04/09/2022
আপনি একজন এফ কমার্স ব্যবসায়ী বিষয় টি আপনার জন্য জরুরি-
ফেসবুক মার্কেটিং এর মধ্যে তিনটি অবজেক্টিভ রয়েছে আমরা যখন কোন ক্যাম্পেইন রান করি অর্থাৎ আমাদের পেইজের পন্য বা সেবা মার্কেটিং করি সহজ ভাষায় আমরা বুষ্ট বলে থাকি। তখনই আমাদের ফেসবুকেে তিনটা অবজেক্টিভ ফেসবুকের উপর নির্ভর করে আমাদেরকে ফেসবুকে বুস্ট করতে হয়।
এর মধ্যে রয়েছে
প্রথমত- ✅Awarness
দ্বিতীয়ত-✅Consideration.
তৃতীয়ত -✅Conversion.
যখন আপনি ফেসবুকের মার্কেটিং শুরু করবেন অর্থাৎ আপনার কোনো পণ্য বা সেবা ফেসবুকের মাধ্যমে বিক্রি শুরু করবেন তখনই আপনাকে তিনটি জিনিস জানতে হবে। এই তিনটি জিনিস জানার জন্য এবং সহজে বুঝার জন্য আমি এটাকে তিনটি Funnel করে ফেলি।
প্রথমত,
✅Top Funnel➡️Awarness.
দ্বিতীয়ত,
✅Middle Funnel➡️Consideration.
এবং তৃতীয়ত,
✅Buttom Funnel➡️Conversion.
এখন আসি এই তিনটি মধ্যে কোন অবজেক্টিভ টি আমি কখন ব্যবহার করব? কোন অবজেক্টিভ কি আমার কখন ব্যবহার করা উচিত!
Top_Funnel➡️Awarness:-
প্রথমত আমাদের যে Top Funnel টি রয়েছে এট মূলত Awareness.
আপনি যখন ই আপনান একটি পণ্য বা সেবা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন বা নতুন কোন পন্য বা সেবা মার্কেটে নতুন করে নিয়ে আসতেছেন তখনই আপনার ব্র্যান্ড বা পন্য সম্পর্কে মানুষ কে জানানাের জন্যই মূলত টপ ফানেল ক্যাম্পেইন করবেন। অর্থাৎ এই অবজেক্টিভ এর মাধ্যমে আপনি মানুষকে জানাবেন আপনি একটি পণ্য বা সেবা নিয়ে কাজ শুরু করেতেছেন কিংবা বাজারে এই পন্য টি আসতেছেন।বিশেষ করে কর্পোরেট কোম্পানি যারা রয়েছেন তারা এ ধরনের ক্যাম্পেইন করে থাকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এবং প্রোডাক্ট এর নাম অর্থাৎ একটি ব্র্যান্ড তারা মানুষের কাছে ছড়িয়ে দেয়।
✅Middle_Funnel➡️Consideration:-
এখানে মূলত আপনার একজন কাস্টমারের একটি সমস্যার সমাধান দেখাবেন।অথবা একজন কাস্টমারের চাহিদা তৈরি করবেন।আপনার পন্যের উপকারিতা এবং পন্য টি ক্রয়ে কাস্টমারের সুবিধা সমূহ তুলে থরার মাধ্যমে কাস্টমার কে পন্যের প্রতি আকৃষ্ট করে তুলবেন।যাতে কাস্টমার আপনার পন্যেে প্রতি আকৃষ্ট হয়।
✅Buttom_Funnel➡️Conversion:-
এখানে মূলত আপনি পন্য পন্য টি পূর্বের সমাধান এর আঙ্গিকে কাস্টমার কে ক্রয়ের জন্য ফাের্স করবেন।সেখানে ডিসকাউন্ট,পন্যের সাথে কোন উপহার,নতুন কাস্টমারদের জন্য আলাদা ডিসকাউন্ট এভাবে ফাইনালি বিক্রয় এর জন্য কনটেন্ট তৈরি এবং সেলস নিয়ে আসার জন্য ই এই ক্যাম্পেইণ।।
পেইজ বা ব্যবসা শুরু করার পরের দিন ই সেলস ক্যাম্পেইন থেকে বিরত থাকুন।