সীরাত পাঠক ফোরাম, জবি

  • Home
  • সীরাত পাঠক ফোরাম, জবি

সীরাত পাঠক ফোরাম, জবি "রাসূলের সীরাত পড়ি, আদর্শ জীবন গড়ি"

আলহামদুলিল্লাহ! সীরাত পাঠ ও প্রতিযোগিতা- ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৭১২নং ...
12/12/2024

আলহামদুলিল্লাহ! সীরাত পাঠ ও প্রতিযোগিতা- ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৭১২নং কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. মো: রইছ উদ্দীন স্যার। প্রোগ্রামে সভাপতিত্ব করেন সম্মানিত প্রক্টর অধ্যাপক ড. মো: তাজাম্মুল হক স্যার।

অনুষ্ঠানের সার্বিক দিক-নির্দেশনায় ছিলেন সীরাত পাঠক ফোরাম, জবি -এর পরিচালক M H Milan Hasan এবং সঞ্চালনা করেন Md Ariful Islam।

বিজয়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়। পুনরায় বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

25/10/2024

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রথম সীরাত সম্মেলনের ভিডিও পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন উক্ত আয়োজনের অন্যতম মেহমান শায়খ মোখতার আহমাদ (হাফি:)

আল্লাহ তা'আলা শায়খের মর্যাদা আরও বেশি উচ্চকিত করুন। আল্লাহুমা আমিন।

আলহামদুলিল্লাহ! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে ফিরে এসেছে "শিক্ষা, ঈমান, শৃঙ্খলা"!
25/10/2024

আলহামদুলিল্লাহ! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে ফিরে এসেছে "শিক্ষা, ঈমান, শৃঙ্খলা"!

আলহামদুলিল্লাহ! আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবারের মতো ঐতিহাসিক সীরাত সম্মেলন আয়োজিত হতে যাচ্ছে। অতিথ...
23/10/2024

আলহামদুলিল্লাহ! আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবারের মতো ঐতিহাসিক সীরাত সম্মেলন আয়োজিত হতে যাচ্ছে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রথিতযশা তিনজন ইসলামী ব্যক্তিত্ব ও দা'য়ী ইলাল্লাহ।

প্রধান অতিথি হিসেবে থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমাদুল্লাহ। এতে আরও উপস্থিত থাকবেন ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক শায়েখ প্রফেসর মোখতার আহমাদ এবং শায়েখ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রোগ্রাম শুরু হবে বিকাল ৩:৩০ টায়।

ঐতিহাসিক এই আয়োজনে আপনারা সকলেই আমন্ত্রিত!

14/12/2023
26/08/2023

"তাঁর সাথে কীসের হিসাব, যিনি বেহিসাবে দান করেন!"

অসাধারণ শর্টফিল্ম.......

31/12/2022

নতুন বছরের শুরুতেই নিজেকে শুধরে নিন।

শায়খ মাহমুদ আল হাসানাত (হাফি:)

15/12/2022

➤জাহান্নামের প্রহরীরা জিজ্ঞেস করবে, "কিসে তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো?"

- তারা উত্তর দিবে, "আমরা সালাত আদায় করতাম না।
- আর আমরা অভাবগ্রস্থকে খাদ্য দান করতাম না।
- আর আমরা বেহুদা আলাপকারীদের সাথে মত্ত থাকতাম।
- আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম।"

আমি একবার আমার শাইখকে অভিযোগ করলাম, শাইখ! আমি বই পড়ি, কিন্তু পড়া শেষ করার পর আমার কিছুই মনে থাকে না।শাইখ আমার দিকে একটি ...
14/12/2022

আমি একবার আমার শাইখকে অভিযোগ করলাম, শাইখ! আমি বই পড়ি, কিন্তু পড়া শেষ করার পর আমার কিছুই মনে থাকে না।

শাইখ আমার দিকে একটি খেজুর বাড়িয়ে দিয়ে বললেন, ❝এটা চিবিয়ে খাও।❞ আমি তাই করলাম।

শাইখ: এখন শারীরিক কোনো বৃদ্ধি টের পাচ্ছো কি?
আমি: না তো!

শাইখ: ❝তুমি অনুভব না করলেও খেজুরটি কিন্তু আলাদা আলাদা হয়ে তোমার রক্ত, মাংস, হাড্ডি, চামড়া, চুল ও নখে পরিনত হচ্ছে। ঠিক এমনিভাবে আমরা যখন কোনো বই পড়ি, তখন তা আমাদের অগোচরেই আমাদের ভাষাকে শক্তিশালী করে, জ্ঞানকে সমৃদ্ধ করে, চরিত্রকে শুদ্ধ করে, লেখনী ও বাচনভঙ্গি উন্নত করে।❞

- শাইখ সালমান আল আওদাহ (হাফি.)
কপিকৃত!

আলহামদুলিল্লাহ! আল্লাহ তা'আলা GREEN LINE  কর্তৃপক্ষের উপর রহম করুন এবং তাদের ব্যবসায়ে বারাকাহ দান করুন। আমিন।
30/11/2022

আলহামদুলিল্লাহ! আল্লাহ তা'আলা GREEN LINE কর্তৃপক্ষের উপর রহম করুন এবং তাদের ব্যবসায়ে বারাকাহ দান করুন। আমিন।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সম্মানিত ভাই/বোন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা "সীরাত পাঠ ও প্রতিযোগিতা-২০২২" আয়োজ...
13/11/2022

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

সম্মানিত ভাই/বোন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা "সীরাত পাঠ ও প্রতিযোগিতা-২০২২" আয়োজন করছি এবং প্রতিযোগিতাটি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত না করার পরিপ্রেক্ষিতে, অনেকেই আশাহত হয়েছেন, কেউবা আক্ষেপ প্রকাশ করেছেন আবার অনেকে প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত করার অনুরোধ জানিয়েছেন।

আপনাদের এতোসব অনুরোধ কিংবা আক্ষেপের পরেও আমরা "সীরাত পাঠ ও প্রতিযোগিতা-২০২২" সবার জন্য উন্মুক্ত করতে পারছি না। এর স্বপক্ষে কিছু কারণ উল্লেখ করার প্রয়োজন বোধ করছি।

সকলের অবগতির জন্য জানাতে চাই, আমরা ২০২০ সাল থেকে এ জাতীয় প্রতিযোগিতা আয়োজন করে আসছি। আমাদের সীরাত প্রতিযোগিতায় সাধারণত কয়েকশো শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকেন। এটা সকলের জন্য উন্মুক্ত করে দিলে যে কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন; বিষয়টি এমন নয়। হয়তো আরও কয়েকশো প্রতিযোগী বৃদ্ধি পাবে। কিন্তু তাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ কিছুটা হলেও কমে যাবে। তাই চাচ্ছি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক ফোকাস রাখতে।

আবার সবার জন্য উন্মুক্ত করলে সেখানে আমাদেরকে আরও অনেক বেশি সময় ও শ্রম দিতে হবে। কিন্তু আমাদের ক্লাস, পরীক্ষা, এসাইনমেন্ট, প্রেজেনটেশানের ব্যস্ততার মধ্যে এ কাজের জন্য পর্যাপ্ত সময়ের সংকুলান করা কঠিন। তাই সবার জন্য উন্মুক্ত করে সময় স্বল্পতায় সবকিছু তালগোল পাকিয়ে ফেলার চেয়ে স্বল্প পরিসরে সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিযোগিতার আয়োজনকে শ্রেয় মনে করছি।

এছাড়া সকলের জন্য উন্মুক্ত করার একটি নেতিবাচক দিক রয়েছে। সেটি হলো অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীদের পক্ষ থেকে আয়োজকদের বিরুদ্ধে নিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের সুবিধা দেওয়া এবং স্বজনপ্রীতির অভিযোগ তুলে তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন আরোপ করা হয়। প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত করে অন্য একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন।

পরিশেষে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাই/বোনদের প্রতি একটি পরামর্শ:

আপনারা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলুন এবং ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করুন। আশা করছি, এমনটি করতে পারলে সেটি অনেক বেশি কল্যাণকর এবং ফলপ্রসু হবে ইন শা আল্লাহ।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সীরাত পাঠ ও প্রতিযোগিতা-২০২২ উপলক্ষ্যে নির্ধারিত সীরাত গ্রন্থ "মুহাম্মাদ (সা) : দ্যা ফ...
10/11/2022

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

সীরাত পাঠ ও প্রতিযোগিতা-২০২২ উপলক্ষ্যে নির্ধারিত সীরাত গ্রন্থ "মুহাম্মাদ (সা) : দ্যা ফাইনাল ম্যাসেঞ্জার" অফার মূল্যে সংগ্রহের জন্য রেজিস্ট্রেশন করার সময় বাকি আছে আর মাত্র ৫ দিন তথা ১৫ই নভেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত।

এ সময়ের পরে রেজিস্ট্রেশনের গুগল ফরম লিংক বন্ধ করে দেওয়া হবে। ফলে সীরাত গ্রন্থ ক্রয় করতে হবে নির্ধারিত মূল্য ৩৩০ টাকায়। তাই সবাইকে এ সময়ের মধ্যে অফার মূল্য ২০০ টাকায় সীরাত গ্রন্থ সংগ্রহের জন্য রেজিস্ট্রেশন করার অনুরোধ করছি।

আর যারা রেজিস্ট্রেশন করেছেন তারা প্রতিযোগিতার পূর্বে যেকোনো সময় বইটি সংগ্রহ করতে পারবেন। ১৫ই নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করা জরুরি ; বই সংগ্রহ করা নয়।

তবে আমরা চলতি মাসের ৩য় শুক্রবার থেকে সাপ্তাহিক কুইজ এবং পুরস্কারের আয়োজন করবো ইন শা আল্লাহ। সেজন্য যত দ্রুত সম্ভব বইটি সংগ্রহ করাই উত্তম।

আর একটি বিষয়, প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন করেছেন এমন ১৫০+ প্রতিযোগী অফার মূল্যে বই নিতে রেজিস্ট্রেশন করেননি। আপনারা যদি ১৫ই নভেম্বরের মধ্যে বইয়ের জন্য রেজিস্ট্রেশন না করেন তবে অফার মূল্যে বইটি সংগ্রহের সুযোগ হাতছাড়া করবেন।

08/11/2022

রাসূলকে (সা) নিয়ে ইয়ামেনি শিশুর অসাধারণ বক্তব্য!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when সীরাত পাঠক ফোরাম, জবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সীরাত পাঠক ফোরাম, জবি:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share