Tayeb Official Vlogs

Tayeb Official Vlogs Hello assalamualaikum everyone- I am tayeb plz support me and like my official page - and inbox me
(1)

04/12/2024
04/12/2024
09/07/2024

মিথ্যার উপর ভরসা করতে গিয়ে
মানুষ তাঁর প্রকৃত সুখটাকে হারায়।

07/07/2024

পারিবারিক শিক্ষা কি জানেন???

বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা।বাবা বললেন, তোমার দাদা বলেছিলেন,

১. নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত।
তা না করে পালকিতে আনা হয়, কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য। পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না। সারাজীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে।

২. নতুন বউ পালকিতে উঠে কী করে জানিস?
কাঁদে। কেন কাঁদে? শুধু ফেলে আসা স্বজনদের জন্য না। নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে।
তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়।
এরপর আর মাত্র দুটো উপলক্ষ্যে সে কাঁদবে।
একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর। মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি।

৩. স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদব্যবহারে,
দ্যাখ, আমি খুবই বদমেজাজি,কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি।

৪. বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া।
এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয়।

৫. আরেকটি কথা, সব মেয়ের রান্নার হাত ভালো না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে।
তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না।

৬. বউয়ের মা-বাবাকে কখনো 'আমার শ্বশুর, আমার শাশুড়ি' এগুলো ডাকবি না।
মা-বাবা ডাকবি। আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না, তুই ওগুলো ডাকলে বউও আমাদের ওই ডাকেই ডাকবে। তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না। এটাই নিয়ম।

আল্লাহ্ তায়ালার পাল্লা সমান, এক পাল্লায় তুই যা করবি, আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন।
©

জীবনটা বসন্তকাল,ফুলে ফুলে ভরে যায়।সুখটা গাছের পাতা,হঠাৎ যেন ঝরে যায়.দুঃখটা বিশাল আকাশ,সবসময় রয়ে যায়।স্বপ্নটা পাখির ...
10/06/2024

জীবনটা বসন্তকাল,
ফুলে ফুলে ভরে যায়।
সুখটা গাছের পাতা,
হঠাৎ যেন ঝরে যায়.
দুঃখটা বিশাল আকাশ,
সবসময় রয়ে যায়।
স্বপ্নটা পাখির মত,
হঠাৎ করেই উড়ে যায়.😢

||🌸💚__ শুকরিয়া ঐ রবের প্রতি,যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার সকাল দেখান"!✅🌸" Alhamdulilla"🌸✅
09/06/2024

||🌸💚
__ শুকরিয়া ঐ রবের প্রতি,
যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার সকাল
দেখান"!
✅🌸" Alhamdulilla"🌸✅

08/06/2024

- জীবনসঙ্গী!" 🌼

رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا ﴿۷۴﴾

"রব্বানা হাবলানা মিন আঝওয়াজিনা ওয়া যুরর‍্যিইয়াতিনা ক্বুররতা আ'ইয়্যুনিও ওয়াজ'আলনা লিল মুত্তাক্বীনা ইমামা"।

"ইয়া আল্লাহ আপনি আমাকে এমন স্বামী/স্ত্রী এবং সন্তান দান করুন যাদের দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর আপনি আমাকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন!"

- (সুরা ফুরকান : ৭৪)

- আমিন!" 🌼

কেউ হারিয়ে গেলে কেউ খুঁজে না মনে রাখে মাত্র। এই পৃথিবীর রঙ্গমঞ্চের লীলা খেলায় সব হারায়। যে কোন সম্পর্ক ভেসে যায় জলের বান...
06/06/2024

কেউ হারিয়ে গেলে কেউ খুঁজে না মনে রাখে মাত্র। এই পৃথিবীর রঙ্গমঞ্চের লীলা খেলায় সব হারায়। যে কোন সম্পর্ক ভেসে যায় জলের বানের পানির মত। শুধু এমন কিছু মানুষ আমাদের জীবনে থাকে ,যাদের প্রিয় মানুষ হারিয়ে গেলে খুঁজে ফিরে। সেই মানুষটাকে যাকে ছাড়া তার জীবন অচল ছিল।

কাউকে ভালবাসলে এতটাই ভালবাসো তার বিচছেদ ও যেনো কোন দেয়াল তৈরী করতে না পারে তোমার ও তার ভালবাসার মাঝে। তুমি যেন তাকে দোয়ায় রাখো,

আর তোমার জীবনে যদি এমন একটা মানুষ থাকে যে তোমার অনুপস্হিতিতে ও তোমাকে ভিষন মায়ায় জড়িয়ে ভালবাসে।
তোমার জন্য চোখের পানি ফেলে,
তাকে আগলে রাখো কারন সে মানুষ টা তোমাকে তার দুনিয়া ভাবে। আর তুমি চলে যাওয়া মানে তার দুনিয়াটা বিলীন হওয়া।

এই যে তুমি কারো জীবনের অক্সিজেন এটা হতে পারা সহজ নয়। একবার ভেবে দেখো কতটা ভালবাসলে তোমাকে তার লাইফ লাইন বানাতে পারে ?

তাই বেঁচে থাকতে তাকে সুখী করো কারন সেভেন বিলিয়ন মানুষ থেকে সে তোমাকে বেছে নিয়েছে তার সুখের জন্য , তার মুখে হাসি একমাত্র তুমি তবে যে তোমার জন্য হাসতে পারে তারজন্য তুমি বাঁচো ,,

02/04/2024

- প্রচন্ড গরমেও যারা রোজা আছে–༎༉•

- আল্লাহ তাদের সকল দোয়া কবুল করুক"আমিন"–༅༎•🌸❤️

❤️❤️ Offer offer offer ❤️❤️Student apuder jonno offer offer Aigula apnara  market a 600,700,800 kore nisen akhon apnara ...
23/10/2023

❤️❤️ Offer offer offer ❤️❤️

Student apuder jonno offer offer
Aigula apnara market a 600,700,800 kore nisen akhon apnara offer a paben
Colour available
Price inbox

Offer offer offer স্টুডেন্ট আপুদের জন্য কিছু গাউন টপস অনেক কমে ভালো available আছে Orginal জর্জেট কাপড় Price- 550tk only...
23/10/2023

Offer offer offer
স্টুডেন্ট আপুদের জন্য কিছু গাউন টপস অনেক কমে ভালো available আছে
Orginal জর্জেট কাপড়
Price- 550tk only
Order korte inbox koren page

Address

Level 6 ; Block D ; Shop 93, 94 ; Bashundhara City Shopping Complex
Dhaka
1215

Telephone

+8801777205255

Website

https://www.tiktok.com/@tayeb_official07?_t=8VIrq8PmpqD&_r=1, http

Alerts

Be the first to know and let us send you an email when Tayeb Official Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tayeb Official Vlogs:

Videos

Share