Abrarul Hoque Asif Lover's

Abrarul Hoque Asif Lover's Worldly life is very short, so turn to Allah before you return to Allah.

20/12/2023

১ লক্ষ ২৪ হাজার নবী পৃথিবীতে এসেছেন; এর মধ্যে শ্রেষ্ট নবী হযরত মুহাম্মদ (সাঃ)।
-সুবহানআল্লাহ!!!

27/11/2023

হাদিস:
নিশ্চয়ই সকল আমলই নিয়ত অনুযায়ী হয়ে থাকে,
"প্রত্যেকে তাই লাভ করে, যা সে নিয়ত করে" (বুখারী :১, মুসলিম : ১৯০৮)

19/09/2023
একজন কিংবদন্তির বিদায়!একজন আল্লামার বিদায়!কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ...
14/08/2023

একজন কিংবদন্তির বিদায়!
একজন আল্লামার বিদায়!

কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাঁর দ্বীনের একনিষ্ঠ এ খাদিমকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নিন।

কথা বলেন ঠিক কি না।
17/06/2023

কথা বলেন ঠিক কি না।

24/04/2023

- কাউকে জীবনসঙ্গী করার জন্য মাদ্রাসা কিংবা জেনারেল...!
"It’s not fact"
- দ্বীনদার হওয়াটা আসল ব্যপার...!

20/04/2023

🥰আলহামদুলিল্লাহ🌙
সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে।আগামীকাল সৌদিতে ঈদ। বাংলাদেশে শনিবার ঈদ হবে ইনশাআল্লাহ 🌙

13/04/2023

মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ দিন গুলোর মধ্যে অন্যতম এই দিনটি: 🌃লাইলাতুল কদর রাতের দোয়া 🕌 -- আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী .. !! অর্থ -- আল্লাহ আপনি ক্ষমাশীল , আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন , আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন .. !! 🕋আমিন -

রিয়া যুক্ত ইবাদত থেকে সবাই বিরত থাকি। ঘটনা - ১ : একজন লোক দৈনিক ৫ ওয়াক্ত সালাত ওয়াক্তমত আদায় করে থাকে। কিয়ামতের দিন তাঁক...
24/03/2023

রিয়া যুক্ত ইবাদত থেকে সবাই বিরত থাকি।
ঘটনা - ১ : একজন লোক দৈনিক ৫ ওয়াক্ত সালাত ওয়াক্তমত আদায় করে থাকে। কিয়ামতের দিন তাঁকে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেলা হলো।
ঘটনা - ২ : এক ব্যক্তি রমজানে সবগুলো ফরজ রোজার পাশাপাশি সকল নফল রোজাও রাখে। কিয়ামতের দিন তার আমলনামা বামহাতে দেওয়া হলো।
ঘটনা - ৩ : একজন লোক তার জীবনে ফরজ হজ্জ্বের পাশাপাশি ৩/৪ টি নফল হজ্জ্ব ও উমরাহ পালন করেছেন। হাশরের ময়দানে তার আমলনামায় কোনো আমল নেই।

কিন্তু কেন? কি কারণে তাদের এতো এতো আমল বিনষ্ট হয়ে গেলো?

প্রথম ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা : সেদিন ফেসবুকে ঢুকে দেখলাম একজন পোস্ট করেছে "ফজরের সালাতের সময় হয়েছে সকলে উঠুন নামাজ আদায় করুন।" ভেবে দেখলাম যারা নামাজী তারা ঐসময় উঠতে পারলে অবশ্যই নামাজ আদায় করবেন আর উঠতে না পারলে নামাজ কাযা হয়ে যাবে, যারা নামাজ পড়েন না তারা ঐসময় জেগে থাকলেও নামাজ পড়বেন না। তাহ‌লে সেই পোস্ট কার কাজে লাগবে? পোস্টটা দেওয়ার উদ্দেশ্য কি এটাই যে কাউকে নামাজ পড়তে উৎসাহিত করা নাকি উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো যে, 'আমি ফজর আদায় করেছি'? কারো আমল যদি সে সবাইকে বলে বা দেখিয়ে বেড়ায় সেই আমল কখনোই তার কোনো কাজে আসবে না কারণ সে তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নয় লোক দেখানোর উদ্দেশ্যে করছে।

দ্বিতীয় ঘটনার বিস্তারিত আলোচনা : ফেসবুকে রোজার সময় মানুষের স্টোরি বা পোস্ট জুড়ে একটি কথাই থাকে "1st seheri done", "1st iftar done".. "আবার অনেকে বলে এইবার এতগুলো রোজা রেখেছি (আমি নিজেও বলতাম ছোটবেলায়)" কিন্তু এইসব পোস্ট করার মাধ্যমে তারা নিজেদের আমল নষ্ট করছে এছাড়া আর কিছুই নয়।

তৃতীয় ঘটনার বিস্তারিত আলোচনা : কেউ যখন হজ্জ্ব করে আসে তখন পরিচিত অনেকেই জানে যে সে হজ্জ্বে গিয়েছিলেন। কিন্তু যখন সে এটি জনে জনে বলে বেড়ায় যে, "এতোগুলো হজ্জ্ব করেছি আমি, আল্লাহর রহমত ছিলো আমার উপরে" এগুলো কি লোক দেখানোর কাতারে পড়ে না? কেউ কেউ নিজে কতো বিত্তশালী এটি দেখানোর উদ্দেশ্যে হজ্জ্ব করে থাকে। আল্লাহতো মনের খবর জানেন উনি এটাও জানেন যে কার নিয়ত কি। লোক দেখানোর নিয়তে কিছু করলে সেই আমল গ্রহণযোগ্য হয় না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক।

মনে রাখবেন.... রিয়া হলো ইবাদাত ধ্বংস কারি।

13/03/2023

কিসের হারাম রিলেশন

ছেলে তোমাকেই বলছি
ছাত্র অবস্থায় বিয়ে করার উদ্যোগ নাও।

সমাজ এর দিক তাকিয়ে লাভ নেই ।
তারা তোমার ঈমান রক্ষার দায়িত্ব নিবে না।
এই ফেতনার যুগে বিয়ে ছাড়া ঈমান রক্ষা করা অসম্ভব।

বিয়ে শুধু পড়িয়ে রাখো,যে যার বাসা থেকে দুজনেই পড়াশোনা করো।সম্ভব হলে মাঝে মাঝে নিজেও তার খরচ বহন করো।হালাল ইনকাম হলে তুলে আনো।

*এতে তোমার চরিত্র হেফাযত হবে।
*সম্পর্ক হালাল হবে।
*জেনা ব্যভিচার এ জড়াতে হবে না।
*পাপাচার থেকে রেহায় পাবা।
*তোমার দৃষ্টি হেফাযতে থাকবে।
*স্বামী স্ত্রীর মাঝে প্রেমময় সম্পর্কেও সাওয়াব
*নিজের মধ্যে দ্বায়িত্ববোধ চলে আসবে।
*অন্তরে প্রশান্তি চলে আসবে
*ইবাদতে আনন্দ লাগবে
*আল্লাহ তায়ালা রহমত বর্ষিত করবেন ও হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন ইন শা আল্লাহ।
*ইত্যাদি

আর মেয়ে তোমাকে বলছি...
নিজেও একটু ছেলের জন্য সহজ হয়ে যাও।
সব সময় ক্যারিয়ার এর দিক তাকিয়োনা।
এভাবে যদি কোনো প্রস্তাব আসে এবং দ্বীন ও তাকওয়া ঠিক থাকে তাহলে পরিবারকে বুঝিয়ে বিয়ে করে নাও।
দেখবা বিয়ের বরকতে আল্লাহ তায়ালা তোমার স্বামীর হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে।
ইনশাআল্লাহ

সমাজে বিয়ে সহজ হোক
হারাম থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ 🌸

07/03/2023

অালহামদুলিল্লাহ 🤲
আজ দিবাগত রাতে পবিত্র শবে-বরাত 📿🤲

আমি আসিফ বলছি।আমার পক্ষ থেকে একটি ম্যাসেজ সবাইকে পৌঁছে দিবেন।আমি কাউকে নিয়ে হিংসা করি না, কারো জন্য আমার মন ছোট নয়।আমি ম...
25/02/2023

আমি আসিফ বলছি।আমার পক্ষ থেকে একটি ম্যাসেজ সবাইকে পৌঁছে দিবেন।

আমি কাউকে নিয়ে হিংসা করি না, কারো জন্য আমার মন ছোট নয়।আমি মানুষ হিসেবে, আমার ভিতরে হাজার ত্রুটি রয়েছে।আস্তে আস্তে সব শুধরে নিবো ইনশা আল্লাহ।কেউ একদিনেই পারফেক্ট হয়ে উঠতে পারে না।
আমি যতদিন বেঁচে আছি, সবাইকে ভালোবেসে যাবো।আমার জবান থেকে কোনদিন কাউকে নিয়ে হিংসাত্মক কোন বক্তব্য পাবেন না।এটা আমার ওয়াদা...

আমি সাধারণ ঘরের, অতিসাধারণ একজন ছেলে।আপনি হাজার গালি দিয়েও, আমার মুখের মুচকি হাসিটা কেড়ে নিতে পারবেন না।😊বাজে মন্তব্যের বিপরীতে শুধু ভালোবাসাটাই পাবেন।আমি শুধু ভালবাসাটা বুঝি।আমার মনে কেন যেন শুধু ভালোবাসাটাই আসে!।আল্লাহ যেন এমন মনটাই আমার আজীবন রাখেন।দোয়া চাই সবার।♥️

✍️আবরারুল হক আসিফ ✍️

22/12/2022

মিজানুর রহমান অাজহারির ঐতিহাসিক সেই বক্তব্য যা শুনে হাজার হাজার মানুষ হতবাক 🫡
মিজানুর রহমান আজহারী অফিসিয়াল ফেনস্

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abrarul Hoque Asif Lover's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share