Nasrin Ety

Nasrin Ety Hey! I'm Digital Marketer And Freelancer

আপনার জীবনে একটা প্যাশন থাকা গুরুত্বপূর্ণ এই জন্য না যে এই প্যাশন আপনাকে ভাত-কাপড় দেবে। বরং প্যাশন আপনার জীবনে গুরুত্বপ...
18/01/2025

আপনার জীবনে একটা প্যাশন থাকা গুরুত্বপূর্ণ এই জন্য না যে এই প্যাশন আপনাকে ভাত-কাপড় দেবে।

বরং প্যাশন আপনার জীবনে গুরুত্বপূর্ণ, কারণ এই প্যাশন আপনাকে আপনার জীবনের ভয়ঙ্কর সব ড্যামেজ পার হতে সাহায্য করবে, আপনার নিঃসঙ্গতার সময়টুকু সঙ্গ দেবে এবং আপনাকে কখনও একা হতে দেবে না।

সম্ভবত সুবীর নন্দীকে একবার জিগানো হইছিলো, আপনি কীভাবে আপনার মৃত্যু চান? সুবীর নন্দি উত্তর দিয়েছিলেন, আমি চাই গান গাইতে গাইতে আমার মৃত্যু হোক। খেয়াল করে দেখবেন, শুধু সুবীর নন্দী না, ম্যাক্সিমাম আর্টিস্টেরই শেষ ইচ্ছা থাকে সে যেন কাজের মধ্যে ডুবে থেকে মরে যেতে পারে।

শুনে অবাক হয়েছিলাম। একটা মানুষ মরার সময় ছেলে চাইলো না, মেয়ে চাইলো না, বৌ চাইলো না, পরিবার চাইলো না, সে চাইলো তার কাজরে।

ছোটবেলায় কথাটা শুনে খুব অবাক হলেও এখন ধীরে ধীরে আমি সুবীর নন্দীর কথাটার গুরুত্ব আমি বুঝতে পেরেছি। পারছিও।

মানুষ হয়ে মানুষের উপর ডিপেনডেন্ট হওয়ার চে কাজের উপর ডিপেন্ডেন্ট হওয়া ভালো। মানুষ আপনাকে ছাইড়া যাবে, যাইতে পারে। কিন্তু কাজ আপনাকে কোনদিন ছাইড়া যাবে না।

জাস্ট আপনার যদি একটা প্যাশন থাকে, আপনাকে কোনদিন সকালে উঠে ভাবতে হবে না, আপনি কী করবেন? আপনার কোনদিন ভাবতে হবে না, পড়াশোনা শেষ হয়ে গেলে আপনি কী করবেন? আপনার কোনদিন মনে হবে না, রাতে আপনার ঘুম ভেঙে গেলে বাকি রাতটা আপনি কীভাবে কাটাবেন?

ব্যাপারটাকে যতটা সহজ ভাবতেসেন, অতোটা সহজ কিন্তু না। জাস্ট এই করার মতো কিছু না থাকার কারণে বহু ছেলে মেয়ে ড্রাগ নেওয়া শুরু করে, বহু মানুষ ভুল মানুষের সাথে জড়ায়ে পড়ে, বহু মানুষ সকালে ঘুম থেকে পর্যন্ত উঠে না, কারণ, তার আসলে কিছুই করতে ভালো লাগে না।

এই জেনারেশনের সবচে রেলেভ্যান্ট এবং পপুলার গান কোনটা জানেন? একা বেঁচে থাকতে শেখো প্রিয়। ফর রিয়েল, গানটা আমাদের জন্য নিষ্ঠুর সত্য। আমাদের একা থাকতে হয়, একাই সবকিছু করতে হয়, বাট আপনার প্যাশন আপনাকে কোনদিন একা হইতে দেবে না। তাই যাদের প্যাশন থাকে, তাদের আমি কখনোই একা মানুষ বলি না।

মানুষ হয়ে যেহেতু জন্মাইসি, আমার আপনার পক্ষে দুঃখ, কষ্ট বা না পাওয়ারে এড়ানোর কোন উপায় নাই। এবং এই দুঃখ কষ্ট আসবে মানুষের পক্ষ থেকে, আপনি যতই ভালো মানুষ হন, মানুষের পক্ষ থেকে আসা এই ড্যামেজ আপনি এড়াইতে পারবেন না।

আপনার যা করতে হবে, সেইটা হলো, মানুষের বাইরের জগতে আপনার একটা ডিপেনডেন্সির জায়গা গড়ে তোলা। এটা হতে পারে কোডিং, হতে পারে গণিত, হতে পারে সাহিত্য বা ডিজাইন বা ছোটখাটো কোন বিজনেস।

তাহলে আপনি আর যাই হোন, কোনদিন শূণ্য হয়ে যাবেন না, কোনদিন আপনি মানুষের জন্য ডেসপারেট
হয়ে যাবেন না। কষ্ট হবে, দুঃখ হবে, খারাপ লাগবে, বাট দিনশেষে আপনি ঐ প্যাশনটাকে ধরে রেখে সময়টা পার করে ফেলতে পারবেন। নিঃসঙ্গতা কাটানোর জন্য আপনাকে কোনদিন ড্রাগ নিতে হবে না বা আপনাকে ভুল মানুষ চুজ করতে হবে না।

ক্যারিয়ার, মোটিভেশন বা প্রোফেশন অবশ্যই গুরুত্বপূর্ণ। বাট সত্যি কথা হলো,খুব বাজে সময়ে ঐ প্রোফেশন বা একাডেমিক লেখাপড়াও অসহ্য হয়ে উঠতে পারে।

এই সময়টাতেই মূলত আপনার প্যাশন হইয়া উঠতে পারে আপনার বেস্টফ্রেন্ড, আপনার সেভিওর। মানুষরে সেভিওর বানাইলে সেই সেভিওর ফ্র্যাংকেনস্টাইন হয়ে উঠতেও পারে, বাট প্যাশনরে যদি একবার আপনি আপনার সেভিওর বানাইয়া ফেলতে পারেন, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আর যাই হোক, আপনার শূণ্যতা আপনাকে খুন করে ফেলতে পারবে না কোনদিন।

-সাদিক

সেইদিন টেবিল টকে এক আপুর সাথে সাক্ষাতকার 🌸প্রশ্ন :পড়ালেখা করেন কেনো❓উ: চাকরি পাওয়ার জন্য ।প্রশ্ন: চাকরি পেয়েছেন❓উ: না...
23/10/2024

সেইদিন টেবিল টকে এক আপুর সাথে সাক্ষাতকার 🌸প্রশ্ন :পড়ালেখা করেন কেনো❓
উ: চাকরি পাওয়ার জন্য ।
প্রশ্ন: চাকরি পেয়েছেন❓
উ: না পাইনি ।

প্রশ্ন: কেনো পাননি❓
উ: ঘুষ চাইছে ১০ লাখ। দেওয়া সম্ভব না।

প্রশ্ন: তাহলে ফ্রিল্যান্সিং করেন না কেনো❓
উ: সব জায়গায় টাকা দিয়ে শিখায় তাই । এত টাকা দিয়ে করা সম্ভব না।
প্রশ্ন: চাকরি পাওয়ার জন্য পড়ালেখা করলেন কত বছর❓
উ: অনার্স পাস করেছি।

প্রশ্ন: অর্থাৎ আপনি যে ১৬ বছর পড়ালেখা করলেন এতে আপনার মোট কত টাকা খরচ হয়েছে ❓
উ: আইডিয়া নেই।
এত টাকা খরচ করে পড়া লেখা শিখলেন চাকরি পাওয়ার জন্য। আবার চাকরির ক্ষেত্রেও চাই ১০ লাখ টাকা।

প্রশ্ন: তাহলে ফ্রিল্যান্সিং শিখার জন্য সামান্য কিছু টাকা খরচ করতে পারবেন না কেনো❓
উ: বাসা থেকে রাজি হবে না এত টাকা দিতে।

প্রশ্ন: মোবাইল কিনার জন্য তো কতই না জেদ করেন। তখন ঠিকই আপনার পরিবার রাজি হয় ১৫০০০/২০০০০ টাকা দিয়ে মোবাইল কিনে দিতে। তাহলে আপনি আপনার সুন্দর ক্যারিয়ার গড়তে সামান্য কিছু টাকা দিয়ে ফ্রিল্যান্সিং শিখার জন্য কেনো জেদ করতে পারবেননা ❓

দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।
সেই আমি নাসরিন🙂🤲

  এ   অ্যাড করার প্রয়োজনীয়তা -  দেরকে attracted করার জন্য সার্ভিসেস ভিডিও তৈরী করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সার্ভিস নিয়ে ...
12/12/2023


অ্যাড করার প্রয়োজনীয়তা -
দেরকে attracted করার জন্য সার্ভিসেস ভিডিও তৈরী করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
সার্ভিস নিয়ে সরাসরি কথা বলার এটি একটি সুন্দর মাধ্যম। কিন্তু, ভিডিও তৈরী করার সময় কিছু দিক নির্দেশনা পালন করতে হবে। যেমনঃ
১) ভিডিওর সাইজ সর্বোচ্চ ৭৫ সেকেন্ড হবে।
২) ভিডিও ও অডিও এর কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে।
৩) Landscape mode এ ভিডিও রেকর্ড করতে হবে।
৪) যে সার্ভিস provide করা হচ্ছে ওইটা নিয়ে কথা বলতে হবে।
৫) অরিজিনাল ভিডিও হবে যেটি অবশ্যই নিজের শুট করা হবে।
৬) কোনো ধরণের কন্টাক্ট ইনফরমেশন দেয়া যাবেনা। যেমনঃ email, mobile no, etc.
৭) বেশি গ্রহণযোগ্য ভিডিও ফরমেট এর মধ্যে জনপ্রিয় - AVI/ MPEG/ etc.

মনে রাখতে হবে, এই ছোট ছোট বিষয় গুলি মাথায় রেখে একটি ভিডিও তৈরী করে গিগে অ্যাড করে দিলে আপনার গিগ এর প্রথম অর্ডার অতি দ্রুত পেতে সাহায্য করবে।

সমাজ কি বলবে  সেটা নিয়ে বসে থাকবেন না, কারণ সমাজ ব্যর্থ ব্যক্তিদের নিয়ে হাসাহাসি করে, আর সফল ব্যক্তিদের দেখে হিংসা করে...
05/11/2023

সমাজ কি বলবে সেটা নিয়ে বসে থাকবেন না, কারণ সমাজ ব্যর্থ ব্যক্তিদের নিয়ে হাসাহাসি করে, আর সফল ব্যক্তিদের দেখে হিংসা করে।

06/06/2023

বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছি'দ্র কোথায়,
আর বিপ'দ আসলে বোঝা যায় আপন মানুষ কোথায়।

বিবেক কে সুস্থ রাখুন:৩০ ডিগ্রি তাপমাত্রায় ক্রিকেট খেলতে পারি, কিন্তু এসি ছাড়া তারাবীহ নামাজ পড়তে পারি না!কোটি টাকার ...
17/04/2023

বিবেক কে সুস্থ রাখুন:

৩০ ডিগ্রি তাপমাত্রায় ক্রিকেট খেলতে পারি,
কিন্তু এসি ছাড়া তারাবীহ নামাজ পড়তে পারি না!
কোটি টাকার জমিন কিনতে সমস্যা হয়না
২/৩ লাখ টাকা খরছ করে ফরজ হজ্ব পালন করতে পারেন না।
রেস্টুরেন্টে খেয়ে ওয়েটারকে ১০০ টাকা বকশিস দিতে পারি,
কিন্তু রেস্টুরেন্টের সামনে রৌদ্রে দাড়িয়ে থাকা ভিক্ষুকটিকে ১০ টাকা দিতে পারি না!
ঈদের শপিং এ নিজের বাচ্চার জন্য ১০ হাজার টাকা বাজেট রাখতে পারি,
কিন্তু বাড়িতে কাজের মেয়েটির জন্য ১ হাজার টাকা বাজেট রাখতে পারি না!
শপিং মলে মানসম্মানের ভয়ে দরাদরি না করে ১ হাজার টাকার জিনিস দেড় হাজার টাকায় কিনতে পারি,
কিন্তু তরকারি বাজারে ৩০ টাকার টমেটো ৩২ টাকা চাইলেই বিক্রেতাকে মেরে বসি!
রিক্সাওয়ালা ১০ টাকার ভাড়া ১৫ টাকা চাইলেই থাপ্পর দিতে দেরি করি না!
কিন্তু ২০০ টাকার বাস ভারা সেইখানে কার ড্রাইভারকে ২০০০ দিতেও গায়ে লাগেনা,,
★শরীর পরিস্কার রাখার জন্য হাজার টাকার সাবান/ ফেইসওয়াস ব্যবহার করতে পারি,
কিন্তু সম্পদ পরিস্কার/পবিত্র করার জন্য দরিদ্রকে
যাকাত দিতে পারি না!

কোথায় মানবতা, কোথায় মনুষত্ব?🤦

he🥀
09/04/2023

he🥀

08/04/2023
আগামীর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায়ঃএআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে বছর দুয়েক আগে প্রথম আলাপচারিতা হয়েছিলো আমেরিকা...
19/03/2023

আগামীর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায়ঃ

এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে বছর দুয়েক আগে প্রথম আলাপচারিতা হয়েছিলো আমেরিকা প্রবাসি এক বড় ভাইয়ের সাথে৷ উনি তখন যা বলেছিলেন তার কিছুই আমার এন্টেনায় ধরেনি৷ সাম্প্রতিক সময়ে এবিষয়ে বিস্তর আলোচনা হচ্ছে বিশ্বজুড়ে ৷ এই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ChatGPT. সিলিকন ভ্যালির ওপেনএআই উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তার এই ইনোভেশন সমগ্র পৃথিবীতে আলোড়ন তৈরি করেছে ৷

বিষয়টি সম্পর্কে জানার ও বোঝার জন্য ইন্টারনেট ঘেটে একটু পড়াশোনা করলাম এবং দেখলাম এবিষয়টির সাথে সংশ্লিষ্ট অনেকগুলো ভিডিও কনটেন্ট ৷ পরিবর্তিত পৃথিবীতে এই ইনোভেশন একদিকে যেমন মানুষের কাজকে সহজ ও গতিশীল করবে তেমনি কোটি মানুষের কর্ম হারানোর পথ তৈরি হবে এই প্রযুক্তির হাত ধরে ৷ ফলে লক্ষ কোটি মানুষ বেকার হয়ে পরবে এমনকি খোদ গুগল এর মতো জায়ান্ট কোম্পানি আশংকায় আছে আগামীতে তারা কিভাবে এই চ্যালেঞ্জকে মিটিগেট করবে ৷

বলা হচ্ছে ইন্টারনেট আবিষ্কারের পর থেকে আজ অবধি কোনো স্টার্টআপ শুরুতেই এতো ইউজার পায়নি যা ChatGPT মাত্র পাঁচ দিনে পেয়েছে ৷ ChatGPT হলো এমন একটি চ্যাটবট যা মূলতঃ প্রি ট্রেইনড এবং এর মাধ্যমে যে শুধু রিসার্চ আর্টিকেল, বই, কবিতা, গ্রাফিক্সস ডিজাইন, বিজনেস মার্কেটিং, কোডিং লেখালেখি, প্রশ্নোত্তর সুবিধা পাওয়া যাবে তা নয় বরং এর মাধ্যমে কাজের ক্ষেত্রে মানুষের রিপ্লেসমেন্ট ঘটবে। এছাড়া ChatGPT কাজ করবে নন করভাসেশনাল এআই হিসেবে। যার অবশ্যম্ভাবি ফলশ্রুতি হিসেবে মিডিওকার অথবা এভারেজ সাইজ ইনটেলিজেন্ট ম্যানপাওয়ারের চাহিদা ব্যপকহারে হৃাস পাবে।

অথচ বিষ্ময়কর ব্যাপার হলো প্রযুক্তির এই অভাবনীয় অগ্রগতির ব্যাপারে আমরা এখনও নির্বিকার। এদেশে ক্রমাগতভাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা দুরে থাক প্রযুক্তির উৎকর্ষতার সাথে সামান্যতম সম্পৃক্ততা আছে এমন শিক্ষাক্রম নেই বরং সেসব বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে ইতিহাস, দর্শন অথবা সমাজবিজ্ঞান। আমরা মানি আর না মানি প্রযুক্তির এই ঢেউ এদেশেও এসে পড়বে এবং তার প্রভাব মোকাবিলা করার সামর্থ্য আমাদের নেই এবং অদূরভবিষ্যতে তৈরি হবে এমন সম্ভবনাও ক্ষীণ। এমনিতেই দেশে বেকার জনগোষ্ঠির অভাব নেই তারপর যদি এই কৃত্রিম বুদ্ধিমত্তার কারনে একটা বড় জনগোষ্ঠি বেকারে পরিণত হয় তাহলে সেই সংকটকে মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, দক্ষ জনশক্তি তৈরি এবং টেক জায়ান্ট প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি মেধাবীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে মনোসংযোগ দেওয়া উচিত। মিডিয়াকেয়ার পাওয়া তথাকথিত বিজ্ঞানীদের দিয়ে ইতিহাস আর সমাজবিজ্ঞান বই লেখানো ও সম্পাদনার চেয়ে এই কাজটি অধিক গুরুত্বপুর্ণ এটা যত দ্রুত আমাদের কর্তাব্যক্তিরা বুঝবেন ততই মঙ্গল।

©

17/03/2023

কিছু কথা

এই আণুবীক্ষণিক প্রাণীটিকে বলা হয় মাইট।  এটা আমাদের চোখের পাতার ভিতরে বাস করে।  আমরা যখন ঘুমিয়ে থাকি তখন এটি রাতে বেরিয...
20/11/2022

এই আণুবীক্ষণিক প্রাণীটিকে বলা হয় মাইট। এটা আমাদের চোখের পাতার ভিতরে বাস করে। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন এটি রাতে বেরিয়ে আসে। এরা নর-নারী সঙ্গম করে এবং আমাদের মুখে পরাগায়ন করে। এর স্ত্রীরা আমাদের চোখের পাপড়ির প্রতিটি লোমকূপের ভিতরে 20 থেকে 24টি ডিম পাড়ে। এই মাইটের কাজ হল আমাদের মুখের মরা চামড়া খাওয়া প্রতিদিন পুনর্নবীকরণ করা, যেটি আমরা ঘুমিয়ে থাকাকালীন একটি প্রাকৃতিক প্রসাধনী প্রক্রিয়া সম্পাদন করে।

"অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?"
আল_কুরআন
সূরা (আর_রহমান 55:13) ❤️

~`যার যাত্রা কঠিন নয় তার গন্তব্য সুন্দর নয় 🙂
28/10/2022

~`যার যাত্রা কঠিন নয় তার গন্তব্য সুন্দর নয় 🙂

Address

Dhaka

Telephone

+8801309090673

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasrin Ety posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nasrin Ety:

Videos

Share