Faceless Biker

Faceless Biker জীবনের উর্দ্ধে কোনো কিছুই নই তাই নিজের চলার পথে সাবধান হবেন।

আর কতবার লিখবো, আর কতবার বলবো_ভাইরে এই দেশটা কখনো গণমানুষের ছিলো না, আর অদূর ভবিষ্যতেও হবে না হয়তো।দেখেন আজ এই নিরীহ শি...
27/01/2025

আর কতবার লিখবো, আর কতবার বলবো_ভাইরে এই দেশটা কখনো গণমানুষের ছিলো না, আর অদূর ভবিষ্যতেও হবে না হয়তো।
দেখেন আজ এই নিরীহ শিক্ষক-শিক্ষিকার উপর জল কামান, লাঠিপেটা করা হয়েছে, শিক্ষকদের গুরুত্ব এবং ইতিহাস জানতে হলে, আপনাকে মফস্বলে জন্ম গ্রহণ করে আসতে হবে। তাদের জীবনযাত্রার বাস্তবতা দেখলে তখন আর দুইলাইন বা বইয়ের দুই পাতায় তাদের গল্প লিখে শেষ করতে পারবেন না😭‌। শিক্ষকদের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা যেত।
এমন বর্বর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

-ভাই আমাকে একটা পদ দিবেন- আপনি যা বলবেন তাই শুনবো !.  প্লিজ ভাই !..নেতা বললেন যা বলবো তাই শুনবি তো.?..-জি ভাই তাই শুনবো ...
05/01/2025

-ভাই আমাকে একটা পদ দিবেন- আপনি যা বলবেন তাই শুনবো !. প্লিজ ভাই !..

নেতা বললেন যা বলবো তাই শুনবি তো.?..
-জি ভাই তাই শুনবো |.

তাহলে প্রতিদিন সকাল ৬ টায় আমাকে ফোন দিবি
কি পারবি.?..

-হ্যাঁ ভাই পারবো |.

রুমে এসে রুস্তম চিন্তায় পড়ে গেলো। সারা জীবনের একটাই ব্যর্থতা তাহলো সকালে ঘুম থেকে ওঠা ...

সেই মহান শর্তেই আজ পড়ে গেলাম...?..
পিতা-মাতা কতো বলেছে তাও শুনিনি
অথচ আজ কোন গেঁড়াকলে পড়লাম...?..

যাই হোক রুস্তম গভীর রাতে প্রচুর পানি খেয়ে ঘুমাতে যেত ঠিকই ৬ টার আগে ঘুম ভেঙ্গে গেল লিডার কে ফোন দিলো ভয়ে ভয়ে ফোন রিসিভ হলো না।
কত বার দিলো কাজ হলো না.!..

পরদিন লিডার রুস্তম কে ডাকলেন।
রুস্তম ফোন একবারের বেশি দেওয়া যাবে না ওকে.?..
-জি লিডার আর এমন হবে না।

রুস্তম ঠিকই ৩৯ দিন ধরে ঠিক ৬ টায় ঠিক মতোই ফোন করে গেলো।
এই ৩৯ দিনে সে একবারও লিডার কে ফোন রিসিভ করাতে পারেনি |.

৪০ তম দিনে লিডারের ফোনে আর ফোন আসে নাই -..
৪১ তম দিনেও আসলো না -...
৪২ তম দিনেও আসলো না -....

এদিকে কমিটি ঘোষিত হয়ে গেলো -
কিন্তু, রুস্তমের নাম আসে নি।
চারিদিকে ফুল মিস্টি আনন্দ কতো রকমের মজা মাস্তি
তার ইয়ত্তা নাই |.

১৫ দিন পরে রুস্তম উষ্কখুষ্ক চুল বিবর্ণ চেহারা নিয়ে লিডারের সামনে আসলো। সালাম দিলো।

লিডার:
কি রে রুস্তম তুই তো ফেল করছিস
একদিনের জন্য মিস করলি কেন রে রুস্তম ...!.
রুস্তম আমি দুঃখিত তোকে একটা পদ দিতে পারলাম না - কারন তুই শর্ত ভঙ্গ করেছিস |..

রুস্তমের চোখ দিয়ে অশ্রু ঝরছে।
সবাই অবাক হয়ে আছে।

কি রে রুস্তম কি হইছে তোর..?...

রুস্তম অশ্রুসজল চোখে বললো ভাই আমার মা সেই ৪০তম দিনে পৃথিবী ছেড়ে চলে গেছে।
এই সংবাদ টা আমি ঠিক ৬ টার সময়ই পাই।
এজন্য আমি ফোন করিনি ঐদিন।

আমি পদ চাইতে আসিনি ভাই।
আমার একটা বেদনা শেয়ার করতে এসেছি।
এই যে আমি একজন কর্মী, আমি এক নাগাড়ে ৩৯ দিন একই সময় আপনাকে ফোন দিলাম, কই আপনি তো আমার অনুপস্থিতিতে একবারও ফোন দিলেন না ভাই..?...
একটা খবরও নিলেন না !...

ভাই আমি পদ নিবো না।
আমি শিক্ষা পেয়েছি- যে নেতা তার কর্মীদের ভালো মন্দের খবর নেয় না, তার সাথে রাজনীতি তো দূরের কথা
জান্নাতে ও যাবোনা।

রুস্তম বের হয়ে গেলো ঠিকই, কিন্তু- নেতার পাষাণ হৃদয় কে নাড়িয়ে গেলো কিছুটা.!...

বর্তমান রাজনীতিতে শতকরা ৯৫% নেতারা তার নিজ কর্মীদের খবরই রাখে না, জনগন তো অনেক দুরের কথা!..

নেতার কিছু হলে কর্মী জীবনের সব প্রিয় জিনিসও ত্যাগ করতে পারে, আর -...
কর্মীর কিছু হলে নেতা অন্যকিছু নিয়ে ... ---.. 😔 🤔

24/10/2024

যে দেশে যৌবনের প্রথম প্রেম- (ছাত্রলীগ)
নিষিদ্ধ করা হয়!
সেই দেশে প্রেম-ভালোবাসা বিলাসিতা।
বুঝলে প্রিয় 🫢

07/10/2024

i really sorry

18/08/2024

আমারা সবাই চুপ কেনো, পাকিস্তান তো আমাদের কথা বিশ্ব দরবারে তুলে ধরেছিল!

প্রত্যেক বাইকার একত্রিত হয়ে আওয়াজ তোলা উচিত তেলের দাম ১০০ টাকার নিচে আনা হোক।
13/08/2024

প্রত্যেক বাইকার একত্রিত হয়ে আওয়াজ তোলা উচিত তেলের দাম ১০০ টাকার নিচে আনা হোক।

বিনীত অনুরোধ করছি 🙏আপনারা সবাই পুলিশের পাশে থাকুন। পুলিশের প্রতি কেউ ক্ষিপ্ত হবেন না তারাও এই দেশের মানুষ তারাও দেশের যু...
07/08/2024

বিনীত অনুরোধ করছি 🙏
আপনারা সবাই পুলিশের পাশে থাকুন। পুলিশের প্রতি কেউ ক্ষিপ্ত হবেন না তারাও এই দেশের মানুষ তারাও দেশের যুদ্ধে প্রাণ দিয়েছে।

পুলিশের পোশাক ধারী কিছু অমানুষ হয়তোবা খারাপ ছিল কিন্তু পুরো পুলিশ ডিপার্টমেন্ট খারাপ না।তাই আমাদের এখন উচিত পুলিশের পাশে এসে দাঁড়ানো।কারন এই পুলিশ সদস্য রাও আমাদের কারো ভাই,বোন,কারো বাবা,মামা বা চাচা,তারা প্রত্যেকে কোন কোন না পরিবার থেকে এসেছে।

পুলিশকে সহযোগিতা করুন এবং বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষার্থে তাদের পাশে এসে দাঁড়ান। ধন্যবাদ।❣️❣️

শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়েছে ছাত্র-ছাত্রী চাইলে কি না পারে কষ্ট একটাই যারা মারা গেলো তারা এই বিজয় দেখতে পারলো না
05/08/2024

শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়েছে
ছাত্র-ছাত্রী চাইলে কি না পারে
কষ্ট একটাই যারা মারা গেলো তারা এই বিজয় দেখতে পারলো না

Same energy 💥
05/08/2024

Same energy 💥

আপনি এ শহরকে নিরাপদ করে দিন। 🤲🤲
03/08/2024

আপনি এ শহরকে নিরাপদ করে দিন। 🤲🤲

কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি শিক্ষক হতে চাও, তাহলে কেমন শিক্ষক হবে? জবাবে আমি বলব— আসিফ নজরুল হতে চাই। কেউ যদি আমা...
01/08/2024

কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি শিক্ষক হতে চাও, তাহলে কেমন শিক্ষক হবে?
জবাবে আমি বলব— আসিফ নজরুল হতে চাই।

কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি ডাক্তার হতে চাও, তাহলে কেমন ডাক্তার হবে?
জবাবে আমি বলব— জাফরুল্লাহ চৌধুরী হতে চাই।

কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি নির্মাতা হতে চাও, তাহলে কেমন নির্মাতা হবে?
জবাবে আমি বলব— আশফাক নিপুণ হতে চাই।

কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি ফটোগ্রাফার হতে চাও, তাহলে কেমন ফটোগ্রাফার হবে?
জবাবে আমি বলব— শহিদুল আলম হতে চাই।

কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি লেখক হতে চাও, তাহলে কেমন লেখক হবে?
জবাবে আমি বলব— লতিফুল ইসলাম শিবলী হতে চাই।

কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি আইনজীবী হতে চাও, তাহলে কেমন আইনজীবী হবে?
জবাবে আমি বলব— মানজুর আল মতিন প্রিতম হতে চাই।

কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি সাংবাদিক হতে চাও, তাহলে কেমন সাংবাদিক হবে?
জবাবে আমি বলব— খালেদ মুহিউদ্দীন হতে চাই।

কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি শিল্পী হতে চাও, তাহলে কেমন শিল্পী হবে?
জবাবে আমি বলব— ফারজানা ওয়াহিদ শায়ান হতে চাই।

কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি গবেষক হতে চাও, তাহলে কেমন গবেষক হবে?
জবাবে আমি বলব— রউফূল আলম হতে চাই।..

যদি কেউ আমাকে প্রশ্ন করে, তুমি কেমন জীবন চাও?
জবাবে আমি বলব, শিরদাঁড়া, মেরুদণ্ডওয়ালা মানুষের মতো মানুষ হয়েই জীবন পার করতে চাই।
Collected from : Farid Uddin Rony ❤️✨

Address

Dhaka

Telephone

+8801813322143

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faceless Biker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faceless Biker:

Videos

Share

Category