
28/01/2025
সম্ভবত বিশ্ব ইজতেমা ২০২৪ এর ছবি....যেখানে বিশ্ব ইজতেমায় অংশ গ্রহণ করা একজন মুসল্লির ওজু করার জন্য পা ধোঁয়ার পানি ডেলে দিচ্ছে এক পুলিশ সদস্য আর সে মুসল্লি বিশ্বাসের শহিদ পুলিশের কাঁধে ভর দিয়ে নিজেও ওজু সেরে নিচ্ছে ❤️
আহ কি অপরূপ দৃশ্য 🥰
এটাই আমার বাংলাদেশ.... আমরা সবাই মানুষ হয়তো বা কর্ম এবং পোশাক বিচ্ছিন্ন ঘটনার জন্য দূরত্ব সৃষ্টি করে কিন্তু মুসলিম এবং একই দেশের মানুষ হিসেবে আমরা সবাই একে অপরের অংশীদার সকলেই ভাই ভাই....আমরা এরকম ভাবেই একে অপরের কাঁধে বিশ্বাসের শহিদ হাত রেখেই বৈষম্য মুক্ত একটি সোনার বাংলা গড়তে চাই☺️ মাশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালনা করুক.(আমিন)