Islam And Sunnah

Islam And Sunnah "তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করবেন।"

সূরা: سورة المجادلة আয়াত :১১

ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেছেন: রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে এ...
13/05/2024

ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেছেন:

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে, সে একটি নেক আমল পাবে এবং একটি নেক আমলের দশগুণ সওয়াব পাবে। আমি বলি না যে আলিফ-লাম-মীম। একটি অক্ষর, কিন্তু আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মীম একটি অক্ষর।"

[আত- তিরমিযী]

রিয়াদ আস-সালিহিন-- 999

12/05/2024

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

শেষ কিয়ামতের অবস্থা থেকেই জ্ঞান হরণ করা হবে এবং (দুনিয়াতে) অজ্ঞতা বিরাজ করবে, মদ পান করা হবে এবং ব্যভিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।

সহীহ মুসলিম : 2671 ক

12/05/2024

আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি সেই ব্যক্তি যে অন্যদের সাথে বিবাদে পড়ার চেষ্টা করে (শুধু তার জ্ঞান এবং তর্ক করার ক্ষমতা প্রদর্শনের জন্যে)।

সহিহ মুসলিম 2668

11/05/2024

আবদুল্লাহ খ. আমর (রাঃ) বর্ণনা করেন যে, এক ব্যক্তি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে জিহাদে (অংশগ্রহণের) অনুমতি চাইলেন, তখন তিনি বললেন:

তোমার বাবা-মা কি বেঁচে আছেন? সে হ্যাঁ বলেছে. তখন তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমরা (তাদের) খেদমতে সর্বাত্মক চেষ্টা কর।

সহীহ মুসলিম 2549

#সহীহ মুসলিম #হাদীস #ইসলাম এবং সুন্নাহ্

আবু হুরায়রা বর্ণনা করেন যে, এক ব্যক্তি বলল:  আল্লাহর রাসুল, মানুষের মধ্যে কে আমার সদ্ব্যবহারের সবচেয়ে বেশি হকদার? তিনি...
11/05/2024

আবু হুরায়রা বর্ণনা করেন যে, এক ব্যক্তি বলল:

আল্লাহর রাসুল, মানুষের মধ্যে কে আমার সদ্ব্যবহারের সবচেয়ে বেশি হকদার? তিনি বললেনঃ তোমার মা, আবার তোমার মা, আবার তোমার মা, তারপর তোমার পিতা, তারপর তোমার নিকট আত্মীয় বর্গ ।

Reference : Sahih Muslim 2548b

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “ইমানের ষাটটি বা সত্তরটি শাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তমটি হল ঈম...
31/01/2024

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “ইমানের ষাটটি বা সত্তরটি শাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তমটি হল ঈমানের সাক্ষ্য: 'লা ইলাহা ইল্লাল্লাহ' (আল্লাহ ব্যতীত কোন সত্য ইলাহ নেই)

[Al-Bukhari and Muslim].

Referenc : Riyad as-Salihin 682
In-book reference: Book 1, Hadith 3

প্রার্থনার পরে বা প্রতি ঘন্টায় ক্ষমা প্রার্থনা করুন এই রযব মাস এ .رَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَتُبْ عَلَيَّআমার প্র...
22/01/2024

প্রার্থনার পরে বা প্রতি ঘন্টায় ক্ষমা প্রার্থনা করুন এই রযব মাস এ .
رَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَتُبْ عَلَيَّ

আমার প্রভু, আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন এবং আমার তওবা কবুল করুন

আমাদের প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজের উপহার, যা আমাদের দিনগুলিকে আল্লাহর ইবাদতে ভিত্তি করেসূরা বাকারার শেষ দুটি আয়াত, ...
20/01/2024

আমাদের প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজের উপহার, যা আমাদের দিনগুলিকে আল্লাহর ইবাদতে ভিত্তি করে

সূরা বাকারার শেষ দুটি আয়াত, যার মধ্যে রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করবে, তা তার জন্য যথেষ্ট হবে’। [বুখারী]

মুমিনদের জন্য আল্লাহর দান: যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং তাঁর সাথে কাউকে শরীক না করে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। [নাসায়ী]

ইসলামি ঐতিহ্যে পবিত্র রজব মাস অত্যন্ত তাৎপর্য বহন করে। এই মাস, যুল-কিদাহ, যুল-হিজ্জাহ এবং মহররম সহ, মুসলমানদের জন্য পবিত...
20/01/2024

ইসলামি ঐতিহ্যে পবিত্র রজব মাস অত্যন্ত তাৎপর্য বহন করে। এই মাস, যুল-কিদাহ, যুল-হিজ্জাহ এবং মহররম সহ, মুসলমানদের জন্য পবিত্রতা ও আশীর্বাদের সময় হিসাবে বিবেচিত হয়। ঐতিহাসিকভাবে, পবিত্র মাসগুলির ধারণাটি ইসলামের আগে, প্রাক-ইসলামী আরব সংস্কৃতিতে উদ্ভূত হয়েছিল। রজব সহ এই মাসগুলিকে যুদ্ধবিরতি ও শান্তির সময় হিসাবে মনোনীত করা হয়েছিল, যে সময়ে সংঘাত ও যুদ্ধ নিষিদ্ধ ছিল।

ইসলামে, রজব পালন আধ্যাত্মিক গুরুত্বের সাথে জড়িত, যেমনটি কুরআনে উল্লেখ করা হয়েছে। মুসলমানরা বিশ্বাস করে যে এই মাসটি অন্যান্য পবিত্র মাসের সাথে বরকতময় এবং এই সময়ে ভাল কাজ করা বিশেষভাবে পুরস্কৃত হয়। এটি শান্তি এবং পবিত্রতার মূল্যবোধের অনুস্মারক হিসাবে কাজ করে, যুদ্ধবিরতি বজায় রাখার এবং সম্প্রীতি প্রচারের গুরুত্বের উপর জোর দেয়।

তাই পবিত্র রজব মাস মুসলমানদের জন্য উপাসনা, প্রতিফলন এবং আশীর্বাদ কামনা করার একটি সুযোগ দেয়। এটি বিশ্বাসকে পুনঃনিশ্চিত করার, ক্ষমা চাওয়ার এবং আধ্যাত্মিক বৃদ্ধির জন্য প্রচেষ্টা করার সময়।

সামগ্রিকভাবে, রজব মাস গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে এবং ইসলামিক ঐতিহ্যে নিহিত শান্তি ও পবিত্রতার মূল্যবোধের অনুস্মারক হিসেবে কাজ করে।

আপনি কি রজব মাসের সাথে সম্পর্কিত সুবিধা বা অনুশীলনের কোন নির্দিষ্ট দিক অন্বেষণ করতে চান?

যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং একটি ইবাদত।  যাকাতের অর্থ হল "শুদ্ধ করা" এবং তাই আমাদের নিজস্ব সম্পদকে পরিশুদ্ধ ক...
18/04/2022

যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং একটি ইবাদত। যাকাতের অর্থ হল "শুদ্ধ করা" এবং তাই আমাদের নিজস্ব সম্পদকে পরিশুদ্ধ করার জন্য সমস্ত মুসলমান প্রয়োজনে সাহায্য করার জন্য নিজের সম্পদের একটি অংশ দিতে বাধ্য। যাকাত গ্রহীতার পাশাপাশি দাতারও উপকার করে।

যাকাতকে জাকাত বা জাকাত হিসাবেও বানান করা যেতে পারে।

যাকাত দান কোথায় কোথায় করা যায় ?

কুরআনে বলা হয়েছে যারা যাকাত গ্রহন করতে পারে:

• দরিদ্র

• নিঃস্ব

• জাকাতের প্রশাসক/সংগ্রাহক

• নতুন মুসলমানরা যারা কষ্টের সম্মুখীন আছেন

• দাসদের মুক্ত করা

• যারা তাদের ঋণ পরিশোধ করতে অক্ষম

• আল্লাহর পথে

• ভ্রমণকারীরা যাদের বাড়ি ফেরার সামর্থ্য নেই

#যাকাত #রমজান

আবু হুরায়রা থেকে বর্ণিতঃ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আল্লাহ যাকে সম্পদশালী করেছেন এবং তার সম্পদের যাকাত প্রদান করেন না, কিয়ামতের দিন তার সম্পদকে একটি টাক-মাথা বিষাক্ত পুরুষ সাপের মতো করে দেওয়া হবে, যার চোখে দুটি কালো দাগ থাকবে। তার ঘাড় ঘেরাও করে গাল কামড়ে বলবে, 'আমি তোমার সম্পদ, আমি তোমার ধন।' "অতঃপর নবী (সাঃ) পবিত্র আয়াত তিলাওয়াত করলেনঃ- { وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ يَبۡخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ هُوَ خَيۡرٗا لَّهُمۖ بَلۡ هُوَ شَرّٞ لَّهُمۡۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُواْ بِهِۦ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ }
[Surah Âl-`Imrân: 180]

(আর আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তাদের জন্য তা মঙ্গল, এমনটি যেন তারা কিছুতেই মনে না করে। বরং তা তাদের জন্য অমঙ্গল। যেটাতে তারা কৃপণতা করবে কেয়ামতের দিন সেটাই তাদের গলায় বেড়ী হবে । আসমান ও যমীনের সত্ত্বাধিকার একমাত্র আল্লাহ্‌রই। তোমরা যা কর আল্লাহ তা বিশেষভাবে অবহিত।) (3.180)।

Narrated Abu Huraira:Allah's Messenger (ﷺ) said: "Whoever establishes prayers during the nights of Ramadan faithfully ou...
02/04/2022

Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said: "Whoever establishes prayers during the nights of Ramadan faithfully out of sincere faith and hoping to attain Allah's rewards (not for showing off), all his past sins will be forgiven."

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ‏"‏‏.‏
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন যে, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেনঃ যে ব্যক্তি রমযানের রাতে ঈমানসহ পূণ্যের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বের গুনাহ্‌ ক্ষমা করে দেয়া হয়।


সহিহ বুখারী, হাদিস নং ৩৭

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্নিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম - বর্ণনা করেছেন: যখন একজন মানুষ ...
20/09/2021

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্নিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম - বর্ণনা করেছেন:

যখন একজন মানুষ মারা যায়, তার কাজ শেষ হয়ে যায়, কিন্তু তিনটি, পুনরাবৃত্ত দাতব্য, বা জ্ঞান (যার দ্বারা মানুষ) উপকৃত হয়, অথবা একজন ধার্মিক পুত্র, যিনি তার জন্য (মৃতের জন্য) প্রার্থনা করেন।
সহি-মুসলিম-১৬৩১

‘আবদুর রহমান ইবনু আবূ লাইলা (রহঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, কা’ব ইবনু উজরা (রাঃ) আমার সঙ্গে দেখা করে বললেন, আমি কি আপনাকে এ...
15/05/2021

‘আবদুর রহমান ইবনু আবূ লাইলা (রহঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, কা’ব ইবনু উজরা (রাঃ) আমার সঙ্গে দেখা করে বললেন, আমি কি আপনাকে এমন একটি হাদিয়া দেব না যা আমি নবী‎ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে শুনেছি? আমি বললাম, হাঁ, আপনি আমাকে সে হাদিয়া দিন। তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আপনাদের উপর অর্থাৎ আহলে বাইতের উপর কিভাবে দরুদ পাঠ করতে হবে? কেননা, আল্লাহ তো (কেবল) আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা কিভাবে আপনার উপর সালাম করব। তিনি বললেন, তোমরা এভাবে বল, “হে আল্লাহ! আপনি মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেরূপ আপনি ইবরাহীম (‘আঃ) এবং তাঁর বংশধরদের উপর রহমত বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত, অত্যন্ত মর্যাদার অধিকারী। হে আল্লাহ! মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বংশধরদের উপর তেমনি বরকত দান করুন যেমনি আপনি বরকত দান করেছেন ইবরাহীম (‘আঃ) এবং ইবরাহীম (‘আঃ)-এর বংশধরদের উপর। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত, অতি মর্যাদার অধিকারী।


সহিহ বুখারী, হাদিস নং ৩৩৭০

" اللَّهُمَّ أَجِرْهُ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏"আল্লাহুম্মা আযিরনি মিনান্নার"আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, র...
30/04/2021

" اللَّهُمَّ أَجِرْهُ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏
"আল্লাহুম্মা আযিরনি মিনান্নার"

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন লোক জান্নাতের জন্য আল্লাহ্‌ তা'আলার নিকট তিনবার প্রার্থনা করলে জান্নাত তখন বলে, হে আল্লাহ্‌! তাকে জান্নাতে প্রবেশ করান। আর কোন লোক তিনবার জাহান্নাম হতে পানাহ (আশ্রয়) চাইলে জাহান্নাম তখন আল্লাহ্‌ তা'আলার নিকট বলে, হে আল্লাহ্‌! তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন।

জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৫৭২
হাদিসের মান: সহিহ হাদিস

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেনঃ রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন যে, তোমাদের নিকট রমযান...
17/04/2021

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন যে, তোমাদের নিকট রমযান উপস্থিত হয়েছে, যা একটি বরকতময় মাস। তোমাদের উপরে আল্লাহ তা’আলা অত্র মাসের সওম ফরয করেছেন। এ মাসের আগমনে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়, আর আল্লাহর অবাধ্য শয়তানদের গলায় লোহার বেড়ী পরানো হয়। এ মাসে একটি রাত রয়েছে যা এক হাজার মাস অপেক্ষাও উত্তম। যে ব্যক্তি সে রাতের কল্যাণ থেকে বঞ্চিত রয়ে গেল সে প্রকৃত বঞ্চিত রয়ে গেল।


সুনানে আন-নাসায়ী, হাদিস নং ২১০৬
হাদিসের মান: সহিহ হাদিস

Address

Dhaka
Dhaka
1219

Opening Hours

Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islam And Sunnah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share