Photography goals

Photography goals -ধৈর্য দিয়ে যা অর্জন করা যায়..!!🤗💖

-তা শক্তি প্রয়োগ করেও করা যায় না.!!🖤🌸

03/01/2025

আজ শুক্রবার! ২০২৫ সালের ১ম জুম্মা, হে আল্লাহ আজকের দিনের সকলের মোনাজাত গুলো কবুল করুন। এই বছর সকল কে যার যার অবস্থানে সফলতা দান করুন।

01/01/2025

ভাতে পানি দিয়ে একদিন পর খাইলে শুভ নববর্ষ আর পাঁচদিন পর খাইলে হ্যাপি নিউ ইয়ার! 🙂

একদিন চুপচাপ ৮ বছরের সম্পর্ক থেকে বের হয়ে আসলাম। অনেকদিন কেউ কারণ জিজ্ঞেস করেনি, ভাবতো কষ্ট পাবো। কথাটা সত্য, বেশ কষ্ট প...
01/11/2024

একদিন চুপচাপ ৮ বছরের সম্পর্ক থেকে বের হয়ে আসলাম। অনেকদিন কেউ কারণ জিজ্ঞেস করেনি, ভাবতো কষ্ট পাবো। কথাটা সত্য, বেশ কষ্ট পেতাম।

অনেকদিন পর হুট করে এক বিকেলে এক বন্ধু জিজ্ঞেস করলো,
"কেন?"
"আমার প্রিয় ফুল জানতো না I
"তো?"

কতক্ষণ তাকিয়ে থেকে বললাম,
"বেলা পড়ছে, চল চা নাস্তার আয়োজন করি।"

আমার প্রিয় ফুল কাঠগোলাপ । ৮ বছরে আমাকে কখনো নিজ থেকে একটা শাপলা ও এনে দেয় নি। আমিও কখনো চাই নি। চাইলে বলতো,সব সময় পাওয়া যায় না। অথচ আমি বাড়ি ফেরার পথে দেখতাম তার বাড়ি ফেরার কয়েকটা মোড়ে ফুলের দোকানে কাঠগোলাপ ফুলের মালা । দোকানগুলো দেখলে হাঁটার গতি কমিয়ে দিতাম
যদি কোনোভাবে বোঝে, একটু ফুল চাই আমি। সে জানতো আমার ফুল পছন্দ, কী ফুল জানতো না। কখনো জানতেও চায় নি।

বিকেলের সেই বন্ধু অনেকদিন পর আবার জিজ্ঞেস করলো,
"কেবল ফুল জানতো না বলে "
"না।"
"তবে?"
আমার.... প্রিয় খাবার জানতো না , একদিন নিজ মুখে যেচে পরে বলে ছিলাম পাড়ার ফুচকা খেতে চায় , কিন্তু তার উওর শোনার পর ফুচকা কেনো কোনো খাবার আমার আর খাওয়া হয়নি |
আমার..প্রিয় রং জানতো না , কিন্তু আমার পছন্দের রং নিয়ে হাসতে ভুলতো না |
শরতের আকাশ পছন্দ করতে করতে ,কখন যে থেকে গেলাম রাতে একলা আকাশ পর্যন্ত I
রাত জেগে দেখলাম চাঁদের রূপ থেকে পূর্ণিমা , আবার পূর্ণিমা থেকে অমাবস্যা , কত তারা দের সাথে ,মান অভিমানের গল্প নিয়ে , আমি পূর্ণিমাতেও কেমন ঘোর অন্ধকারে ডুবছিলাম , ফলে সব ভালো লাগা বদলাতে বদলাতে নিজেকেই কেমন বদলে ফেলছিলাম , কিছুই জানতে পারলোনা |
আমার ফাল্গুন পছন্দ জানতো না, কৃষ্ণচূড়ায় ,পলাশে , পাহাড়ে , আমার ভালোলাগা কোনোটায় জানতো না , দেখাতেও নিয়ে যেতো না।
চিঠি লিখতো না।
আমার খয়রি রেশমি চুড়ির বড্ড শখ
এক দু হাত ভর্তি করে খয়রি কাঁচের চুড়ি পরেছিলাম শুধু মাএ একটা বেলার জন্য হাতে রাখতে পেরে ছিলাম
তারপর আমার গায়ের রং আর চুড়ির রং নিয়ে এমন হেসেছিলো , রাগে চুড়ি গুলো খুলতে গিয়ে বুঝলাম না রক্ত আর কাঁচের চুড়ির রং এক ... |
তারপরেও একগোছা কাঁচের চুড়ি কখনো হাতে করে নিয়ে আসতো না।
একপাতা ছোট্ট কালো টিপের বড্ড শখ ছিল কখনো দেয়নি।
এই তো।" আরররর কিচ্ছু না |

"এসব তো খুবই অগুরুত্বপূর্ণ বিষয়। আর কিছুই হয়নি?"

সেদিনও প্রসঙ্গ ঘুরিয়েছিলাম। তারপর গভীর রাত পর্যন্ত চোখের জল ফেলেছি। কীভাবে বোঝায় (কেন) ??? একটা কাঠগোলাপ ফুলের মালা , কেন একটা চিঠি, একগোছা চুড়ি , টিপের মত সামান্য জিনিস নিয়ে মন ভাঙতে ভাঙতে ...... এত বছরের সম্পর্ক ছেদ করে আসলাম! অনেক সময় অনেকভাবে বলতে চেয়েছি - জানো, আমার ছোট কালো টিপ দরকার। সরাসরি বলেছি, ঘুরিয়ে বলেছি। কখনো রাস্তার পাশের ঝুড়ি থেকে একপাতা নিয়ে বলে না - দেখো তো... এই টিপ টা নেবে ? চাইতে চাইতে ক্লান্ত হয়ে একসময় চাওয়া বন্ধ করে দিলাম কথা বন্ধ করে দিলাম ,দূরত্ব বাড়য়ে দিলাম , কিন্তু চোখের জল আর বন্ধ হয় না। একসময় ভাবতাম সব ঠিক হয়ে যাবে। একটু শেখাতে হবে, বোঝাতে হবে। তারপর অনেকটা সময় অভিমান জমতে জমতে কেটে গেলো, বলা আর না বলাতে কথা-রা আস্তে আস্তে তুমির ভিড়ে আপনি তে হারিয়ে চোখ মুখ বন্ধ করতে শুরু করলো ।
ওখন বুঝলাম, আর কখনো ঠিক হবে না। যদি হতো, তবে হয়েই যেতো ।

এরও অনেক বছর পর আবার প্রেমে পরেছি ।
তৃতীয় সাক্ষাতে স্টেশনের হাঁটতে হাঁটতে যখন একটা ফুলের দোকান পরলে , সে জিজ্ঞেস করলো ....(আমাকে ) "একটা দরকারি প্রশ্ন"
তোমার প্রিয় ফুল কী ?
আমার পছন্দের একটা ফুলের নাম
না
"বলতেই সে কিনে ফেললো "

চোখ ছলছল করে উঠলো🥲, প্রিয় ফুলের মত এত অগুরুত্বপূর্ণ বিষয়ে কেউ জিজ্ঞেস করে?

"প্রিয় ফুল"???? কি।

কেউ আপনারে ভালোবাসলে, সেইটা আপনি দেখতে পাবেন। ভালোবাসা দেখা যায়, ধরাও যায়, ছোঁয়াও যায়। এফোর্ট, প্রায়োরিটি, স্পেশালিটি, ক...
01/11/2024

কেউ আপনারে ভালোবাসলে, সেইটা আপনি দেখতে পাবেন। ভালোবাসা দেখা যায়, ধরাও যায়, ছোঁয়াও যায়। এফোর্ট, প্রায়োরিটি, স্পেশালিটি, কেয়ার সবকিছুর মধ্যেই আপনি ভালোবাসারে দেখতে পাবেন।

আর যেখানে ভালোবাসা দেখতে পাবেন না, ওখানে ভালোবাসা নাই। চশমার পাওয়ার বদলান বা দেখার চোখ, লাভ নাই।

'হয়তো ভালোবাসে, আমি বুঝি না' এইটা একেবারেই ফালতু একটা সান্ত্বনা আমরা আমাদের দিই। ভালোবাসা, মায়া, সম্মান এইগুলা আচরণে আর ট্রিট করার ওয়েতেই দেখা যায়।

Inshaallah
31/10/2024

Inshaallah

30/10/2024
এ জীবনে আমার নিজের চাইতে বির'ক্তিকর মানুষ আমি আর দেখিনি। নিজের কাছ থেকে পা'লানোর রাস্তাটা কী? আমি এই সংকট থেকে মু'ক্তি চ...
27/10/2024

এ জীবনে আমার নিজের চাইতে বির'ক্তিকর মানুষ আমি আর দেখিনি। নিজের কাছ থেকে পা'লানোর রাস্তাটা কী? আমি এই সংকট থেকে মু'ক্তি চাই। 🖤

বাসার মধ্যে এমন ভেটকায়ে শুয়ে থাকতেই আমার ভাল্লাগে 🙂🫣
25/10/2024

বাসার মধ্যে এমন ভেটকায়ে শুয়ে থাকতেই আমার ভাল্লাগে 🙂🫣

25/10/2024

"না পারলে স্কিপ করবা,প্যানিক হবা না"। স্কিপ করতে করতে দেখি কোশ্চেন পেপারই শেষ! 🙂

একজন সত্যিকার পুরুষের ভালোবাসা অনেক বেশি সুন্দর ।যে পুরুষ আপনাকে ভালোবেসে যত্ন করবে , সে আপনার পা থেকে মাথার চুল পর্যন্ত...
24/10/2024

একজন সত্যিকার পুরুষের ভালোবাসা অনেক বেশি সুন্দর ।যে পুরুষ আপনাকে ভালোবেসে যত্ন করবে , সে আপনার পা থেকে মাথার চুল পর্যন্ত জানবে আপনার স্মেল কেমন ? আপনার চুলের ঘ্রান কেমন ? আপনার গালে ওই ছোট্ট ব্রণ তাকে ক'ষ্ট দিবে । আপনি পায়ে হিল জুতা পড়ে ঠোস পরেছে এই কারণে আপনি হাঁটতে পারছেন না সেটা ও সে লক্ষ্য করবে ।

সে হাজারো ব্যস্ত থাকলেও , আপনার ছোট খাট ব্যাপার গুলো খোঁজ নিতে ভুলবে না সকালে ঠিকঠাক ঘুম হয়েছে কিনা, খাবার খেয়ছেন কিনা, আপনি বলার আগেই সে বুঝে ফেলবে আপনার মন খারাপ কিনা, আপনি বলার আগেই আপনার প্রতিটা আবদার সে বুঝে ফেলবে আপনাকে তার ভবিষ্যৎ প্লান বলবে ।আপনাকে নিয়ে তার ভাবনা গুলো সে শেয়ার করবে । আপনাকে নিয়ে তার বুকের বা পাশে রেখে তার প্রতিটা সপ্নপূরন করবে

বন্ধু - বান্ধব ও আত্নীয় স্বজন একপাশে রেখে আপনাকে প্রায়োরিটি দিবে । মানুষটা যত সে ক্লান্ত থাকুক না কেন , আপনার জন্য সে সময় বের করতে ভুলবে না। পুরুষের ভালোবাসায় অদ্ভুত এক নিয়ম আছে , সে নিয়মে অজুহাত শব্দটা থাকে না। কারন একজন প্রকৃত পুরুষের কাছে ,পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল হল তার প্রিয়তমা। যার যত্ন করতে সে কখনোইইই ভুল করে না।🥀

ভালোবাসাটা হতে হবে একান্ত ব্যক্তিগত যেন এতে আর কেউ হস্তক্ষেপ না করতে পারে, ভালোবাসাটা এতটাই শুদ্ধ হবে যেন জোর গলায় বলা যায় আমি তোকে অনেক ভালোবাসি, আমার পাশে শুধু তোকেই চাই আমার তোকেই লাগবে ❤️🎀

©

-আমাকে যদি প্রশ্ন করা হয়,কোন পুরুষ সবচেয়ে সুন্দর!তাহলে আমি নিসন্দেহে বলে দিবো,ওই পুরুষ সবচেয়ে বেশি সুন্দর এবং উত্তম,যে এ...
23/10/2024

-আমাকে যদি প্রশ্ন করা হয়,কোন পুরুষ সবচেয়ে সুন্দর!
তাহলে আমি নিসন্দেহে বলে দিবো,ওই পুরুষ সবচেয়ে বেশি সুন্দর এবং উত্তম,যে এক নারীতে আসক্ত।
যে পুরুষ তার প্রিয় মানুষ টির জন্য সমস্ত নারী কে উপেক্ষা করে চলে।
তার প্রিয় মানুষ কষ্ট পাবে বলে সে তার সমস্ত খারাপ অভ্যাস গুলো পরি ত্যাগ করে।
এবং রাগের মাথায়ও একজন নারীকে সম্মান দিয়ে কথা বলে।
প্রতিটা নারীর জীবনে এমন একজন যত্নশীল পুরুষ আসুক, যে তার সবটুকু দিয়ে আগলে রাখবে,সম্পর্ক হবে হালাল এবং উদ্দেশ্য হবে জান্নাত। ❤️😇🥀


আমাদের মানুষ হৃদয়টা বড়ই অদ্ভুত। জানি আগুনে হাত দিলে পুড়বে, তবুও সেই আগুনের দিকেই হাত বাড়াই। মায়ার বাঁধনে নিজেকে জড়ি...
18/10/2024

আমাদের মানুষ হৃদয়টা বড়ই অদ্ভুত। জানি আগুনে হাত দিলে পুড়বে, তবুও সেই আগুনের দিকেই হাত বাড়াই। মায়ার বাঁধনে নিজেকে জড়িয়ে ফেলি এমন সব মানুষের সাথে, যাদের কাছে আমাদের দাম দু'পয়সারও নয়।

আমরা যে কী অসীম আশাবাদী! প্রতিটা সকালে ভাবি, হয়তো দ্রুত সব বদলে যাবে। তাই আরও একটু ধৈর্য ধরি, আরও একটু সময় দিই। কিন্তু এই 'আরও একটু'র শেষ কোথায়?

এক-একটা দিন যায়, এক-একটা রাত কাটে। ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলি। আয়নায় তাকালে আর চিনতে পারি না। কোথায় গেল সেই হাসিখুশি মানুষটা? কোথায় গেল সেই উজ্জ্বল চোখ দুটো? শুধু আছে একটা খোলস পড়া দেহ, যার ভেতরে একসময় প্রাণ ছিল।

তবুও আমরা শিখি না। প্রতিবার নতুন করে ভুল করি। কারণ আমরা ভালোবাসার জন্য পাগল, আবেগের কাছে অসহায়।
©

আমি অভিশাপ দিচ্ছি না! তবে আমি খুব করে চাই , আমার সাথে অন্যায় করা মানুষদের আল্লাহ তায়ালা নিজ হাতে শাস্তি দিক! আজ না হোক...
17/10/2024

আমি অভিশাপ দিচ্ছি না! তবে আমি খুব করে চাই , আমার সাথে অন্যায় করা মানুষদের আল্লাহ তায়ালা নিজ হাতে শাস্তি দিক! আজ না হোক তবে আজ থেকে দশ বছর /দশ যুগ পরে হলেও তারা তাদের কর্মফল ভোগ করুক! তারা উপলব্ধি করুক আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না! তারা এইটা ও উপলব্ধি করুক,অন্যকে ঠকালে নিজেকে ও ঠকতে হয়! অন্যকে কষ্ট দিলে সেই কষ্ট নিজের কাছেও ফিরে আসে।🤍



17/10/2024

উফ বুঝলাম না,
সবাই শুক্রবারে বিয়ে করতে চায় কেন.?
আমি তো সোমবারে বিয়ে করবো🤦‍♂️🫣

আমার পড়ালেখা করার জন্য এমন একটা রুম দরকার যেখানে- কোনো খাট থাকবেনা, কোনো বালিশ-কাঁথা থাকবেনা, কোনো ইন্টারনেট, মোবাইল, টি...
17/10/2024

আমার পড়ালেখা করার জন্য এমন একটা রুম দরকার যেখানে- কোনো খাট থাকবেনা, কোনো বালিশ-কাঁথা থাকবেনা, কোনো ইন্টারনেট, মোবাইল, টিভি, রেডিও, গিটার, গল্পের বই রং করার সামগ্রী থাকবেনা। কোনো আয়না থাকবেনা। এমন এক্টা ল্যাপটপ থাকবে যেটায় গান শোনা, মুভি/সিরিজ দেখা, ফেইসবুক চালানোর কোনো অপশন ই নাই। রুমে কোনো জানালা থাকবেনা, ঘন্টার পর ঘন্টা বসে আকাশ, গাছ পালা দেখার কোনো সু্যোগ থাকবেনা। এমন একটা চেয়ার থাকবে যেটা আমার ব্রেইন এর কার্যবিধি ডিটেক্ট করতে পারবে, আমি পড়ালেখা বাদ্দিয়ে দুনিয়াবি চিন্তায় মগ্ন হলেই চেয়ার আমাকে একটা ইলেক্ট্রিক শ/ক দিবে। পুরা রুমের ফ্লোরে থাকবে শতশত সাপ, যেই সাপগুলা চেয়ার বেয়ে উপরে উঠবেনা ঠিকই, কিন্তু আমি পড়ার টেবিল চেয়ার ছেড়ে নামলে আমাকে ছো/ব/ল মা/র/বে। এমন একটা রুম ছাড়া পরীক্ষায় ভালো রেজাল্টের কোনো সম্ভাবনা আমি দেখছিনা🙂

আসসালামু আলাইকুম শুভ সকাল
14/10/2024

আসসালামু আলাইকুম
শুভ সকাল

রেখে দেন না আপনার করে।,...আমি থাকতে চাই আপনার পুরো শহরটা জুরে❤️‍🩹🌼 ゚  ゚
12/10/2024

রেখে দেন না আপনার করে।,...
আমি থাকতে চাই আপনার পুরো শহরটা জুরে❤️‍🩹🌼



কাউকে সীমাহীন ভালোবাসলে, তা কখনও ফুরাইয় না কারণ সীমাহীন ভালোবাসার কোন শেষ নেই। তা কখনও ফুরাইয় না। তা শুধু বেড়ে যায় আর আম...
09/10/2024

কাউকে সীমাহীন ভালোবাসলে, তা কখনও ফুরাইয় না কারণ সীমাহীন ভালোবাসার কোন শেষ নেই। তা কখনও ফুরাইয় না। তা শুধু বেড়ে যায় আর আমি তোমাকে ভালোবাসি মানে দুনিয়ায় সব উ'ল্টা গেলেও আমি তোমাকেই ভালোবাসি। জানিনা তোমার মধ্যে কি এমন আছে তবে এতটুকু জানি নিজেকে তোমার মধ্যে হা'রিয়ে ফেলেছি। প্রত্যেক মানুষের জীবনে একটা করে স্পেশাল মানুষ থাকে যার জন্য সে পৃথিবীর সবার সাথে যু'দ্ধ করতে পারে ওই স্পেশাল মানুষের জায়গা কখনো কেউ নিতে পারে না, আর আমার জীবনে সেই মানুষটা হচ্ছে তুমি।
আমি তোমাকে অনেক ভালোবাসি "প্রিয়".!❤️🌸

Address

Joypurhat
Dhaka
5900

Telephone

+8801732280517

Website

Alerts

Be the first to know and let us send you an email when Photography goals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Photography goals:

Videos

Share