27/11/2024
প্রিয়তমার মুখে " আমাকে ভুলে যান " বাক্যটি শোনা প্রেমিক জানে হারিয়ে ফেলার যন্ত্রণা কতটা কষ্টদায়ক !
এই যে দুচোখ বন্ধ করে মাথায় হাত রেখে শপথ করা প্রেমিকা ও একদিন হারিয়ে যায় মাঝপথে এসে ৷
" আমার পরিবার এই সম্পর্কটা মেনে নিবে না " এই অজুহাত দেখিয়ে প্রেমিকা লুকিয়ে থাকে পর্দার আড়ালে ৷
লোক-সমাজে চিৎকার করে কাঁদতে না পারা বেহায়া প্রেমিক নীরবে অশ্রু ঝরায় দিবানিশি ৷
এই শহরের প্রেমিকাদের ছলনাময়ী বলা অপরাধ,প্রেমিকের হাতে বেনসন সিগারেট নিষিদ্ধ ৷
প্রিয়তমার অবহেলা সহ্য করতে না পারা প্রেমিকটাও একদিন ঝুলে যায় অন্ধকার ঘরের সিলিং ফ্যানে