N for Noor

N for Noor Welcome to a world where every choice shapes the canvas of your lifestyle.

ফেসওয়াশ গুলো কম দামে ভালো
08/01/2025

ফেসওয়াশ গুলো কম দামে ভালো

🌷🌷 Dermo-U Refreshing Face Wash ( Pink Color):
-----------------------------------------------------------
💮 Key ingredients: Niacinamide, Panthenol, Sodium PCA, Sodium Polyaspartate, Butylene Glycol, Betaine, Zinc PCA, Arginine, Serine, Lysine HCl, Glutamic Acid, Salix Alba (Willow) Bark Extract, Camellia Sinensis Leaf Extract, Centella Asiatica Leaf Extract, Cladosiphon Okamuranus Extract, Coffea Arabica (Coffee) Seed Extract, Citrus Aurantium Bergamia (Bergamot) Leaf Extract, Pinus Densiflora Leaf Extract, Hyaluronic acid

Facewash এ এত ভাল উপাদান দিয়ে কি হবে বলেন তো। সব তো ওয়াশ অফ হয়ে যাবে গা।

✍️🌷 আমার অভিজ্ঞতা:

✍️ নামে রিফ্রেশিং, কাজেও রিফ্রেশিং।
✍️ টেক্সচার: Gel।
✍️ পানি এড করলেই সুন্দর ফোম হয়। তবে, জাপানিজ foaming facewash এর মত ডেন্স ফোম হয় না।
✍️ মুখ সুন্দর পরিষ্কার করে।
✍️ একটু ও ড্রাই লাগে না।
✍️ মুখ ধোয়ার পর অনেক রিফ্রেশিং লাগে।
✍️ শীতে অয়েলি থেকে নরমাল স্কিনে ব্যবহার করতে পারবেন।
✍️ গরমে যাদের excessive oily skin + excessive ড্রাই স্কিন তারা বাদে সবাই ব্যবহার করতে পারবেন। মোটামুটি শুষ্ক ত্বকে ব্যবহার করা যাবে।
✍️ এটা আর ময়শ্চারাইজিং ফেসওয়াশ এর অভিজ্ঞতা আমার কাছে একদম সিমিলার লেগেছে। তবে, এটার স্মেল খুবই মাইল্ড rose 🌹 টাইপ।
✍️ নেগেটিভ সাইড: স্মেল আছে। স্মেল এ সেনসিটিভিটি থাকলে এড়িয়ে যাবেন।

আবার কিনবো: হ্যা, এটা আবার কেনার মত একটা ফেসওয়াশ।
-----------------------------------------------------------
🍁🍁 Dermo-U Acne Face Wash ( Orange 🍊 color):
-----------------------------------------------------------
Key ingredients: Aloe Barbadensis Extract, Arginine, Butyrospermum Parkii (Shea) Butter, Capryl Glucoside, Caprylyl Glycol, Dipotassium Glycyrrhizate
উপাদান তালিকার শেষের দিকে Salicylic Acid এবং glycolic acid আছে।

🏵️📍 আমার অভিজ্ঞতা:

✍️ ফেসওয়াশ এর টেক্সচার এবং foaming টা উপরের ফেসওয়াশ এর মতই।
✍️ এটা অয়েলি, একনি প্রন এবং সেনসিটিভ স্কিনের জন্য ভাল।
✍️ এটা দিয়ে মুখ ধোয়ার পর শীতে স্কিন একটু টান টান লাগে।
✍️ গরমে অয়েলি, একনি প্রন, কম্বিনেশন স্কিনে ব্যবহার করে ভাল লাগবে।
✍️ একনি প্রন স্কিনের জন্য এটা খুবই ভাল একটা ফেসওয়াশ।
✍️ আমি আমার সব জাপানিজ, কোরিয়ান ফেসওয়াশ সরিয়ে রেখে এই ফেসওয়াশ আমি টানা কয়েকমাস ব্যবহার করেছি।
✍️ অনেকেই জিজ্ঞাসা করেন এতে glycolic acid , SA আছে : তাহলে কি প্রতিদিন ব্যবহার করা যাবে কিনা। জ্বি যাবে। কারণ এগুলো উপাদান তালিকার শেষের দিকে। এগুলো সব মিলিতভাবে একটা ভাল formulation তৈরি করেছে একনি প্রন স্কিনের জন্য।
✍️ এই ফেসওয়াশ এ আলাদা কোন fragrance নেই, তাই formulation এর অদ্ভুত স্মেল আছে।
😑 নেগেটিভ সাইড: নাই ,নাই। আমি একটাও পাই নি। এটা আমার খুব পছন্দের। অনেক বেশি।

আবার কিনবো: অবশ্যই।

-----------------------------------------------------------
🍀🍀 Dermo-U Moisturizing Face Wash ( Green Color):
-----------------------------------------------------------
✍️ Key ingredients:
Niacinamide,
Panthenol,
Sodium PCA,
Zinc PCA,
Arginine, Serine, Lysine HCL, Glutamic Acid, Salix Alba (Willow) Bark Extract, Camellia Sinensis Leaf Extract, Centella Asiatica Leaf Extract, Cladosiphon Okamuranus Extract, Coffea Arabica (Coffee) Seed Extract, Citrus Aurantium Bergamia (Bergamot) Leaf Extract, Pinus Densiflora Leaf Extract, Hyaluronic Acid
ফেসওয়াশ এ এত জিনিষ দেয়ার কি দরকার 🙄🙄। এইটা কে কিভাবে key ingredient বলি বলো তো 😬।

📍🍀আমার অভিজ্ঞতা:

✍️ জেল টেক্সচার।
✍️ সুন্দর ফোম হয়। তবে, জাপানিজ ফোমিং ফেসওয়াশ এর মত ফোম হবে না। কিন্তু Gel texture অনুসারে ভালো ফোম হয়।
✍️ স্কিন এত সুন্দর ক্লিন হয়, সফট সফট লাগে স্কিন।
✍️ স্কিন কে মোটেও ড্রাই করে না।
✍️ তবে, শীতে ড্রাই স্কিনে কেমন লাগবে আমি জানি না।
✍️কিন্তু গরমে ড্রাই স্কিনে ব্যবহার করতে পারবেন।
✍️ তবে, অতিরিক্ত ড্রাই স্কিনে কোনভাবেই ব্যবহার করা ঠিক হবে বলে মনে হয় না।

✍️ 😑খারাপ দিক: এত তীব্র স্মেল।

আবার কিনবো? জীবনেও না। কারণ, স্মেল টা পছন্দ হয় নাই। যদিও আমার fragrance এ স্কিনে কোন সমস্যা হয় না।

🎀 আপনি কোনটা ব্যবহার করেছেন? কমেন্টে জানাবেন। ফেসওয়াশ নিয়ে যেকোন question থাকলে অবশ্যই কমেন্টে কোয়েশ্চন করবেন। ইনবক্সে কোন কোয়েশ্চন করলে উত্তর দেয়া হবে না 😑🎀

🚫🚫 কেউ আমার লেখা এবং ছবি কপি করে ব্যবহার করবেন না। পেজ থেকে লেখা share করা যাবে । 🚫🚫

🐸🐸 একান্ত ব্যক্তিগত মতামত। কমেন্টে কেউ অযথা ঝগড়া করতে আসবেন না 😅😅 🐸🐸



ফেসওয়াশ এর পরিমাণ : ১৮০ ml
দাম: ৪৫৫ টাকা
কিনেছি : herlan.com থেকে। Herlan Store DermoU Herlan Bangladesh

Dermo - U facewash by Siodil, Made in Bangladesh 📍🇧🇩

31/12/2024

মানুষ ভাত পায় না খাইতে কিন্তু আতশবাজি ফাটায় থার্টি ফাস্ট এর নাইটে।
ধুম ধাম শব্দ 😒 আমার বিড়াল গুলো ভয়ে দৌড়াদৌড়ি করতেছে।

প্রাণ এর আমের আচার টা মোটামুটি ভালো লাগছে। তবে যাদের একটু মিষ্টি এবং ঝাল ঝাল আচার পছন্দ করেন, তারা একটু চিনি এবং চিলি ফ্...
28/12/2024

প্রাণ এর আমের আচার টা মোটামুটি ভালো লাগছে। তবে যাদের একটু মিষ্টি এবং ঝাল ঝাল আচার পছন্দ করেন, তারা একটু চিনি এবং চিলি ফ্লেকস এড করে নিতে পারেন। কিন্তু, আমার তো এমনিতে ও খারাপ লাগে না।

এটা কোন স্পন্সর পোস্ট না।
#আচার #আমেরআচার
Change with Noor

ইচ্ছা ছিল, পাকা পাকা, হলুদ সবুজ মিষ্টি কুমড়া হব। কিন্তু পরিবারের চাপে টমেটো হয়ে গেলাম।
27/12/2024

ইচ্ছা ছিল, পাকা পাকা, হলুদ সবুজ মিষ্টি কুমড়া হব। কিন্তু পরিবারের চাপে টমেটো হয়ে গেলাম।

দেখতে কু*!ত্তা!! র গু এর মত হলেও, খাইতে মজা হইছে। রসুনের আচার 🤧সরি, আমার ভাষার জন্য। উপমা খুঁজে পাচ্ছিলাম না।
23/12/2024

দেখতে কু*!ত্তা!! র গু এর মত হলেও, খাইতে মজা হইছে। রসুনের আচার 🤧
সরি, আমার ভাষার জন্য। উপমা খুঁজে পাচ্ছিলাম না।

22/12/2024

জারি work করা দেছি ছারি পরে হালদি অনুষ্ঠানে যেয়ে ব্রানি খেয়ে, বসে বসে অন্যের ড্রেস এর দামান, দোপাট্টা চেক আউট করেছি।

21/12/2024

আপনি যতই মানুষের জন্য করেন না কেন, দিন শেষে আপনি কখনোই তার আপনজন হবেন না। তাই, এক্সপেক্টেশন রেখেছেন তো কষ্ট পেয়েছেন 🥺

মাংসের আচার
19/12/2024

মাংসের আচার

মরিচ ভর্তা। সিদ্ধ  শাক দিয়ে খাওয়ার জন্য।
17/12/2024

মরিচ ভর্তা। সিদ্ধ শাক দিয়ে খাওয়ার জন্য।

আসলেই ভালো এটা 🎀🎀
14/12/2024

আসলেই ভালো এটা 🎀🎀

Lily - Always BeYoutiful bodywash টা দিয়ে গোসল করলে পুরো ওয়াশরুম এ এত সুন্দর স্মেল হয়ে যায় 🎀🎀। গোসল করার পরেও একটা সুন্দর স্মেল , ভুর ভুর করে স্মেল।
Lily Whipped Shea Body Wash ।

এতে এক্টিভ উপাদান হিসেবে আছে: গ্লিসারিন, সোডিয়াম হায়ালুরোনেট, সোডিয়াম ল্যাকটেট যা ত্বক কি হাইড্রেট করে। এছাড়াও আছে পেন্টাইলিন গ্লাইকল, ফ্রুক্টোজ, মাল্টোজ, সোডিয়াম PCA, Trehalose, গ্লুকোজ সবই হাইড্রেটিং উপাদান।

এটা ব্যবহারের পরে আমার স্কিন dehydrated হয় নি, টান টান লাগে নাই। খুব বেশি ময়শ্চারাইজিং এমন ও না। তবে, আমার জন্য বেশ পারফেক্ট। আমি ডিটেইলস রিভিউ একমাস পরে দিব। আজকে ফার্স্ট ইম্প্রেশন দিলাম।
দাম: ২০০ টাকা
পরিমাণ : ২০০ ml
Herlan Store herlan.com থেকে নেয়া।

আরেকটা কথা, এটার প্যাকেজিং এর মেটেরিয়াল অনেক ভাল। ধরলে প্রিমিয়াম ফিল হয়। এবং এটার প্যাকিং টা একটু অদ্ভুত। যখন কিনে ইউজ করবেন, নিজেই বুঝবেন। এটার কোন close করার লিড নেই।কিন্তু আপনি আপুর করে রাখলেও এক ফোঁটা bodywash পড়বে না। আপনাকে bodywash এর পেটের মধ্যে চাপ দিতে হবে, তাহলেই সে বের করে। পুরাই ফিজিক্স এর খেলা🥹

🥱
13/12/2024

🥱

13/12/2024

Me: শীত লাগে।

Inner me: গরম পড়লে শীত লাগবে না, Chill.

Me: শকড 🤣

12/12/2024

তারপর বলো, কে কে গোসল করো নাই? যে গোসল করছে সে মহামানব 🥹।

11/12/2024

একটা ডা * ক্তা* র এর কত ফাউ টাইম থাকলে চাকা ফাঁকা পাউডার বেচার প্রমোশন এর কাজ করে। রুগী দেখেই তো টাইম পাওয়ার কথা না।

চুরি করে ধরা খাওয়ার পর, কি ইনোসেন্ট লুক 🥹
09/12/2024

চুরি করে ধরা খাওয়ার পর, কি ইনোসেন্ট লুক 🥹

ওয়াও কনটেস্ট 🥹🥹
09/12/2024

ওয়াও কনটেস্ট 🥹🥹

২৭ টা ফেসওয়াশ এর রিভিউ একসাথে 😬। এর মধ্যে আপনি কোনটা ইউজ করেছেন?

📷 ১।CeraVe Hydrating Foaming Oil Cleanser:

এটা gel based একটা ফেসওয়াশ এবং এটা ১০০% অয়েলি স্কিনের জন্য। খুবই ভাল একটা ফেসওয়াশ। কিন্তু, এটার মেয়াদ মাত্র ৬ মাস। তার উপরে, এটা নিয়ে false marketing হয়। অনেকেই ভাবেন, এটা ব্যবহার করলে আর ডাবল cleansing করা লাগবে না। এক সময় আমিও এমন ভাবতাম। কিন্তু, এটা জাস্ট একটা water based Facewash, অন্য সকল ফেসওয়াশ এর মতই। অনেকেই বলবেন, এটা কেমিক্যাল সানস্ক্রিন রিমুভ করে। গাইজ, অন্য ফেসওয়াশ ও সানস্ক্রিন রিমুভ করলেও করতে পারে। কিন্তু, আমাদের যেহেতু ক্লোজ comedone বেশি দ্রুত হয় ,তাই ডাবল cleansing skip না করলেই ভাল।

দাম: মনে নেই।

📷২। CERAVE Hydrating Facial Cleanser:

Super ড্রাই, ড্রাই স্কিনের জন্য ভাল ফেসওয়াশ। কোন ফেনা হয় না 😬। মনে হবে ক্রিম দিয়ে মুখ ধুচ্ছি। খুবই hydrating।মুখ ভালভাবেই ক্লিন করে।

দাম: আমি অনেক আগে অনেক কম দামে কিনেছিলাম। এখন দাম জানি না।

📷৩। Simple Kind to Skin Refreshing Facial Wash Gel:

অয়েলি এবং সেনসিটিভ স্কিনের জন্য বাজেট ফ্রেন্ডলী খুবই ভাল ফেসওয়াশ। এটা gel based. এটা হাতে নিয়ে ফোম করে মুখে ইউজ করবেন। তাহলে ,ধোয়ার পর পিচ্ছিল লাগবে না মুখ।

দাম: Around ৫০০ টাকা

📷৪। Skin Cafe Hydrating Hyaluronic Acid Face Wash with Seaweed Extract ১৪০ ml

Normal & dehydrated স্কিনের জন্য suitable। স্কিন ভাল ক্লিন করে। কিন্তু উৎকট গন্ধ। Gel based Facewash। গন্ধ না থাকলে এটা একটা ভাল ফেসওয়াশ হতে পারত।

দাম: ৩৯৫

📷৫। B. Tech Milk Whitening Face Wash ১০০ ml

দাম অনুসারে ভাল। কিন্তু এতেও fragrance আছে। কিন্তু, স্কিন ভাল ক্লিন করে। কম্বো থেকে নরমাল স্কিনের জন্য suitable।

দাম: ২২০ টাকা।

📷৬। Dermo-U Acne Face Wash ১৮০ ml

বাংলাদেশে কোন একটা ইন্টারন্যাশনাল grade এর ফেসওয়াশ থাকলে , এইটা। অয়েলি, acne prone স্কিনের জন্য অনেক ভাল। আমি এটা অবশ্যই আবার কিনবো। Gel based Facewash.

দাম: ৪৫৫ টাকা।

📷৭। Lily cucumber facewash:

তেল চিটকা একটা বাজে গন্ধ। মুখ ভাল কিলন করে। কিন্তু একটু drying type। Oily স্কিনের জন্য এই ফেসওয়াশ। আর , আমি এটা কিনবো না। সবথেকে বড় কথা, দাম অনুসারে ওকে ওকে। কিন্তু গন্ধ টা 😡🤮।

দাম: ১৫০ টাকা

📷৮। PanOxyl Acne Foaming Wash Benzoyl Peroxide 10% Maximum Strength Antimicrobial:

মারাত্বক ভাল একটা ফেসওয়াশ। একনি, ব্যাক acne, butt acne, under arm care, body acne সব কিছুর জন্য এই একটা ফেসওয়াশ must have. এটা রেগুলার ইউজ করা যায় না। কিন্তু, একনি প্রন স্কিন থাকলে, অবশ্যই এটা আপনার ভ্যানিটি যে রাখবেন।

দাম: এখন মনে হয় ২k +

📷৯। Benxop Face Wash:

যাদের panoxyl এর বাজেট নেই, তারা এটা ইউজ করে দেখতে পারেন। কিন্তু, এটার রেজাল্ট নিয়ে আমি স্যাটিসফাইড না 🥹।

দাম: ৫০০ টাকার মধ্যে।

📷১০। Aqualogicar এই ফেসওয়াশ টা ব্যবহার করিনি।

📷১১। Minimalist 7% ALA & AHA Face Wash:

I dont know, এটা রেগুলার ইউজ করা যায় কিনা। কিন্তু ফেসওয়াশ টা নিয়মিত ব্যবহারে স্কিনে একটা গ্লো আসে। তবে, আমি মাঝে মাঝে ইউজ করতাম। Gel based। Oily থেকে নরমাল স্কিনের জন্য ভাল।

দাম: আমার জানা নেই। গিফট ছিল।

📷১২। SANA Namerakahonpo Face Cleansing Foam ২০০ml

আমার ব্যবহার করা প্রথম জাপানিজ foaming facewash। অয়েলি স্কিনে জন্য খুব খুব ভাল একটা ফেসওয়াশ। Always রেকমেন্ড করার মত। মুখ ভালভাবে ক্লিন করে।

দাম: ১১০০-১২০০ টাকা

📷১৩। Hada Labo Rohto Gokujyn Hyaluronic Acid Cleansing Foam:

ড্রাই স্কিনের জন্য বেশ ভাল একটা foaming facewash। Recommend করার মত। স্কিন ভালভাবে ক্লিন করে কিন্তু ড্রাই লাগে না।

📷১৪। Rohto Mentholatum Acnes Medicated Fluffy Foam Face Wash 160ml

অয়েলি acneprone স্কিনের জন্য মারাত্বক ভাল একটা ফেসওয়াশ। কিন্তু যাদের স্কিন সেনসিটিভ, তাদের বলবো কেনার আগে উপাদান দেখে নিয়েন। করেন, এতে fragrance আছে এবং ভিটামিন সি ও আছে। অনেকেই আছেন, একনি মেডিসিন + ট্রেট ইউজ করে স্কিন সেনসিটিভ করে ফেলেছেন। তাদের এটা না নেয়ার আগে ভেবে নিবেন। কারণ, ভিটামিন সি যদি আপনার স্কিন কে irritate করে। তবে, আমি এটার রিভিউ ভালো দেখেছি। আর আমিও ইউজ করেছি। ১০০% রেকমেন্ড করার মত। ওহ, এই ফেসওয়াশ দিয়ে রেগুলার আন্ডারআর্ম ক্লিন করলে, আন্ডারআর্ম এর গন্ধ থাকে না। এন্ড রেগুলার butt এরিয়া ক্লিন করলে, নতুন করে butt একনি হবার প্রবণতা কমে। আর মুখেও এটা ব্যবহার করলে, আমার মুখেও নতুন করে একনি হবার প্রবণতা কমে যায়। তবে, আপনার একনি বেশি হলে, এটা একনি কে প্রিভেন্ট করতে পারবে না।

দাম: ১৩০০

📷১৫। ডট & key watermelon facewash:

বাজেট ফ্রেন্ডলী কিন্তু বেশ ভাল একটা ফেসওয়াশ। অয়েলি - কম্বো স্কিনের জন্য suitable। And recommend.

📷১৬+ ১৭l KUMANO COSME Pharmaact Acne Control Face Foam (facewash) 130g

আমি এইটার মারাত্বক ফ্যান। কারণ এইটার দাম কম 😬 কিন্তু কাজে ভাল। এটাও Rohto acnes facewash যা যা কাজ করে, সেই কাজ টা করে।

দাম: ৭০০-৯০০ টাকা।

📷১৮। Cow Skin Life Facial Cleansing Foam Medicated Acne Care: ১৩০g

এটার কাজ As same as Rohto acnes. তবে, এটা সেনসিটিভ স্কিনের জন্য বেশ ভাল। অয়েলি স্কিনে suitable.

দাম: ১০৫০

📷১৯। Kose Softymo Cleansing Foam Collagen: ১৫০g ( এটার পিংক ও ইউজ করেছি)

Oily, combo & normal স্কিনের জন্য খুবই ভাল একটা ফেসওয়াশ। অনেক দিন ইউজ করা যায়। ৬-৭ মাস ইজিলি ইউজ করা যায়। মজার ব্যাপার, দুইটা ফেসওয়াশ স্কিন থেকে অয়েল কন্ট্রোল করে + hydrating।

দাম: ১০৫০ এর আশেপাশে।

📷২০। Zayn & Myza Tea Tree and Salicylic Acid Foaming Face Wash for Women (100ml)

যাদের বডি আছে আছে এবং BHA based bodywash চাচ্ছেন, তারা এটা ইউজ করতে পারেন। সেল এ কমে পাওয়া যায়। Foaming face wash. Female দের জন্য যেটা তৈরি করেছে, সেটা নিবেন। কারণ এটা তে স্মেল নেই।

দাম: ৩৯৯ টাকা

📷২১। Lafz Foaming Face Wash (100ml) - Caffeine

Facewash থেকে কফির দোকান মনে হয়েছে বেশি। কেউ যদি কফি টাইপ bodywash কম দামে কিনে ইউজ করতে চান, তাহলে কিনতে পারেন। কিন্তু drying.

দাম: ৩৯৯ টাক

📷২২। All Clean Green Foam 150ml

খুবই ভাল জেন্টল একটা ফেসওয়াশ। মুখ ড্রাই করে না। অয়েলি থেকে নরমাল স্কিনে suitable।

দাম: মনে নাই।

📷২৩। SOME BY MI Snail Truecica Miracle Repair Low pH Gel Cleanser - 100ml ( মিনি ও পাওয়া যায়)

অয়েলি স্কিনে জন্য বেশ ভাল। স্কিন কে ভালভাবে ক্লিন করে।

দাম : মনে নাই।

📷২৪। PURITO Defence Barrier Ph Cleanser 150ml

মারাত্বক ভাল একটা ফেসওয়াশ। সেনসিটিভ স্কিন ফ্রেন্ডলী।

দাম: মনে নাই।

📷২৫। Kaine Rosemary Relief Gel Cleanser:

একনি প্রন স্কিনের জন্য must have type Facewash। বিশেষ করে যারা কেমিক্যাল exfoliation করেন না, তারা এটা রেগুলার ইউজ করতে পারবেন , স্যুট করলে। সেনসিটিভ স্কিন ফ্রেন্ডলী না। স্কিন কে calming করে অনেক।

📸 ২৬: TIAM Snail and Azuline Low ph Cleanser ২০০ এমএল.

গরমে মোটামুটি সব স্কিন ইউজ করা যাবে। আর সব স্কিন খুব ভালভাবে ক্লিন করে। রেকমেন্ড করার মত ফেসওয়াশ। খুবই ভাল।

দাম: ১২০০
📸 ২৭। Shiseido Senka Perfect White Clay Cleansing Foam 120g

এটা অয়েলি - নরমাল স্কিনে ইউজ করা যায়। প্রথমে মুখ ধোয়ার পর মনে হয় মুখ খুব টেনে ধরে আছে। জাস্ট ৫ সেকেন্ড পরেই, স্কিন হাইড্রাটিং লাগে। এটার একটা মিনি ইউজ করেছিলাম। কিন্তু, সেটার কোন tube খুঁজে পেলাম না আমি। তাই ছবি নেই।

দাম: ১০০০

আমার আরো ফেসওয়াশ ইউজ করা হয়েছে কিনা, আমার মনে নেই। কোনটা মনে পড়লে এড করে দিব। আজকের রিভিউ টা মারাত্বক শর্ট করে লেখা। এমন রিভিউ লিখে আমার মজা লাগে না। কিন্তু, সব ফেসওয়াশ নিয়ে একটা ওভারঅল ধারণা দেয়ার ছোট চেষ্টা করলাম।
আর, সব গুলোর ছবি নেই। কারণ, আগে তো জানতাম না, ব্লগ পোস্ট করবো। তাই, আগের ডিব্বা গুলো ফেলে দিয়েছি 🥹🥹


Discalimer: একান্ত ব্যক্তিগত মতামত।

🚫🚫 কেউ এই পোস্ট এর ছবি + লেখা কপি করে পোস্ট করতে পারবেন না। তবে share করতে পারবেন🚫🚫

পোস্ট টা যে যত বেশি পাবলিক + প্রাইভেট গ্রুপে শেয়ার করবেন এবং সেই সব share post এ কেমন রিএক্ট কমেন্ট আসে সেটা বিবেচনা করে এক জনকে একটা ফেসওয়াশ গিফট করা হবে।কম পক্ষে ১০ জন অংশগ্রহণ না করলে এই কনটেস্ট বাতিল 🥹। সব কিছুর প্রমাণ অবশ্যই N for Noor পেজে ইনবক্স করবেন। এবং, আপনার পরিচিত দুইজনকে কমেন্টে মেনসন দিবেন।

পাশের বাসার চ কিনা কে দেখার পর আমার male ক্যাট ( উ লা লা লুক)
08/12/2024

পাশের বাসার চ কিনা কে দেখার পর আমার male ক্যাট ( উ লা লা লুক)

08/12/2024

পেজ টা Change with Noor এর সিস্টার কনসার্ন পেজ। কিন্তু মিউচ্যুয়াল ফলোয়ার মাত্র ২০০ জন।
একটা পেজেই ফলো দিলে আসলে আপনার কোন লস নেই।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when N for Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to N for Noor:

Videos

Share