HAVEN.FAUXYEsports

HAVEN.FAUXYEsports HAVENFAUXYesports

নির্ভরযোগ্য তথ্য ও যুক্তির ভিত্তিতে, আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে ই-স্পোর্টস কোনও জুয়া নয়। এটি এ...
06/01/2025

নির্ভরযোগ্য তথ্য ও যুক্তির ভিত্তিতে, আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে ই-স্পোর্টস কোনও জুয়া নয়। এটি একটি দক্ষতাভিত্তিক প্রতিযোগিতা যা সারা বিশ্বে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। ই-স্পোর্টস এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি ভবিষ্যতের একটি সম্ভাবনাময় ক্যারিয়ার এবং পেশাদার ক্ষেত্র হিসেবে গড়ে উঠছে।

বিশ্বব্যাপী ই-স্পোর্টসের উন্নতি আমাদের দেশেও সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। তাই PUBG Mobile বা এ ধরনের ই-স্পোর্টস গেমগুলোকে নিষিদ্ধ করার পরিবর্তে এগুলোর ইতিবাচক দিকগুলো বিবেচনা করা উচিত। এটি তরুণদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা, টিমওয়ার্ক, কৌশলগত চিন্তাধারা, এবং গেমিং শিল্পে ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি করতে সহায়ক।

সুতরাং, আমাদের অনুরোধ এর মাধ্যমে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এই ক্ষেত্রকে সঠিকভাবে নিয়ন্ত্রিত এবং উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।

ই-স্পোর্টস আমাদের ভবিষ্যৎ। জুয়া নয়, এটি গৌরব।

02/09/2023

I have reached 400 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

আল্লাহ পাক আপনার সাথে আছে ভাই 🤲🤲🤲দুঃখ এর পর সুখ আসবেই ইনশাআল্লাহ্ ভাই 🤲❤❤দোয়া রইল 🤲🤲🤲
03/11/2021

আল্লাহ পাক আপনার সাথে আছে ভাই 🤲🤲🤲

দুঃখ এর পর সুখ আসবেই ইনশাআল্লাহ্ ভাই 🤲❤❤

দোয়া রইল 🤲🤲🤲

জানি কষ্টের দিন শেষে সুখের দিন আসবেই ইন শা আল্লাহ। শান্তির পথের দিকে এসেছি তো শান্তির খোঁজেই, আল্লাহ আমার সহায় হোন, আমিন।

বাসা থেকে বের হয়ে আসার পর নিজের মত করে জীবনপথে চলার উদ্যেগ নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ।
আপনাদের দোয়া, উদ্দীপনা আর সাহসই আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে 😊

আল্লাহ পাক কখন কাকে নেক হেদায়েত দান করেনকেউ বলতে পারে না ৷আল্লাহ আমাদের এই নবমুসলিম ভাইকে কবুল করে তার সকল গুনাহ মাফ করে...
29/10/2021

আল্লাহ পাক কখন কাকে নেক হেদায়েত দান করেন
কেউ বলতে পারে না ৷

আল্লাহ আমাদের এই নবমুসলিম ভাইকে কবুল করে তার সকল গুনাহ মাফ করে দিক এবং তাঁর ভবিষ্যৎ সুন্দর ও বরকত ময় যেন করে দিক ৷

সবাই আব্দুল আহাদ ( পূর্বের নাম অর্পন) ভাই এর জন্য দোয়া করবেন ৷

আমিন 🤲🤲🤲

সময়ের সাথে জীবনের সাথে কতকিছুই না ঘটে আমাদের, কত পরিবর্তন, কত সমস্যা, কত বিপদ।
অসময়ের পরই আসে সুসময়, কিন্তু কখন আসবে সেটা কেউ জানে না, জানলে কেউ কষ্টে থাকতো না। নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতো!
আপনারা অনেক সময় অনেক যায়গায় আমাকে প্রশ্ন করে এসেছেন(জেনে/ না জেনে) কাউকে হয়ত বলেছি। বেশিরভাগ সময়ই চুপ থেকেছি। কিন্তু কতদিনই বা চুপ থাকা যায়? আর সেই প্রশ্নটা হলো, ''ভাইয়া আপনি কোন ধর্মের?" হাজারও বার এটা জিজ্ঞাসা করে এসেছেন। আর আজকে সেটাই বলতে চাই যেটা আরও অনেক অনেক আগে আপনাদের জানানো উচিত ছিল। কিন্তু ভেবেছিলাম আরেকটু নিজেকে গুছিয়ে তারপর সবাইকে জানাবো।
কিছু অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছাড়া কেউ জানতো না। কিন্তু সম্প্রতি আমার পরিবার সেটা আমাকে প্রেশার দিয়ে আমার মুখ খুলিয়ে নিয়েছে, তাই ভাবলাম আমার এই পরিবারের সবাইকেও এখন জানানো প্রয়োজন।
জন্মসূত্রে আমি হিন্দু/সনাতন ধর্মাবলম্বী ছিলাম এটাই জানতেন। কিন্তু মহান আল্লাহ তা'য়ালার কি দয়া! তিনি আমাকে এমন এক রহমত দান করেছেন আমি পরিবর্তন হতে বাধ্য।

হ্যাঁ, আমি এখন একজন মুসলিম (আলহামদুলিল্লাহ)। আমি ইসলাম, এক আল্লাহকে মনেপ্রানে বিশ্বাস করে গ্রহন করেছি।
দোয়া করবেন আমার জন্য, আমার সারাটা জীবন যেন ইসলামিক আদর্শে চলতে পারি। কোনো ভুল হলে সেটা সুশীল ও ইতিবাচক মন্তব্যে জানিয়ে দিবেন। ইন শা আল্লাহ মেনে চলার চেষ্টা করবো।

জানিনা জীবনে কখন কোন সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমি মনে করি এই সিদ্ধান্তের চেয়ে এত মুল্যবান আর দামী সিদ্ধান্ত কখনও নিয়েছি কিনা!
আপনাদের থেকে কতটুকু সাপোর্ট পাবো জানিনা, আশা রাখি আগের চেয়েও অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট পাবো ইন শা আল্লাহ। দোয়া রাখবেন আমার জন্য, ভালোবাসা আর কৃতজ্ঞতা আপনাদের জন্য সবসময় থাকবে। 💖

[Note: নবমুসলিম হওয়ার পরবর্তী ধাপ কি কি সেগুলো আমি একজন অভিজ্ঞ আলেমের থেকে শিক্ষা নিচ্ছি,দয়া করে কমেন্টে আপত্তিকর কিছু উল্লেখ করবেন না, মনঃক্ষুণ্ণ হওয়ার মত। আশা করি বুঝতে পেরেছেন]

31/08/2021

With @ A R Rudro ❤️❤️❤️❤️

অতি দুঃখ নিয়ে বলতেছি যে আমি দ্বিতীয় বার এর মত গ্লেসিয়ার পেয়ে গেছি ৷ 🐸
04/08/2021

অতি দুঃখ নিয়ে বলতেছি যে আমি দ্বিতীয় বার এর মত গ্লেসিয়ার পেয়ে গেছি ৷ 🐸

30/07/2021

Happy birthday Brother 🔥🔥🔥

We are Ready to Fight PMCO ❤❤❤Waiting For 26th July ❤
22/07/2021

We are Ready to Fight PMCO ❤❤❤

Waiting For 26th July ❤

20/07/2021

HAVEN • FAUXY Esports এর পক্ষ থেকে সবাই কে ঈদের শুভেচ্ছা❤
ঈদ মোবারক 🌙

07/07/2021

Memories 🖤

17/06/2021

জীবন টাই বেদনার 🤣

  Achievement ❤
17/06/2021

Achievement ❤

18 Tarikh Inshallah ❤ •FAUXY 🔥🔥🔥
15/06/2021

18 Tarikh Inshallah ❤

•FAUXY 🔥🔥🔥

Finally PUBG Surprised Me ❤❤❤ Late Night Luck ❤
15/06/2021

Finally PUBG Surprised Me ❤❤❤

Late Night Luck ❤

We will try our best . Keep Supporting us ❤ •FAUXY ESports 🔥
08/06/2021

We will try our best . Keep Supporting us ❤

•FAUXY ESports 🔥

Address

Gazipur
Dhaka

Telephone

+8801613499044

Website

Alerts

Be the first to know and let us send you an email when HAVEN.FAUXYEsports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share