Generation Vive

Generation Vive We are unstoppable To the Z Generation: You are the architects of tomorrow. Don't fear failure; see it as a stepping stone to greatness.

In a world that changes faster than ever, your adaptability, creativity, and resilience are your greatest strengths. Embrace diversity, push boundaries, and never settle for less than what you believe in. Your voices matter, your actions count, and your dreams are within reach. Together, you can shape a future that is inclusive, innovative, and sustainable. Keep pushing forward, and remember: the world needs your energy, your vision, and your courage to create change.

27/01/2025

দেশে একটা রাজনৈতিক দল যেভাবে দেশের সংস্কার করবে বলে লাফালাফি করতেছে অথচ নিজেদের সংস্কার যে জরুরী সেদিকে তাদের বিন্দুমাত্র লক্ষ নেই।
যারা নিজেদের সংস্কারে উদাসীন তারা করবে দেশ সংস্কার!!

নির্বাচনের আগে সংস্কার চাই। প্রহসনমূলক নির্বাচন দেখতে দেখতে আমরা ক্লান্ত।

যারা সংস্কারে পক্ষে হাত তুলুন

25/01/2025
আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে শেখ মুজিব এর বংশের অাসল পরিচয়। শুধু তাদের পরিচয় নয় ছাত্ররাজনীতি কিভাবে একজন শিক্ষার্থীক...
24/01/2025

আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে শেখ মুজিব এর বংশের অাসল পরিচয়। শুধু তাদের পরিচয় নয় ছাত্ররাজনীতি কিভাবে একজন শিক্ষার্থীকে অনৈতিক কাজে জড়াতে সাহায্য করে,কিভাবে রাজনীতি একজন ব্যক্তির চরিত্র হনন করে নির্লজ্জ বেহায়া বানিয়ে মানুষের প্রতি জুলুম, ক্ষমতার অপ্রব্যবহার করে সমাজকে নরকে পরিণত করে সে বিষয়েও জানাতো উচিৎ।
এদেশের রাজনীতি যে হালচাল একমাত্র নৈতিক চরিত্রহীন ব্যক্তি ব্যতিত অন্য কেউ রাজনীতি আসা অনুচিত।
ছাত্ররাজনীতি মাধ্যমে কিভাবে একজন ছাত্র মাদকাসক্ত হয়ে নিজের জিবনকে বিপন্ন করে সেটাও জানানো উচিৎ।

অতি দুঃখের সঙ্গে জানাতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের জাতির পিতা অতি শীঘ্রই ভারতের জাতির পিতা হিসেবে স্থান নিতে যাচ্ছেন। মো...
24/01/2025

অতি দুঃখের সঙ্গে জানাতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের জাতির পিতা অতি শীঘ্রই ভারতের জাতির পিতা হিসেবে স্থান নিতে যাচ্ছেন। মোদি সাহেব শেষ পর্যন্ত শেখ কন্যাকে নববধূ হিসেবে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে, নববধূ এবং শ্বশুর তাঁদের ভারতপ্রীতির অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে একটি চলচ্চিত্র তৈরি করার মাধ্যমে বাংলাদেশের কাছ থেকে চরম মূল্য আদায় করার ঘোষণা দিয়েছেন- ভারতের বিশিষ্ট চামড়া ব্যবসায়ী ও অভিনেত্রী কাঙ্গানা হেরাথ।

এখন কি হবে বাংলাদেশের?
জাতির আউব্বা কি রাগ করিয়া ভারত চলিয়া গেলেন চরম মূল্য দিতে হবে।

আমরা ইদের পর নির্বাচন চাই- কেউ আবার জিগাইবেন না কোন ইদের পর।বাণীতে ফাকরুল কাদের
24/01/2025

আমরা ইদের পর নির্বাচন চাই- কেউ আবার জিগাইবেন না কোন ইদের পর।
বাণীতে ফাকরুল কাদের

ভূট্রো সাহেব কি বুঝাতে চাই ফখরুল কাদের সাহেব বিজ্ঞ লোক?গত ১৫ বছর একটা সমাবেশ করার মুরদ ছিল না, ইদের পর মাঠে নামবে নামবে ...
24/01/2025

ভূট্রো সাহেব কি বুঝাতে চাই ফখরুল কাদের সাহেব বিজ্ঞ লোক?
গত ১৫ বছর একটা সমাবেশ করার মুরদ ছিল না, ইদের পর মাঠে নামবে নামবে বইলা অন্যর ঘাঁড়ে চলা নেতা কয় তাহারা বিজ্ঞ লোক

24/01/2025

বিম্পি গত ১৫ বছরের ফেদানীতে পাগল হইলো না, কিন্তু ক্ষমতার লোভে ৫ মাসেসে পাগল হইয়্যা ইতিমধ্যে রাস্তায় নেমে গেল।

ছোনামনি বিম্পি একটা কথা বলিলি তোমরা নিজেদের গাঁয়ে নিজেরা এতো নোংরা আবর্জনা বহন করে চলেছো যদি বিম্পি -আম্বালীগের মধ্যেও নির্বাচন হয় তোমরা ১৫ বছরের ফ্যাসিস্ট কুত্তালীগের কাছে গো হারা হারবা কইয়্যা দিলাম
তোমরা,তোমরা নিজেদের সংযত কর নাই,নিজেদের লোকদের নিয়ন্ত্রণ কর নাই,সরকারেন পতনের আগে তোমাদের কোন ভূমিকা আমরা লক্ষ করি নাই, মামলা খাইছো শুধু ম্ত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে এমন কোনন আন্দোলন করতে পারো নাই যেটা দৃশ্যমান শুধু গত ১৫ বছর বইলা বেড়াইছে ইদের পর। বিম্পি মাঠে নামবে কিন্তু সেই ইদ আর আসে নাই এসেছিল ৩৬ জুলাই।
৩৬ জুৃলাই কোন রাজনৈতিক অর্জন নয় বাংলাদেশের ছাত্র সমাজ ও সাধারণ জনগণের অংশগ্রহনে অর্জিত স্বাধীনতা।
শেখ হাসিনা যে শক্ত অবস্থানে ছিল আরো ১০ বছরের তোমরা জামায়াত শিবির,বিম্পি মিলে তাকে গদি থেকে নামাইতে পারতে না।
বিম্পি জামায়াতের কত নেতা ফাঁসিতে ঝুললো অথচ আমি এখনো শাহবাগে কারো আন্দোলন দেখি না, আইন মন্ত্রীর ফাঁসি চাই, পলকের ফাঁসি চাই, সালমান দরবেশের ফার্সি চাই।
শুনো হে বিম্পির সোনা মনিরা আম্বালীগের পরে দ্বিতীয় বৃহত্তম দল বিম্পি তোমাদের হাতে ছিল সুযোগ কিন্তু তোমরা চাচ্ছ ক্ষমতা তোমাদের হাতে বুঝাইয়া দিক তেমরা হাসু আপার মত আবার সাম্রজ্য গড়ে তুল।
তবে শুনে রাখ হেই ছোনা মনিরা তোমরা ক্ষমতাই যাইয়্যাও টিকতে পারবা না এই জাতি আর নিরব থাকবো হাসিনা এই জাতিরে যেভাবে ঐক্যবদ্ব কইরা গেছে আকাম করলে ১ মাসে পাছাই লাথি দিয়া নামাইতে দেরি হবে না কারন আমরা রক্তকে ভয় পাই না, বুলেটের সামনে নিজেদের বুক পেতে দিতে পারি।
যদি তোমরা ভেবে থাকো বর্তমানে চাঁদা বাজি কইরা তোমরা যে ভবিষ্যত সাম্রজ্য গড়ে তোলার স্বপ্ন দেখতাছো সেটা বাদ দিয়া জনগণের কাতারে আসো, আমরা রাজনৈতিক পরিচয়ে নয় মানুষের পরিচয়ে বাঁচতে।

ক্ষমতা যাওয়ার জন্য অান্দোলন নয় জনমানুষের মনের কথা বুঝার চেষ্টা করো, নিজের গাঁয়ে লেগে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করো। নিজের মানুষ হিসাবে প্রস্তুত করে বিম্পি হিসাবে নয়

What a great news!
24/01/2025

What a great news!

Elon Musk's Starlink may soon be available in Bangladesh as Dubai-based telecommunications company Veon Ltd is in talks with the company to expand its partnership for satellite-powered cellular services to new markets, with Banglalink to provide the service in the country.

[Link in Comments]

বউকে বেশি পড়াইলে বউ জ্ঞানী হয়ে যায়, বউ আপনার থেকে বেশি শিক্ষিত হলে আপনাকে কখনো সম্মান দিবে না। বউ বেশি পড়লে প্রতিষ্ঠিত হ...
23/01/2025

বউকে বেশি পড়াইলে বউ জ্ঞানী হয়ে যায়, বউ আপনার থেকে বেশি শিক্ষিত হলে আপনাকে কখনো সম্মান দিবে না। বউ বেশি পড়লে প্রতিষ্ঠিত হয়ে পর কীয়া শুরু করবে। বউ আপনার থেইকা চালাক হলে আপনাকে রেখে সে অন্য কাউকে নিয়ে দুনিয়া ঘুরবে। বউকে সবসময় চোঁখের সামনে রাখবেন, তাকে একা কোথাও যেতে দিবেন না নাইলে আপনি ঠকবেন। সব জায়গায় বউকে খুব বেশি ফলো করবেন, এইসব বলে সারাদিন মুখে ফেনা তুলা মিথুনদা নিজের বৌদিকে দিয়ে আসলেন উচ্চশিক্ষার জন্য আমেরিকার বিমানে।

মিথুনদার বৌদির জন্য শুভকামনা রইলো।




23/01/2025

দেশে ক্যান্সার রোগির সংখ্যা কত?
শুনে নিশ্চয় আঁতকে উঠবেন!
একটা জরিপ করার প্রয়োজন পড়লো।
আপনার জেলা,থানা উল্লেখ করে গত কয়েক বছরে আপনার এলাকায় ক্যানসারে মৃত্যুবরণ করেছে কতজন?

21/01/2025

আমাদের ঢাকা - ক্যারিয়ার - চরিত্র গঠন

দেশে নাকি বেকারের কুল কিনারা নাই,অথচ কাজের লোক খুজে পাই না

মূলত বেকার বলতে বাংলাদেশে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করে তাদের বুঝা।যদিও তারা জব পাই কিন্তু জব পেয়েও তারা বেবার বেতন পাচ্ছে ১৫-২৫ হাজার,বর্তমান পরিস্থিতি অনুযায়ী ২৫ হাজার টাকা একজন ভিক্ষকের আয়ের চেয়েও বেশি।

আপনারা জেনে থাকবেন কেন শহরাঞ্চলে ছেলে মেয়েরা কোন চাকরি ব্যবসা না করে অাইফোন আর বাইক নিয়ে ঘুরে। তাহলে তাদের রহস্যজনক পেশাটা কি?

কেউ আছে সারা মাসে ৩০০০০ টাকা পায় না কেউ ১ রাতে ৩০০০০ পায়। সারা দেশের কথা বাদ দিয়েও যদি ঢাকার ফাইভ স্টার,ফোর স্টার হোটেলের নারী ব্যাবসা পোর্টপলিও হিসাব করা হয় দেশের বাজেটের ৪০% অর্থ এখানে ব্যায় হচ্ছে।
চাকরি সূতে ঢাকার ফাইভ স্টার হোটেলের এসব নোংরামির ইতিহাস খুব ভালো করে অাঁচ করতে পেরেছি। কিছুদিনও আগেওও বনস্রীতে একটা বাসায় রেট দেয় তাদের কাছে নিউজ আছে এখানে অনৈতিক কাজ হয়।দেখতে খুব পরিপাটি একটা বাসা, বাসার মালিক একটা বড় রুমম বাদে বাকি সব ভাড়া দিয়েছেন এটা রেখেছেন অনৈতিক কাজের জন্য তার হয়ে ৩৭ জন মেয়ে কাজ করে ভিভিন্ন জায়গায়,সে ঘন্টা হিসাবে এটা ভাড়া দিতো।যারা বাসা রেট দেয় তারা কিন্তু প্রশাসন না বিএরপির ছেলারা বড় অংকের টাকাও দাবি করে।

এখন যদি বলি ঢাকায় ছেলে মেয়েরা কেন থাকতে স্বাচ্ছন্দবোধ করে। এটা কিন্তু সবার বেলায় না। ঢাকা এমন একটা জায়গা যেখানে নৈতিক কাজের চাইতে অনৈতিক কাজের ক্ষেত্রে,সুযোগ দুইটাই বেশি। এখানে কেউ কাউকে চিনে না। সেই সুবাদে যে যা ইচ্ছা করতে পারে। পোশাকের কথাই বাদ দিলাম এখানে যে যত উলঙ্গ সে তত অাধুনিক তত উচ্চবিত্ত।
ইদানিং ঢাকা,চট্রগ্রাম -কক্সবাজার পতিতাবৃত্তি এতোটা জনপ্রিয় গ্রাহকের থেকে সেবাদানকারী সংখ্যা বেড়ে গেছে। মেরি স্টপ এটা নিয়ে জরিপও চালাচ্ছে সচেতন করার লক্ষে। তাহলে কি পতিতাবৃত্তি সহজলভ্যতা আমাদের বেকারত্ব দূর করবে?
ঢাকায় পতিতাবৃত্তি এখন একটা স্বাভাবিক কাজের মত।রাস্তাঘাটে যেভানে সেখানে অমুক ভাই তমুক আবাসিক হোটেলের প্রমোশন ছড়িয়ে আছে, প্রশাসন কি জানে না এসব? জানে কিন্তু এসব তারা বন্ধ করবে না।
বনানীতে কয়েকটা সীসা বার যেমন Haice,QDS,Z,360 degree এসবে সাধারণ মানুষ কখনো যেতে পারবে না কিস্তু কারা যায়? কোন সংবাদ মাধ্যমে সেটা নিয়ে সংবাদ করেছে?
যদি বলি ঢাকা যৌনতার প্রোডাক্টি বাড়ানোর জন্য যত ধরনের উপায় আছে সব ব্যবস্থা করে রেখেছে। কিন্তু আমাদেরকে বলা হচ্ছে ভাল মানুষ হওয়ার জন্য।
ক্যারিয়া গড়তে ঢাকায় যান কিন্তু ঢাকায় গিয়ে নিজের চরিত্রের চরম পরিস্তিতি সেটা আমি আপনি কতটা বিশ্বাস করি।
এদেশে কি কখনো ইসলামিক রাজনীতি চালু হবে?
না হবে না। যদিও হয় ঢাকার শহরের অধিকাংশ মেয়ে আগেই রাস্তায় নেমে যাবে?
অথচ তারা ভাবে না পাবলিক বাসে,শপিং সেন্টারে ছেলে নয় মেয়েদের শীলতাহানি হয়। ঢাকার গণপরিবহনে যাতায়াত একজন সচেতন পরিপক্ক নারী কাছে যুদ্বের মত।
নারীর সম্মান কোথায়?
স্বাধীনতাই?

20/01/2025

মেডিক্যালে কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত।
কিন্তু যারা কোটায় ডাক্তা, শিক্ষক হয়ে আছেন তাদের কি হবে?

কাপড়ের দাগ পরিস্কার করতে গিয়ে যখন কাপড়ের রং উঠে যায়!পুলিশ সদস্য নতুন পোশাক পরিধান কইরা যে লুক দিচ্ছেন মনে হচ্ছে সে বলতে ...
20/01/2025

কাপড়ের দাগ পরিস্কার করতে গিয়ে যখন কাপড়ের রং উঠে যায়!

পুলিশ সদস্য নতুন পোশাক পরিধান কইরা যে লুক দিচ্ছেন মনে হচ্ছে সে বলতে চাচ্ছে ছাইড়া দেয় ভাই কাইন্দা বাঁচি " আগেই তো ভালো ছিলাম"

ভাইলোক তোরা কি রাতকানানা রোগি, দেশে কি গ্রাফিক্স ডিজাইনার নাই?
তোগো সংস্কার যেমন পছন্দের কালারও এমন।
তোরা নতুন জেনারেশন দাবি করস তাই বলিয়া তোদের পছন্দ এতো নিম্নমানের হয় কি করে?
এরকম ডিজাইনার টাকা কি সরকার পুষে কেমনে?
জনগণের টাকাই এরকম বাইনছন্দ্রমার্কা ডিজাইনারের বেতন হয় আমি দেশের একজন নাগরিক হয়ে নিজেই লজ্জাবোধ করছি।
মানলাম পোশাক পরিবর্তন মানে চরিত্র পরিবর্তন হয় না। পরিবর্তন যখন করলেন একটু মস্তিষ্ক থাকা মেশিনটা কাজে লাগাতে পারলেন না?
যারা এ পোশাক পছন্দ করিয়া অনুমোদন করলেন তাদের পছন্দের উপ্রে খু**নি হাসিনা উরপে ঘষেটি বেগমের মৃত্র নিক্ষেপ করিলাম।

17/01/2025

যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পাই,
আমি তাকে ঘৃণা।

যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে,
আমি তাকে ঘৃণা করি।

যে শিক্ষক,বুদ্বিজীবী,কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না,
আমি তাকে ঘৃণা করি।

এই মৃত্যু উপত্যকা আমার দেশ না,

এই জল্লাদের উল্লাস মঞ্চ আমাদের দেশ না,

এই বিস্তৃর্ন শাসন আমার দেশ না,

এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না।

যে রাজনৈতিক দল এখনো ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়ে রাজনীতি করতে চাই আমরা তাদের ঘৃণা করি।
Following

বিএনপির ঐশ্বরিক আমল, যে আমলে আল্লাহর পাঠানো ফেরেশতা দ্বারা পরিচালিত হতো বাংলাদেশ।বিএনপি চায় আওয়ামিলীগ নির্বাচনে আসুক। তা...
17/01/2025

বিএনপির ঐশ্বরিক আমল, যে আমলে আল্লাহর পাঠানো ফেরেশতা দ্বারা পরিচালিত হতো বাংলাদেশ।
বিএনপি চায় আওয়ামিলীগ নির্বাচনে আসুক। তারা আওয়ামিলীগকে পাশে চায় যেহেতু পুরো বাংলাদেশ আওয়ামিলীগকে প্রত্যাখান করেছে আওয়ামিলীগও চাচ্ছে বিএনপির মাধ্যমে রাজনীতির মাঠে ফিরে আসতে। বিএনপি বক্তব্যে পরিস্কার তারা দুই সন্ত্রাসী গোষ্ঠী এক হয়ে আবার এক নায়কতন্ত্র গঠন করতে চায়।

হামিদ মিয়া মিঠা মিঠা কথা কইয়্যা যে অাকাম করিসে অবলম্বে তাকেও গ্রেপ্তার করা হোক
15/01/2025

হামিদ মিয়া মিঠা মিঠা কথা কইয়্যা যে অাকাম করিসে অবলম্বে তাকেও গ্রেপ্তার করা হোক

Address

Gulshan
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Generation Vive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Generation Vive:

Videos

Share