Hello Mizan

Hello Mizan Please subscribe my channel

16/12/2024

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা..!🌹

Congratulations to our young Tigers on wining ACC MEN'S U19 ASIA CUP 2024 🎉🇧🇩🏏Bangladesh U19 🆚 India U19 Bangladesh won ...
08/12/2024

Congratulations to our young Tigers on wining ACC MEN'S U19 ASIA CUP 2024 🎉🇧🇩🏏
Bangladesh U19 🆚 India U19
Bangladesh won by 59 runs 💥👏

29/10/2024

Mishrat Zahan Mira

28/10/2024
পৃথিবীতে নবী রাসুলদের আগমনের ধরা  #আল্লাহ
25/10/2024

পৃথিবীতে নবী রাসুলদের আগমনের ধরা #আল্লাহ

قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الۡمُلۡكِ تُؤۡتِی الۡمُلۡكَ مَنۡ تَشَآءُ وَ تَنۡزِعُ الۡمُلۡكَ مِمَّنۡ تَشَآءُ  وَ تُعِزُّ مَنۡ...
24/10/2024

قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الۡمُلۡكِ تُؤۡتِی الۡمُلۡكَ مَنۡ تَشَآءُ وَ تَنۡزِعُ الۡمُلۡكَ مِمَّنۡ تَشَآءُ وَ تُعِزُّ مَنۡ تَشَآءُ وَ تُذِلُّ مَنۡ تَشَآءُ بِیَدِكَ الۡخَیۡرُ اِنَّكَ عَلٰی كُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ

বলুন, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যাকে থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান।

সুরা আল ইমরান, আয়াত-২৬

শিল্পী আর তৃষা ছিল এক ছোট্ট দম্পতি। তারা শহরের ব্যস্ততা থেকে দূরে এক গ্রামে স্থায়ী হয়েছিল, যেখানে প্রকৃতির সান্নিধ্যে ত...
16/10/2024

শিল্পী আর তৃষা ছিল এক ছোট্ট দম্পতি। তারা শহরের ব্যস্ততা থেকে দূরে এক গ্রামে স্থায়ী হয়েছিল, যেখানে প্রকৃতির সান্নিধ্যে তারা জীবন গড়তে চেয়েছিল। শিল্পী ছিলেন একজন শিক্ষক, আর তৃষা ছিলেন গৃহিণী। তাদের সংসার ছিল সাদামাটা, তবে ভালোবাসা আর দায়িত্ববোধে ভরা।

তৃষা তার স্বামীর প্রতি খুব যত্নশীল ছিলেন। প্রতিদিন ভোরে যখন শিল্পী স্কুলে রওনা হতো, তৃষা তার সমস্ত প্রয়োজনীয় জিনিস ঠিকঠাক করে দিতেন—কাপড়, টিফিন আর বইপত্র। শিল্পী বাইরে কঠোর পরিশ্রম করলেও, তৃষা ঘরে থেকেই তাকে সর্বদা সমর্থন করতেন।

একদিন শিল্পী ক্লান্ত হয়ে বাড়ি ফিরে বললেন, “আজ স্কুলে প্রচণ্ড কাজ ছিল। আমার শরীরটা ভালো লাগছে না।”

তৃষা দেরি না করে তার স্বামীর পাশে বসলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, “তুমি একটু বিশ্রাম নাও। আমি তোমার জন্য এক কাপ চা আর ওষুধ নিয়ে আসছি।”

শিল্পী তৃষার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, “তুমি না থাকলে আমি কীভাবে এতসব সামলাতাম, জানো?”

তৃষা হেসে বললেন, “স্বামীর প্রতি স্ত্রীর যত্ন নেওয়া, ভালোবাসা আর দায়িত্ব পালন করা তো তার সবচেয়ে বড় দায়িত্ব। তোমার সুখেই আমার সুখ।”

তৃষা শুধু স্বামীর শারীরিক যত্নই নিতেন না, তার মানসিক শান্তির দিকেও খেয়াল রাখতেন। শিল্পী যখন কোনো সমস্যায় পড়তেন বা দুশ্চিন্তা করতেন, তৃষা তার পাশে বসে তাকে সান্ত্বনা দিতেন, পরামর্শ দিতেন। তাদের সম্পর্কের মূলে ছিল পারস্পরিক শ্রদ্ধা আর দায়িত্ববোধ।

এইভাবে, তৃষা তার দায়িত্বগুলো পালন করতেন শুধুমাত্র ভালোবাসার কারণে, কোনো বাধ্যবাধকতা নয়। শিল্পীও তার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকতেন। তাদের সংসার ছিল ছোট, কিন্তু সেই সংসারে ছিল পরিপূর্ণতা, কারণ তৃষা তার স্বামীর প্রতি দায়িত্ববোধে অটুট ছিলেন, আর সেই দায়িত্ব থেকেই জন্ম নিতো তাদের মাঝে আরও গভীর ভালোবাসা।

এক গ্রামের ছোট্ট কুঁড়েঘরে বাস করতেন স্বামী আর স্ত্রী, রাহাত ও সুমাইয়া। রাহাত একজন দিনমজুর, আর সুমাইয়া গৃহিণী। তাদের জীব...
16/10/2024

এক গ্রামের ছোট্ট কুঁড়েঘরে বাস করতেন স্বামী আর স্ত্রী, রাহাত ও সুমাইয়া। রাহাত একজন দিনমজুর, আর সুমাইয়া গৃহিণী। তাদের জীবন ছিল বেশ সাদামাটা, তবে সুখের কোনো অভাব ছিল না। ছোট্ট ঘরটি ছিল ভালোবাসায় পূর্ণ।

প্রতিদিন ভোরে রাহাত মাঠে কাজ করতে যেত, আর সুমাইয়া ঘরের কাজ সামলাত। তারা খুব সাধারণভাবে জীবন কাটালেও একে অপরের প্রতি ছিল অগাধ ভালোবাসা ও সম্মান। রাহাত যতবারই ঘরে ফিরত, সুমাইয়ার চোখে সবসময় এক অন্যরকম আনন্দ ফুটে উঠত। রাহাত ক্লান্ত হয়ে ফিরলে, সুমাইয়া তাকে একগ্লাস ঠান্ডা পানি আর নিজের হাতে রান্না করা খাবার দিত।

একদিন সন্ধ্যায়, রাহাত অনেক ক্লান্ত হয়ে ঘরে ফিরে বলল, "আজ কাজে খুব কষ্ট হয়েছে, কিন্তু তোমার হাসিমুখ দেখেই সব কষ্ট ভুলে যাই।"

সুমাইয়া হেসে বলল, "তোমার জন্য আমি প্রতিদিন অপেক্ষা করি, কারণ তোমার সাথে একসাথে থাকার সময়গুলোই আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত।"

রাহাত কিছুক্ষণ চুপ থেকে বলল, "জানো, আমরা হয়তো অনেক বড়লোক না, কিন্তু আমার মনে হয় আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের ভালোবাসা।"

সুমাইয়া মৃদু হাসল, "হ্যাঁ, এই ভালোবাসাই তো আমাদের জীবনের সব সুখ এনে দেয়।"

এইভাবেই তাদের দিনগুলি কাটতে থাকল—ছোট ছোট ভালোবাসার মুহূর্তে ভরা জীবন। ধনী না হয়েও তারা জীবনের আসল সুখ খুঁজে পেয়েছিল একে অপরের মধ্যে।

Address

Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Hello Mizan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Mizan:

Videos

Share