08/05/2022
ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে সবথেকে বিগ বাজেটের মুভি “ PROJECT K ” সেকেন্ড লিড কাস্টে যোগ দিলেন “দিশা পাটানি”। রিসেন্টলি তার পার্সোনাল ইন্সটাগ্রাম অ্যাকাইন্টে স্টোরি দিয়ে বিষয়টা কনফার্ম করেছে।
এছাড়াও “PRABHAS”, ফিমেল লিড রোলে দিপীকা পাড়ুকোন , অমিতাভ বচ্চন এর মতো বিগ বিগ সুপারস্টাররা অলরেডি তাদের অংশের শ্যুট স্টার্ট করেছে। প্রায় ২৫০ কোটি রুপি শুধুমাত্র নায়ক, নায়িকা,কাস্টিং এদের পারিশ্রমিক পিছনেই ব্যয় হবে। পোস্ট প্রডাকশন বাজেট সহকারে টোটাল বাজেট ৬০০ কোটি কাছাকাছি হবে। সবকিছু ঠিক থাকলে প্যান ওয়ার্ল্ড আকারে ২০২৪ সালে থিয়েটার মুক্তি পাবে বিশ্বব্যাপী।
বিঃদ্রঃ এটা ইন্টারন্যাশনাল মানসম্মত হলিউডের সায়েন্স-ফিকশন সুপারহিরো জনরার লেভেলের ফিল্ম হবে. ইন্ডিয়ার পাশাপাশি ইংলিশ ভাষায়ও একসঙ্গে মুক্তি পাবে সারা বিশ্বে। যার জন্য VFX, Post Production ইত্যাদি পিছনে প্রচুর টাকা খরচ করবেন টিম মেকার্সরা প্লাস বিগ স্টার কাস্টিং যার জন্য বাজেট একটু বেশিই। পরিশেষে ডিরেক্টর একমাত্র ভরসা ন্যাশনাল এওয়ার্ড জয়ী “নাগ আশ্বিন” যিনি Mahanati মতো ব্লকবাস্টার মুভি উপহার দিয়েছেন।