NITER Crushes & Confessions 10th batch

NITER Crushes & Confessions 10th batch আবদ্ধ অনুভূতি গুলোর বহিঃ প্রকাশ ঘটান?

It will definitely work until s/he is a karate Master.
25/09/2023

It will definitely work until s/he is a karate Master.

Either you accept me nicely or you will suffer later
21/09/2023

Either you accept me nicely or you will suffer later

06/09/2023

BSC তো প্রায় শেষের পথে, কনফেশন এখন না দিলে পরে কাদবেন। প্রিয় মানুষকে মনের কথা জানিয়ে দিতে দ্রুত কনফেশন দিন ।

27/03/2023


To: খন্দকার সানজিদা হায়দার উষ্ণ
Batch: 10th batch

প্রিয়, তোমাকে নিয়ে লিখতে শুরু করলে আর শেষ হবে না🙇‍♂️।প্রতিদিন দেখি তোমাকে ক্লাসে কিন্তু কথা হয় না🙃তুমিও বল না আমিও বলি না🙃। তুমি মাথা নিচু করে কেনো হাঁটো? একটু আসে পাশে তাকিয়ে হাঁটবা বুঝলা।🙎‍♂️🙆‍♂️

তোমাকে ভালো লাগার কোনো কারন নেই,কেনো এতো ভালো লাগে তাও জানি না।🥺তোমার হাতের লেখাগুলোকে ভালো লেগেছিল প্রথম💗আসতে আসতে তোমাকেও ভালো লাগলো💗

কিন্তু তোমার সামনে বলার মতো কোনো সাহস নেই আমার🙃তাই এইখানেই বললাম------------------

ভালোবাসি প্রিয়❤️

চিনে নিও
Present sir 70
💗

 From: Someone To: Hasibul Azad ShuvoDepartment: EEEBatch: 10th batch 01010011 01101111 01101101 01100101 01110100 01101...
23/11/2022


From: Someone
To: Hasibul Azad Shuvo
Department: EEE
Batch: 10th batch

01010011 01101111 01101101 01100101 01110100 01101001 01101101 01100101 01110011 00100000 01101001 01110100 00100000 01110011 01100101 01100101 01101101 01110011 00100000 01110100 01101111 00100000 01100010 01100101 00100000 01101101 01101111 01110010 01100101 00100000 01110100 01101000 01100001 01101110 00100000 01100001 00100000 01100110 01110010 01101001 01100101 01101110 01100100 00101100 00100000 01100010 01110101 01110100 00100000 01110111 01101001 01101100 01101100 00100000 01110100 01101000 01101001 01110011 00100000 01110011 01101111 01100011 01101001 01100101 01110100 01111001 00100000 01100001 01100011 01100011 01100101 01110000 01110100 00100000 01101001 01110100 00111111 00100000 00100000 01001001 00100000 01100100 01101111 01101110 00100111 01110100 00100000 01100011 01100001 01110010 01100101 00100000 01100001 01101110 01111001 01110111 01100001 01111001 00101110 00100000 00100000 01001001 00100000 01100110 01100101 01101100 01101100 00100000 01101001 01101110 00100000 01101100 01101111 01110110 01100101 00100000 01110111 01101001 01110100 01101000 00100000 01111001 01101111 01110101 00100000 01100001 01110011 00100000 01100001 00100000 01100110 01110010 01101001 01100101 01101110 01100100 00101110 00100000 00100000 01001001 00100000 01101100 01101001 01101011 01100101 00100000 01111001 01101111 01110101 00101110 00100000 01010100 01101000 01100101 01110011 01100101 00100000 01110111 01101001 01101100 01101100 00100000 01101110 01100101 01110110 01100101 01110010 00100000 01100010 01100101 00100000 01110011 01100001 01101001 01100100 00100000 01100110 01100001 01100011 01100101 00100000 01110100 01101111 00100000 01100110 01100001 01100011 01100101 00101110 00100000 00100000 01010011 01101111 00100000 01101001 01100110 00100000 01110111 01100101 00100000 01101101 01100101 01100101 01110100 00100000 01110000 01101100 01100101 01100001 01110011 01100101 00100000 01100100 01101111 01101110 00100111 01110100 00100000 01100001 01110011 01101011 00100000 01100001 01101110 01111001 01110100 01101000 01101001 01101110 01100111 00100000 01100001 01100010 01101111 01110101 01110100 00100000 01110100 01101000 01101001 01110011 00101110 00001010

 From: ......To: Sajjad RakibDepartment: Textile Engineering Batch: 10th Batchনিকোটিনের ধোঁয়ায় সে তাহার আবেগ গুলো উড়িয়ে ...
22/11/2022


From: ......
To: Sajjad Rakib
Department: Textile Engineering
Batch: 10th Batch

নিকোটিনের ধোঁয়ায় সে তাহার আবেগ গুলো উড়িয়ে দেয়,তাই সে জানেনা আবেগ কি জিনিস! আর আমি আমার আবেগ গুলো খুব যত্ন করে আমার হৃদপিন্ডে জমিয়ে রাখি তাই তো তুমি প্রতিনিয়ত পুড়ো সেই কালো ধোঁয়ায়,আর আমি পুড়ি ভালবাসার রঙিন স্বপ্নে ❤

 শুরুটা হয়েছিলো হেল্প ডেস্ক থেকে।আপনি এতো হেল্পফুল কেনো?সব মেয়েদেরই কি এভাবে হেল্প করেছেন?🙃প্রথম দেখায় কেমন যেনো মায়া পড়...
19/09/2022



শুরুটা হয়েছিলো হেল্প ডেস্ক থেকে।আপনি এতো হেল্পফুল কেনো?সব মেয়েদেরই কি এভাবে হেল্প করেছেন?🙃প্রথম দেখায় কেমন যেনো মায়া পড়ে গিয়েছি। আপনার সাথে কথা বলার উদ্দেশ্যেই হেল্প ডেস্কে যাওয়া । জানা কথাও আপনাকে বারবার জিজ্ঞেস করছিলাম শুধু আপনার সাথে কথা বলার জন্য। সেই দুই দিনে আপনার সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তারপর ক্লাস শুরু হয়ে যায় আর বিভিন্ন কারণে আপনার সাথে কথা বলতে পারিনি। আস্তে আস্তে আপনার সাথে দেখা হওয়া বেড়ে গেলো কিন্তু কথা বলার সাহস পাইনি। মাঝে মাঝেই লাইব্রেরীতে যাই আপনাকে দেখতে পাওয়ার আশায়। আচ্ছা আপনি সব সময় মাস্ক পরেন কেন 😷? খুব কমই আপনাকে মাস্ক ছাড়া দেখার সৌভাগ্য হয়েছে আমার। আপনার চশমা আমার খুব ভালো লাগে।আপনি কি জানেন চশমা তে আপনাকে অনেক বেশি মানায়। শান্ত ভদ্র লাগে। আমার চোখে দেখা আপনি সব থেকে বেশি সুন্দর পুরুষ। যার প্রেমে আমি এমন ভাবেই পড়েছি আর উঠতে পারছি না। বলা যায় উঠতে চাচ্ছিও না। আচ্ছা আপনাকে সব সময় আপুদের সাথে দেখা যায় কেনো? আমার খুব হিংসে হয় জানেন?😞😞 আপুদের থেকে একটু দূরে দূরে থাকলে কি হয় শুনি? যাই হোক, আমি সব সময় আপনাকে দূর থেকে দেখবো। আর এভাবেই ভালোবেসে যাবো। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা যেভাবে আমাদের স্বপ্নের পদ্মা সেতু পেলাম আমার বিশ্বাস ঠিক সেভাবে একদিন আমার স্বপ্নের আপনাকেও পেয়ে যাবো।

 From: খুজেনিয়েনTo:KafiDepartment:IPEভালোবাসা প্রকাশের ভাষার খুব অভাব আমার কাছে । ভালোবাসা প্রকাশের চেয়ে ভালোবাসা অনুভ...
22/03/2022



From: খুজেনিয়েন
To:Kafi

Department:IPE

ভালোবাসা প্রকাশের ভাষার খুব অভাব আমার কাছে । ভালোবাসা প্রকাশের চেয়ে ভালোবাসা অনুভব করাটাকেই বেশি প্রাধান্য দেই আমি । সেই প্রথম থেকেই মনের অজান্তেই হোক কিংবা স্বজ্ঞানে , আপনার প্রতি ভালোবাসা অনুভব করে এসেছি । আমার ডাক আপনার কাছে কতদূর পৌঁছায় আমি জানিনা , আমার কাছে তো এই মনে মনে খুনসুটির প্রেমই ভালোলাগে ।
কত সুন্দর করে কথা বলেন , কি সুন্দর চাহনী , কত সুন্দর হাসি ।
পাগল না হয়ে উপায় কোথায় ?
আপনাকে পাওয়া মেয়েটি অসম্ভব ভাগ্যবতী । জানি , মেয়েটি নিজেও সেটা মানে ।
আজ ছোট্ট পরিসরে ভালোবাসা প্রকাশ করে গেলাম
সুযোগ হলে খুঁজে নিয়েন ❤️

 From: নিকস্থ কেউ একজনTo: Parag DasDepth of IPENiter 10 batchআমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে,শুধু তোমায় ভালো...
03/03/2022


From: নিকস্থ কেউ একজন
To: Parag Das
Depth of IPE
Niter 10 batch

আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে,শুধু তোমায় ভালোবেসে.....🖤

ভালোবাসার নাকি সংজ্ঞা হয় না, যেমনি তোমাকে সংজ্ঞায়িত করা যায় না। কিন্তু প্রসঙ্গ যখন "ভালোবাসা" র তখন উত্তর শুধু মাত্র "তুমি" ই । 💙

তোমাকে আমার ভাল্লাগে। এই যে শত শত ভালো না লাগার ভিতরে একটা তুমি আছো যার দিকে তাকিয়ে থাকতে আমার সবসময়ই ভালোলাগে। এতটা মুগ্ধতা নিয়ে আমি কখনো কারো দিকে তাকাইনি। যতবার আমি তোমার পানে তাকাই, ততোবার তোমার গহীনে হারাই। শতবার হারিয়ে যেতে চাই, তোমার স্তব্ধতার আভাসে।
যখনই তোমাকে দেখি নতুন করে তোমার প্রেমে পরে যাই। তোমার ওই হাসির প্রেমে আমি পাগল হয়ে গেছি। তোমার মায়া ভরা চোখ দুটি বারবার তোমার দিকে তাকিয়ে আমাকে মুগ্ধ করে তোলে। তোমাকে অনেক বেশি ভাল্লাগে। তোমাকে কেন এত বেশি ভালো লাগে জানি না.......❤️

24/12/2021



To:
Sadi Md Anan
NITER 10th Batch
Department of IPE

সত্যি বলতে তোমার টিকটকের প্রেমে পরে যাবে যে কেও, বহুবারই🖤! আমিও তোমার প্রেমে পরে গেছি।
জানি তোমাকে পাব না তাই তোমার কাছে একমাত্র চাওয়া, তোমার থেকে একটা BTS টিকটিক দেখতে চাই!🙂
ইতি
তোমার অজানা দুঃস্বপ্ন

 From: চেনা তবুও অচেনা To,Name: RBDepartment :  Textile Engineering  Batch:10thসকালে রোদমাখা আদরের চায়ের কাপে প্রথম চুমু...
03/08/2021



From: চেনা তবুও অচেনা
To,
Name: RB
Department : Textile Engineering
Batch:10th

সকালে রোদমাখা আদরের
চায়ের কাপে প্রথম চুমুকে
বারান্দায় স্নিগ্ধ বাতাসসে শুধু তোমার কথা ভাবা
আর সারাদিনের ঘটনার ক্লান্তি
দূর করে আমার একতরফা প্রেমের রস গল্প
শেষের বেলায় সন্ধাশাখে মন উতালিপাতালি করে
তাকে পাবো না জেনেও মিথ্যা আশার জাল
বোনে আমার শরীর।
শুধু মনে হয় কোনো অদৃশ্য জাদুজালে একবার
শুধু একবার!! তোমাকে আমার সামনে চাই
ভেসে যায় সেই সব স্বপ্ন শহরের সেই বাস্তব অলৌকিকের ভিরে...

 From:তোমার পাগল প্রেমিকTo,Name: Sumaiya Akter RukuDepartment : Textile Engineering Section : ABatch : 10thশুনো,তোমাকে ফ...
02/08/2021



From:তোমার পাগল প্রেমিক
To,
Name: Sumaiya Akter Ruku
Department : Textile Engineering
Section : A
Batch : 10th

শুনো,
তোমাকে ফেইসবুকেই প্রথম দেখা,আমি কখনো সেইসময় এর অনুভূতি টা বুঝিয়ে বলতে পারবো না যখন তুমি আমার সামনে দিয়ে হেটে যাও,আলাদা একটা ভালোলাগা কখন ভালোবাসায় পরিণত হয়ে গেলো নিজে ও বলতে পারবো না ' যেদিন তোমায় প্রথম দেখি দিনটা ছিল আমার জন্য খুবই special😍.

তোমার ওই ঢলঢল চোখের মিষ্টি হাসি আর খুনসুটি ভরা কথা বলা সে যেন অনন্য এক অনুভূতির নাম। কেমিস্ট্রি ল্যাবে শেষ করে নীল হিজাব পরে যেদিন প্রথম আমার দিকে তাকিয়েছিলে ( জানি তোমার মনে নেই) সেদিনই তোমার প্রেম এ পড়ে যাই😇। সেই কবে থেকে দূর থেকে দেখি।কথা বলার সাহসটা আর হলো না। তোমার ওই তিল আর মিষ্টি হাসির প্রেমে আমি রোজ হাবুডুবু খাই।ক্যাম্পাসে ঘুরাঘুরি করতে দেখি না I

শুধু ক্যাম্পাসে যাবার সময় দৌড়ে দৌড়ে যেতে দেখি।আচ্ছা এতো লেট করে বের না হয়ে,একটু তাড়াতাড়ি বের হয়ে আস্তে আস্তে হেঁটে যাওয়া যায় না? 🤐 একটু তো দেখার সুযোগ দিবা.অনেকবার ভেবেছি তোমাকে knock দিব। কিন্তু কখনও সাহস করে দেওয়া হয়নি। ভয় ছিল যদি তুমি reply না দাও তাই অার কি।

তুমি আমাকে চিনো না, নবীন বরনে বেগুনী রঙের একটা শাড়ি পড়েছিলে,অপূর্ব লাগছিলো তোমায়।ভেবেছিলাম অনেক আগে আমার অনুভূতির কথা লিখবো। লিখা হয়ে উঠে নি,তার আগেই তোমাকে নিয়ে অনেক কাব্য লিখা হয়ে গেছে।

ভাললাগা কিংবা ভালবাসা সময় বোঝে না, বোঝে না পরিস্থিতি তোমার প্রতি আমার অনুভূতি টাও ঠিক তেমনিভাবে কোন বাধা বিপত্তি মানেনি কখনও ভাবিনি এমন কাউকে নিয়ে ভাবার সুযোগ হবে😊😊

ভাবি যে কখনো যদি তুমি আমার জিবনে আসো তুমি কি সেভাবেই আমাকে ভালোবাসতে পারবে তুমি অনেক সুন্দর এর চেয়ে ও সুন্দর তোমার মনটা তেমার প্রতি দিনদিন আমার ভালোলাগা বেড়েই যাচ্ছে শুধু এই টুকুই দোয়া করি যেনো কোনোদিন তোমার চোখের দিকে তাকিয়ে বলতে পারি যেখানেই যাও ভালো থেকো ভালোবাসি অনেক💕তোমার হাতটা ধরে হাজার মাইল পথ পাড়ি দিতে চাই। কী?? ধরতে দিবে তোমার হাতটা।।

ইতি,
তোমার পাগল প্রেমিক

  From:নাম বলতে ইচ্ছুক না To, Name: Sanjana Afrin MimDepartment: FDAEBatch: 10thতাকে দেখেসি আমি প্রথমে ফেসবুকে পরে রাতে ...
01/06/2021



From:নাম বলতে ইচ্ছুক না
To,
Name: Sanjana Afrin Mim
Department: FDAE
Batch: 10th
তাকে দেখেসি আমি প্রথমে ফেসবুকে পরে রাতে দেখে দেখেসি স্বপ্নে 🥰
ইনবক্সে কখনো মেসেজ দেইনাই,কারণ মনের ইনবক্সই আসল ইনবক্স।আর এই ইনবক্সে শুধু আপনার মেসেজের অপেক্ষা করি😒এত মনোমুগ্ধকর ছবি ছাড়লে না জানি কোনদিন হার্ট অ্যাটাক হয় আমার🙂ওই লম্বা লম্বা চুলের সুগন্ধে বিলিন হয়ে যেতে চাই🤥কোনো এক বাহানায় আপন করে নেন আমায়🙊
ইতি,
আপনি আমাকে চিনবেন না👽

21/05/2021



From: অজানাই থাকুক
To,
Name:Sharmin Urmi
Department: CSE
Batch: 10th

প্রিয়,
তোমার নামের প্রতিফলন ঘটেছিলো আমার মনে যখন প্রথম তোমায় দেখছি৷ শুধু দেখাতে, না তা নয়। চোখের দেখার চাইতে তোমার ব্যাক্তিত্ব কে অনুভব করেছি। কোথা থেকে যেনো ঝাপটা হাওয়ায় এক রাশি প্রেম এলো নাকি তোমার বন্ধু হবার ইচ্ছা, আজও ভেবে উঠতে পারিনি৷ হয়ত বন্ধুত্বই চেয়েছিলো মন, সব সম্পর্কে শুরু ত এতেই৷ তোমার গায়ে সেই ঝাপটা হাওয়া নাই বা লাগতে পারে, অস্বাভাবিক ত কিছু নয়। এই গল্পে দুজনের দূরত্ব এতই, চলো ভালো বন্ধু হয়ে রই💙।
ইতি,
তোমার বন্ধু

 From: হিমুর ছায়া To, Name: Jannatul MawaDepartment: FDAE Batch: 10thআমার কাছে নিজেকে খুঁজে পাওয়া কঠিন তবে আমার ভেতর ত...
20/02/2021



From: হিমুর ছায়া
To,
Name: Jannatul Mawa
Department: FDAE
Batch: 10th

আমার কাছে নিজেকে খুঁজে পাওয়া কঠিন তবে আমার ভেতর তোমাকে খুঁজে পাওয়া যদি বলি আমি জলের তলায় ভেসে আসা প্রতিচ্ছবি টি কেবল। হিমু চরিত্রের আমি অনেক ভক্ত, হিমুর ছায়া হয়ে নিজ মনো বক্তব্য করছি ব্যক্ত।
এত কনফেশনের আড়ালে আমার অভ্যন্তরে উদিত বক্তব্য গুলো ব্যক্ত করার ইচ্ছেটা হারিয়ে ফেলেছিলাম।
আজ আর নয়।
শুধু বলতে চাই, তোমার ছবি গুলো যেনো কথা বলে। তোমার প্রেম অনুভবে আসক্ত ব্যক্তি কেবল সূর্য গুনে গুনে নিজ হৃদয় কে করছে একতরফা প্রমোবিষে বিষাক্ত।
মক্তি দেও আমায়, এই বিষ ঘাত থেকে।

 From: কিছু মানুষ অজানা থাকাই ভালো। To,Name : Binty IslamDepartment: FDAEBatch: 10thঅবুঝ মনের ঠিকানা তুমি হবে কী? আড়ালে...
06/02/2021



From: কিছু মানুষ অজানা থাকাই ভালো।
To,
Name : Binty Islam
Department: FDAE
Batch: 10th

অবুঝ মনের ঠিকানা তুমি হবে কী?

আড়ালে রাখা ভালোবাসা আমার সামনে দাঁড় করিয়ে দিলাম।

আমার দুচোখে সাজানো মানুষটাকে তুমি হবে?

কিছু ইচ্ছে আর কিছু কল্পনা সপ্ন তোমার কাছে আমাকে বারে বারে টেনে নিচ্ছে।

ইচ্ছের হিমালয় গুলো তোমার সাথে পা ফেলে জীবনটা কাটাতে চায়।

মনে রংতুলিতে শুধু তোকে অ্যাঁকে যাই চোখের পলকে পলকে দেখে যাই, যেন তোর চোখের মাঝে আমি ডুবে যাই।

I think, there is many strategy to impress you, but I love you.

আমি মনে করি, আপনাকে মুগ্ধ করার অনেক কৌশল আছে তবে আমি আপনাকে ভালবাসি।

....
আমার অথল সাগরে তুমি।

 From: তোমারি প্রেমে উন্মাদ দশম ব্যাচেরই একজন😇To,Name: Binty IslamDepartment:  FDAEBatch: 10thসুন্দরী ওগো শুকতারা,আমার জ...
03/02/2021



From: তোমারি প্রেমে উন্মাদ দশম ব্যাচেরই একজন😇
To,
Name: Binty Islam
Department: FDAE
Batch: 10th

সুন্দরী ওগো শুকতারা,
আমার জীবনে তুমি যেন শুকতারারূপে আবির্ভূত হয়েছ।সন্ধ্যার আকাশে দীপ্তিমান আকাশের সব তারার ভিড়ের মাঝে যেমন উজ্জ্বলভাবে জ্বলতে থাকা শুকতারাকে আলাদাভাবে চেনা যায়,তেমনি শত শত সুন্দরী রমণীদের মাঝে তোমাকে চিনতে খুব একটা বেগ পেতে হয় নি আমার।ওগো প্রেয়সী, তুমি আমার আকাশে শুকতারারূপে জ্বলবে?ভরিয়ে দেবে কি আমার আকাশ আলোয় আলোয়?কেন জানি তুমি ছাড়া আমার আকাশ অপূর্ণ রয়ে যায় ঠিক যেমন অমাবস্যার রাতের অন্ধকার আকাশের মতো😔।

তোমাকে দেখার পর থেকে রক্তের সমগ্র শিরা উপশিরা নিলয়ে অলিন্দে একটাই প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছিল,"ভালবাসি,একটু নয় বড্ড বেশি ভালবাসি"।ক্রাশ শব্দটাকে কেমন জানি ঠুনকো লাগে।তবে আমার শুরুটা কিন্তু ওই ক্রাশ বা প্রথম দেখাতেই ভালো লেগে যাওয়ার মধ্য দিয়ে।এরপর মনের কোন গভীর কোণ থেকে ভাবতে ভাল লাগে তোমাকে।ভাবতে ভাবতে যেন আমি কোন মহাসমুদ্রে দিকভ্রান্ত কোন নাবিক হয়ে যায়,কোন কূল কিনারা পাই না। তবে তোমার মিষ্টিমাখা হাসিভরা ওই মুখ যতবার দেখি মোবাইলের স্ক্রিন জুড়ে, তখন সমস্ত গ্লানি ব্যর্থতা যেন নিমিষেই মিলিয়ে যায়।আর হ্যা তোমার ওই গুলুমুলু মুখটাতেই অনেক বেশি কিউট লাগে,চিরদিন এমনই রবে গো। তোমাকে হারায়ে ফেলার বড্ড ভয় জাগে সবসময়। হারাতে চায় না কখনো। সযত্নে আগলে রাখব আমার হৃদয় মাঝে।একসাথেই না হয় বৃদ্ধ হলাম♥।
কবিগুরুর সাথে তাল মিলিয়ে কয়েকলাইন বলে গেলাম,
"কি করিলে বল পাইবো তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে,
ওহে এত প্রেম আমি কোথা পাব
তোমারে হৃদয়ে রাখিতে,
আমার সাধ্য কিবা তোমারে
দয়া না করিলে কে পারে
তুমি আপনা না এলে কে পারে
হৃদয়ে রাখিতে"।🥰

ইতি,
তোমারি প্রেমে উন্মাদ দশম ব্যাচেরই একজন😇

 From:তোমার অপরিচিত এক রাজকুমারী 🥰To,Name: Syed Hridoy Hossain Department: FDAE Batch: 10th “যখন আমি তোমাকে প্রথম দেখি… ...
16/01/2021



From:তোমার অপরিচিত এক রাজকুমারী 🥰
To,
Name: Syed Hridoy Hossain
Department: FDAE
Batch: 10th

“যখন আমি তোমাকে প্রথম দেখি… অন্তর থেকে আওয়াজ আসে,… ওহ,…এই তো আমার ভালোবাসা, আমার রাজকুমার,…যাকে আমি এতো দিন থেকে খুজছিলাম।”
শুরু টা হলো একদিন একাডেমি ভবন ১ এর সামনে তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। ওইদিন একটু ভালো লেগেছিল।আমি ভেবেছিলাম সিনিয়র ভাই😂।তোমাকে নিয়ে আমার গল্পটা খুবই ছোট। কারন বেশি একটা তোমাকে দেখিনি। নবীন বরনে দেখেছি তোমার সেই দাঁত বাঁকা হাসি।সেই হাসি তে প্রেমে পরেছে তোমার এই রাজকুমারী🥰

ভালো থেকো।আর মন চাইলে এই রাজকুমারী কে খুঁজে নিও।

ইতি
তোমার রাজকুমারী ❤

Address

Nayarhat, Savar, Dhaka
Dhaka
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when NITER Crushes & Confessions 10th batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category