Photography goals

Photography goals -ধৈর্য দিয়ে যা অর্জন করা যায়..!!🤗💖

-তা শক্তি প্রয়োগ করেও করা যায় না.!!🖤🌸

01/09/2024

চিঠি 💌

প্রিয় myself

আশা করি খুব ভালো আছো। তোমাকে চিঠি দেয়ার মতো কেও নেই তাই আমি দিলাম। জীবনে এগিয়ে যাও বহু দূর কারো চিন্তা কারো মায়ায় না জড়িয়ে নিজেকে নতুন করে তোলো।

ইতি তুমি নিজেই

 #মুখোশ
30/08/2024

#মুখোশ

17/07/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম কালোরাত।

ইন্টারনেট বন্ধ, সাংবাদিক দের প্রবেশ বন্ধ, বিদ্যুৎ বন্ধ।😓












একাত্তরে মানুষ কীসের জন্য রেডিও ধরে বসে থাকতো, বুঝতে পারতেছি ৭১ এ রেডিও এখন ফেইসবুক    #কোটাআন্দোলন২০২৪     24       #কো...
17/07/2024

একাত্তরে মানুষ কীসের জন্য রেডিও ধরে বসে থাকতো, বুঝতে পারতেছি
৭১ এ রেডিও
এখন ফেইসবুক

#কোটাআন্দোলন২০২৪

24



#কোটাআন্দোলন






17/07/2024

" ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই খারাপ। পুলিশ-বিজিবি-ছাত্রলীগ সাধারণ ছাত্র
দের উপর হামলা করছে। ঢাকাসহ পুরো দেশের মানুষ ঢাবিকে বাঁচাতে, আপনাদের সন্তানকে বাঁচাতে এগিয়ে আসুন"

এমন পোস্ট সবাই নিজেদের profile এ দেন। গ্রুপের চেয়ে এটা বেশি কাজে আসবে।


#কোটাআন্দোলন২০২৪


#কোটাআন্দোলন




দেয়ালে এতদিন ভবিষ্যৎ আকাঁ ছিলো! অথচ আমরা বোকারা ভাবতাম,এটা ১৯৫২ সালের চিত্র😔💔          #কোটাআন্দোলন২০২৪  #কোটাআন্দোলন
17/07/2024

দেয়ালে এতদিন ভবিষ্যৎ আকাঁ ছিলো!
অথচ আমরা বোকারা ভাবতাম,এটা ১৯৫২ সালের চিত্র😔💔





#কোটাআন্দোলন২০২৪
#কোটাআন্দোলন

অপমানিত হয়েও হেসে হেসে উড়িয়ে দিয়ে ভিতরে ভিতরে ভীষণ কষ্ট পাওয়া সেনসিটিভ আমি! ❤️
14/07/2024

অপমানিত হয়েও হেসে হেসে উড়িয়ে দিয়ে ভিতরে ভিতরে ভীষণ কষ্ট পাওয়া সেনসিটিভ আমি! ❤️

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
14/07/2024

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

মানুষ অন্যের বিপদকে তার ‘পাপের ফল’।আর,নিজের বিপদকে 'সৃষ্টিকর্তার পরীক্ষা’ মনে করে🥹
12/07/2024

মানুষ অন্যের বিপদকে তার ‘পাপের ফল’।
আর,নিজের বিপদকে 'সৃষ্টিকর্তার পরীক্ষা’ মনে করে🥹

যেদিন বুঝতে পারবে, মাত্র ১০ টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়, সেদিন থেকে কারোর পেশা নিয়ে হাসাহাসি করবে না!!' 💔🙂
09/07/2024

যেদিন বুঝতে পারবে, মাত্র ১০ টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়, সেদিন থেকে কারোর পেশা নিয়ে হাসাহাসি করবে না!!' 💔🙂

কাউকে ডেডিকেট করে বলা হয়নি. যে লিখেছে জাস্ট ওয়াও *আমার কোন আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন, তাহলে বুঝে নিবেন সমস্যার শুরুটা...
06/07/2024

কাউকে ডেডিকেট করে বলা হয়নি. যে লিখেছে জাস্ট ওয়াও

*আমার কোন আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন, তাহলে বুঝে নিবেন সমস্যার শুরুটা হয়েছে আপনাদের কাছ থেকেই।

*যদি আমি আপনার সাথে পূর্বের তুলনায় কম কথা বলি, তাহলে বুঝে নিবেন আপনাদের কোন কথা বা কাজ আমাকে অনেক কষ্ট দিয়েছে।

*যদি আমার মায়া-টান আপনাদের ওপর থেকে কমে যায়, তাহলে বুঝে নিবেন আপনাদের স্বার্থপরতা আমাকে বহুবার ক্ষত করেছে।

*যদি আমার কোনো কথাকে খোঁচা দেয়া মনে হয়, তাহলে বুঝতেই পারছেন এমন খোঁচামার্কা কথা আপনারাও বহুবার বলেছেন। তাই নিজেও ফেরত পাচ্ছেন।

*যদি আমি আগের মত আপনাদের সাথে মিশতে না পারি তাহলে বুঝে নিবেন আপনাদের দেয়া কোন আঘাত আমি আজও ভুলতে পারিনি।

*যদি দেখেন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে আমার বাঁধছে না তাহলে বুঝে নিবেন আপনাদের চরম খারাপ ব্যবহারের কারনেই আমার ভদ্রতা লোপ পেয়েছে।

দুনিয়ায় সব সম্পর্কের কিছু সীমাবদ্ধতা আছে। তা অতিক্রম হলেই মানুষের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়।🖤

05/07/2024

এটা বৃষ্টি না ব্রাজিল ফ্যানদের চোখের পানি 😑

পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা আসবে। শ্রাবন মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অলৌকিক সংগীত শোনার জন্য আমি থাকব না। কোন...
05/07/2024

পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা আসবে। শ্রাবন মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অলৌকিক সংগীত শোনার জন্য আমি থাকব না। কোনো মানে হয়।
– হুমায়ূন আহমেদ

Move on! Move on! Move on! Reality তে কোনো move on হয় না...! আপনি যদি মন থেকে ভালোবাসেন তাহলে জীবনেও move on করতে পারবে...
04/07/2024

Move on! Move on! Move on!

Reality তে কোনো move on হয় না...! আপনি যদি মন থেকে ভালোবাসেন তাহলে জীবনেও move on করতে পারবেন না। তাদের কথা ভুলে যাওয়া impossible. হয়তো তাদের ছাড়া হাসতে পারবেন, কিন্তু দিন শেষে তাদের একটা ফোন কল বা মেসেজ আপনাকে আবার কান্না করাতে সক্ষম হবে। Move on বলে কিছুই হয় না real life এ just আগে আপনি তার সাথে থেকে হাসতেন আর এখন আপনি একা হাসেন That's life!

Flower lover😊
03/07/2024

Flower lover😊

নাটক: তিথিডোরকিছু সংলাপ আপনাকে গভীরভাবে আঘাত করবে...."গভীর প্রেমে আবদ্ধ থেকেও একজন মানুষ যে পরকিয়া করতে পারে তা নিজের চো...
02/07/2024

নাটক: তিথিডোর
কিছু সংলাপ আপনাকে গভীরভাবে আঘাত করবে....

"গভীর প্রেমে আবদ্ধ থেকেও একজন মানুষ যে পরকিয়া করতে পারে তা নিজের চোখে না দেখলে কখনও বিশ্বাস করতাম না"

"যেই মানুষটা জ্বরের উষ্ণতা নিজের শরীরে নিতে চায়, সেই মানুষটাও অন্যকারো শরীর থেকে উষ্ণতা খোজে"

"আপনার বয়স ত্রিশ মানেই আপনার অন্তত একটা মন ভাঙার গল্প আছে। হঠাৎ একদিন দেখবেন যে মানুষটা একসময় আপনাকে কষ্ট দিয়েছে,সেই মানুষটা অথবা সেই মানুষগুলো অনেক ভাল আছে। আর আপনার তখন মনে হবে দিজ ইজ নট ফেয়ার। কিন্তু আপনাকে সেটা ও মেনে নিতে হবে। কারন আপনি ম্যাচিউরড।

কিন্তু তারপরে ও তো কথা থেকে যায়! মাঝেরাতে ঘুম ভাঙলে কাউকে প্রশ্ন করতে ইচ্ছে হয়, আমাদের একসাথে দেখা স্বপ্নগুলোর তবে কী হলো? কোথায় হারালো?”

নাটক, সিনেমা আর বাস্তব জীবন যাই বলেন না কেন! অতিপ্রকাশিত প্রেমগুলো বোধয় এমনই ঠুনকো হয়। জন্মদিনে জ্বরের উষ্ণতা নিজের শরীরে নিতে চাওয়া বা খুব যত্ন করে বলে যাওয়া You are the coloure of my blood এসব কিছুই মিথ্যা হতে পারে, তা যত দ্রুত বুঝবেন ততই আপনার জন্য মঙ্গল, নয়তো এমন নিঃসঙ্গ আবদ্ধ ঘরে জীবন্ত লাশ হয়ে দিনের পর দিন পরে থাকবেন তাতে কোন লাভ হবে না।

"বেঁচে থাকার শক্তি নেই
মরে যাওয়ার সাহস নেই''
এমন পরিস্থিতি বুকে নিয়ে যারা ধুকে ধুকে মরছেন তাদের জন্যই মূলত এই নাটকটি....

জীবন ঘনিষ্ঠ এমন অনবদ্য সৃষ্টির জন্য নির্মাতাকে অনেক অনেক ধন্যবাদ! হাজারো মানুষের ঘুরে দাড়ানোর জন্য, নিজের কনফিডেন্সকে জাগ্রত করার জন্য, নিজেকে নতুন করে আবিষ্কারেরে জন্য নাটকটি অনেকেরই দেখা উচিত।

02/07/2024

কেউ একটু ভালো আচরণ করলেই আমি নিজ উদ্যোগে আমার ক'লিজাটা কে টে চুলায় রান্না করতে বসিয়ে দেই!
প্রতিবার ক'লিজা ভুনা খেয়ে লবণ কম হওয়ার দাবি শুনার পর হুঁশ হয়!🙂

নিঃশেষ হয়েও নিজের অস্তিত্বকে মেলে ধরি,হারিয়ে যাওয়া উপন্যাসের শেষ পাতায় সূচনা খুঁজি💔🦋
28/06/2024

নিঃশেষ হয়েও নিজের অস্তিত্বকে মেলে ধরি,
হারিয়ে যাওয়া উপন্যাসের শেষ পাতায় সূচনা খুঁজি💔🦋

দুঃখের স্ট্যাটাস দেওন যায় না, মাইনসে মনে করে বেডা গেছেগা!🙂
25/06/2024

দুঃখের স্ট্যাটাস দেওন যায় না, মাইনসে মনে করে বেডা গেছেগা!🙂

22/06/2024

মানুষ চিনতে ভুল করার ব্যাপারে কোনো আ্যওয়ার্ড থাকলে আমার ঘর ট্রফি দিয়ে ভর্তি থাকতো!🙂

21/06/2024

ধরেন আম্মু টেবিলে খাবার সাজাইতেছে আর আব্বু খাবার জন্য ডাকতেছে।
যতই বিরক্ত হন না কেন, Congratulations ✨ you are one of the luckiest persons in the world right now 🤍
Alhamdulillah 🥰

আমার এক টিচার বলতেন, জীবনে যা কিছু কর নিজেকে খুশি রাখার মাধ্যমে করো, অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর ...
20/06/2024

আমার এক টিচার বলতেন, জীবনে যা কিছু কর নিজেকে খুশি রাখার মাধ্যমে করো, অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক্ট্রিম লেভেলের নির্ভরশীল হবা না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়। বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শুনো, নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও, বিকেল বেলা মিষ্টিরোদে আপন মনে নিজের সাথে কথা বল, পছন্দের লেখকের ব‌ই পড়। নিজের কোন বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ, দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোন বুদ্ধিমতির কাজ না। খুব বেশী মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো। পুরানো কোন স্মৃতি মনে কর, হাসো, কাঁদো যাই কর নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি কর যাতে সবসময় একটা কাধের প্রয়োজন না পরে। যদি কোন কাজে সফল হ‌ও নিজেকে ট্রিট দাও, যদি অকৃতকার্য হ‌ও নিজের সাথে অভিমান কর, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হ‌ও। তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা কর না। অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে, পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নরমালাইজ করতে হবে, পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে? যদি সম্ভব হ‌য় ফাইনানসিয়ালিও নিজকে ইসটেবলিশড করতে হবে। যাতে তীব্র মুড সুয়িংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পার, নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো, নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনতে দিতে পারো। মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে। ঘরের এক কোণায় ফুল থাকবে,সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভাল হয়ে যাবে। সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না, দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না। যেখানে পারবা না, পারবা না। "না" বলাও শিখতে হবে।

আমার বাবা মা আমাকে এপ্রিসিয়েট করে না, আমার বয়ফ্রেন্ড আমাকে সময় দেয় না, আমার জামাই আমার সাথে ঠিকমত কথা বলে না, আমার বান্ধবীর আমার জন্য সময় নাই এসব উপদ্রবের সৃষ্টিই হবে না। আপনার ভাষায় যেটা এটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো আজাইরা টেনশন মাত্র। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন?

একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হ‌ওয়ার দরকার নাই শুধু নিজেকে অতটুকু ভালবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালবাসা খোঁজার প্রয়োজন না পরে 🌸

কলমে - ✍️ফাই

Collected

19/06/2024

- কারো বাসায় শাক-সবজি রান্না করলে জানাইয়েন। আমি আর পারতেসি না!🙂

বোকা নারী~গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দেয়আর গুরুত্ব পেলে সবটা উজাড় করে দেয়!পুরুষও ঠকেতবে নারীকে একটু যত্ন করে ঠকানো হয়...
19/06/2024

বোকা নারী~
গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দেয়
আর গুরুত্ব পেলে সবটা উজাড় করে দেয়!
পুরুষও ঠকে
তবে নারীকে একটু যত্ন করে ঠকানো হয়,
যার কোনো প্রমাণ চিহ্ন থাকে না-
অভিযোগের ভাষা থাকে না-
প্রতিবাদের সাহস থাকে না-
প্রতিশোধের ইচ্ছে থাকে না-
শুধু থাকে দেহ আত্মা ছাড়া
একটা নিথর শরীর!

18/06/2024

পৃথিবীতে এত মানুষ থাকতে
আমার শুধু সাপের সাথেই পরিচয় হয়🙂

আমি ছোট ছোট জিনিস খুব দারুণভাবে উপলব্ধি করি।এই যেমন মাথার  দু’ফুট উপর দিয়ে একটা পাখি উড়ে গিয়ে কৃষ্ণচূড়ার ডালে বসলে, আমি ...
18/06/2024

আমি ছোট ছোট জিনিস খুব দারুণভাবে উপলব্ধি করি।
এই যেমন মাথার দু’ফুট উপর দিয়ে একটা পাখি উড়ে গিয়ে কৃষ্ণচূড়ার ডালে বসলে, আমি থমকে দাঁড়িয়ে তাকিয়ে থাকি। রাস্তায় আগাছার ভেতরের হলদে ফুল, আমি তুলে নিয়ে কয়েক ক্লিক ছবি তুলে নেই। তারপর বইয়ের মধ্যে রেখে দেই। বহুবছর পর কারো সাথে দেখা হলে প্রথমেই তার চিনে ফেলার সময়টা আমার দারুণ লাগে, তারপর যখন বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয় সেই অনুভূতিটা ভুলে যাবো না বলে খাতায় টুকে রাখি। গুন গুন করে গান গাইলে মা যখন তার সাথে গলা মিলায় আমার ভালো লাগে। রাস্তায় হাঁটার সময় ভুলের বসে যখন কারো সাথে ধাক্কা লাগে, তখন আগ বাড়িয়ে তার সরি বলাটা আমায় দারুণ টানে।
বন্ধুদের সাথে বিদায় বেলা যখন কেউ বলে ওঠে, “এই সাবধানে যাস, রাস্তায় আজ অনেক ভীর।” তখন তৃপ্তি লাগে।

আমি ছোট ছোট জিনিস খেয়াল করি। আনন্দ থেকে তিক্ততা সবই খুঁজি। কারো ভালো আচরণ খেয়াল করার বাতিক যেমন আছে আমার, তেমন খারাপ আচরণগুলো।
আমি টের পাই কেউ বিরক্তর দীর্ঘশ্বাস টানলে। আমি বুঝতে পারি কোন হাসিতে আন্তরিকতা নেই। আমি অনুভব করি কে দায়ে পরে কথা বলছে আমার সাথে। আমি খেয়াল করি কে দূরে যেতে চাইছে। সব বুঝি, কিচ্ছু এড়ায় না আমার থেকে।

এই যে বুঝি সব। এখানেই ঝামেলা আসলে। কাছের কেউ দূরের হয়ে যায় এতে, আবার দূরের কেউ হাসি হয়ে যায়।

17/06/2024

কুরবানী হক সকল হিংসা-বিদ্বেষ ,লোভ-লালসার!

সুখ আসলে কী?বিখ্যাত এক তুর্কি কবি তার বিখ্যাত চিত্রশিল্পী বন্ধুকে অনুরোধ করেন, সুখ কী তা যেন এঁকে দেখান। তিনি এই ছবিটা আ...
14/06/2024

সুখ আসলে কী?

বিখ্যাত এক তুর্কি কবি তার বিখ্যাত চিত্রশিল্পী বন্ধুকে অনুরোধ করেন, সুখ কী তা যেন এঁকে দেখান। তিনি এই ছবিটা আঁকেন।

একটা ভাঙা খাটের ছোট বিছানায় শান্তিতে ঘুমাচ্ছে একটি বড় পরিবার। খাটের একটা পায়া নই, সেখানে দুটি ইট রাখা। জরাজীর্ণ বাড়ির ছাদের ফুটো থেকে পানি পড়ছে, ওখানে তাই ছাতা রাখা। বাড়ির কুকুরটিও বিছানায় শান্তিতে ঘুমায়। কপাটবিহীন জানালায় পাখি বসেছে। মুরগি শেয়ালে নেবারও দুর্ভাবনা নেই।

ছবিটা দেখার পর মনে হলো, সুখ মানে সমস্যা না থাকা নয়, কষ্টের পরিস্থিতিকে স্বাচ্ছন্দ্যে মেনে নেওয়ার মধ্যেই সুখ। যা আছে তা নিয়েই খুশি থাকি, শান্তিতে ঘুমাই।
©

একটা কথা মনে রেখো! নিজের Happiness, সুন্দর Relationship কিংবা গভীর Friendship কোনোটাই মানুষকে বেশি দেখাতে নেইই! নিজের জী...
13/06/2024

একটা কথা মনে রেখো! নিজের Happiness, সুন্দর Relationship কিংবা গভীর Friendship কোনোটাই মানুষকে বেশি দেখাতে নেইই! নিজের জীবন হোক বা Social media একটু কম কম দেখাও, দেখালে নির্দিষ্ট কিছু মানুষকে দেখাও! প্রাইভেসি মেইনটেইন করো!
কারণ মানো আর নাই মানো সবাই কিন্তু তোমার ভালো চায় না!'!🖤

প্রাক্তন মুভিতে ছাড়াছাড়ির আগের একটা দৃশ্যে ঋতুপর্ণা প্রসেনজিৎকে বলে, "একটা জন্মদিন, একটা এনিভার্সারি। এই দিনগুলো কখনো ফি...
12/06/2024

প্রাক্তন মুভিতে ছাড়াছাড়ির আগের একটা দৃশ্যে ঋতুপর্ণা প্রসেনজিৎকে বলে, "একটা জন্মদিন, একটা এনিভার্সারি। এই দিনগুলো কখনো ফিরে আসেনা। প্ল্যান করতে হয়। ট্যুর পোস্টপোন করতে হয়। মিটিং ক্যান্সেল করতে হয়। সবকিছু ছেড়েছুড়ে মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয়। কখনো দুই ঘন্টা আমার অপেক্ষায় ফোনের স্ক্রিনের দিকে চোখের জল ফেলো, সেদিন আমায় বলতে এসো " Accept me as I am".

মাঝে মাঝে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা প্রিয় মানুষগুলোর কাছে একটু সময় আর যত্ন চাই, একটুখানি আদরে আবদারে প্রশ্রয় চাই। বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু মুহূর্ত পেতে চাই। হয়ত সবার জীবনে সেরকম মানুষ থাকে না। আর থাকলেও সেটা তারা বুঝতে পারে না বা কখনো বুঝার প্রয়োজনীয়তাও মনে করে না।

অবহেলা কিংবা অনাগ্রহে বুকের ভিতর আস্ত একটা নদী শুকিয়ে গেলেও তা কেউ টেরই পায় না। যা আমরা কখনো পরিবার থেকে পাই না পরবর্তীতে আমাদের জীবনে আসা প্রিয় মানুষদের কাছ থেকে সেটা পাওয়ার প্রবল প্রত্যাশা আমাদের থাকে। সেখানেও প্রত্যাশার মৃত্যু মানিয়ে নেওয়ার নিধারুণ অভিনয়। মুহূর্তরা কেটে যায়, জীবন ঠিকই চলে।
তবুও প্রিয় মানুষগুলো যত্ন নিলে, আগ্রহ থাকলে সেই মুহূর্তগুলো প্রজাপতি হতে পারত, একটা আকাশ হতে পারত, রংধনু হতে পারত, ফুল হতে পারত, ক্যানভাসের খুব প্রিয় কোন ছবি হতে পারত। হতে পারত জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। অথচ সবশেষে মুহূর্তরা বাঁচে অপেক্ষায়, অবহেলায়, অনাগ্রহে।

অবহেলায় মানুষ ভিতর থেকে ম*রে যায়, অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয়। একসময় মানুষ প্রত্যাশা করা ছেড়ে দেয়। অভিমান- অভিযোগ করা বন্ধ করে চুপ হয়ে যায়। ইচ্ছেদের উড়িয়ে দেয় আকাশে। কেবল দীর্ঘস্বাসে হঠাৎ হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলেই অন্যরকম হতে পারত!
Copied

Address

Joypurhat
Dhaka
5900

Telephone

+8801732280517

Website

Alerts

Be the first to know and let us send you an email when Photography goals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Photography goals:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All