঃ ষোলোশহর- জানালীহাট- পটিয়া- দোহাজারি- সাতকানিয়া- চকোরিয়া- ডুলাহাজারা- রামু।
🟠√ ৮২২/৮২৩ সৈকত এক্সপ্রেসঃ ষোলোশহর- গোমদন্ডী- পটিয়া- দোহাজারি- সাতকানিয়া- লোহাগড়া- চকোরিয়া- ডুলাহাজারা- ইসলামাবাদ- রামু।
সাপ্তাহিক অফডেঃ সোমবার।
লোডঃ ১৬/৩২ (ভ্যাকুয়াম)।
ছবি: নাহিদুজ্জামান নীরব
তথ্য: আহমেদ ফয়সাল।

আজ চিরিরবন্দর রেল ব্রিজে রেলগাড়ির সঙ্গে গ্যাস সিলিন্ডারবাহী একটি গাড়ির সংঘর্ষ ঘটেছে ঘটনাস্থলে লোকজনের ভিড় জমেছে উদ্ধারকা...
10/01/2025

আজ চিরিরবন্দর রেল ব্রিজে রেলগাড়ির সঙ্গে গ্যাস সিলিন্ডারবাহী একটি গাড়ির সংঘর্ষ ঘটেছে ঘটনাস্থলে লোকজনের ভিড় জমেছে উদ্ধারকাজ চলমান।

বাংলাদেশের সবথেকে সুন্দর রেলস্টেশন! নাম তার পাকশী। যা পাবনা জেলায় অবস্থিত।
10/01/2025

বাংলাদেশের সবথেকে সুন্দর রেলস্টেশন! নাম তার পাকশী। যা পাবনা জেলায় অবস্থিত।

৬৫ বছরের বেশি হবে চালকের এই শীতের বাতাসে জীবন যেখানে যেমন চট্টগ্রাম গামী ডাউন ৩৮ ময়মনসিংহ এক্সপ্রেস বা নাসিরাবাদ এক্সপ্র...
08/01/2025

৬৫ বছরের বেশি হবে চালকের এই শীতের বাতাসে জীবন যেখানে যেমন
চট্টগ্রাম গামী ডাউন ৩৮ ময়মনসিংহ এক্সপ্রেস বা নাসিরাবাদ এক্সপ্রেস ভোর রাতে ট্রাকের সাথে সং*ঘ*র্ষ হয় এতে ইন্জিন এর কাচের জানালাগুলো ভে*ঙ্গে যায় এই তীব্র শীতের বাতাসে এভাবেই ট্রেন টি চালাচ্ছে এলএম সাহেব।
যেখানে আমি আপনি দাঁড়িয়ে থাকা কষ্ট হতে ঠান্ডা বাতাসের জন্য সেখানে কীভাবে এই বৃদ্ধ লোকটি এতটা গতিতে ট্রেনটি চালাচ্ছে একমাত্র আল্লাহ তায়ালা ভালো জানেন
এই হলো বাংলাদেশ রেলওয়ে কর্যক্রম।
জাতির বিবেক আছে..?

এভাবে যত্রতত্র ট্রেন থামিয়ে যাত্রা বিরতি চেয়ে যাত্রী ভোগান্তির সংস্কৃতি আর কতদিন চলবে....🌚আপনাদের কাছে এটাই প্রশ্ন ☺️
06/01/2025

এভাবে যত্রতত্র ট্রেন থামিয়ে যাত্রা বিরতি চেয়ে যাত্রী ভোগান্তির সংস্কৃতি আর কতদিন চলবে....🌚

আপনাদের কাছে এটাই প্রশ্ন ☺️

ঘরে ঘরে স্টপেজ চাই ট্রেনের 💔আপ সুন্দরবন এক্সপ্রেস ও ডাউন চিত্রা এক্সপ্রেস স্টপেজের দাবীতে দর্শনা হল্ট মানববন্ধন। এই মূহু...
05/01/2025

ঘরে ঘরে স্টপেজ চাই ট্রেনের 💔

আপ সুন্দরবন এক্সপ্রেস ও ডাউন চিত্রা এক্সপ্রেস স্টপেজের দাবীতে দর্শনা হল্ট মানববন্ধন। এই মূহুর্তে ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস দর্শনা হল্ট অবস্থান করছে

বাংলাদেশ এবং জাপানের দ্বৈত প্রজেক্টের যমুনা রেল সেতুতে সফলভাবে শেষ হলো দ্বিতীয় দিনের ট্রায়াল রান। আজকে পর্যাক্রমে ৬০কি.ম...
05/01/2025

বাংলাদেশ এবং জাপানের দ্বৈত প্রজেক্টের যমুনা রেল সেতুতে সফলভাবে শেষ হলো দ্বিতীয় দিনের ট্রায়াল রান। আজকে পর্যাক্রমে ৬০কি.মি, ৮০কি.মি, ৯০কি.মি, ১০০কি.মি, ১১০কি.মি এবং ১২০কি.মি গতিতে একই সাথে আপ এবং ডাউন লাইনে দুইটি ট্রেন চালানো হইছে। এরমাধ্যমে সেতুর লোড টেস্ট, ভাইব্রেশন টেস্ট এবং রাইড কোয়ালিটি টেস্ট করা হইছে। আগামীকাল সরকারি রেল পরিদর্শক(GIBR) কতৃক পরিদর্শন শেষে যমুনা রেল সেতু ট্রেন চলাচলের চূড়ান্ত অনুমোদন পেয়ে যাবে।
লিখনী: তানভীর হোসেন।
ছবি: নাগরিক টিভি।

আজকে সেই 5 এই January. মনে আছে কি সবার এই দিনটির কথা?🔥💔
05/01/2025

আজকে সেই 5 এই January. মনে আছে কি সবার এই দিনটির কথা?🔥💔

যারা নতুন ট্রেন নতুন ট্রেন করছেন তারা জেনে রাখুন,বর্তমানে নতুন ট্রেন দেওয়ার মতো কোন রেক ফাকা নেই। যে কয়টি ট্রেন চলছে উপর...
01/01/2025

যারা নতুন ট্রেন নতুন ট্রেন করছেন তারা জেনে রাখুন,

বর্তমানে নতুন ট্রেন দেওয়ার মতো কোন রেক ফাকা নেই। যে কয়টি ট্রেন চলছে উপরওলা না করুক এগুলোর কিছু হলে ব্যাকআপ দেওয়া কষ্টকর হয়ে যাবে। তাই নতুন রেক না আসা পর্যন্ত আপাতত নতুন ট্রেন দেওয়ার কোন চান্স নেই 🙂🙂

বাংলাদেশে রেলওয়ের সকল আন্তঃনগর  ট্রেনের নামট্রেনের নাম্বার এবং চলাচল রুট,,,৭০১/৭০২ সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম−ঢাকা−চট্টগ...
01/01/2025

বাংলাদেশে রেলওয়ের সকল আন্তঃনগর ট্রেনের নাম
ট্রেনের নাম্বার এবং চলাচল রুট,,,

৭০১/৭০২ সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম−ঢাকা−চট্টগ্রাম
৭০৩/৭০৪ মহানগর গোধূলী/প্রভাতী চট্টগ্রাম−ঢাকা−চট্টগ্রাম
‎৭০৫/৭০৬ একতা এক্সপ্রেস ঢাকা−পঞ্চগড়−ঢাকা
‎৭০৭/৭০৮ তিস্তা এক্সপ্রেস ঢাকা−দেওয়ানগঞ্জ−ঢাকা
‎৭০৯/৭১০ পারাবত এক্সপ্রেস ঢাকা−সিলেট−ঢাকা
‎৭১১/৭১২ উপকূল এক্সপ্রেস নোয়াখালী−ঢাকা−নোয়াখালী
‎৭১৩/৭১৪ করতোয়া এক্সপ্রেস সান্তাহার−বুড়িমারী−সান্তাহার
‎৭১৫/৭১৬ কপোতাক্ষ এক্সপ্রেস খুলনা−রাজশাহী−খুলনা
‎৭১৭/৭১৮ জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকা−সিলেট−ঢাকা
‎৭১৯/৭২০ পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম−সিলেট−চট্টগ্রাম
‎৭২১/৭২২ মহানগর এক্সপ্রেস চট্টগ্রাম−ঢাকা−চট্টগ্রাম
‎৭২৩/৭২৪ উদয়ন এক্সপ্রেস চট্টগ্রাম−সিলেট−চট্টগ্রাম
‎৭২৫/৭২৬ সুন্দরবন এক্সপ্রেস খুলনা−ঢাকা−খুলনা( পদ্মা সেতু)
‎৭২৭/৭২৮ রূপসা এক্সপ্রেস খুলনা−চিলাহাটি−খুলনা
‎৭২৯/৭৩০ মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম−চাঁদপুর−চট্টগ্রাম
‎৭৩১/৭৩২ বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহী−চিলাহাটি−রাজশাহী
‎৭৩৩/৭৩৪ তিতুমীর এক্সপ্রেস রাজশাহী−চিলাহাটি−রাজশাহী
‎৭৩৫/৭৩৬ অগ্নিবীণা এক্সপ্রেস ঢাকা−তারাকান্দি−ঢাকা
৭৩৭/৭৩৮ এগারো সিন্ধুর প্রভাতী ঢাকা−কিশোরগঞ্জ−ঢাকা
‎৭৩৯/৭৪০ উপবন এক্সপ্রেস ঢাকা−সিলেট−ঢাকা
‎৭৪১/৭৪২ তূর্ণা এক্সপ্রেস চট্টগ্রাম−ঢাকা−চট্টগ্রাম
‎৭৪৩/৭৪৪ ব্রহ্মপুত্র এক্সপ্রেস ঢাকা−দেওয়ানগঞ্জ−ঢাকা
‎৭৪৫/৭৪৬ যমুনা এক্সপ্রেস ঢাকা−তারাকান্দি−ঢাকা
‎৭৪৭/৭৪৮ সীমান্ত এক্সপ্রেস খুলনা−চিলাহাটি−খুলনা
৭৪৯/৭৫০ এগারো সিন্ধুর গোধুলী ঢাকা−কিশোরগঞ্জ−ঢাকা
‎৭৫১/৭৫২ লালমনি এক্সপ্রেস ঢাকা−লালমনিরহাট−ঢাকা
‎৭৫৩/৭৫৪ সিল্কসিটি এক্সপ্রেস ঢাকা−রাজশাহী−ঢাকা
‎৭৫৫/৭৫৬ মধুমতি এক্সপ্রেস ঢাকা−রাজশাহী−ঢাকা (পদ্মাসেতু)
‎৭৫৭/৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস ঢাকা−পঞ্চগড়−ঢাকা
‎৭৫৯/৭৬০ পদ্মা এক্সপ্রেস ঢাকা−রাজশাহী−ঢাকা
‎৭৬১/৭৬২ সাগরদাঁড়ি এক্সপ্রেস খুলনা−রাজশাহী−খুলনা
‎৭৬৩/৭৬৪ চিত্রা এক্সপ্রেস খুলনা−ঢাকা−খুলনা
‎৭৬৫/৭৬৬ নীলসাগর এক্সপ্রেস ঢাকা−চিলাহাটি−ঢাকা
‎৭৬৭/৭৬৮ দোলনচাঁপা এক্সপ্রেস সান্তাহার−পঞ্চগড়−সান্তাহার
‎৭৬৯/৭৭০ ধূমকেতু এক্সপ্রেস ঢাকা−রাজশাহী−ঢাকা
‎৭৭১/৭৭২ রংপুর এক্সপ্রেস ঢাকা−রংপুর−ঢাকা
‎৭৭৩/৭৭৪ কালনী এক্সপ্রেস ঢাকা−সিলেট−ঢাকা
‎৭৭৫/৭৭৬ সিরাজগঞ্জ এক্সপ্রেস সিরাজগঞ্জ−ঢাকা−সিরাজগঞ্জ
‎৭৭৭/৭৭৮ হাওর এক্সপ্রেস ঢাকা−মোহনগঞ্জ−ঢাকা
‎৭৭৯/৭৮০ ঢালারচর এক্সপ্রেস ঢালারচর−চাপাই-ঢালারচর
‎৭৮১/৭৮২ কিশোরগঞ্জ এক্সপ্রেস ঢাকা−কিশোরগঞ্জ−ঢাকা
‎৭৮৩/৭৮৪ টুঙ্গীপাড়া এক্সপ্রেস গোবরা−রাজশাহী−গোবরা
‎৭৮৫/৭৮৬ বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম−জামালপুর−চট্টগ্রাম
‎৭৮৭/৭৮৮ সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম−ঢাকা−চট্টগ্রাম
‎৭৮৯/৭৯০ মোহনগঞ্জ এক্সপ্রেস ঢাকা−মোহনগঞ্জ−ঢাকা
৭৯১/৭৯২ বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জে-রাজশাহী-ঢাকা
৭৯৩/৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা−পঞ্চগড়−ঢাকা
৭৯৫/৭৯৬ বেনাপোল এক্সপ্রেস
বেনাপোল−ঢাকা−বেনাপোল(পদ্মাসেতু)
৭৯৭/৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা−কুড়িগ্রাম−ঢাকা
৭৯৯/৮০০ জামালপুর এক্সপ্রেস ঢাকা−জামালপুর−ঢাকা
৮০১/৮০২ চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম−ঢাকা−চট্টগ্রাম
৮০৩/৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস পঞ্চগড়−রাজশাহী−পঞ্চগড়
৮০৫/৮০৬ চিলাহাটি এক্সপ্রেস ঢাকা-চিলাহাটি-ঢাকা
৮০৯/৮১০ বুড়িমারী এক্সপ্রেস .ঢাকা-বুড়িমারী -ঢাকা
৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেস. ঢাকা- কক্সবাজার -ঢাকা
৮১৫/৮১৬ পর্যটক এক্সপ্রেস ঢাকা-কক্সবাজার -ঢাকা
৮২৫/৮২৬ জাহানারাবাদ এক্সপ্রেস-খুলনা-ঢাকা-খুলনা(পদ্মা সেতু)
৮২৭/৮২৮ রুপসী বাংলা এক্সপ্রেস ঢাকা-বেনাপোল-ঢাকা
(পদ্মা সেতু)

শীঘ্রই চালু হতে যাওয়া নতুন আন্তঃনগর ট্রেনের সম্ভাব্য তালিকা

ট্রেনের প্রস্তাবিত নং ট্রেনের প্রস্তাবিত নাম ও রুট
৮০৭/৮০৮ পাবনা এক্সপ্রেস ঢাকা-পাবনা-ঢাকা
৮১১/৮১২ ঢাকা-চট্টগ্রাম-ঢাকা
৮১৭/৮১৮ সুবর্ণচর এক্সপ্রেস ঢাকা-নোয়াখালী-ঢাকা
৮১৯/৮২০ টাঙ্গুয়ার এক্সপ্রেস ঢাকা-সিলেট-ঢাকা
৮২১/৮২২ প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম
৮২৩/৮২৪ সৈকত এক্সপ্রেস চট্রগ্রাম - কক্সবাজার - চট্রগ্রাম

🔥🌸
ছবি - হাবিব আদনান আকাশ🔥

আপনার হোম স্টেশন ট্রেন কোনটি/আপনার হোম স্টেশন দিয়ে কোন কোন ট্রেন চলাচল করে??????
কমেন্ট করুন।

বিদায় ২০২৪ 🔥😁🤷
01/01/2025

বিদায় ২০২৪ 🔥😁🤷

আচ্ছা ভাই মানলাম ও জীবনের ঝুকি নিয়ে বিপদের উপর বসে আছে কিন্তু ভাই যে ছবি তুলছে ও কি মহাকাশ থেকে ছবি তুলছে??😃😃 সেও তো জীব...
01/01/2025

আচ্ছা ভাই মানলাম ও জীবনের ঝুকি নিয়ে বিপদের উপর বসে আছে কিন্তু ভাই যে ছবি তুলছে ও কি মহাকাশ থেকে ছবি তুলছে??😃😃 সেও তো জীবনের ঝুকি নিয়ে ট্রেনের ছাদে বসে আছে 🤷
প্রশ্নটা আপনাদের নিকট ছুড়ে দিলাম 🫣
কমেন্টের মাধ্যমে আপনারা উত্তর দিয়ে যান 🙂🫡

🚂 আপনার ২ সেকেন্ডের আনন্দের জন্য হয়ে যেতে পারে কোন দুরঘটনা।👉 লাইনে পাথর রাখা থেকে বিরত থাকুন
29/12/2024

🚂 আপনার ২ সেকেন্ডের আনন্দের জন্য হয়ে যেতে পারে কোন দুরঘটনা।

👉 লাইনে পাথর রাখা থেকে বিরত থাকুন

29/12/2024

যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম যুগান্তকারী নির্মাণশৈলী হচ্ছে পদ্মা সেতু। যা বদলে দিয়েছে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক এবং রেল যোগাযোগ ব্যবস্থাকে ❤️ এখন মানুষ সড়কপথে ৩ ঘণ্টায় ঢাকা থেকে বরিশাল বিভাগ, এবং রেলপথে ৩ থেকে ৪ ঘণ্টায় ঢাকা থেকে খুলনা বিভাগে যেতে পারছেন মানুষজন❣️

কোনো একদিন ৯৭ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস যখন ৬.১৫ কিলোমিটার লম্বা সুবিশাল পদ্মা সেতু অতিক্রম করে।🥰
ভিডিওতে প্রথম পয়েন্ট থেকে শেষ পর্যন্ত রয়েছে😍

উপকূল এক্সপ্রেস এসি কোচের দরজা বন্ধ থাকায় হামলা নরসিংদী স্টেশন আজ ২৬ ডিসেম্বর ঢাকা গামী ৭১১ উপকূল এক্সপ্রেস নরসিংদী প্রব...
26/12/2024

উপকূল এক্সপ্রেস এসি কোচের দরজা বন্ধ থাকায় হামলা নরসিংদী স্টেশন
আজ ২৬ ডিসেম্বর ঢাকা গামী ৭১১ উপকূল এক্সপ্রেস নরসিংদী প্রবেশ করলে কিছু যাত্রী এসি কোচে উঠতে চাই এতে স্টুয়ার্ড বাঁধা দেয় পরে দরজা ভিতর থেকে বন্ধ করে দিলে যাত্রীরা ট্রেন দরজায় হামলা করে এবং দরজার গ্লাস ভাঙচুর করে
এভাবেই রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষতি করার মানে কী??
এভাবে এসি কোচে অবৈধ যাত্রীদের উঠতে না দিলে ট্রেনে হামলা করবে এইটা ঠিক না তারা প্রায় সময় এই রকম করে এইটা খুবই লজ্জাজনক এখন কিছু মানুষের জন্য পুরা জেলার বদনাম হবে
তাই রেলওয়ের উচিত নরসিংদী টু ঢাকা আলাদা ট্রেন দেওয়া হোক।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Transport Lover BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Transport Lover BD:

Share

Category