Extra Miles

Extra Miles Safety First!

28/10/2023

পরাক্রমশালী নেদারল্যান্ডস কে হারিয়ে বাংলাদেশ আজকে একটা অঘটন ঘটাবেই!

27/10/2023

স্বাভাবিক ও ঝুকিহীন ভাবে মোটরসাইকেল চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন হচ্ছে মোটরযান এর হেডলাইট এর আলো।
যদি কোন ভাবে এই আলো পর্যাপ্ত মনে না হয় আমরা আমাদের মোটরযান এ ফগ লাইট বা আলাদা ভাবে লাইট লাগিয়ে স্বাভাবিক চলাচলের চেষ্টা করি।
কিন্তু মাঝে মাঝেই শুনি যে এর কারনে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে অনেক বাইকারকে। আর হয়রানির ভয়ে অনেকেই মোটরসাইকেল এ ফগ লাইট না লাগিয়ে হাইওয়েতে নাইট রাইড করে দূর্ঘটনার শিকার হয়েছেন এমন নজির ও আছে।

একজন বাইকার হিসাবে আমি এই আইন পরিবর্তনের জন্য অনুরোধ করছি।

Excuses will make today easier but Tomorrow, harder!      #বাংলাদেশ
27/10/2023

Excuses will make today easier but Tomorrow, harder!

#বাংলাদেশ

We are ready to roll tonight.       #গোপালগঞ্জ  #বাংলাদেশ
26/10/2023

We are ready to roll tonight.

#গোপালগঞ্জ #বাংলাদেশ

What a game!What a nerve wrecking game! Maguire with A Goal, Onana with that last sec save! United is alive! Glory Glory...
24/10/2023

What a game!

What a nerve wrecking game!
Maguire with A Goal, Onana with that last sec save! United is alive!
Glory Glory Man United!

আজকে কমলা দেওয়ার সময়।আমাদের অফিস এর বড় ব্যাপার হল এখানে সবাই সব সময় এমন চিল মুড এ থাকে।নিজাম ভাই, টিপু ভাই, তানভীর, ...
23/10/2023

আজকে কমলা দেওয়ার সময়।

আমাদের অফিস এর বড় ব্যাপার হল এখানে সবাই সব সময় এমন চিল মুড এ থাকে।
নিজাম ভাই, টিপু ভাই, তানভীর, রকিব এদের মিস করি যদিও টিপু ভাই মাঝে মাঝেই আসেন অফিসে, বাকি তিনজনের সাথে দেখা সাক্ষাৎ নাই বললেই চলে।

22/10/2023

বিলের থেকে ধরে আনা তরতাজা কই মাছ!
আমি ধরি নাই তবে সব কিনে নিছি।
এত কই মাছ খাব কেম্বালা ভাবতেছি।
কারো লাগলে জানাও 😉

21/10/2023

রাত এর লং রাইড গুলোয় আমার কিছু অদ্ভুত ঘটনার অভিজ্ঞতা আছে।
এখন যেটা শেয়ার করছি সেটা গত ১৯-১০-২০২৩ এর ঘটনা।
ঘুটঘুটে অন্ধকারের মধ্যে থেকে হুট করে বের হয়ে আসা এই জিনিসটা কি ছিল বলে মনে করেন?

এই সপ্তাহের মধ্যেই আমার জীবনের সবচেয়ে ভয়ংকর ঘটনার আর একটি ভিডিও পাবলিশ হবে ফেইসবুক ও ইউটিউবে।
চোখ রাখুন!

১৯ অক্টোবর ঢাকা থেকে গোপালগঞ্জ এর উদ্দেশ্যে বের হয়ে যাই।ঢাকা রাত ১০ টায় ছেড়ে গোপালগ্জ এ ঢুকি রাত ২:৪৫ এ।এত সময় নিয়ে...
21/10/2023

১৯ অক্টোবর ঢাকা থেকে গোপালগঞ্জ এর উদ্দেশ্যে বের হয়ে যাই।
ঢাকা রাত ১০ টায় ছেড়ে গোপালগ্জ এ ঢুকি রাত ২:৪৫ এ।
এত সময় নিয়ে রাইড করার পেছনে কারণ এই জায়গাটা।
এখানে ছোট বিরতি প্রতিবারই নেওয়া হয় কিন্তু এবার থেমে ছিলাম টানা দেড় ঘণ্টা!

একটি ব্লগ করছিলাম আমার সাথে ঘটে যাওয়া অদ্ভুত কিছু ঘটনা নিয়ে, যা আমি আমার নাইট রাইডিং ক্যারিয়ার এ ফেস করেছি।
টানা ব্রেক নেওয়ার কারণে কয়েকজন ইন্টারেস্টেড মানুষের সাথে কিছুক্ষণ আড্ডা ও হল।

৪ জন মানুষ এর সাথে আমার আড্ডা হয়েছে, ৪ জন এর এপ্রোচ, জার্নি এর পিছনের কারন ভিন্ন।
এটা থেকে আমি একটা জিনিস আবার বুঝলাম, এক এক জন মানুষ এক এক রকম হয়ে থাকেন। তাদের ব্যাক স্টোরি এক এক রকম।
যদিও আমরা সবাইকে ঢালাও ভাবে জাজ করি, এখানে মজা হচছে আমাদের বিচার বিশ্লেষণ, আমরা যেমন, তেমনি হয়।
But We can be limitless, with our perspective towards others.

পুজোর সাজে প্রিয় গোপালগঞ্জ শহর।স্কুলের পরে গোপালগঞ্জ ছেড়ে যাওয়ার কারনে এর পরের পুজো গুলোর মেমোরি আমার নেই, থাকবে কিভা...
20/10/2023

পুজোর সাজে প্রিয় গোপালগঞ্জ শহর।
স্কুলের পরে গোপালগঞ্জ ছেড়ে যাওয়ার কারনে এর পরের পুজো গুলোর মেমোরি আমার নেই, থাকবে কিভাবে? আজকে কাজ শেষ করে পুজো দেখার জন্য সময় বের করে রেখেছিলাম।
আবার আসার আগে বান্ধবীকে বলে নাড়ু লাগবে বলে বুকিং দিয়ে রেখেছিলাম।
আজকে এক হাতে নাড়ু এক হাতে বাইক নিয়ে শহরের মধ্যে ঘুরতে ঘুরতে খেলাম আর পুজো দেখলাম।
কালীবাড়ি মোড় এ 2 পিচ খাইছিলাম, 1 কিমি রাইড করতে করতে বাকি সব শেষ করে ফেলেছি!!
কি যে স্বাদের নাড়ু বানাইসেন মাসী! অবিশ্বাস্য!!

৩ নম্বর ছবি বেদ গ্রাম এ দাড়ায়ে, ফাঁকা হাত এ!!
আমি আবার ও আমার জন্য এক প্যাকেট এর রিকুইজিশন দিয়ে রেখেছি!
আগামী সপ্তাহে এসে আবার খাব!! ☺️

আজকে ষষ্ঠী, সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা!
#দুর্গা #পূজা #পুজো #গোপালগঞ্জ #বাংলাদেশ

শুভ সকাল।বাশ রেডি হচ্ছে!!
14/10/2023

শুভ সকাল।
বাশ রেডি হচ্ছে!!

গত সপ্তাহ থেকে বাড়ি যাব বাড়ি যাব করলেও ঢাকায় কাজের চাপ আর বৈরী আবহাওয়া এর কারণে সুযোগ করতে পারি নাই।এই সপ্তাহে ও আজক...
13/10/2023

গত সপ্তাহ থেকে বাড়ি যাব বাড়ি যাব করলেও ঢাকায় কাজের চাপ আর বৈরী আবহাওয়া এর কারণে সুযোগ করতে পারি নাই।
এই সপ্তাহে ও আজকে সারাদিন The Bull এর পার্সেল ডেলিভারি করে, বাংলাদেশ এর খেলা প্রথম ইনিংস দেখে একটু সময় পেয়েই বের হয়ে গেলাম।

আসার পথে পুরো পথ ফাঁকা পেয়েছি।
এখন আছি মাওয়াতে, পদ্মা ব্রিজ এর আগে একটু বিরতি নিচ্ছি।
এদিকে কিন্তু শীত পড়ে গেছে।

আগামীকাল দিনে বাড়ির কিছু কাজ করে আবার ব্যাক করব।
আতাহার আলী সাহেব এর মতে "ব্যাক টু ব্যাক" রাইড!! 😋

28/09/2023

আমি মেলব না আর স্বপ্নডানায় ওই নীল মেঘেদের ভেলায়।

আসসালামু আলাইকুম।আশা করছি সবাই ভাল!৩৫০ সিসি বাইক এর অনুমোদন হয়ে গেছে, বাইকিং কমিউনিটিতে একটা খুশি খুশি ভাব।সেদিন বড় চা...
25/09/2023

আসসালামু আলাইকুম।
আশা করছি সবাই ভাল!

৩৫০ সিসি বাইক এর অনুমোদন হয়ে গেছে, বাইকিং কমিউনিটিতে একটা খুশি খুশি ভাব।
সেদিন বড় চাচীকে দেখতে হাসপাতাল গেছিলাম।
রুবেল ভাই এর সাথে দেখা হল এবং এটা নিয়ে কিছুক্ষণ আলোচনার পরে বুঝলাম আমার বড় ভাই ও সেই লেভেল এর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন, কবে এগুলা দেশে ঢুকবে!

উপরে উপরে একটু মুড়ামুড়ির পর দেহি আমি নিজেও সেই লেভেল এ একসাইটেড।
এই দ্যাহো, গোপালী ভাষা কচ্ছি! 🤘

তোমাগে কি অবস্থা?? 😉

Address

Khagrachhari

Alerts

Be the first to know and let us send you an email when Extra Miles posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Extra Miles:

Videos

Share