Aminul islam

Aminul islam পার্সোনাল ব্লগার aminul Islam,, Gandhina porchim para kalihati tangail

21/11/2024
03/10/2024

জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবায়ে কেরাম
০১. আবু বকর (রা)
০২. উমর ইবনুল খাত্তাব (রা)
০৩. উসমান ইবনে আফফান (রা)
০৪, আলি ইবনে আবি তালিব (রা)
০৫. তালহা ইবনে উবাইদিল্লাহ (রা)
০৬. যুবাইর ইবনুল আওয়াম (রা)
০৭. আবদুর রহমান ইবনে আউফ (রা)
০৮. সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা)
০৯. সাঈদ ইবনে যায়িদ (রা)
১০. আবু উবাইদা ইবনুল জাররাহ (রা)ওহী লিপিকার সাহাবাদের নাম
০১. হযরত আবু বকর রা.
০২. হযরত ওমর রা.
০৩. হযরত উসমান রা.
০৪. হযরত আলী রা.
০৫. হযরত উবাই ইবনু কা'ব রা,
০৬. হযরত আব্দুল্লাহ ইবনু আবু সারহ রা.
০৭. হযরত যুবায়ের ইবনু আওয়াম রা.
০৮. হযরত খালেদ ইবনু সাইদ ইবনুল আস রা.
০৯. হযরত আবান ইবনু সাইদ ইবনুল আস রা.
১০. হযরত হাযালা রা.
১১. হযরত মুআইকিব ইবনু আবু ফাতেমা রা.
১২. হযরত আব্দুল্লাহ ইবনু আকরাম রা.
১৩. হযরত শুরাহবিল ইবনু হাসানাহ রা.
১৪. হযরত আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রা.
১৫. হযরত আমের রা.।
১৬. হযরত আমর ইবনুল আস রা.
১৭. হযরত সাবেত ইবনু কাসেম রা.
১৮. হযরত মুগীরা রা,
১৯. হযরত খালেদ ইবনু ওলিদ রা,
২০. হযরত মুয়াবিয়া ইবনু আবু সুফিয়ান রা,
২১. হযরত যায়েদ ইবনু সাবেত রা,
তথ্য সূত্র: উলুমুল কোরআন পৃষ্ঠা: ১৮৯
সাহাবায়ে কেরামের মধ্যে প্রসিদ্ধ ১০ জন মুফাসসির
০১. হযরত আবু বকর সিদ্দিক রা,
০২. হযরত ওমর ইবনুল খাত্তাব রা.
০৩. হযরত উসমান রা.
০৪. হযরত আলী রা.
০৫. হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা.
০৬. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা.
০৭. হযরত উবাই ইবনে কাব রা.
০৮. হযরত উবাই ইবনে ছাবেত রা.
০৯. হযরত আবু মুসা আল আশআরি রা,
১০. হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর রা.
রাসূল সা. এর যুগে মুফতিগণ
০১. হযরত আবু বকর সিদ্দিক রা.
০২. হযরত ওমর ইবনুল খাত্তাব রা.
০৩. হযরত উসমান রা.
৪. হযরত আলী রা.
০৫. হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা.
৬. হযরত উবাই ইবনে কা'ব রা.
৭. হযরত মুয়াজ ইবনে জাবাল রা.
০৮. হযরত আম্মার ইবনে ইয়াসির রা.
০৯. হযরত যায়েদ ইবনে সাবেত রা,
১০. হযরত আব্দুর রহমান ইবনে আউফ রা,
১১. হযরত সালমান ফারসী রা,
১২. হযরত হুযাইফা রা.।
১৩. হযরত আবু দারদা রা.
১৪. হযরত আবু মুসা আশআরী রা.
তথ্য সূত্র: আলমী তারিখ-১৩০ পৃষ্ঠা

ট্রা*ন্স*জে*ন্ডা*র প্রসঙ্গে         ইসলামের দৃষ্টিভঙ্গি।প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ট্রা*ন্স*জে*ন্ডা*র মহান আল...
24/01/2024

ট্রা*ন্স*জে*ন্ডা*র প্রসঙ্গে
ইসলামের দৃষ্টিভঙ্গি।
প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ট্রা*ন্স*জে*ন্ডা*র মহান আল্লাহর বিরুদ্ধে চরম সীমালঙ্ঘন। এটি আল্লাহর সৃষ্টিতে ইচ্ছাকৃত পরিবর্তন আনা, সমলিঙ্গের মধ্যে যৌ*ন*তাসহ নানা বিকৃত যৌ*ন*তার স্বাভাবিকীকরণ এবং মহান আল্লাহর নির্ধারিত পরিবার ও সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে চূড়ান্ত বিদ্রোহ।
এখানে ট্রা*ন্স*জে*ন্ডা*রবাদ প্রসঙ্গে ইসলামের অবস্থান নিয়ে কিঞ্চিৎ আলোচনা তুলে ধরা হলো:
ট্রা*ন্স*জে*ন্ডা*র বিশ্লেষণ ও উদ্দেশ্য
ট্রা*ন্স*জে*ন্ডা*র হলো দুটি ইংরেজি শব্দ Trans ও gender-এর সংমিশ্রণ। Trans অর্থ পরিবর্তন করা এবং gender মানে লি*ঙ্গ।
Transgender এমন একজন পুরুষ বা নারীকে বোঝায়, যাকে আল্লাহ তাআলা একজন পূর্ণ পুরুষ বা নারী হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু তারা এই সৃষ্টিতে অসন্তুষ্ট।
তারা আল্লাহর সিদ্ধান্ত ও তাদের জন্মগত লি*ঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষ হতে চায়। ট্রা*ন্স*জে*ন্ডা*র*বাদের উত্থানের পেছনে সরাসরি সম্পর্ক খুঁজতে গেলে এ বিষয়গুলো উঠে আসে :
১. পাশ্চাত্যের নারীবাদী আন্দোলন, বিশেষ করে নারীবাদী আন্দোলনের তৃতীয় ধারা (Third wave feminism), যা নারীত্ব ও পুরুষের ধারণাকে আক্রমণ করেছে।
২. আমেরিকায় হওয়া স*ম*কা*মী অধিকার আন্দোলন, যার মাধ্যমে স*ম*কা*মি*তা*সহ নানা বিকৃত যৌ*ন*তা এবং স*ম*কা*মী বিয়ে আইনি বৈধতা পেয়েছে।
৩ ষাটের দশকে আমেরিকায় ঘটা যৌ*ন বিপ্লব, যা যৌ*ন*তার ব্যাপারে সব ধরনের মূল্যবোধ মুছে ফেলেছে।
৪. এই তিনের মিশ্রণে তৈরি হওয়া জেন্ডার আইডেন্টিটি (Gender Identity) মতবাদ।
৫. চিকিৎসাশাস্ত্র, চিকিৎসক ও ফার্মাসিউটিকাল ইন্ডাস্ট্রির একটি অংশ।
ট্রা*ন্স*জে*ন্ডা*র ও হি*জ*ড়া*র পার্থক্য
আমাদের সমাজে হিজড়া বা তৃতীয় লি*ঙ্গে*র মানুষের ধারণা আছে।
ট্রা*ন্স*জে*ন্ডা*র*বাদের কথা শুনলে বেশির ভাগ মানুষ মনে করে, এটা হয়তো হি*জ*ড়া*দের অধিকার নিয়ে কোনো আন্দোলন।
এটি মারাত্মক ভুল ধারণা।
এই দুটি জিনিস একেবারেই আলাদা। দুই মেরুর জিনিস। মানুষ হয় সম্পূর্ণ পুরুষ অথবা নারী।
যাদের দেহ শুক্রাণু উৎপাদনের জন্য তৈরি, তারা পুরুষ আর যাদের দেহ ডিম্বাণু উৎপাদনের জন্য তৈরি, তারা নারী। এটা শুধু বাহ্যিক যন্ত্রপাতির বিষয় নয়, পুরো প্রজননব্যবস্থার বিষয়।
সুতরাং এখন যারা জন্মগতভাবে অস্বাভাবিক এবং কিছু যৌ*ন ত্রুটি বা জটিলতা নিয়ে জন্মগ্রহণ করে, যাকে আমরা হি*জ*ড়া বলি,
ইংরেজিতে তাদের বলা হয় ই*ন্টা*র*সে*ক্স (Inters*x)। পক্ষান্তরে ট্রা*ন্স*জে*ন্ডা*ররা ইন্টারসেক্স নয়, তারা সম্পূর্ণরূপে পুরুষ বা নারী হিসেবে জন্মগ্রহণ করে এবং পরে লি*ঙ্গ পরিবর্তন করে।
মূলত বর্তমানে যারা নিজেদের ট্রা*ন্স*জে*ন্ডা*র দাবি করছে তাদের বেশির ভাগই ই*ন্টা*র*সে*ক্স নয়। তাদের কোনো ধরনের ডিএসডি (Disorders of s*x development) নেই। তাদের জন্ম হয়েছে সুস্থ ও স্বাভাবিক যৌ*না*ঙ্গ নিয়ে।
ট্রা*ন্স*জে*ন্ডা*র সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি
পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আমি (আল্লাহ) মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে।’ (সুরা : ত্বিন, আয়াত : ৪)
আল্লাহ তাআলা মানুষকে যে স্বাভাবিক দেহাবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, সেটাই তার জন্য উৎকৃষ্ট নিয়ামত।
ইসলামী বিধি-বিধানের বাইরে গিয়ে একে পরিবর্তন-পরিবর্ধনের অধিকার কারো নেই। লি*ঙ্গ পরিবর্তন ইসলামে জঘন্যতম হারাম ও কবিরা গুনাহ।
এর সঙ্গে আপস করার কোনোই সুযোগ নেই।
পুরুষকে আল্লাহ যে পুরুষালি বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করছেন, তা সেভাবেই বজায় রাখা এবং নারীকে যে নারীত্বের বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন তা-ও সেভাবে ধরে রাখাই আল্লাহর বিধান।
এটা এমনই এক ব্যবস্থা, যা না হলে মানবজীবন যথাযথভাবে চলবে না।
ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রাসুল (সা.) নারীর বেশধারী পুরুষদের এবং পুরুষের বেশধারী নারীদের অভিসম্পাত করেছেন’। (সহিহ বুখারি, হাদিস : ৫৮৮৫)
সব ইসলামী আইনবিদ এ বিষয়ে একমত যে ট্রা*ন্স*জে*ন্ডার হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টিতে বিকৃতিসাধন, যা সুস্পষ্ট হারাম।
আবার অনেকের ভাষ্য মতে এটি কুফরি। তাফসিরে কুরতবিতে ইমাম কুরতবি (রহ.) বলেন, আল্লাহর সৃষ্টিতে কোনোরূপ পরিবর্তন করা নাজায়েজ। (তাফসিরে কুরতবি : ৫/৩৯৩)
তথ্যঋণ
১. ট্রা*ন্স*জে*ন্ডা*র কানুন ওয়া হাকায়ীক আওর উসকি খতরনাক আছরাত, শায়খ ইকরাম ইলাহি,
২. ইসলাম অ্যান্ড ট্রা*ন্স*জে*ন্ডা*র, মুহাম্মদ বাহরুল আফিফ
৩. ট্রা*ন্স*জে*ন্ডা*র মতবাদ, আসিফ আদনান
যেহেতু ব্রাক ব্যংক এই ট্রা*ন্স*জে*ন্ডা*রকে প্রমোট করতেছে তাই আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে বয়কটের ডাক তুলি।
আল্লাহ মহান রব্বুল আলামীন আমাদেরকে সঠিক বুঝ দান করুন।
আমীন

23/05/2023

কাগজ দিয়ে সূর্যমুখী ফুল তৈরি, how to make paper sunflower, beautiful sunflower, কাগজ দিয়ে ফুল তৈরি

hi
23/05/2023

hi

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Aminul islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aminul islam:

Videos

Share