Fakhrul Hasan Infotech

Fakhrul Hasan Infotech Hi there
This is a Social Media Agency. We are providing Facebook Marketing. YouTube Marketing. Arts

12/05/2023

কেউ যেনো নামাজে চারটি জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ না চেয়ে সালাম না ফিরায়। প্রত্যেকে যেনো সালাম ফিরানোর আগে এই দোয়াগুলি পড়েন।

29/04/2023

যুগের শ্রেষ্ঠ আলোড়ন সৃষ্টিকারী ইসলামী সংগীত।
Tumi Asmane Thako Provu.(Fakhrul Hasan Chowdhury).

এটা হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি "The british library" যেখানে বইয়ের পরিমাণ প্রায়  ১৭০ থেকে ২০০ মিলিয়ন।  এটির উচ্...
24/04/2023

এটা হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি "The british library"
যেখানে বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মিলিয়ন।
এটির উচ্চতা বিল্ডিংয়ের নিচ থেকে ২৪.৫ মিটার বা ৮ তলা বিল্ডিংয়ের সমান। এখানে যদি আপনি প্রতিদিন ৫ টি বই দেখেন, তাহলে আপনার ৮০ হাজার বছর লেগেই যাবে।
লাইব্রেরির সবচেয়ে পুরনো বইটির বয়স ৩ হাজার বছর।
অবাক হওয়ার মতন!

সংগৃহীত।

20/04/2023

আমার নিজের কন্ঠে গাওয়া একটি ইসলামী সংগীত। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। হেডফোন লাগিয়ে শুনুন ভালো লাগবে আশা করি।

18/04/2023

আমার নিজের কন্ঠে গাওয়া, প্রিয় নবীজি (সা:)এর শানে অসাধারণ একটি নাত। হেডফোন লাগিয়ে শুনুন ভালো লাগবে আশা করি।

18/04/2023

আমার নিজের কন্ঠে গাওয়া একটি ইসলামী সংগীত।
রোজ হাশরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ,করোনা বিচার।

17/04/2023

আমার নিজের কন্ঠে গাওয়া একটি ইসলামী সংগীত। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও।
একটি হামদ্ এ বারী তায়ালা, হেডফোন দিয়ে শুনুন ভালো লাগবে।

মারা গেলেন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ স্যার। যে মানুষটা বিদেশে উচ্চ বিলাসী জীবনযাপন বাদ দিয়ে দেশে এসে মুক্তিযোদ্...
11/04/2023

মারা গেলেন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ স্যার। যে মানুষটা বিদেশে উচ্চ বিলাসী জীবনযাপন বাদ দিয়ে দেশে এসে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়েছিলো।

আহ ভালো মানুষগুলো এভাবে তাড়াতাড়ি চলে যায়!

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 😪

05/04/2023

আলহামদুলিল্লাহ,আবারো তাকরিমের বিশ্বজয়। বাংলাদেশের গর্ব হাফেজ সালেহ আহমেদ তাকরিম
দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় এবার দিয়ে দুইবার প্রথম স্থান অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ। Fakhrul Hasan TechBD এর পক্ষ থেকে তাকরিম কে অভিনন্দন।

খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া সময়টা, ঠিক একদিন অতীত হয়ে যায় ।কিন্তু ওই খারাপ সময়ের অপমান, হেও করা মানুষগুলোর চেহার...
03/04/2023

খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া সময়টা, ঠিক একদিন অতীত হয়ে যায় ।
কিন্তু ওই খারাপ সময়ের অপমান, হেও করা মানুষগুলোর চেহারা কখনো অতীত হয় না।

07/03/2023
02/03/2023

প্রশ্ন-১. HTML কী?

উত্তর : HTML হচ্ছে একটি মার্কআপ ল্যাংগুয়েজ। এর পূর্ণরূপ হলো Hyper Text Markup Language।

প্রশ্ন-২. এইচটিএমএল কি কাজে লাগে?

উত্তর : HTML মূলত ওয়েব পেজ তৈরির কাজে লাগে। এক কথায়, ওয়েব পেজ তৈরি করা পেজের বিভিন্ন কনটেন্টকে কে সুবিন্যস্ত করা, ডিজাইন করা এবং পেজের আউটলুক দেওয়া হয় এইচটিএমএল ব্যবহার করে। এইচটিএমএল এর মূল লক্ষ্য একটি এইচটিএমএল ডকুমেন্ট (ওয়েব পেজ) তৈরি করা যা বিভিন্ন প্লাটফর্মে (ব্রাউজারে) কাজ করে। এইচটিএমএল কে ধরা হয় ওয়েব পেজ নির্মাণের ভিত্তিভূমি।

প্রশ্ন-৩. HTML ফাইলের এক্সটেনশন কী?

উত্তর : HTML ফাইলের এক্সটেনশন হলো .htm বা html

প্রশ্ন-৫. এইচটিএমএল এর মৌলিক ট্যাগগুলো কি ?

উত্তর : HTML কোড এর মৌলিক ট্যাগগুলো হচ্ছে:

.





প্রশ্ন-৬. HTML ট্যাগ কি?

উত্তর : HTML ট্যাগ হলো html ভাষার কিওয়ার্ড যা যেকোনো নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয়।

প্রশ্ন-৭. এইচটিএমএল এলিমেন্ট কী?

উত্তর : স্টার্ট ট্যাগ থেকে শুরু করে ইন্ড ট্যাগ পর্যন্ত সকল কিছুকে HTML Element (উপাদান) বলে।

প্রশ্ন-৮. HTML ব্যবহার করে ওয়েবপেইজ তৈরির সুবিধাগুলো কী কী?

উত্তর : HTML ব্যবহার করে ওয়েবপেইজ তৈরির সুবিধাগুলো হলো–


এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি।
সর্বব্যাপী ব্যবহার।
অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে।
ব্যবহার সহজ এবং সিনট্যাক্স সহজ তাই HTML শেখা সহজ।
যেকোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়।
পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে। তাই এটি মূল্য সাশ্রয়ী।

প্রশ্ন-৯. হাইপারলিংক কি?

উত্তর : হাইপারলিংক হলো ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো রেফারেন্স (ঠিকানা)।

প্রশ্ন-১০. HTML Syntax কি?

উত্তর : HTML ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহৃত কীওয়ার্ডগুলো লেখার কিছু নিয়মনীতি আছে, যা মেনে প্রোগ্রাম রচনা করতে হয়। এই সব নিয়মনীতিকেই HTML সিনট্যাক্স বলে।

প্রশ্ন-১১. Tag এর দুইটি ধরন কী কী?

উত্তর : ১. Empty tag এবং ২. Container Tag।

প্রশ্ন-১২. এটি কি ?

উত্তর : হলো HTML এ ব্যবহৃত এক ধরনের ট্যাগ। সাধারণত HTML ট্যাগ ব্যবহার করে ওয়েবপেজে ইমেজ যুক্ত করার জন্য ট্যাগ ব্যবহৃত হয়।

প্রশ্ন-১৩. হেডিং ট্যাগ কি?

উত্তর : HTML হেডিং ট্যাগের মাধ্যমে ফন্টকে বড় বা ছোট রূপ দেয়া যায়। এখানে ৬ টি হেডিং ট্যাগ ব্যবহার করা যায়। হেডিং ১ হচ্ছে সবচেয়ে বড় এবং হেডিং ৬ সবচেয়ে ছোট ট্যাগ।

প্রশ্ন-১৪. HTML-এর বডি সেকশন এলিমেন্টের কাজ কি?

উত্তর : হেড (Head) সেকশনের সমাপ্তির পরপরই অর্থাৎ Closing পরেই বডি সেকশন (Body section) এলিমেন্ট এর যাত্রা শুরু। যেহেতু বডি এলিমেন্ট একটি কনটেইনার ট্যাগ সেহেতু এর শুরু হয় এবং শেষ হয় দিয়ে। শুরু এবং শেষ বডি ট্যাগ এর অভ্যন্তরে সমস্ত Text টিকেই ব্রাউজার দেখিয়ে থাকে। অর্থাৎ বডি ট্যাগ ডকুমেন্টের সমস্ত টেক্সটকেই ধারণ করে।

এখন এ পর্যন্তই , আল্লাহ হাফেজ।

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।১৯৫২ সালের এর ভাষা আন্দোলনে রফিক, সালাম, বরকত, জব্বার সহ সকল ভাষা শহীদের প্র...
21/02/2023

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৯৫২ সালের এর ভাষা আন্দোলনে রফিক, সালাম, বরকত, জব্বার সহ সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।

Address

Dhaka
1340

Alerts

Be the first to know and let us send you an email when Fakhrul Hasan Infotech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fakhrul Hasan Infotech:

Share