26/08/2023
আসসালামু আলাইকুম
আমাদের রাজপুত্র মেহেদী (৯ বছর বয়স) অনেক অনেক অসুস্থ। তার হার্টে ফুটো আছে এবং তার Open Heart Surgery ও করা। বেশ কিছুদিন থেকেই মেহেদীর অনেক শ্বাসকষ্ট হচ্ছে। তার বুকে এতোটাই ব্যাথা যে, সে তার মা বাবাকে বলে আমার বুকে জোরে চাপ দিয়ে রাখো, তাহলে নিঃশ্বাস নিতে পারি।
আগে তার ডেংগু ও হয়েছিলো। গত এক সপ্তাহে ৩ বার Echocardiogram টেস্ট করানোর চেষ্টা করা হয়েছে কিন্তু মেহেদী শরীর এতটা খারাপ এবং ব্যাথা যে, কোনবারই সম্পূর্ণ টেস্ট করাতে পারেনি, এমনকি একবার মাথা ঘুরে পরে গিয়েছিল।
আমরা মেহেদীর এইবারের চিকিৎসার জন্য কিছু আর্থিক সহায়তা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ তবে সেটা তার চিকিৎসার খরচ অনুপাতে খুবই সামান্য।
মেহেদীর বাবা একটি বাসায় দারোয়ানের চাকরি করেন। তার বেতনের টাকা দিয়ে এই ব্যয়বহুল চিকিৎসা চালানোর মতো অবস্থা নেই। উনি মেহেদীর জন্য সবার দোয়া চেয়েছেন