Rafi the little Traveler

Rafi the little Traveler Travel whenever you can, life is too short to think twice. Contact me ->

Email :- [email protected]
(2)

আমাদের একটা বান্দরবান আছে 🖤টাইপ @ প্রথমে যার নাম আসবে সে আপনাকে দেবতাখুম নিয়ে যাবে। @ দ্বিতীয় জন নিয়ে যাবে মিরিঞ্জা ভ্যা...
07/01/2025

আমাদের একটা বান্দরবান আছে 🖤

টাইপ @ প্রথমে যার নাম আসবে সে আপনাকে দেবতাখুম নিয়ে যাবে।
@ দ্বিতীয় জন নিয়ে যাবে মিরিঞ্জা ভ্যালি।
@তৃতীয় জন নিয়ে যাবে নাফাখুম।
@চতুর্থ জন নিয়ে যাবে ডাবলহ্যান্ড।
@পঞ্চম জন নিয়ে যাবে ভেলাখুম।

জীবনে একবার হলেও আমিয়াখুম - নাফাখুম থেকে ঘুরে আসবেন 🖤📌থানচি, বান্দরবান।
23/12/2024

জীবনে একবার হলেও আমিয়াখুম - নাফাখুম থেকে ঘুরে আসবেন 🖤

📌থানচি, বান্দরবান।

বাংলাদেশের অন্যতম একটা সুন্দর যায়গা। 📌 দেবতাখুম, বান্দরবান।
20/12/2024

বাংলাদেশের অন্যতম একটা সুন্দর যায়গা।

📌 দেবতাখুম, বান্দরবান।

15/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ 🇧🇩

09/12/2024

বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে যাচ্ছি প্রতিদিন। আকাশে একই মেঘ, ধুন্দুলবনে একই হাওয়া প্রতিদিন ঘুরে ফিরে আসে। সমুদ্রে ক্লান্ত, নদীতে ক্লান্ত। এইসব ছেড়ে কোথাও যাওয়া গেলে ভালো হতো। জীবন ক্লান্ত হতে হতে ছেঁড়া স্যান্ডেল হয়ে যাচ্ছে তবুও বাঁচতে হচ্ছে প্রতিদিন।

বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী মসজিদ। 📌 ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট
07/12/2024

বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী মসজিদ।

📌 ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট

06/12/2024

জীবনে একবার হলেও উত্তরবঙ্গের ট্রেন জার্নি করেবেন।
বাংলাদেশের আসল সৌন্দর্য দেখতে পাবেন 🖤

05/12/2024

সুখ শুধু প্রকৃতিতে 🖤

তিন জীবনের তিন রকম গল্প। যুমনার পাড়ে হাটাহাটি করছিলাম, ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই। ট্রাইপড ও সাথে ছিলো না। হঠাৎ এক মামা...
29/11/2024

তিন জীবনের তিন রকম গল্প।

যুমনার পাড়ে হাটাহাটি করছিলাম, ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই। ট্রাইপড ও সাথে ছিলো না।
হঠাৎ এক মামা গরু নিয়ে যাচ্ছিলো, মামাকে বল্লাম মামা একটু ফোনটা ধরতে পারবেন? মামা গরু একটা গাছে সাথে বেঁধে কয়েকটা ছবি তুলে দিলো।
যেমন ফ্রেম দেখাইছিলাম ঠিক তেমনই তুলে দিলো।
দারুন মামার হাত।

16/11/2024

মাত্র ১৩০০ টাকায় কলমাকান্দা ভ্রমন।

আমরা যাত্রা শুরু করি ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে। ওখান থেকে পাচঁগাও যাওয়ার কয়েকটি বাস আছে। আমরা রওনা হই চন্দ্রডিঙ্গা ট্রাভেলসে করে। মহাখালি থেকে বাস পাঁচগাও এর উদ্দেশ্য ছেড়ে যায় রাত ১০ টায়। ভাড়া নিয়েছিলো ৪০০ টাকা জনপ্রতি। আমরা একদম ভোর ৪ টায় পৌছাই। তারপর দিনের আলো হওয়ার জন্য অপেক্ষা করি কিছুটা সময়। ৬ টায় বাস থেকে নেমে ফ্রেশ হই। তারপর সকালের নাস্তা করি। পরটা আর সবজি। জনপ্রতি খরচ হয়েছে ৪০ টাকা। সকালের নাস্তা খেয়ে চলে যাই পাতলাবন ঘুরতে। পাতলাবন আমরা প্রায় ২ ঘন্টার মতো ঘুরাঘুরি করি। তারপর ওখান থেকে একটা অটো নিয়ে চলে আসি চন্দ্রডিঙ্গা। ভাড়া নিয়েছিলো ৩০ টাকা জনপ্রতি। তারপর পুরোটা সময় পাঁচগাও, চন্দ্রডিঙ্গার আসে পাশে ঘুরাঘুরি করি। ১.৩০ টার সময় একটা অটোতে করে কলমাকান্দা বাজার চলে আসি। ভাড়া নিয়েছিলো জনপ্রতি ৫০ টাকা। তারপর কলমাকান্দা বাজার আমাদের দুপুরের খাবার খাই। খরচ হয়েছিল জনপ্রতি ১৫০ টাকা। দুপুরের খাবার খেয়ে কলমাকান্দা বাজারের আসেপাশে একটু ঘুরাঘুরি করে, আমরা সিএনজি তে করে চলে আসি নেত্রকোনা। ভাড়া নিয়েছিলো জনপ্রতি ১২০ টাকা। নেত্রকোনা থেকে ঢাকার বাসের টিকেট কাটি ৪৫০ টাকা করে। বাস ছাড়ে বিকেল ৪ টায় এবং আমরা ঢাকা এসে পৌঁছাই রাত ৯ টায়।
টোটাল খরচ :-
★ ঢাকা টু পাঁচগাও = ৪০০ টাকা
★ সকালের নাস্তা = ৪০ টাকা
★ পাতলাবন টু চন্দ্রডিঙ্গা অটো ভাড়া = ৩০ টাকা
★ পাঁচগাও টু কলমাকান্দা বাজার
★ অটো ভাড়া = ৫০ টাকা
★ দুপুরের খাবার = ১৫০ টাকা
★ কলমাকান্দা টু নেত্রকোনা
★ সিএনজি ভাড়া = ১২০ টাকা
★ নেত্রকোনা টু ঢাকা = ৪৫০ টাকা
টোটাল খরচ = ১২৪০ টাকা।

12/11/2024

আমার একটু পাহাড়ে যাওয়া প্রয়োজন 🥺.

বাংলাদেশের অন্যতম সুন্দর গ্রাম। 📌 পাঁচগাও, কলমাকান্দা।
04/11/2024

বাংলাদেশের অন্যতম সুন্দর গ্রাম।

📌 পাঁচগাও, কলমাকান্দা।

01/11/2024

আমি ঘুরতে গেলে যা যা নিয়ে যাই!

26/10/2024

আমার মন খারাপের ঔষুধ পাহাড় 🖤

Habib wahid X Bandarban.

এখানেই আসল সুখ 🖤
25/10/2024

এখানেই আসল সুখ 🖤

24/10/2024

৩০০০ টাকায় মিরিঞ্জা ভ্যালি ও কক্সবাজার ভ্রমন।

আমাদের যাত্রা শুরু ঢাকা থেকে। বিমানবন্দর স্টেশন থেকে আমরা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে করে রওনা হই চট্রগ্রামের উদ্দেশ্য। ভাড়া ৪০৫ টাকা। ভোর ৬ টায় গিয়ে চট্রগ্রাম পৌঁছাই। সকালে নাস্তা করি স্টেশন পাশে একটা দোকান থেকে। পরটা, সবজি আর চা ৫০ টাকা। নাস্তা করে আমরা স্টেশন থেকে টমটমে করে চলে যাই নতুন ব্রিজ। ভাড়া নিয়েছিলো ১০ টাকা। নতুন ব্রিজ থেকে চকরিয়ার অনেক রানিং গাড়ি পাবেন। ভাড়া ২০০ টাকা চাইতে পারে। ১২০ টাকা থেকে দামাদামি শুরু করবেন। আমরা ১৫০ টাকায় একটা লোকাল বাসে করে চলে যাই চকরিয়া। চকরিয়া নেমে চলে আসবেন লামা- আলিকদমের চান্দেরগাড়ির স্ট্যান্ডে। চকরিয়া থেকে শেয়ার চান্দের গাড়িতে চলে যাই মিরিঞ্জা ভ্যালি। ড্রাইভার মামা কে আগেই বলে রাখবেন মিরিঞ্জা ভ্যালি যাবো। সে আপনাদের যায়গা মতো নামিয়ে দিবে। চকরিয়া থেকে মিরিঞ্জা ভ্যালির ভাড়া ৮০ টাকা জনপ্রতি। সবাই অবশ্যই সাথে করে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। আর্মি চেকপোস্টে জমা দেওয়া লাগবে মাস্ট।আমরা সকাল ১১.৩০ এর দিকে মিরিঞ্জা পৌছাই। এখানে আমার রিসোর্ট বুক দেওয়া ছিলো। তাবু তে থাকা ৯০০ টাকা করে জনপ্রতি, তিন বেলা খাবার সহ। বন্ধের দিন থাকায় আমরা জুম ঘর পায়নি। তারপর রাস্তা থেকে ১৫ মিনিট হেটে আমরা রিসোর্টে পৌঁছাই। তাবুতে জিনিসপত্র রেখে চলে ঝর্ণা দেখতে। ঝর্ণায় পানি ছিলো না তেমন যদিও। ঝর্ণা দেখে এবং গোসল করতে করতে আমাদের দুপুরের খাবারের সময় হয়ে যায়। রিসোর্ট থেকে আমাদের খাবার দেওয়া হয়। ভাত, ডাল, ডিম এবং মুরগির। খাবার টেস্ট আহামরি ভালো না। খাবার খেয়ে এক কাপ চা খাই তারপর চলে যাই মারাইংচা হিল রিসোর্ট। আমাদের কিছু মেম্বার সেখানে বুক দিছিলো। দুইটা পাশাপাশি রিসোর্ট, যেতে ১-২ সময় লাগে। মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট এর থেকে মারাইংচা হিল রিসোর্ট এর ভিউ সুন্দর। মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের জুম ঘর গুলো অনেক সুন্দর এবং মালিকের ব্যাবহার ও অনেক ভালো। যাইহোক বিকেলে আমরা মারাইংচা তে কাটায় আমাদের ফ্রেন্ডের সাথে। সন্ধ্যায় আমাদের রিসোর্টে ফিরে আসি। অনেক আড্ডা দেই অপরিচিত মানুষের সাথে, নতুন নতুন অনেক বুন্ধ বানাই। রাত ১০ টার দিকে আমাদের রাতের খাবার দেওয়া হয় রিসোর্ট থেকে। চিকেন বারবিকিউ এবং পরটা।রাতের খাবার খেয়ে আবার আড্ডা শুরু করি। রাত ২ টার দিকে সবাই ঘুমায় পরি। ঘুম থেকে উঠি ভোর ৫ টায় মেঘ দেখার জন্য, আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর মেঘের ভিউ পাই। ভোর ৫ টা থেকে ৮.৩০ টা পর্যন্ত অনেক ঘোরাঘুরি করি, ছবি তুলি। ৯ টার দিকে আমাদের রিসোর্ট থেকে সকালে খাবার দেওয়া হয়। খিছুড়ি আর ডিম। নাস্তা করে আমরা জিনিসপত্র গুছিয়ে ফেলি। তারপর রওনা দেই কক্সবাজারের উদ্দেশ্য। প্রথমে মিরিঞ্জা ভ্যালি থেকে চকরিয়া আসি ৮০ টাকা করে। তারপর চকরিয়া থেকে একটা লোকাল বাসে উঠি কক্সবাজারের। ভাড়া নিয়েছিলো ৬০ টাকা জনপ্রতি। ১০০- ১২০ টাকা চাইবে ভাড়া। ৬০ টাকার বেশি বলবেন না। কক্সবাজার আসতে আসতে আমাদের প্রায় ১ টা বাজে। তারপর একটা খাবার হোটেল থেকে দুপুরের খাবার নেই। সমুদ্রের মাছ, ভাত, ডাল এসব খেয়েছিলাম। ২০০ টাকার মতো খরচ হয়েছিল জনপ্রতি। দুপুরের খেয়ে চলে ইনানি বিচ চলে যাই চান্দের গাড়িতে করে।জনপ্রতি ভাড়া পরেছিল ১৫০ টাকা আসা যাওয়া। সন্ধ্যায় কক্সবাজার ফিরে এসে কলাতলি বিচের পাড়ে আড্ডা দিতে থাকি। ৪০ টাকা দিয়ে একটা সিট নেই ২ ঘন্টার, ব্যাগ রাখার জন্য। একজন পাহারা দিয়েছে বাকিরা ঘুরাঘুরি করেছে।রাতের খাবার খাই কোরাল বারবিকিউ। খরচ হয়েছিল ২১০ টাকার মতো জনপ্রতি। ১১ টার দিকে ঢাকার বাসে উঠে যাই ৬০০ টাকা করে ননএসি বাস। কাউন্টারে টিকেটের দাম ৮০০ টাকা চাইবে। ৫০০ টাকা থেকে দামাদামি শুরু করবেন। সব মিলিয়ে খরচ হয়েছে। ঢাকা টু চট্রগ্রাম = ৪০৫ টাকা ব্রেকফাস্ট = ৫০ টাকা স্টেশন টু নতুন ব্রিজ = ১০ টাকা নতুন ব্রিজ টু চকরিয়া = ১৫০ টাকা চকরিয়া টু মিরিঞ্জা ভ্যালি = ৮০ টাকা তাবু ও খাবার = ৯০০ টাকা মিরিঞ্জা টু চকরিয়া = ৮০ টাকা চকরিয়া টু কক্সবাজার = ৬০ টাকা দুপুরের খাবার = ২০০ টাকা ইনানি যাওয়া আসা = ১৫০ টাকা রাতের খাবার = ২১০ টাকা কক্সবাজার টু ঢাকা = ৬০০ টাকাটোটাল = ২৮৯০ টাকা ব্যাকআপ হিসেবে ৫০০-১০০০ টাকা নিজের কাছে রাখবেন। আমার সব প্লান আপনার ক্ষেত্রে কাজে নাও লাগতে পারে। বিপদের হাত পা নাই। ধন্যবাদ সবাইকে 🖤

23/10/2024

Feel very disappointed with myself lately. I am becoming the person I never wish to be. I’m stuck with being miserable in life & don’t know how to get out from the dark. I don’t have the strength to fight for my own battles and I feel like all my hopes are gone now.

06/10/2024

এমন যদি হত আমি পাখির মত উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।

Address

12B
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rafi the little Traveler posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rafi the little Traveler:

Videos

Share