Imran Digital

Imran Digital Imran Digital is a Professional Digital Marketing Agency that works with paid Social Advertising

আপনি একজন এফ কমার্স ব্যবসায়ী বিষয় টি আপনার জন্য জরুরি-ফেসবুক মার্কেটিং এর মধ্যে তিনটি অবজেক্টিভ রয়েছে আমরা যখন কোন ক্যা...
04/09/2022

আপনি একজন এফ কমার্স ব্যবসায়ী বিষয় টি আপনার জন্য জরুরি-
ফেসবুক মার্কেটিং এর মধ্যে তিনটি অবজেক্টিভ রয়েছে আমরা যখন কোন ক্যাম্পেইন রান করি অর্থাৎ আমাদের পেইজের পন্য বা সেবা মার্কেটিং করি সহজ ভাষায় আমরা বুষ্ট বলে থাকি। তখনই আমাদের ফেসবুকেে তিনটা অবজেক্টিভ ফেসবুকের উপর নির্ভর করে আমাদেরকে ফেসবুকে বুস্ট করতে হয়।
এর মধ্যে রয়েছে
প্রথমত- ✅Awarness
দ্বিতীয়ত-✅Consideration.
তৃতীয়ত -✅Conversion.
যখন আপনি ফেসবুকের মার্কেটিং শুরু করবেন অর্থাৎ আপনার কোনো পণ্য বা সেবা ফেসবুকের মাধ্যমে বিক্রি শুরু করবেন তখনই আপনাকে তিনটি জিনিস জানতে হবে। এই তিনটি জিনিস জানার জন্য এবং সহজে বুঝার জন্য আমি এটাকে তিনটি Funnel করে ফেলি।
প্রথমত,
✅Top Funnel➡️Awarness.
দ্বিতীয়ত,
✅Middle Funnel➡️Consideration.
এবং তৃতীয়ত,
✅Buttom Funnel➡️Conversion.

এখন আসি এই তিনটি মধ্যে কোন অবজেক্টিভ টি আমি কখন ব্যবহার করব? কোন অবজেক্টিভ কি আমার কখন ব্যবহার করা উচিত!

Top_Funnel➡️Awarness:-

প্রথমত আমাদের যে Top Funnel টি রয়েছে এট মূলত Awareness.
আপনি যখন ই আপনান একটি পণ্য বা সেবা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন বা নতুন কোন পন্য বা সেবা মার্কেটে নতুন করে নিয়ে আসতেছেন তখনই আপনার ব্র্যান্ড বা পন্য সম্পর্কে মানুষ কে জানানাের জন্যই মূলত টপ ফানেল ক্যাম্পেইন করবেন। অর্থাৎ এই অবজেক্টিভ এর মাধ্যমে আপনি মানুষকে জানাবেন আপনি একটি পণ্য বা সেবা নিয়ে কাজ শুরু করেতেছেন কিংবা বাজারে এই পন্য টি আসতেছেন।বিশেষ করে কর্পোরেট কোম্পানি যারা রয়েছেন তারা এ ধরনের ক্যাম্পেইন করে থাকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এবং প্রোডাক্ট এর নাম অর্থাৎ একটি ব্র্যান্ড তারা মানুষের কাছে ছড়িয়ে দেয়।

✅Middle_Funnel➡️Consideration:-

এখানে মূলত আপনার একজন কাস্টমারের একটি সমস্যার সমাধান দেখাবেন।অথবা একজন কাস্টমারের চাহিদা তৈরি করবেন।আপনার পন্যের উপকারিতা এবং পন্য টি ক্রয়ে কাস্টমারের সুবিধা সমূহ তুলে থরার মাধ্যমে কাস্টমার কে পন্যের প্রতি আকৃষ্ট করে তুলবেন।যাতে কাস্টমার আপনার পন্যেে প্রতি আকৃষ্ট হয়।

✅Buttom_Funnel➡️Conversion:-

এখানে মূলত আপনি পন্য পন্য টি পূর্বের সমাধান এর আঙ্গিকে কাস্টমার কে ক্রয়ের জন্য ফাের্স করবেন।সেখানে ডিসকাউন্ট,পন্যের সাথে কোন উপহার,নতুন কাস্টমারদের জন্য আলাদা ডিসকাউন্ট এভাবে ফাইনালি বিক্রয় এর জন্য কনটেন্ট তৈরি এবং সেলস নিয়ে আসার জন্য ই এই ক্যাম্পেইণ।।
পেইজ বা ব্যবসা শুরু করার পরের দিন ই সেলস ক্যাম্পেইন থেকে বিরত থাকুন।

বেশির ভাগ ই অনুরােধ করতেছে ভাই আমি ৫ ডলারের বুস্ট করতে চাই।৫ ডলার কিংবা ১০ ডলার বুস্ট করা যায়?আমিও  অনেক কেই বিষয়টি বুজি...
08/06/2022

বেশির ভাগ ই অনুরােধ করতেছে ভাই আমি ৫ ডলারের বুস্ট করতে চাই।
৫ ডলার কিংবা ১০ ডলার বুস্ট করা যায়?
আমিও অনেক কেই বিষয়টি বুজিয়ে বলে বারন করি কিংবা সম্পর্কের খাতিরে অনেকেই শুরুতেই এই সার্ভিসে দিয়েছি-
কিন্তু অনেক কেই বুঝাতে ব্যর্থ হলাম এমন কি সবাই কে এভাবে ব্যক্তিগত ভাবে ৫ ডলার কবংবা ১০ ডলারের বিষয়ে বলা সম্ভব হলেও যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার-তাই ভাবলাম বিষয়টি নিয়ে একটু লিখেই ফেলি-

আমার বিগত দিনের ফেসবুক মার্কেটিং এর অভিজ্ঞতা থেকে বলা চলে ৫ ডলার কিংবা ১০ ডলার আদতে খুব ভালাে একটা রেজাল্ট দেয়না
ফেসবুকে বুস্টিং করে দেওয়া যতটা সহজ মনে করা হয় আসলে বিষয়টি ততটা সহজ ব্যাপার নয়।
আপনার ফেসবুক মার্কেটিং এর উপর মাসিক কিংবা বাৎসরিক একটা পরিকল্পনা থাকা দরকার -আসলেই যদি আপনি প্রকৃত অর্থে ফেসবুক এর মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে চান।
৫ ডলার কিংবা ১০ ডলার বুস্টের মাধ্যমে আপনি হয়তো সাময়িক লাইক কিংবা একটা পােস্ট এনগেজমেন্ট পাবেন-কিন্তু প্রকৃত অর্থে ফেসবুক মার্কেটিং এর বেটার রেজাল্ট পেতে অবশ্যই আপনাকে প্রফেশনালি ফেসবুক মার্কেটিং এ আসতে হবে।
হ্যা যদি আপনি জাস্ট পেইজের লাইক বাড়ানোর জন্য বা এংগেইজমেন্টের জন্য বুস্ট করে থাকেন তবে সেটা ও পাবেন।
দেখুন -আপনি যদি অফলাইনে কোন ব্যবসা পরিচালনা করতে সেখানে নিশ্চয় আপনাকে প্রতিমাসেই একটা নির্দিষ্ট ভাড়া প্রদান করতে হতো-সেটা আপনার সেলস হোক বা না হোক।এই যে নির্দিষ্ট খরচ না করেই অনলাইনে শুধু একটু পরিকল্পনা করেই এগুলে আপনি দাঁড় করিয়ে ফেলতে পারেন চমৎকার একটি ব্যবসা।সোস্যাল মিডিয়া অথার্ৎ ফেসবুকে এডস বায়িং এবং প্রপার মার্কেটিং মেথড এর মাধ্যমে আপনি বেশ ফলপ্রসূ রেজাল্ট নিয়ে আসতে পারেন।
শুরুতেই আপনার বিজনেসের ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করুন- সাথে সাথে তৈরি করুণ নিজের পারসোনাল ব্র্যান্ড ভ্যালু।
নিজের প্রোডাক্ট এবং ব্র্যান্ডের অ্যাওয়ারনেস থেকে শুরু করে পন্য সেলস থেকে শুরু করে লিড জেনারেট সহ সব কিছুই করা সম্ভব ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে।
এই গুলাে করতে মূলত প্রয়ােজন পরিকল্পনা।সেই পরিকল্পনা অনুযায়ী আপনার এ্যাকশন এ যাওয়া।
মাসের শুরতেই আপনি একটি উত্তম পরিকল্পনা করেন ফেসবুক মার্কেটিং এ আপনার বাজেট কত?
প্রতিমাসেই যদি দোকান ভাড়া থাকতো ৫ হাজার টাকা সেটা যেমন করতেন-তেমনি ফেসবুক মার্কেটিং এর জন্য একটা বাজেট তৈরি করুন।
যেমন প্রতি মাসেই ১০ দিন করে আপনি তিনটি ক্যাম্পেইন চালাবেন-
প্রতিটি ক্যাম্পেইন এ বাজেট রাখবেন সর্বনিম্ম ৩০ ডলার।মাসেই ৯০ ডলার।
একটা বিষয় খেয়াল রাখবেন -মাসে ৯০ ডলার বাজেট করে ক্যাম্পেইন করার পরবর্তি মাসে আপনি নিজেই আপনার ব্যবসায়ের গ্রােথ অনুযায়ী বাজেট বাড়াবেন-
আমি নিশ্চিত।
এ কাজ টি আপনি দু ভাবে করতে পারেন-
#প্রথমত
আপনি ফেসবুক মার্কেটিং টি ভালাে শিখে ফেলতে পারেন-
#দ্বিতীয়ত কোন প্রফেশনাল ফেসবকু মার্কেটার থেকে সাপাের্ট নিতে পারেন।
তা ই ব্যবসা যদি করতেই চান-নিজের মত করে বুস্টিং না করে একটা প্রপার বাজেট করে মার্কেটিং করুন।
ব্যাবসা বাড়বে নিশ্চিত।

আপনার ফেসবুক আইডি OR পেজটি কি রেস্ট্রিকটেড? 😢পেজটি কি ❎Boost Unavailable❎?💥তবে আর চিন্তা নাই। আমরা আপনার ফেসবুক পেজটি পু...
06/12/2021

আপনার ফেসবুক আইডি OR পেজটি কি রেস্ট্রিকটেড? 😢
পেজটি কি ❎Boost Unavailable❎?
💥তবে আর চিন্তা নাই। আমরা আপনার ফেসবুক পেজটি পুনরায় রেস্ট্রিক্টেড ব্যাক এনে দিবো এবং পূর্বের ন্যায় আবারও পেজ বুস্ট এন্ড প্রোমোটিং চালিয়ে যেতে পারবেন।
কারন, একজন ব্যবসায়ীর জন্য উনার ফেসবুক পেজটি কতটা গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারি।

আপনার পেজটি ব্যাক নিয়ে আসতে আজই যোগাযোগ করুন আমাদের এক্সপার্ট টিমের সাথে।
☎️☎️বিস্তারিত জানতে কল করুন-
☎️ 01849594650
WhatsApp- https://wa.me/+8801849594650
📬 Page inbox m.me/ImranDigital121
Personal Inbox- m.me/engr.imranhossain33

📜আমাদের সার্ভিস সমূহঃ
👉প্রফেশনাল পেজ সেট আপ
👉পেজ প্রমোশন বা টার্গেটেড কাস্টমার মার্কেটিং
👉গ্রাফিক্স ডিজাইন
👉এডভান্স মার্কেটিং


Address

Dhanmondi 19, Dhaka 1209
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imran Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imran Digital:

Share