Kobitay Najmul

Kobitay Najmul Voice Artist | Poetry | Digital Marketer | Video Creator | Content Writer | Graphics Designer

07/09/2024

মানুষ কয়- "কবি কেনো কথা কয় না?"
কবি কথা কইবো কেমনে, কবি যদি কথা কয় তাইলে তো আপনারই সইয্য হইবো না। অন্যের তো দূরের কথা...!

22/08/2024

রেদোয়ান মাসুদের লেখা সেই "ভালোবাসি" কবিতাটি সম্পূর্ন পার্ট একসাথে দিলাম আমার কন্ঠে।

শুধু একটিবার বলো ভালোবাসি,
তোমাকে আর কোনোদিন ভালোবাসতে হবে না।

শিক্ষার আলো থাকে কোথায়কাগজে না মগজে??আমি না হয় অশিক্ষিত, আপনার শিক্ষা আছে তো?শিক্ষার ঝোলা মাথায় নিয়ে নিজের প্রতি লজ্জা ল...
17/07/2024

শিক্ষার আলো থাকে কোথায়
কাগজে না মগজে??
আমি না হয় অশিক্ষিত,
আপনার শিক্ষা আছে তো?

শিক্ষার ঝোলা মাথায় নিয়ে
নিজের প্রতি লজ্জা লাগে।
শিক্ষার্থী আজ পথে মরে
এসব খবর কেই বা রাখে ??

দেশের আইন দেশে থাক
মূর্খতা সব নিপাত যাক।
শত কোটি আইনের লোক;
থাকতে কেনো দিলে ঝোক?

লেখাঃ Kobitay Najmul ©

কবিতার একটি ভান্ডার খুলেছি, কারো কাছে লেখা থাকলে দিতে পারেন-আবৃত্তি করে দিতে পারবো। ☺🥰
19/06/2024

কবিতার একটি ভান্ডার খুলেছি, কারো কাছে লেখা থাকলে দিতে পারেন-আবৃত্তি করে দিতে পারবো। ☺🥰

I am Md Najmul Hossain Sikder a content writer and YouTuber on Kobitay Najmul. This is Kobitay Najmul a Poetry Channel

19/06/2024

ঐ মানুষটাকে ভুলে যাওয়া কি খুব সহজ ? যে মানুষটা আমার মনের পৃথিবী | আমার স্বপ্নের পৃথিবী | Kobitay Md. Najmul Hossain

Title: Je Manushta Amar Shopner Prithibi
Bengali Quote: Collected
Re-Writer: Najmul Hossain
Voice: Najmul Hossain
Recording: Studio Aloshpur
Label: Kobitay Najmul

17/05/2024

ঐতিহাসিক কথা নিয়ে কবিতাঃ অভিশাপ || কবিতায় নাজমুল || Kobitay Najmul
কথা ও কন্ঠঃ নাজমুল হোসাইন (Kobitay Najmul)
রেকর্ডিংঃ Studio Aloshpur
সাউন্ড ডিজাইনঃ Sakibul Hasan sujon

যাকে ভালোবাসবেন,তার থেকে কখনো ভালোবাসা আশা করবেন না। তাহলে ভালো বাসায় যেতে হবে নয়তো অসুস্থ হয়ে যাবেন...! 😜
17/04/2024

যাকে ভালোবাসবেন,
তার থেকে কখনো ভালোবাসা আশা করবেন না।
তাহলে ভালো বাসায় যেতে হবে নয়তো অসুস্থ হয়ে যাবেন...! 😜

মসজিদে নামাজ পড়ার লোক নাই আর 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 এ ঈমানদারের অভাব নাই!!🙄 কবি ঠিক ই বলছে 😑আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে চণ্ডালে।সত...
09/04/2024

মসজিদে নামাজ পড়ার লোক নাই
আর 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 এ ঈমানদারের অভাব নাই!!🙄

কবি ঠিক ই বলছে 😑

আলেম গেছে জালেম হইয়া,
কোরআন পড়ে চণ্ডালে।
সত্বী-সাধুর ভাত জোটে না,
সোনার হার বেশ্যার গলে।

যদি পড়িত কোরআন,
হইত মানুষের কল্যান।
মুখে মুখে সব মুসলমান,
কাজের বেলায় ঠনঠন।🙄

-কথা আরফান আজাদ শাওন হতে সংগৃহীত।
সংস্করণ হয়েছে কবিতায় নাজমুল (Kobitay Najmul) থেকে।


গদ্য কবিতা.....আমি ভাই বিদেশ যামু না।না খাইয়া পেডি হুগাইয়া মুরমু, তবুও নিজের মায় বাপরে থুইয়াএই দেশত থাইকা যাইমু না।।।বিদ...
09/04/2024

গদ্য কবিতা.....
আমি ভাই বিদেশ যামু না।

না খাইয়া পেডি হুগাইয়া মুরমু,
তবুও নিজের মায় বাপরে থুইয়া
এই দেশত থাইকা যাইমু না।।।

বিদেশে যাইয়া হয়তো মেলা টাহা
কামাই করতে পারমু, তয় পরিবার ছাড়া
ঈদ কাডাইতে পারমু না।

মায় যহন সেমাই রাইন্দা বাজান কইয়া ডাকবো,
তহন আমি কেমনে যামু আমার মায়ের রান্দা সেমাই খাইতে?

ঈদের নামাজডা পইরাই আমার বাপে আমার লগে কোলাকুলি করবো, বাই আইয়া জোড়াইয়া ধরবো, বইন আইয়া কান্দে উডবো। এইসব বালোবাসা আমি কই পামু?

বুক ফাইট্টা কইলজা বাইরাইবো তবুও ভিতরে থাকা ফাপা কষ্ট দূর অইবো না। আমি বাপু বিদেশে যামু না......
আমার অতো টাহা পয়সার দরকার নাই.........

ঘরের কথা যতই চাপা রাহি না কেন, বউয়ের কথা কেমনে ভুলমু? ঐ যে বাপ-মা ছাইড়া এক কাপুড়ে আমার বাইতত্বে আইছে; হেই মাইডারে ধুইয়া কেমনে থাকমু ঐ বিদেশে?

আমার রোগে শোগে মার পরে আমার বউডাই পাশে রইছে। নিজে না খাইয়া আমার মায়ের পরে এই মাইয়াডাই আমার যত্ন নিছে। এক বেলা খাইলে ২ বেলা না খাইয়া রইছে, এমন লক্ষী বউডারে ঘরে থুইয়া কেমনে থাকমু ঐ বিদেশে???

না রে ভাই, তর বিদেশে তুই যা..! আমার অতো টাহা পয়সার দরকার নাই। না খাইয়া পেডি হুগাইয়া থাকমু তবুও আমার বাংলার জমীন ছাইড়া কোত্থাও যামু না।

08/04/2024

এই ঈদে আসছে কবিতায় নাজমুল (Kobitay Najmul)-এর লেখা, এস এ সনেট স্যার এর সুরে এবং সাকিবুল হাসান সুজনের (Sakibul Hasan Sujon) সঙ্গীতায়জনে "ঈদ এসেছে"। গানটিতে কন্ঠ দিয়েছেন এস এম জুয়েল।

গানঃ ঈদ এসেছে || EID ESHECHE
কণ্ঠ শিল্পীঃ এস এম জুয়েল
কথাঃ কবিতায় নাজমুল (Kobitay Najmul)
সুরঃ এস এ সনেট
সঙ্গীতঃ সাকিবুল হাসান সুজন (Sakibul Hasan Sujon)
রেকোর্ডিং লেবেলঃ স্টুডিও অলসপুর (Studio Aloshpur)
লেবেলঃ এস.এম.জে টিভি

#ঈদএসেছে #ইদেরগান #ঈদেরগান

নারী নাকি সকল বোঝা? তা মেয়ে হয়েই দেখেন না।নিজের স্বার্থের জন্য আপন কষ্ট সবাই প্রকাশ করে কিন্তু অন্যের ভিতরের অবস্থা বুঝে...
04/04/2024

নারী নাকি সকল বোঝা? তা মেয়ে হয়েই দেখেন না।
নিজের স্বার্থের জন্য আপন কষ্ট সবাই প্রকাশ করে কিন্তু অন্যের ভিতরের অবস্থা বুঝে না। ঠিক নারীর হয়ে কখনোই একটা পূরুষ তাকে সম্মান করে না।

-------কবিতায় নাজমুল

#নারী #কবিতায়_নাজমুল #শোকেরতরী

একটি সম্পর্ক নষ্টের পিছনে ৩য় ব্যক্তিই দায়ী নয়, প্রিয়জনের জন্যও হয়। প্রিয় মানুষ (bf/gf, husband/wife, family) থার্ট পারসন...
02/04/2024

একটি সম্পর্ক নষ্টের পিছনে ৩য় ব্যক্তিই দায়ী নয়, প্রিয়জনের জন্যও হয়। প্রিয় মানুষ (bf/gf, husband/wife, family) থার্ট পারসন এর বাইরে না।

আসলে নিজের দ্বোষ এবং অপরাধ উন্মোচন হলেই পরামর্শকের নামে বদনাম ছড়ায়। এর আগে খুব ভালো সম্পর্কই থাকে। অবশেষে হয়ে যায় থার্ট পারসন...!

আবার অন্যদিকে, কেউ ভালো পরামর্শক এর রুপ ধরে দিয়ে যায় মিথ্যে বানী ও মিথ্যে প্রেম যা পর্যায়ক্রমে বিষে পরিনত হয় কিন্তু উপলব্ধি করা যায় না।

29/03/2024

সমাজে নারী লোভী পূরুষের জন্য >>>>>
কথা গুলো কাজে আসতে পারে।

আমার লেখা ও কন্ঠে আসছে শোকের তরী.......রেকোর্ডিংঃ Studio Aloshpur (Aloshpur Creation) #কবিতায়_নাজমুল        #শোকেরতরী   ...
28/03/2024

আমার লেখা ও কন্ঠে আসছে শোকের তরী.......
রেকোর্ডিংঃ Studio Aloshpur (Aloshpur Creation)

#কবিতায়_নাজমুল #শোকেরতরী

ভালোবাসা...?
25/03/2024

ভালোবাসা...?

23/03/2024

চোখে এখন আর জল আসে না
লেখকঃ রেদোয়ান মাসুদ
কন্ঠঃ নাজমুল হোসাইন (Kobitay Najmul)
রেকোর্ডিংঃ Studio Aloshpur

#কবিতায়_নাজমুল #চোখেএখনআরজলআসেনা

Address

East Banasree, Rampura, Khilgaon
Dhaka
1219

Website

http://www.najmulbd.com/, http://www.attractiveit.com/

Alerts

Be the first to know and let us send you an email when Kobitay Najmul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kobitay Najmul:

Videos

Share

Category