আমাকে ভুলে যাইয়েন না!
#generationvibe #PoliticalNews
#reelviral #BNB
আহা কি অানন্দ অাকাশে বাতাসে
#Generationvibe #reelschallenge #reelviral
মুক্তিযুদ্বের ইতিবৃত্তের ১২০ মিনিট(মেজর ডালিম)
আওয়ামিলীগ যতই ইতিহিস রচনা করুক, মুক্তিযুদ্বে অসামান্য অবদান রাখুন কিন্তু আমরা যারা নব্বই দশকে জন্মেছি ইতিহাসে যাই লিখা থাকুক গত ১৫ বছরের নিজেদের চোখে যা দেখিয়াছি আওয়ামিলীগ বলেন বিনএনপি কেউ এদেশের সার্বভৌমত্ব চাই না,চাই শুধু অর্থ লুটপাট,ক্ষমতার বড়াই, নিজেদের ইচ্ছা জনগণের উপর চাপিয়ে দেওয়া।
#মুক্তিযুদ্ব
#মুজিব
#জিয়া
#স্বাধিনতা
#গোলামি
#ডালিম
নতুন সূর্য এখনো উদিত হয়নি।আবার হবে সংগ্রাম রাজপথে।
মনে পড়ে সেই ডঃ সায়মা ফেরদৌসি ও গোলাম রাব্বানী স্যারের কথা?
সরকারের পতনের পরে তাদের কোন দায়িত্ব দিতে দেখেছেন?
তাদের কি কোন যোগতা ছিল না?
তাদের কোন দেশপ্রেমের ঘাটতি ছিল নাকি সাহসের ঘাটতি ছিল।
কঠিন সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থেকে যেভাবে আন্দোলনকে উজ্জীবিত করেছেন এমন সাহসিকতাপূর্ণ আচরণ তখন কয়জনে দেখিয়েছেন?
কেন আমাদের অন্তবর্তী সরকারে উপদেষ্টা পরিষদে গরু-ছাগলে ভর্তি করে যোগ্য দেশপ্রেমিক অকুতোভয় শিক্ষকদের রেখে?
যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায়
আমি তাকে ঘৃণা করি
যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে
আমি তাকে ঘৃণা করি -
যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরাণী
প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না
আমি তাকে ঘৃণা করি --
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না!
এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না!
এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না!
এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না!
নবারুণের কবিতা,
আবৃত্তিতে ---
গোলাম রাব্বানি স্যার
অধ্যাপক , ইতিহাস বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৯.০৭.২০২৪
আহা কি দিন গেল মাবুদ এখন কুত্তা দেখলেও দৌড়ানি দেয়
#generationvibe
#viralvideo
অবশেষে বনানী লেকের সংস্কারের কাজ চলছে
আপা কিন্তু পালাই নাই,গুলিস্তান মোড়ে আছে
ক্রাস যখন পেতনী হয়ে ফিরে আসে #viralpost2024 #topvideo