Turning Point by A TALEB project

Turning Point by A TALEB project A TALEB project is a project created & directed by M. Abu Taleb (NiroB) and his personal thoughts.

06/04/2024

‘আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।’

অর্থ: হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করে দিন।

04/04/2024

‎‫اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي‬‎
“আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী।”

হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। ক্ষমা করতে পছন্দ করেন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন।

31/03/2024

"নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে।
তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।’
(সূরা: কদর, আয়াত : ১-৩)

ইয়া মাবুদ......এই রমজানের উসিলায় আপনি আমাদের লাইলাতুল কদর পাবার সৌভাগ্য দান করুন এবং কদরের উসিলায় জীবনের সকল গুনাহ মাফ করে দিন।।

14/03/2024

কেউ যদি আপনার কথা বলাকে উপভোগ না করে।
তাহলে
অন্তত তাকে আপনার নীরবতাকে উপভোগ করতে দিন।

-সংগৃহীত-

13/03/2024

উপোস থাকা/না খেয়ে থাকা আর রোজা রাখা এক কথা না।

উপোস থাকলে/না খেয়ে থাকলে হয়ত শরীরের ওজন কমে কিন্তু সঠিক নিয়ম মেনে রোজা রাখলে শরীরের ওজন কমে না পাপের ওজন কমে।।

রমজানুল মোবারক 🕋🕌

13/03/2024

একালে যে ভালবাসা কিংবা বিয়ে একদমই টিকছে না, এর কারণ কি? সমস্যাটা আসলে কোথায়?

সেকালে তিনদিনের মাথায় একটা কুড়ি লাইনের চিঠিতেই আমরা সন্তুষ্ট ছিলাম, এখন ঘন্টার পর ঘন্টা চ্যাটিং ভিডিও কল অডিও কল করেও তৃপ্তি হচ্ছেনা।

সামান্য একটা দু'টাকার গোলাপ কিংবা একশো টাকার একজোড়া কানের দুল পেলে প্রেমিকা যেন আকাশ হাতে পেতো, মায়ের একটা শাড়ি লুকিয়ে তার হাতে তুলে দেয়া ছিলো সকল প্রেমিকের সুপ্ত সাধ। এখন দুলাখ টাকার আইফোন দিয়েও মুখে হাসি ফোটানো যায়না।

গল্লির মাথায় রোজ বিকেল সাড়ে চারটায় এসে ঘন্টা বরাদ্দ দাঁড়িয়ে থেকে একনজর তাকে দেখা এখনকার সহজলভ্য শারীরিক সম্পর্কের থেকে হাজারগুন বেশি উত্তেজনাময়ী ছিল।

এখন আর সম্পর্কগুলোতে অপেক্ষা নাই, ধৈর্য নাই, ত্যাগ নাই, মানিয়ে নেওয়া নাই সবকিছু প্রচন্ড রকমের সহজলভ্য ও লোকদেখানো হয়ে গিয়েছে। পুরো পৃথিবী এখন টিকে আছে উচ্চবিলাসী চাহিদা, ইগো আর সো কল্ড সামাজিক অবস্থান নামক জীবাণুর উপর। যখন তখন এই জীবাণুর পিঠ থেকে খসে পড়ছে, মুহূর্তে উঠে আবার দোষারোপ করছে একে অপরকে।

আবদুল্লাহ ইবনুল সাববাহ আল-হাশিমী আল-আত্তার (রহঃ) ..... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে,"রাসূল সাল্লাল্ল...
22/12/2023

আবদুল্লাহ ইবনুল সাববাহ আল-হাশিমী আল-আত্তার (রহঃ) ..... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে,

"রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ জুমাবারের যে মুহূর্তটিতে দু’আ কবূলের আশা করা যায়, তোমার সে মুহূর্তটিকে বাদ আসর সূর্যাস্ত পর্যন্ত সময়টিতে তালাশ কর।"

- মিশকাত ১৩৬০, তা’লীকুর রাগীব ১/২৫১, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৮৯ [আল মাদানী প্রকাশনী]

খোদায় একটা শরীর দিছে,না খাইলেও মোটা হইয়া যায়।।
17/12/2023

খোদায় একটা শরীর দিছে,
না খাইলেও মোটা হইয়া যায়।।

পুরুষের 'মেরুদন্ড' তার 'ম্যানিব্যাগ' এর স্বাস্থ্যের উপর নির্ভরশীল।।
04/12/2023

পুরুষের 'মেরুদন্ড' তার 'ম্যানিব্যাগ' এর স্বাস্থ্যের উপর নির্ভরশীল।।

to whom it may concern...
27/11/2023

to whom it may concern...

20/11/2023

i m possible 🫰
something is coming 👆

15/10/2023










Address

Mirpur/1
Dhaka
1216

Telephone

+8801717661123

Website

Alerts

Be the first to know and let us send you an email when Turning Point by A TALEB project posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Turning Point by A TALEB project:

Videos

Share

Category