Ariful

Ariful Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ariful, Dhaka.

22/09/2022

আলহামদুলিল্লাহ! অভিনন্দন ও শুভেচ্ছা 🥀🥀
সৌদি আরবের মক্কায় ৪১ তম কিং আবদুল আজিজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের মধ্যে বাংলাদেশের সালেহ আহমদ তৃতীয় স্থান অর্জন করে বিশ্ব দরবারে দেশকে সম্মানিত করেছে......

tashrif khan💝এই ভাইটার জন্য দুয়া করি, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। সাম্প্রতিক সিলেটে যে বন্যায় তারা ব্যয় করল ৩০...
18/06/2022

tashrif khan💝
এই ভাইটার জন্য দুয়া করি, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। সাম্প্রতিক সিলেটে যে বন্যায় তারা ব্যয় করল ৩০ লক্ষ টাকা সে জায়গায় এই তাশরীফ খান বিভিন্ন মাধ্যমে ১৫ লক্ষেরও অধিক টাকা ব্যয় করা কোন ব্যাপারই মনে করল না।

অথচ কত মানবাধিকার কর্মী দেখলাম শুধু আলেমদের বিরুদ্ধে কথা বলে, কিন্তু এখন মনে হচ্ছে তারা গুম হয়ে গেছে। মূলত এরা কখনো মানবাধিকার কর্মী হতেই পারেনা যারা মানুষের বিপদের সময় পাশে দাঁড়ায় না।

অথচ প্রবাসী অনেক ভাই কষ্টের টাকা দেশে পাঠিয়েছে, আলেমরা তাদের উপার্জনের টাকা ব্যয় করে সিলেট গিয়ে ত্রাণ দিচ্ছে, দুদিন পর আমাদেরকেই বলা হবে এরা ধর্মব্যবসায়ী। আফসোস 😥

যেখানে নায়ক নায়কা আর সিনেমায় কোটি কোটি টাকা খরচ করা যায় সেখানে মানুষের জীবন বাঁচাতে বুঝি মাত্র ৩০ লক্ষ টাকা? হিসাব করলে বন্যা কবলিত মানুষদের কে ১ টাকা করে দেয়াটাই কষ্টকর।

আর যেই দেশ বা যাদেরকে আমরা বন্ধু অথবা ভাই বলি তারা আমাদেরকে কতটুকু সাহায্য করেছে? নাকি উল্টো সবচেয়ে ক্ষতি তারাই করেছে? বুঝে শুনে চলার চেষ্টা করুন, আর না হয় এই ভোগান্তির শেষ কোথায়? আল্লাহই ভালো জানেন।

আসুন সবাই যার যার সামর্থ অনুযায়ী সিলেট বাসীর পাশে দাঁড়াই, আর তাও যদি না পারি নামাজ পড়ে তাদের জন্য দুয়া করি, আল্লাহ সবাইকে বিপদ আপদ বালামুসিবত থেকে হেফাজত করুন, আমিন।

আল্লাহ সবাইকে হেদায়েত ও সহিহ বুঝ দান করুন।

আরও ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা, মানবিক বিপর্যয়ের মুখে সিলেট-সুনামগঞ্জ!
18/06/2022

আরও ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা, মানবিক বিপর্যয়ের মুখে সিলেট-সুনামগঞ্জ!

Address

Dhaka
1900

Alerts

Be the first to know and let us send you an email when Ariful posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ariful:

Videos

Share