Rofiqul Islam Sohan

Rofiqul Islam Sohan In the page Created especially for lovers of traveling and Europe information. keep on Eye

08/07/2024
30/06/2024
23/05/2024

আহ্ বাংলাদেশ 💔

শুভ জন্মদিন মা Ay Ra  🥀দেখতে দেখতে আজ তোমার দুই বছর পূর্ণ হলো। বাবা হিসেবে আমার এটুকুই চাওয়া- বড় হয়ে তুমি শুধু ভালো মানু...
05/05/2024

শুভ জন্মদিন মা Ay Ra 🥀
দেখতে দেখতে আজ তোমার দুই বছর পূর্ণ হলো। বাবা হিসেবে আমার এটুকুই চাওয়া- বড় হয়ে তুমি শুধু ভালো মানুষ হইও, আর কিছু না হলেও চলবে।

My Two Love from heart♥
11/10/2023

My Two Love from heart♥

I have reached 45K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
21/09/2023

I have reached 45K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

17/07/2023

রাজারা গরীব হলে মনটা রাজার মতই থাকে। কিন্তু ছোটলোক ধনী হলেও মনটা ছোটলোকই থাকে !

06/06/2023

একটা বীজ বপন করা হয়। চারাগাছ হয়, গাছ হয়, কলি হয়, ফুল হয়ে নির্দিষ্ট সময়ের পর ঝড়ে যায়। গাছ ছেড়ে আজীবনের জন্য ফুল চলে যায়, সেই একই ফুল আর কোনদিন এই গাছে আসে না। ফিরে আসার দরজা খোলা থাকেনা। কেউ ফিরে না।

একটা মানুষ তোমাকে ভালোবাসে, আগলে রাখে, চোখে কালো পট্টি বেঁধে অন্ধের মতো বিশ্বাস করে, রাগ অভিমান জেদ মেনে নিয়ে রোজ সকালে " হাসি মুখে" কথা বলে। একই নিয়মে যদি তুমি বারবার তার কাছে এইসবই আশা করো, একই রকম ভালোবাসা, আদর, কেয়ার আর পাবেনা। নির্দিষ্ট বয়সের পর মানুষ আচমকা বদলে যায়। যৌবনে ন্যাকামো করে 'বাবু তুমি না খাইলে আমি খাবো না' বলা মানুষটা পঁচিশ অথবা ত্রিশে গিয়ে বলবে,-'আমি খেয়ে নিয়েছি, তুমি খাইয়ে মশারি টানিয়ে বাতি টা অফ করে ঘুমিয়ে যাইয়ো।

সব মানুষের চলে যাওয়া আবার বেহায়া হয়ে ফিরে আসার রূপ নেয় না। কাউকে অবহেলা করার আগে নিশ্চিত হয়ে নিবেন, মানুষটা অবহেলার পাত্র ছিলো কি না? প্রিয় মানুষকে প্রিয় জায়গায় রাখুন। বুকের মানুষ পিঠে নিয়েন না। প্রাইভেট টিউটর সেজে রোজ নিয়ম করে সারাদিন কি করছো? প্রশ্ন করে সন্দেহের তীর ছুঁড়ে মারবেন না।

সন্দেহ তৈরী হলে নিরবে প্রস্থান করুন। তিল কে তাল বানিয়ে যেকোন সম্পর্কে হট্টগোল বাঁধায় বোকারা। সন্দেহ, রাগ অভিমান, একটা সময় ভয়ংকর রূপ ধারণ করে। তখন মানুষ মায়া, ভালোবাসা, দুই তিন বছরের সম্পর্কের গাঁথুনি, পিঁছুটান সবকিছুই ছেড়েই আজীবনের জন্য চলে যায়। যে যায় সে আর ফিরে না। কেউ যদি ফিরে সেটা চলে যাওয়া না। চলে যাওয়া মানে আর না ফেরা।

14/05/2023

সফল হওয়ার উপায় আমার জানা নেই, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি রাখার চেষ্টা করা!

14/05/2023

জীবনটা অনেক ছোট, এটা’কে বিয়ে করে নষ্ট করবেন না।

29/04/2023

Cover আমি মেঘ ছুড়ে দেই || Original Artist Polin || Plesse avoid the smoking

22/04/2023

জীবনে অনেক বড় একটা পাপ করছিলাম
সেটার প্রায়শ্চিত্ত এখন করতেছি
আফসোস😑

20/04/2023

ভিতরে ভিতরে সবাই শেষ হয়ে যাচ্ছে, কেউ ছবি তোলা ছেড়ে দিয়েছে, কেউ সুন্দর জামা পড়া ছেড়ে দিয়েছে, কেউ প্রেম করতে ভয় করে, কেউ একাকীত্ব পছন্দ করে, কেউ আত্মীয়-স্বজনদের সাথে দেখা করে না, কেউ ভালো আছি"এরকম প্রতিদিন নাটক করে থাকে!🙂🙂

03/04/2023

রহমতের ১০দিন শেষ করে নাজাদ এর ১দিন অতিবাহিত হয়ে গেল আলহামদুলিল্লাহ❤️

Address

Nawabganj, Dhaka
Dhaka
1324

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rofiqul Islam Sohan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rofiqul Islam Sohan:

Videos

Share