Biswas Tutor BD

Biswas Tutor BD Biswas Tutor BD . Call : 01736-825882 সমগ্র ঢাকা শহরে মেধাবী ও অভিজ্ঞ টিচার পেতে যোগাযোগ করুন।

আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য এই ঈদ আনন্দ, সমৃদ্ধি এবং বরকত নিয়ে আসুক,,,, Biswas Tutor BD পরিবারের পক্ষ থেকে সবাইকে জা...
10/04/2024

আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য এই ঈদ আনন্দ, সমৃদ্ধি এবং বরকত নিয়ে আসুক,,,, Biswas Tutor BD পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা,,, ঈদ মোবারক।

🎯 HSC 2024 রুটিন প্রকাশ।✍️ পরীক্ষা শুরুঃ ৩০ জুন, ২০২৪
02/04/2024

🎯 HSC 2024 রুটিন প্রকাশ।
✍️ পরীক্ষা শুরুঃ ৩০ জুন, ২০২৪

টিউশন জব খুঁজছেন? মানিকগঞ্জ জেলার আটিগ্রাম , কৃষ্ণপুর , গড়পাড়া , দিঘী , নবগ্রাম , ভাড়ারিয়া , হাটিপাড়া সহ মানিকগঞ্জ ...
27/03/2024

টিউশন জব খুঁজছেন? মানিকগঞ্জ জেলার আটিগ্রাম , কৃষ্ণপুর , গড়পাড়া , দিঘী , নবগ্রাম , ভাড়ারিয়া , হাটিপাড়া সহ মানিকগঞ্জ শহরের যেকোনো স্থানের টিউশন জব পাচ্ছেন আমাদের Biswas Tutor BD প্ল্যাটফর্মে।
এছাড়াও টিউশন জবের জন্য সব ধরনের আপডেট পেতে যোগাযোগ করুন এই নম্বরে - 01736-825882

ঢাকা শহরের মধ্যে ভালো টিউটর খুঁজছেন?আপনার লোকেশনের খুব কাছেই পাচ্ছেন আমাদের রেজিস্টার্ড টিউটর। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়ে...
27/03/2024

ঢাকা শহরের মধ্যে ভালো টিউটর খুঁজছেন?

আপনার লোকেশনের খুব কাছেই পাচ্ছেন আমাদের রেজিস্টার্ড টিউটর। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ডুয়েট ,ঢাকা মেডিকেল কলেজ, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ স্বনামধন্য বিদ্যাপীঠ সমূহের পদার্থ, গণিত, রসায়ন,জীববিজ্ঞান, অর্থনীতি, ফাইন্যান্স, হিসাববিজ্ঞান, বাংলা ও অন্যান্য বিষয়ভিত্তিক অভিজ্ঞ টিউটর পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

বিস্তারিত জানতে কল করুন - 01736-825882

সিলেট জেলার কোতোয়ালী, মোগলগাঁও , বিমানবন্দর, খাদিমনগর , টুকের বাজার, শাহপরাণ সহ সিলেট শহরের যেকোনো স্থানে অভিজ্ঞ টিউটর ...
27/03/2024

সিলেট জেলার কোতোয়ালী, মোগলগাঁও , বিমানবন্দর, খাদিমনগর , টুকের বাজার, শাহপরাণ সহ সিলেট শহরের যেকোনো স্থানে অভিজ্ঞ টিউটর পেতে যোগাযোগ করুন আমাদের সাথে।

অথবা কল করুন এই নম্বরে- 01736-825882
ধন্যবাদ

🌠আপনি কি আপনার সন্তানের জন্য অনলাইন অথবা বাসায় গিয়ে পড়ানোর জন্য অভিজ্ঞ গৃহ শিক্ষক খুঁজছেন?🌠 আমাদের আছে বাংলা ভার্সন ,...
27/03/2024

🌠আপনি কি আপনার সন্তানের জন্য অনলাইন অথবা বাসায় গিয়ে পড়ানোর জন্য অভিজ্ঞ গৃহ শিক্ষক খুঁজছেন?
🌠 আমাদের আছে বাংলা ভার্সন , ইংলিশ ভার্সন ও ইংলিশ মিডিয়াম এর জন্য অভিজ্ঞ গৃহ শিক্ষক।
🌠আমরাই BUET/MEDICAL/DU/JU / ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের সহ সকল পাবলিক ও প্রাইভেট ভার্সিটির সেরা ও অভিজ্ঞ টিচার দিচ্ছি।
আমাদের সেবাসমূহ :
🌠 English Medium, English Version এবং বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য অভিজ্ঞ টিচার দিচ্ছি।
🌠পছন্দ অনুযায়ী যেকোনো ভার্সিটির Male/Female টিউটর বাছাই করে থাকি।
🌠মেয়ে শিক্ষার্থীদের জন্য মেয়ে টিচার দেয়া যাবে।
🌠দুটি ফ্রি Demo/ Trial Class এর মাধ্যমে টিউটর সিলেকশন করতে পারবেন !
🌠যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা!
🌠আপনার এলাকার একদম কাছাকাছি অবস্থান করছে এমন শিক্ষক দিয়ে থাকি তাই আমাদের শিক্ষকগন যথা সময়ে উপস্থিত থাকতে পারেন।
🌠তাই আর দেরি না করে Online/বাসায় গিয়ে পড়ানোর জন্য টিউটর পেতে সরাসরি আমাদের কল করুন নিচে দেয়া নাম্বারে।
☎ Call: 01736-825882
Time : 9Am to 11Pm
ঘরে বসেই আপনার সন্তানের সুশিক্ষা নিশ্চিত করুন আমাদের মাধ্যমে।

ঠাকুরগাঁও শহরের মধ্যে ভালো টিউটর খুঁজছেন?আপনার লোকেশনের খুব কাছেই পাচ্ছেন আমাদের রেজিস্টার্ড টিউটর। ঠাকুরগাঁও সরকারি কলে...
27/03/2024

ঠাকুরগাঁও শহরের মধ্যে ভালো টিউটর খুঁজছেন?
আপনার লোকেশনের খুব কাছেই পাচ্ছেন আমাদের রেজিস্টার্ড টিউটর। ঠাকুরগাঁও সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, পীরগঞ্জ সরকারি কলেজসহ স্বনামধন্য বিদ্যাপীঠ সমূহের পদার্থ, গণিত, রসায়ন,জীববিজ্ঞান, অর্থনীতি, ফাইন্যান্স, হিসাববিজ্ঞান, বাংলা ও অন্যান্য বিষয়ভিত্তিক অভিজ্ঞ টিউটর পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

বিস্তারিত জানতে কল করুন - 01736-825882

টিউশন জব খুঁজছেন? মাদারীপুর জেলার শিরখাড়া , বাহাদুরপুর , পেয়ারপুর , ধুরাইল , ঝাউদী , ঘটমাঝি , মস্তফাপুর , কালিকাপুর , ...
27/03/2024

টিউশন জব খুঁজছেন? মাদারীপুর জেলার শিরখাড়া , বাহাদুরপুর , পেয়ারপুর , ধুরাইল , ঝাউদী , ঘটমাঝি , মস্তফাপুর , কালিকাপুর , দুধখালী সহ মাদারীপুর শহরের যেকোনো স্থানের টিউশন জব পাচ্ছেন আমাদের Biswas Tutor BD প্ল্যাটফর্মে।
এছাড়াও টিউশন জবের জন্য সব ধরনের আপডেট পেতে যোগাযোগ করুন এই নম্বরে- 01736-825882

মানবদেহের ২১ টি মজার তথ্য যা অনেকেরই অজানা:আমাদের ধারণা, আমরা নিজেদের দেহ সম্পর্কে পুরোপুরি জানি। কিন্তু অজানা রয়েছে অনে...
26/03/2024

মানবদেহের ২১ টি মজার তথ্য যা অনেকেরই অজানা:

আমাদের ধারণা, আমরা নিজেদের দেহ সম্পর্কে পুরোপুরি জানি। কিন্তু অজানা রয়েছে অনেক কিছুই। আমরা সাধারণত জানি যে, আমাদের দেহ কীভাবে কাজ করে এবং এতে কী ধরণের পরিবর্তন ও প্রক্রিয়াগুলো ঘটছে।

প্রকৃতপক্ষে মানবদেহে জটিল এবং রহস্যময় প্রক্রিয়া বিদ্যমান, যা মাঝেমধ্যে সবচেয়ে দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক ও বিজ্ঞানীদেরও বিভ্রান্ত করে ফেলে।

আমাদের শরীরের বিষয়ে ২১ টি চমকপ্রদ তথ্য রয়েছে যা জানলে আপনি মুগ্ধ ও বিস্মিত হবেন। এবার আসুন জেনে নিই বিষয়গুলো :

১ . জিভ দেখে অনেক কিছু বুঝা যায়। জিভের নমুনা একেবারে অনন্য। তাই কাউকে জিভ দেখানোর সময় এটি মনে রাখবেন।

২. একটি চুল ঝুলন্ত আপেলের ওজন ধরে রাখতে পারে। তবে বিজ্ঞানীরা আপেলের মাত্রা নির্দিষ্ট করেন নি।

৩. কোনও ব্যক্তির মুখে বিদ্যমান ব্যাকটিরিয়ার সংখ্যা পৃথিবীর মোট লোক সংখ্যার সমান বা তারও বেশি।

৪. ব্যক্তির নখগুলো নরম ও ভঙ্গুর এবং চাঁদহীন হলে তা অতিরিক্ত থাইরয়েডের নির্দেশ করতে পারে।

৫. মস্তিস্কের স্পন্দনের গতি ঘন্টায় প্রায় ৪০০ কিলোমিটার।

৬ আমাদের ধারনা চার ধরণের রক্ত রয়েছে আমাদের দেহে। আসলে রক্তের ধরন ২৯ টি। তাদের মধ্যে বিরলতম হচ্ছে বোম্বাই সাব টাইপ।

৭. মাত্র একদিনে আমাদের রক্ত ​​১৯ ৩১২ কিলোমিটার দূরত্ব 'দৌড়ায়'।

৮. মানবদেহের সকল স্নায়ুর মোট দৈর্ঘ্য ৪৫ কিলোমিটার।

৯. একজন মানুষ প্রতিদিন প্রায় ২০০০০ বার শ্বাস নেয়।

১০. বিশ্বের প্রায় সকল লোকের চোখের পাতায় 'ডেমোডেক্স' নামের একটি বিশেষ ধরনের উপাদান থাকে।

১১. মানুষের চোখ ১ কোটি পর্যন্ত নানা রংয়ের মধ্যে পার্থক্য করতে পারে। কিন্তু আমাদের মস্তিষ্ক এর সবগুলো মনে রাখতে পারে না।

১২. আমাদের কান প্রায় অবিশ্বাস্য গতিতে জীবনব্যাপী বাড়তে থাকে। কান প্রতি বছর এক মিলিমিটারের এক চতুর্থাংশ পরিমাণ বৃদ্ধি পায়।

১৩. আমাদের হৃদপিণ্ড বছরে ৩৫ মিলিয়ন বার বিট দেয়।

১৪. মানবদেহ প্রতিদিন প্রায় এক মিলিয়ন ত্বকের কোষ হারিয়ে ফেলে, যার পরিমাণ বছরে ২ কিলোগ্রাম হয়।

১৫. আপনার ত্বকের প্রতি ১ বর্গ সেন্টিমিটারে প্রায় শতাধিক ব্যথা সংবেদক রয়েছে।

১৬. ছেলেদের জিহ্বার পৃষ্ঠে মেয়েদের চেয়ে স্বাদের কুঁড়ি(টেষ্ট বাট) কম থাকে।

১৭. একজন ব্যক্তি তার জীবনে গড়পড়তায় প্রায় ৩৫ টন খাদ্যগ্রহণ করে।

১৮. একজন মানুষ তার জীবনের প্রায় পাঁচ বছর দারুন সক্রিয় থাকে।

১৯. আমাদের মস্তিস্কে প্রতি সেকেন্ডে ১০০০০০ রাসায়নিক বিক্রিয়া ঘটে।

২০. আপনার হাঁচির গতি ঘন্টায় ১৬০ কিমি।

২১. হাসিতে মুখের ১৭টি পেশিকে 'ট্রিগার' করে। অন্যদিকে কান্নায় ৪৩ টি পেশি সক্রিয় হয়ে উঠে।

সৃজনশীল পদ্ধতিতে নির্ভরযোগ্য ,অভিজ্ঞ ও দায়িত্বশীল গৃহ শিক্ষক /শিক্ষিকা নিয়ে Biswas Tutor BD এখন আপনার পাশে।→আমরা দিচ্ছি ...
25/03/2024

সৃজনশীল পদ্ধতিতে নির্ভরযোগ্য ,অভিজ্ঞ ও দায়িত্বশীল গৃহ শিক্ষক /শিক্ষিকা নিয়ে Biswas Tutor BD এখন আপনার পাশে।
→আমরা দিচ্ছি English medium / Version সহ Bangla Medium এর সকল ক্লাস সকল বিষয়ের জন্য দেশ সেরা শিক্ষক / শিক্ষিকা।
→পাচ্ছেন ২টি ফ্রী Demo ক্লাস সুবিধা।
→আমাদের আছে BUET, DU, DMC, JU, MIST, NSU,IUB,RUET,KUET,CUET প্রভৃতি ভার্সিটির অভিজ্ঞ ও মেধাবী Male / Female টিচার।
ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজ এ ।
প্রয়োজনে কল করুন : 01736-825882 এ।

আজ ২৬ শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাব...
25/03/2024

আজ ২৬ শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। ২৫ মার্চ রাতে গ্রেফতার হওয়ার পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এক তার বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ২৬ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে এম এ হান্নান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের ঘোষণা পত্র পাঠ করেন। পরে ২৭ মার্চ জিয়াউর রহমান একই কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা পাঠ করেন।
১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।

শিক্ষাই জাতীর মেরুদণ্ড। আর এই মেরুদণ্ড সোজা রাখতে কাজ করে শিক্ষকমণ্ডলী।কিন্তু বাসায় পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের আরো ব...
25/03/2024

শিক্ষাই জাতীর মেরুদণ্ড। আর এই মেরুদণ্ড সোজা রাখতে কাজ করে শিক্ষকমণ্ডলী।
কিন্তু বাসায় পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের আরো বেশি উন্নত করে তুলতে দক্ষ ও নির্ভরযোগ্য শিক্ষক প্রয়োজন,যা খুজে পাওয়া বিশাল সমস্যা এই সময়ে।
টিউটর নিয়ে সকল সমস্যার সমাধান নিয়ে আসছে “Biswas Tutor BD”.
শিক্ষার্থীদেরকে অভিজ্ঞ এবং যোগ্য শিক্ষকদের সাথে সংযুক্ত করে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
দক্ষ শিক্ষক ও শতভাগ সেরা পাঠদানের নিশ্চয়তা দেয় “Biswas Tutor BD” তাই আপনার সন্তানের পড়াশোনা সকল ভয় দুর করতে ও পড়াশোনায় আগ্রহী করে তুলতে যোগাযোগ করুন আমাদের সাথে।
টিউটর পেতে কল করুন : 01736-825882

অপেক্ষায় আছে কারাসৃজনশীল শিক্ষায় দীক্ষিত হবে যারা।ছাত্র-ছাত্রীদের অনেকটা টেনশনের বিষয় হলো সৃজনশীল পড়াশোনা। কেননা বেশিরভা...
25/03/2024

অপেক্ষায় আছে কারা
সৃজনশীল শিক্ষায় দীক্ষিত হবে যারা।
ছাত্র-ছাত্রীদের অনেকটা টেনশনের বিষয় হলো সৃজনশীল পড়াশোনা। কেননা বেশিরভাগ সময়ই এই বিষয়টা বুঝতে পারেনা তারা।
হোম টিউটর এর অনেক বেশি প্রয়োজনীয়তা অনুভব করে তখন তারা। কেননা তারা বাসায় বসে, নিরিবিলি পড়াশোনা বুঝে নিতে পারে। এতে করে সৃজনশীলতা বাড়ে ।
স্টুডেন্ট ও মায়েদের এই হোম টিউটর এর শূন্যতা কমিয়ে দিতে পাশে আছে “Biswas Tutor BD”.
সারা দেশে, যেখানেই টিউটর প্রয়োজন, পৌছে দিচ্ছে Biswas Tutor BD. যারা অত্যন্ত দক্ষ ও মেধাবী।
Biswas Tutor BD অত্যন্ত নিখুঁত ভাবে প্রতিটা শিক্ষক নির্বাচন করে। তাই আস্থা ও বিশ্বাসের সাথে টিউটর নিয়োগ করুন Biswas Tutor BD থেকে। যারা আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিবে।
টিউটর পেতে কল করুন 01736-825882 এ।

পাঠদানে যদি হোন সৃজনশীলআমরা আছি আপনার পাশেবন্ধন হবে অনাবিলআপনি কি শিক্ষকতা পেশায় নিজের ক্যারিয়ার গড়তে চান? কিংবা পার্ট ট...
25/03/2024

পাঠদানে যদি হোন সৃজনশীল
আমরা আছি আপনার পাশে
বন্ধন হবে অনাবিল
আপনি কি শিক্ষকতা পেশায় নিজের ক্যারিয়ার গড়তে চান? কিংবা পার্ট টাইমে টিউশনি করতে চান?
Biswas Academy সর্বদাই দক্ষ শিক্ষকের অপেক্ষায় থাকে। আমরা সবসময়ই পাঠদানে সেরা মানের নিশ্চয়তা দিয়ে থাকি। শিক্ষার্থীদের ধৈর্য ও মনোযোগ দিয়ে প্রতিটা বিষয়ে দক্ষ করে তুলি। আর এজন্য সবসময়ই একজন অভিজ্ঞ ও বিশ্বাসযোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
শিক্ষকই সবসময় দেশ করার কারিগর। শিক্ষার্থীদের আদর্শ জীবন গড়তে সাহায্য করতে ও দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে দ্রুত যুক্ত হোন Biswas Academy এর সাথে।

টিউটর অথবা টিউশনএকটাই সমাধান “Biswas Academy”দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের সমস্যার কোন শেষ নেই। তবে সবচেয়ে বড় সমস্যা ...
25/03/2024

টিউটর অথবা টিউশন
একটাই সমাধান “Biswas Academy”
দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের সমস্যার কোন শেষ নেই। তবে সবচেয়ে বড় সমস্যা হলো টিউটর কিংবা টিউশন এর সমস্যা।
আমরা প্রায় সময়ই আমাদের সন্তানদের জন্য দক্ষ টিউটর খুজে পাইনা, আবার অনেক যোগ্য টিউটর বেকার বসে থাকে, টিউশন খুজে পায়না!
ফলে হতাশাগ্রস্থ হয়ে পড়ে সকলেই।
তবে আর নয় এই সমস্যা। কেননা Biswas Academy দিচ্ছে একই সাথে দক্ষ টিউটর পাওয়া ও টিউশন করানোর সুযোগ। আর এই সার্ভিসগুলো সারাদেশেই এভেলএভল।
এছাড়াও টিউটর নির্বাচনেও রয়েছে বিশেষ বিশেষ সুবিধা। প্রথম ২দিন টিউশনির মাধ্যমে টিউটরের আচার আচরণ ও পড়ানোর দক্ষতা যাচাই করে তারপর টিউটর নিয়োগ করতে পারবেন ফাইনালি।
এরকম দূর্দান্ত সুযোগ আর কোথায়?
আর তাই দক্ষ টিউটর ও টিউশন প্রয়োজনে নির্দিধায় যোগাযোগ করুন “Biswas Academy” এর সাথে।
টিউটর পেতে নিচের ফর্মটি পূরণ করুন অথবা কল করুন 01736-825882 এ।

Address

34 E/1, West Rajabazar, Indira Road, Farmgate
Dhaka
1208

Telephone

01736825882

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biswas Tutor BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share