Jawad Ibnan

Jawad Ibnan আমরা যাদের হারাই,
তারাও কি আমাদের হারায় ?

25/12/2024

কোনদিন টাকার প্রতি আমার মায়া জন্মায়নাই, জন্মাইছে শখের প্রতি!🖤

06/12/2024

কিছু মানুষ দেখবেন এতো আত্মঅহংকার নিয়ে কথা বলে, মনে হয় এদের জীবনে কখনোই খারাপ সময় আসবে না।

05/09/2024

ছোটবেলায় যাদেরকে ২৫ বছর বয়সে বিয়ে না করলে বুড়া ব্যাটা বলে ডাকতাম, তাদেরকে সরি! 🙏

01/09/2024

পৃথিবীর ক্ষুদ্রতম দিন হলো ঢাকা যাবার আগের দিন!

27/08/2024

নেটফ্লিক্স ডিলিট করে দিলাম।এমনি প্রতিদিনই ফেসবুকে সিরিজ হইতেছে।আজকের সিরিজ "স্টেপসন"

11/08/2024

খোদার কাছে জানতে চাইলাম, " আমাকে অশান্ত নদীতে কেন ফেললে?"
খোদার জবাব, "কারণ তোমার শত্রুরা সাঁতার জানে না।"

~ মাওলানা জালালুদ্দিন রুমি

05/08/2024

"পৃথিবীর ইতিহাসে প্রথম রা'জাকাররা দেশ স্বাধীন করল,দেশ প্রেমিকরা পালিয়ে গেল" 😆

29/07/2024

টিকার কার্ড হতে পাসপোর্ট পর্যন্ত সব জায়গাতে কেনো এত ভুল হয় জানেন?? যখন অশিক্ষিত, অযোগ্য লোকগুলো গুরুত্বপূর্ণ পদ দখল করে বসে থাকে 🤌🏻

27/07/2024

অন্যর বিপদে
দিনরাত দৌড়ে যাওয়া আমিও একদিন বিপদে পড়ে দেখেছি।কেউ পাশে থাকেনা,খোজ রাখেনা!

24/07/2024

মা; কথা বুঝা যায় না। 💔

18/07/2024

একজনের বাবার দেশ আরেকজনের স্বামীর দেশ আমরা হইলাম রোহিঙ্গা 😞

17/07/2024

একাত্তরে মানুষ কীসের জন্য রেডিও ধরে বসে থাকতো, এখন বুঝতে পারতেছি।

13/07/2024

মনে হবে আর কোন উপায় নেই, ঠিক সেই মুহুর্তে দেখবেন আল্লাহ একটা উপায় বের করে দিয়েছেন।😊

11/07/2024

দুনিয়ার নিকৃষ্টতম চুরি হইলো লাইটার চুরি 😑

09/07/2024

মানুষকে দোষ দিয়ে কি করবো? কথায় আছে না অভাগা যেদিকে যায় সাগরও নাকি শুকিয়ে যায়!

কেন জানি না, বাংলাদেশের বেশিরভাগ মানুষই কোথাও সুখী না, না দেশে না বিদেশে। দেশে থাকলে মনে করে বিদেশে সুখ। মিডলইস্টে গেলে ...
28/06/2024

কেন জানি না, বাংলাদেশের বেশিরভাগ মানুষই কোথাও সুখী না, না দেশে না বিদেশে। দেশে থাকলে মনে করে বিদেশে সুখ। মিডলইস্টে গেলে ভাবে ইউরোপে সুখ। ইউরোপে থাকলে ভাবে, আমেরিকা-ক্যানাডায় সুখ। সেখানে গেলে ভাবে, ধুর ছাই, দেশই ভালো ছিলো।

এভাবে ‘সুখ’ নামের মরীচিকার পেছনে ছুটতে ছুটতে জীবনকেই একসময় ছুটি দিয়ে দেয়।

অথচ সুখটা হওয়ার কথা ছিলো কেবল অনুধাবনের বিষয়।

24/06/2024

উপকার খুবই অদ্ভুত জিনিস, করলে ভুলে যায়। না করলে সারা জীবন মনে রাখে !

21/06/2024

কখনো এমন হয়েছে কি?
রাতে একলা শুয়ে নিজের জীবনের কথা ভেবে চোখে পানি চলে এসেছে

Indirizzo

Piazza Della Radio
Rome
00146

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Jawad Ibnan pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Jawad Ibnan:

Video

Condividi