ইবনে আব্বাস বলেন,
“সিনান বিন সালামাহ আল-জুহানীর স্ত্রী আদেশ দিলেন যে তার মা মারা গেছেন এবং হজ করেননি সে সম্পর্কে আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করা হবে, যদি তিনি তার মায়ের পক্ষ থেকে হজ করেন তবে তা কি যথেষ্ট হবে? তিনি বললেন: 'হ্যাঁ, যদি তার মায়ের ঋণ থাকে এবং সে তা পরিশোধ করে, তাহলে কি তাকে তার মায়ের পক্ষ থেকে হজ করতে দেওয়া হবে না?'
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، قَالَ حَدَّثَنِي مُوسَى بْنُ سَلَمَةَ الْهُذَلِيُّ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، قَالَ أَمَرَتِ امْرَأَةُ سِنَانَ بْنِ سَلَمَةَ الْجُهَنِيِّ أَنْ يَسْأَلَ، رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّ أُمَّهَا مَاتَتْ وَلَمْ تَحُجَّ أَفَيُجْزِئُ عَنْ أُمِّهَا أَنْ تَحُجَّ عَنْهَا قَالَ " نَعَمْ لَوْ كَانَ عَلَى أُمِّهَا دَيْنٌ فَقَضَتْهُ عَنْهَا أَلَمْ يَكُنْ يُجْزِئُ عَنْهَا فَلْتَحُجَّ عَنْ أُمِّهَا " .
Reference : Sunan an-Nasa'i 2633
In-book reference : Book 24, Hadith 15
শয়তান সবসময় নামাজের ব্যাঘাত করাতে সাহায্য করে তাই কোন ভয় না করে রাসূল এর পথ দেখানো অনুযায়ী চলায়ই উত্তম