টিউশন/ Tuition Kushtia

টিউশন/ Tuition Kushtia Assalamu alikum

14/10/2024

প্রায়োরিটি দেওয়ার নামে সবচেয়ে কাছের মানুষকেই মানুষ প্রায়োরিটি দিতে পারেনা।
মানুষ চায়, তার কাছের মানুষটি কুকুর হোক। প্রভুভক্তি নিয়ে পায়ের কাছে হাটু গেড়ে বসে থাকুক অনন্তকাল। মানুষ; তার প্রিয় মানুষের ব্যক্তিগত পৃথিবীর আয়তন ছোট করে দিতে চায়। যে আয়তনে সে তার নিজেকে ছাড়া অন্য কিছুর জন্যই আর স্পেস রাখেনা।

ভালোবাসা ব্যপারটা আসলে উদারতা নয়; এটা একটা সীমাবদ্ধতা। একটা শেকল। একটা বন্ধন।

সবচেয়ে কাছের মানুষের জন্য প্রয়োজনে জীবন দেওয়া যায়; অথচ তাকে পুরোপুরি স্বাধীনতা দেওয়া যায়না।

06/10/2024

শিক্ষক দিবসের শুভেচ্ছা। ❤️

 #ফুল দেওয়ার চেয়েও ফুলের মতো যত্নে রাখা মানুষের বেশি প্রয়োজন।
06/10/2024

#ফুল দেওয়ার চেয়েও ফুলের মতো যত্নে রাখা মানুষের বেশি প্রয়োজন।

আপনার বিবেক কি বলে …???শেরপুর কেমন আছে 😢ময়মনসিংহ কেমন আছে 🥲নেত্রকোনা কেমন আছে 🥲
06/10/2024

আপনার বিবেক কি বলে …???

শেরপুর কেমন আছে 😢
ময়মনসিংহ কেমন আছে 🥲
নেত্রকোনা কেমন আছে 🥲

06/10/2024

আমার দেখা সেরা মুভি। শেষ পর্যন্ত দেখুন

চা এর সাথে পুরি আহা সেই টেস্ট 🥰🥰 #পুরি
14/09/2024

চা এর সাথে পুরি আহা সেই টেস্ট 🥰🥰
#পুরি

13/09/2024

মানুষের কিসের এত অহংকার, চোখ বুজিলে দুনিয়া আন্ধার, মানুষ কেন বোঝেনা, আজকে কোটিপতি কালকে ফকির, এটা হচ্ছে দুনিয়ার নিয়ম অহংকার পতনের মূল, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন!🖤

এমন একটা আলমারি হলেই চলবে ব্যাস !🌚
12/09/2024

এমন একটা আলমারি হলেই চলবে ব্যাস !🌚

10/09/2024

যমুনা নদী বগুড়া🥰🥰

এই রাতে এই চোখের দিকে তাকানোর পর আর ঘুম আসছে না। কোনোভাবেই না।কি একটা নিষ্ঠুর সময়ে বসবাস করছি!এই ছবির ফটোগ্রাফারের নামটা...
22/08/2024

এই রাতে এই চোখের দিকে তাকানোর পর আর ঘুম আসছে না। কোনোভাবেই না।

কি একটা নিষ্ঠুর সময়ে বসবাস করছি!

এই ছবির ফটোগ্রাফারের নামটা জানিনা। কেউ জানলে একটু জানাবেন। ক্রেডিট দিবো। 🥺

21/08/2024

Next target auto job with 1 lakh tk salary and auto biya with USA visa.🙂

19/08/2024

কাউকে হাসাতে পারলেই তো আপনি হাসতে পারবেন।একা একা হাসলে তো লোকে পাগল বলবে,আর সেটার জন্যেও তো কোনো একটা খুশির কারণই লাগে যা আপনার দ্বারাই সৃষ্ট!
কাঁদাতে তো সকলেই পারে, হাসাতে পারে কয়জন? তাই অপর জনকে হাসিয়ে দেখেন নিজেও হাসতে পারবেন।🙂

19/08/2024

কে ছেড়ে গেলো, কে ইগ্নোর করলো, আর কে পেছনে বদনাম করলো, তা দেখার সময় নেই! কিন্তু কে থেকে গেলো, কে খারাপ সময়ে পাশে থাকলো, সেইটা আমার কাছে most Important.❤️

19/08/2024

- এইযে প্রেম, ভালোবাসা, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বিহীন সময় কাটাচ্ছেন, সময় মতো খাচ্ছেন, ঘুমাচ্ছেন, পড়াশোনা করছেন, পরিবারকে সময় দিচ্ছেন, বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরতেছেন, ছবি তুলতেছেন, স্টোরি দিচ্ছেন বাড়তি কোনো প্যারা নিতে হচ্ছে না। এরকম সিঙ্গেল থাকাটা আসলেই সুন্দর!

কতরকম যে সম্পর্ক হয় পৃথিবীতে! মানুষকে যে কত রকমের সম্পর্ক পেরিয়ে আসতে হয় জীবনে! আমি দেখেছি মানুষ ভালোবেসে বিয়ে করে তারপর...
18/08/2024

কতরকম যে সম্পর্ক হয় পৃথিবীতে! মানুষকে যে কত রকমের সম্পর্ক পেরিয়ে আসতে হয় জীবনে! আমি দেখেছি মানুষ ভালোবেসে বিয়ে করে তারপর দু'জন-দু'জনকে কষ্ট দেয়। আবার এও দেখেছি দু'জন-দু'জনকে সারা জীবন ভালোবাসলেও কাছে আসতে পারে না। স্পর্শ করতে পারে না। শুধু দূর থেকে ভালোবেসে যায়। অনেকটা পৃথিবী আর সূর্যের মতো। দু'জন- দু'জনকে ছাড়া থাকতে পারে না, কিন্তু কাছেও আসতে পারে না 🖤

Address

Kushtia
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when টিউশন/ Tuition Kushtia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share