18/07/2022
সাল 2060 😊 হয়তো অনেকে বেচে থাকবো, যদি আল্লাহ রাখে, বিপদ আপদ অসুধ সব বাদ দিয়েই সালটা 2060 ধরলাম 😊 এই কিছুটা জীবন আর বেচে থাকার জন্য আমার কতো কিছু করছি 😊 🙂 অতঃপর মারা যাবো - ! বিশ্বাস হচ্ছেনা? এইতো 2060 চোখের সামনেই সময় যাচ্ছে পানির স্রতের চেয়েও দিগুন।
আমি একটা কথায় বার বার বলি, 🙂 আল্লাহর সামনে সবায়কে দাড়াতে হবে। আমি বার বার বলি, আপনি সিগারেট খান মদ খান গান্জা খান নেসা করেন জিনাহ করেন যা করতেছেন করেন অন্তত নামাজ ছেড়োনা। প্লিজ আমি রিকোয়েস্ট করছি,
আপনার আল্লাহ সমপর্কে কোনো ধারনা নেই, তিনি এমন এক সত্তা আপনি যাই করেন না কেনো যতো পাপ করেন না কেনো ক্ষমা চাইতে চাইতে আপনি অতিষ্ট হয়ে যাবেন কিন্তু তিনি মাফ করতেই থাকবেন কখনো ক্লান্ত হবেন না ট্রাস্ট মি।
শুধু নামাজটা ছেড়োনা ভাইয়া, পরে যাও তুমি আল্লাহর সামনে বোঝাপরা করবে, তুমি পাপের মধ্যে থেকেও চেষ্টা করেছো আল্লাহকে খুশি করার বিশ্বাস করুন এটুকুই যথেষ্ট ❤ জাস্ট পরুন, যাই করুন কিন্তু পরুন, কে কি বলছে বলুক আপনার সাথে কেউ যাবেনা ভাইয়া। তাই আল্লাহর সাথে আপনিই বোঝাপরা করুন প্লিজ নামাজ ছেড়োনা দোহায় লাগে 😭
কষ্ট করে লিখছি প্লিচ Try To Understand |
পরে যান কিচ্ছু হবেনা। যে অবস্থায় থাকুন না কেনো। আপনি এতে করেই বেচে যাবেন, তিনি স্রষ্টা , আমরা তাঁর সৃষ্টি, মা আমাদের 9 মাস গর্ভে রেখেছেন, আর আল্লাহ্ আমাদের সৃষ্টি করছেন। কিচ্ছু হবেনা কারো শুধু বলছি পরুন প্লিজ ।যাই করুন না কেনো ।
আমি রিভিশন দেয়নি ভুল লিখলে ভুল বললে সরি সমপর্ন নিজের মন থেকে বলেছি।